ঈমানী মেডিকেল

ঈমানী মেডিকেল আল্লাহ রোগ দিয়েছেন; নিশ্চয়ই তিনিই তা নিরাময় করবেন : হাফেজ ড. হাসিবুর রহমান

আল্লাহ আপনাকে সকল রোগ থেকে শেফা দান করুন
02/02/2025

আল্লাহ আপনাকে সকল রোগ থেকে শেফা দান করুন

আল্লাহ তা'আলা সবাইকে হজ্জ্বের জন্য কবুল করুন, আমিন
30/08/2024

আল্লাহ তা'আলা সবাইকে হজ্জ্বের জন্য কবুল করুন, আমিন

30/08/2024
আমাদের ওষুধের আইটেমগুলো হলো 💊 শেফা হালুয়া - এই হালুয়াতে সবচাইতে বড় বিশেষত্ব হলো এখানে কুরআন এবং হাদীসে বর্ণিত বেশকিছু উপ...
30/08/2024

আমাদের ওষুধের আইটেমগুলো হলো

💊 শেফা হালুয়া - এই হালুয়াতে সবচাইতে বড় বিশেষত্ব হলো এখানে কুরআন এবং হাদীসে বর্ণিত বেশকিছু উপাদান দেওয়া হয়েছে। উদারণস্বরূপ আজওয়া খেজুরের বীজ, জমজম এর পানি, ত্বীন ফল ইত্যাদি। আর দেশীয় ও উপমহাদেশীয় ভেষজ আইটেম দেওয়া হয়েছে প্রায় ১৫ টি উপাদান
💊 শেফা বড়ি - এটিতে ব্যাবহার করা হয়েছে আরগাছিস, কাফিয়া আরাবিকা এবং গোখারু পাউডার। যা এসকল ট্রিটমেন্ট এর ক্ষেত্রে খুবই কার্যকরী
💊 শক্তি তৈল - এটায় আমরা ব্যাবহার করেছি জাজোবা, আমলকী, কালোজিড়া, ত্রিধারা, ভূঁই ওকরা, জিংগো বিলোবা এবং সড়িষার সংমিশ্রণ
💊 শক্তি (ক্যালসিয়াম) বড়ি - এটা মূলত ক্যালসিয়াম ও ভিটামিন জাতীয়; যা আপনাকে সামগ্রীকভাবে শক্তিশালী করবে। কারণ এই সমস্যা সমাধানের জন্য প্রাকৃতিকভাবেই আপনাকে বেশ শক্তিশালী হওয়ার প্রয়োজন রয়েছে। এটিতে রয়েছে লেভেন্ডার, ক্যামোমাইল, টার্মেরিক, ক্যালসিয়াম ইত্যাদি

২. ওষুধ তৈরী প্রক্রিয়া : আমাদের ৪ টি আইটেম এর মধ্যে শুধুমাত্র শক্তি (ক্যালসিয়াম) বড়ি আগে থেকে তৈরী করা থাকে বাকিগুলো আমরা সমস্যা শুনে তৈরী করি। যেটাতে ৭ ঘন্টার মতো সময় লাগে। তাই আপনাকে সমস্যাগুলো খুলে বলতে হবে
৩. ওষুধের কাঁচামাল : আমরা নিজস্বভাবে প্রায় ২৫-২৭ টি উদ্ভিদ এর চাষ করি। তবে বেশকিছু উপাদান আছে যেগুলো আমরা নাটোর (বড়ইগ্রাম), খুলনা (পাইকগাছা), খাগড়াছড়ি (সদরের কাছে উপজাতি বাজার) থেকে সংগ্রহ করি
৪. ওষুধ তৈরী এবং প্যাকেজিং এর স্থান : রহিম মুন্সির বাড়ী, গাবড়াগ্রাম, মাদারগঞ্জ সদর, জামালপুর

মাইজপাড়া মসজিদে খুতবার আলোচনায় যাচ্ছি। দোয়া রইলো। জুম্মা মুবারক
30/08/2024

মাইজপাড়া মসজিদে খুতবার আলোচনায় যাচ্ছি। দোয়া রইলো। জুম্মা মুবারক

প্রথমত সংক্ষেপে আয়াত, হাদীস এবং বই উল্লেখ করা হলো, দ্বিতীয়ত বিস্তারিত আলোচনা করা হলো ▪ পবিত্র কুরআনের আয়াতের তালিকা১. সু...
30/08/2024

প্রথমত সংক্ষেপে আয়াত, হাদীস এবং বই উল্লেখ করা হলো, দ্বিতীয়ত বিস্তারিত আলোচনা করা হলো

▪ পবিত্র কুরআনের আয়াতের তালিকা
১. সুরা তাওবার ১৪ নম্বর আয়াত
২. সুরা হা-মীম এর ৪৪ নম্বর আয়াত
৩. সুরা আশ-শেফা ৮০ নম্বর আয়াত।
৪. ছুরা নাহলের ৬৯ নম্বর আয়াত
৫. সুরা ইউনূসের ৫৭ নম্বর আয়াত
৬. সুরা তাওবার ১৪ নম্বর আয়াত

▪ হাদীস এর তালিকা
১. বুখারী, খন্ড-২য়, পৃষ্ঠা-৮৪৮, হাদীস নং-৫২৭৬; তাফসীরে কুরতুবী, খন্ড-১০ম, পৃষ্ঠা-২৩৫
২. তাফসীরে কুরতুবী, খন্ড-১০ম, পৃষ্ঠা-২৩৫
৩. বুখারি-৫৩১২
৪. বুখারি-৫৩৫৩
৫. বুখারি-৫৩০২
৬. বুখারি-৫২৭০
৭. বুখারি-৫৩০২

▪ বই ১. The Regimental Therapies of Unani Medicine
▪ বই ২. The Traditional Healer : A Comprehensive Guide to the Principles and Practice of Unani Herbal Medicine
▪ বই ৩. Handbook on Unani Medicines with Formulae (ভারতীয়)
▪ বই ৪. A Handbook for Gynecology in Unani Medicine
▪ বই ৫. Avicenna's Single Drugs : The Second Book of the Canon of Medicine
▪ বই ৬. Blood Purifier in Unani Medicine (প্রাক-পারস্য)
▪ বই ৭. Unani Medicine Theory Practice & Example
▪ বই ৮. A Glossary of Ayurveda, Tibetan and Unani Medicines (রোমান ভাষা থেকে বাংলায় অনুদিত)

▪ হাদীস এর আলোচনা :

- হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত। আল্লাহর রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহ তায়ালা এমন কোনও রোগ সৃষ্টি করেননি যার প্রতিষেধক তিনি সৃষ্টি করেননি।’ (বুখারী, খন্ড-২য়, পৃষ্ঠা-৮৪৮, হাদীস নং-৫২৭৬; তাফসীরে কুরতুবী, খন্ড-১০ম, পৃষ্ঠা-২৩৫)

- কুরতুবিতে লেখা হয়েছে, যে ব্যক্তি কোরআনের মাধ্যমে আরোগ্য তালাশ করে না, তার কোন শেফা নেই। (তাফসীরে কুরতুবী, খন্ড-১০ম, পৃষ্ঠা-২৩৫)

- বিশ্বনবী (সা.)-এর ফর্মুলার দিকে তাকালে দেখা যায়- তিনি বলেন, আগের নারীরা এ বরকতময় গাছের ফল ও তেল ব্যবহার করতেন এবং গাছের ডালকে মিসওয়াক বানাতেন। (আল মুজামুল আওসাত)। অন্য এক বর্ণনায় বলেন, তোমরা তেল খাও এবং মালিশ কর কারণ এটি বরকত ও প্রাচুর্যময় গাছের তেল। (তিরমিজি ১৮৫১)

- হজরত আবু হুরাইরা রা: থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লøাহ সা: বলেছেন, ‘ছোঁয়াচে বলে কোনো রোগ নেই এবং সফর মাস ও পেঁচার মধ্যে অমঙ্গল বলে কিছু নেই।’ তখন একজন গ্রাম্য লোক বললেন, হে আল্লাহর রাসূল সা:, তবে আমার এ উটগুলোর এ দশা হলো কেন? এগুলো ছিল চারণভূমিতে, দেখতে বন্য হরিণের মতো সুন্দর। তারপর সেখানে একটি চর্ম রোগাক্রান্ত উট এলো। আমার উটগুলোর মধ্যে ঢুকে পড়ল এবং সেগুলোকে চর্ম রোগাক্রান্ত বানিয়ে দিলো।’ তখন রাসূলুল্লাহ সা: বললেন, প্রথম উটটির মধ্যে রোগ সৃষ্টি করল কে?’ (বুখারি-৫৩০২)

- সব রোগের চিকিৎসা রয়েছে : আবু হুরাইরা রা: থেকে বর্ণিত। নবী করিম সা: বলেছেন, ‘আল্লাহ তায়ালা এমন কোনো রোগ সৃষ্টি করেননি, যার কোনো ওষুধ সৃষ্টি করেননি।’ (বুখারি-৫২৭০)

- আমার উটগুলোর মধ্যে ঢুকে পড়ল এবং সেগুলোকে চর্ম রোগাক্রান্ত বানিয়ে দিলো।’ তখন রাসূলুল্লাহ সা: বললেন, প্রথম উটটির মধ্যে রোগ সৃষ্টি করল কে?’ (বুখারি-৫৩০২)

- হজরত আবদুল্লাহ ইবনে ওমর রা: থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সা: বলেছেন, রোগে কোনো সংক্রমণ নেই। অশুভ ও কুলক্ষণ বলেও কিছু নেই। (বুখারি-৫৩৫৩)

- হজরত আবদুল্লাহ ইবনে আমের রা: কর্তৃক বর্ণিত। ওমর রা: সিরিয়া যাত্রা করলেন। সারগ নামক স্থানে উপনীত হলে খবর পেলেন, সিরিয়ায় প্লেগ মহামারীর প্রাদুর্ভাব ঘটেছে। তখন আবদুর রহমান ইবনে আউফ রা: বললেন, রাসূলুল্লাহ সা: বলেছেন, যখন তোমরা শোনো যে, কোনো স্থানে প্লেগ রোগের প্রাদুর্ভাব ঘটেছে, তবে তোমরা সেখানে যেও না। আর যখন কোনো স্থানে তা দেখা দেয়, তোমরাও সেখানে অবস্থান করতে থাকো। তবে সেখান থেকে বাইরে যেও না। (বুখারি-৫৩১৩)

- তিনি বললেন, আপনাদের বিতর্কিত বিষয়ে একটি হাদিস আমার জানা আছে। রাসূল সা: কে বলতে শুনেছি, ‘যখন তোমরা শুনতে পাও, কোনো স্থানে প্লেগ মহামারী দেখা দিয়েছে, তবে সেখানে যেও না। আর যখন কোথাও তা ছড়িয়ে পড়ে এবং তুমি সেখানে থেকে যাও, তাহলে সেখান থেকে বের হয়ে পলায়ন করো না।’ বর্ণনাকারী বলেন, এই হাদিস শুনে ওমর রা: আল্লøাহর প্রশংসা করলেন। অতঃপর মদিনার দিকে ফিরে চললেন। (বুখারি-৫৩১২)

▪ কুরআনের আলোচনা :

১. সুরা তাওবার ১৪ নম্বর আয়াত।
وَيَشْفِ صُدُورَ قَوْمٍ مُؤْمِنِينَ
অর্থ : এবং আল্লাহ মু’মিনদের (মুসলমানদের) অন্তরসমূহ শান্ত করে দেন।

২. সুরা ইউনূসের ৫৭ নম্বর আয়াত।
وَشِفَاءٌ لِمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ
অর্থ : এবং অন্তরের রোগের নিরাময়, হেদায়েত ও রহমত মুসলমানদের জন্য।

৩. ছুরা নাহলের ৬৯ নম্বর আয়াত।
يَخْرُجُ مِنْ بُطُونِهَا شَرَابٌ مُخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِلنَّاسِ
অর্থ : তার পেট থেকে বিভিন্ন রঙে পানীয় নির্গত হয়। তাতে মানুষের জন্যে রয়েছে রোগের প্রতিকার।

৪. সুরা বনী ইসরাইলের ৮২ নম্বর আয়াত।
وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ
অর্থ : আমি কোরআনে এমন বিষয় নাযিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত।

৫. সুরা আশ-শেফা ৮০ নম্বর আয়াত।
– وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ
অর্থ : এবং (যখন আমি রোগাক্রান্ত হই, তখন তিনিই আরোগ্য দান করেন)

