রক্ত দেই জীবন বাচাঁই

রক্ত দেই জীবন বাচাঁই মানব সেবায় ইয়ং স্টার
স্থাপিত-২০২২
তেঘরিয়া , মেলান্দহ, জামালপুর।
রক্তের🩸 প্রয়োজনে মোবাইল📞:-
মোঃ আঃ রাজ্জাক📞:- +8801716-588699
মোঃ উজ্জ্বল 📞:- +8801915-863790

(ডোনার নং :-২১)আলহামদুলিল্লাহ।  আমাদের সংগঠন থেকে ১ম বারের মতো AB+ (Positive) লাল ভালবাসা দান করলেন Md. Naiemতারিখঃ ১৩/০...
13/08/2025

(ডোনার নং :-২১)
আলহামদুলিল্লাহ।
আমাদের সংগঠন থেকে ১ম বারের মতো AB+ (Positive) লাল ভালবাসা দান করলেন Md. Naiem
তারিখঃ ১৩/০৮/২০২৫ ইং

 #সকলের_অবগতির_জন্য_জানানো_যাচ্ছে_যে,আপনাদের যে কারো রক্তের প্রয়োজন হলে প্রথমেই হিমোগ্লোবিন রিপোর্ট বাধ্যতামূলক দিতে হবে...
05/05/2025

#সকলের_অবগতির_জন্য_জানানো_যাচ্ছে_যে,

আপনাদের যে কারো রক্তের প্রয়োজন হলে প্রথমেই হিমোগ্লোবিন রিপোর্ট বাধ্যতামূলক দিতে হবে।
হিমোগ্লোবিন রিপোর্ট ছাড়া কোনো স্বেচ্ছাসেবী ব্লাড মেনেজ করে দিবে না।
যদি কেউ বলে হিমোগ্লোবিন রিপোর্ট পরে দিচ্ছি, তাহলে তাদেরকেও উত্তর দিবেন ব্লাডও পরে ব্যবস্থা করে দিবো।

আপনি বাসায় এসির নিচে বসে ব্লাডের রিকোয়েস্ট দেন আর স্বেচ্ছাসেবীরা ডোনার খুঁজে খুঁজে পাগল হয়ে গিয়ে আপনাকে ব্লাড মেনেজ করে দেয়।

আর আপনি হিমোগ্লোবিন রিপোর্ট চাইলে রাগ দেখান।আপনার রাগ আপনি পকেটে রাখবেন।
মনে রাখবেন একজন ভাই-বোনের রক্ত আপনার রাগের উপর নির্ভর করে নষ্ট করে দিতে পারি না।

আমাদের কাছে একজন রোগী যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ হলো একজন স্বেচ্ছাসেবী ও ডোনারের।🩸🩸

https://hikmah.net/.b.s.l.2022নতুন সোসাল মিড়িয়া হিকমাহ তে আমাদের নতুন পেজ ।সবাই ফলো দিয়ে পাশে থাকবেন
25/04/2025

https://hikmah.net/.b.s.l.2022
নতুন সোসাল মিড়িয়া হিকমাহ তে আমাদের নতুন পেজ ।
সবাই ফলো দিয়ে পাশে থাকবেন

(ডোনার নং :-২০)আলহামদুলিল্লাহ।  আমাদের গ্রুপ থেকে ৮ম বারের মতো লাল ভালবাসা দান করলেন মোঃ আঃ রাজ্জাক(O+)02/04/2025💜🌸
02/04/2025

(ডোনার নং :-২০)
আলহামদুলিল্লাহ।
আমাদের গ্রুপ থেকে ৮ম বারের মতো লাল ভালবাসা দান করলেন
মোঃ আঃ রাজ্জাক
(O+)
02/04/2025
💜🌸

24/12/2024

রক্ত নেওয়ার আগে ভাই ভাই,
রক্ত নেওয়ার পর চু-দি-র-ভা-ই।
ভাই আপনি আসেন, আপনার সব খরচ আমরা বহন করবো, আপনি শুধু আসেন।
ডোনার যাওয়ার পর ভাই আমি হাসপাতালের গেটে আছি, আপনি একটু আসেন পাঠাও এর ভাড়া দিতে হবে।
তখন বলে, ভাই আপনি ভাড়া টা দিয়ে উপরে আসেন আপনার যাওয়ার সময় আসা যাওয়ার ভাড়া একবারে দিয়ে দিবো। ডোনার বিশ্বাস করে ভাড়া দিয়ে রক্ত দিতে উপরে যায়।
রক্ত দেওয়ার পর যখন বলে ভাই ভাড়াটা দেন।
তখন রোগীর লোক আর ভন্ড স্বেচ্ছাসেবীরা বলে, ভাই মানবতার কাজ করতে আসছেন, ভাড়া দিবো কেন? তারপর ও যদি ডোনার ভাড়া চাই তখন, তাকে মাইর খাইতে হয় নতুবা অপমান হইতে হয়।
সুতরাং, সব ডোনার ভাইরা, আপনারা কখনোই এইভাবে যাবেন না। যাকেই রক্ত দিবেন, তাকে বলবেন সম্মানের সাথে আপনার জায়গা থেকে আপনাকে নিয়ে যাইতে। আর যদি দেখেন তারা বিভিন্ন অজুহাত দেখাচ্ছে, তাহলে কথা না বারিয়ে ফোন কেটে দিবেন। মনে রাখবেন যার প্রকৃত রক্ত দরকার আর প্রকৃত গার্জিয়ান যদি হয়ে থাকে তাহলে তারা অবশ্যই আপনাকে আপনার জায়গা থেকে নিয়ে যাবে।
নিজে সচেতন থাকুন এবং সমস্ত ডোনারদের সচেতন করুন...

28/10/2024

সিজারের রোগীর জন্য এক মাস আগে থেকে নেগেটিভ ডোনার রেডি করে রাখতে হবে। আর পজিটিভ হলে একমাস না হলেও কমপক্ষে ১ সপ্তাহ আগে জানাতে হবে এবং ডোনার রেডি করে রাখতে হবে।
তা না হলে সিজারের অন্তিম মূহুর্তে এসে কোনো সিজারের রোগীর জন্য ডোনার হবে না,যার যা ইচ্ছে বলতে পারেন।
আজকের পর থেকে সড়ক দুর্ঘটনা ব্যাতিত কোনো প্রকার চাহিদা ইমারজেন্সি দেখাবেন না,আর হ্যাঁ
দুর্ঘটনা বশত সিজারের রোগীর জন্য একটা বা দুইটা ডোনার রেডি রাখার পরেও কোন কারনে যদি প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়, প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজন হয়, যেখানে দুই ব্যাগ ব্লাড দিয়ে কাজ হচ্ছে না চার থেকে পাঁচ ব্যাগ ব্লাড লাগবেই একমাত্র তখনই সেই চাহিদাটাকে এমারজেন্সি হিসেবে গ্রহণ করব।
আর একটা কথা বার বার বলে আসতেছি,আমরা কখনো সস্তা হবো না।
আমাদের মূল্য রোগীর লোকদের বুঝাতে হবে,একটা রক্তদাতা,একটা সেচ্ছাসেবী কারো টাকার গোলাম না যে,যখন খুশি তাদের খেয়াল খুশি মতো চলবে।

❤️🥰
14/10/2024

❤️🥰

08/10/2024

শেরপুর জেলায়,,,ঝিনাইগাতীতে কোনো এক জন লোকের যার ৫১ একরের মাছের প্রজেক্ট থেকে সব মাছ বেরিয়ে গেছে। কোটি টাকা থেকে এক রাতের ব্যবধানে একেবারে নিঃস্ব।
এদিকে বন্যা কবলিত অনেকেই জালে অনেক মাছ ধরছে। ১০০ টাকা কেজিতে নেমে এসেছে বিভিন্ন জাতের মাছ।
কেউ একদিকে কম টাকাই মাছ কিনে অনেক খুশি,কেউ বা সব কিছুই হারিয়ে ফকির।
আল্লাহ সবার প্রতি সহায় হোন।

Address

WRMW+VMX, Madarganj/Jamalpur Road
Jamalpur Sadar Upazila
2012

Telephone

+8801316149518

Website

Alerts

Be the first to know and let us send you an email when রক্ত দেই জীবন বাচাঁই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram