19/03/2024
                                            ইসলামী আইনে একজন গর্ভবতীর জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয়, আপনি চাইলে পরবর্তীতে এই রোজা রাখতে পারবেন। 
তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ হবে অথবা সফরে থাকবে সে অন্যদিনগুলোতে এ সংখ্যা পূর্ণ করবে”[সূরা বাকারা, আয়াত: ১৮৫] আর গর্ভবতী ও দুগ্ধপানকারিনী নারী এ দুই শ্রেণীর নারী অসুস্থ ব্যক্তির পর্যায়ভুক্ত। যদি এ দুই শ্রেণীর নারীর ওজর হয় ‘তাদের সন্তানের স্বাস্থ্যহানির আশংকা থাকে ’ তাহলে কোন কোন আলেমের মতে, এরা রোজাগুলোর কাযা পালনের সাথে প্রতিদিনের বদলে একজন মিসকীনকে গম, চাল, খেজুর বা স্থানীয় প্রধান কোন খাদ্য সদকা করবে। আর কোন কোন আলেমের মতে,  তাদেরকে কাযা পালন ছাড়া আর কোন উপায় সেটা পূরণ হবে না । কারণ খাদ্য প্রদানের পক্ষে কিতাব ও সুন্নাহর কোন দলিল নেই।
আমার পরামর্শ থাকবে যাদের গর্ভের বয়স ৩ মাসের উপরে তারা এই মুহূর্তে রোজা না রেখে পরবর্তীতে সেটা রেখে পুষিয়ে নিবেন । আর ৩ মাস কম কিন্তু বিভিন্ন শারীরিক সমস্যা থেকে থাকলে আপনি আপনার নিয়মিত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন ।                                        
 
                                                                                                     
                                                                                                     
                                         
   
   
   
   
     
   
   
  