৬. সুরা হা-মীম এর ৪৪ নম্বর আয়াত।
قُلْ هُوَ لِلَّذِينَ آمَنُوا هُدًى وَشِفَاءٌ
অর্থ : (বলুন, এটা বিশ্বাসীদের জন্য হেদায়েত ও রোগের প্রতিকার)

বৈজ্ঞানিকভাবে আরবীয় অঞ্চলে উৎপাদিত কিছু কফি (যেগুলোকে ডেজার্ট কফি বা মরুর কফিও বলা হয়) যৌন স্বাস্থ্যের জন্য ভালো। এগুলো ...
30/08/2024

বৈজ্ঞানিকভাবে আরবীয় অঞ্চলে উৎপাদিত কিছু কফি (যেগুলোকে ডেজার্ট কফি বা মরুর কফিও বলা হয়) যৌন স্বাস্থ্যের জন্য ভালো। এগুলো নিয়মিত খেলে শরীর এবং যৌবন দু'টোই ভালো রাখা সম্ভব। কিন্তু একটু বাস্তব সম্মতভাবে চিন্তা করুন তো,
- হোমিওপ্যাথি, এলোপ্যাথি সবরকম ওষুধ খেয়েছেন কিন্তু কাজ হয় নি
- অনেকের মতে অনেক ডাক্তারকে দেখিয়েছেন তাতেও কোনো উন্নতি হয় নি
- কয়েক বছর ধরে ব্যায়াম সহ মানুষ যা বলেছে আপনি তা শুনেছেন এবং তাই করেছেন কিন্তু যৌন সমস্যা আর ভালো হয় নি। কিন্তু কে বা কারা আপনাকে বললো 'এক চুমুক কফিতেই' আপনার পুরো যৌবনের এই সমস্যা সমাধান হবে এবং আপনি হয়ে উঠবেন প্রাণবন্ত তরুণের মতো যৌন সক্ষম। এটা কতোটুকু বাস্তব সম্মত মনে হয় আপনার কাছে?

⭐ এসবের পিছনের সত্য বা আসলে যা ঘটে : ভায়াগ্রা, সিয়ালিস, লেভিট্রা, স্টেন্ড্রা ইত্যাদি নামে কিছু কেমিক্যাল আছে। এগুলো সাধারণত একজন মানুষের স্নায়ুগুলোকে প্রচন্ড চাপ দিয়ে উত্তেজিত করে। ফলে সেই ব্যাক্তি নিজেকে অনেক বেশি চাংগা অনুভব করে, কিছুক্ষেত্রে লিংগ শক্ত হয় বা শারিরীক সম্পর্কে টাইমিং একটু বৃদ্ধি পায়। এতে সাময়িকভাবে সেই ব্যাক্তির মনে হয় তিনি হয়তো সুস্থ হয়ে গেছেন। কিন্তু না। মাত্রাতিরিক্ত চাপ এর কারণে তার কিডনী, হার্ট এবং লিভার ধীরে ধীরে বাজেভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে। মূলত এই উপাদানগুলোই ওই কফিতে ব্যাবহার করা হয়। তাই খুবই সাবধান। এছাড়াও আরো বিভিন্নভাবে ওয়ানটাইম বা যৌন উত্তেজক বিক্রি করা হচ্ছে

⭐ বিশেষ দ্রষ্টব্য : ডক্টররাও মাঝেমাঝে ওয়ান টাইম জাতীয় ওষুধ সেবনের পরামর্শ দেন। পরিমিত পরিমাণে বা রেজিস্টার্ড ডক্টর এর পরামর্শে খেলে এই ক্ষতি অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব

যোগাযোগ : মুহাদ্দিস আজিজুল ইসলামঠিকানা : বালিজুরী মসজিদ, মাদারগঞ্জ, জামালপুরসময় : মাগরিব থেকে রাত ৯ টা। দিনে আসলে রহমতগঞ...
30/08/2024

যোগাযোগ : মুহাদ্দিস আজিজুল ইসলাম
ঠিকানা : বালিজুরী মসজিদ, মাদারগঞ্জ, জামালপুর
সময় : মাগরিব থেকে রাত ৯ টা। দিনে আসলে রহমতগঞ্জ আলিম মাদ্রাসায় আসতে হবে। ধন্যবাদ

Address

বালিজুড়ী মসজিদ সংলগ্ন, মাদারগঞ্জ, জামালপুর
Jamalpur Chak

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঈমানী মেডিকেল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram