20/03/2024
ডায়াবেটিস পেশেন্টের কার জন্য রোজা না রাখার অনুমতি আছে?
ডায়াবেটিস ব্যতীত যাদের জন্য ফিজিওলজিকাল কারণে রোজা না রাখার অনুমতি আছে...
১.. যারা প্রেগন্যান্সির 1st and 3rd Trimester
তথা প্রথম ৩ মাস ও শেষ ৩ মাস-
2nd trimester e রোজা রাখতে পারে,
এইটা সেফ, তবে না রাখলেও গুনাহ হবেনা, পরে কাযা করে নিবে-
1st and 3rd trimester এ না রাখার অনুমতি আছে যদি বাচ্চা এবং মায়ের সুস্বাস্থ্যের জন্য হুমকি হয়,
ল্যাকটেশনের ১ম ৬ মাস রোজা না রাখার অনুমতি আছে, ,
যদি বাচ্চার অসুস্থ হয়ে যাবার ভয় থাকে, কিংবা মায়ের অসুস্থ হয়ে যাবার ভয় থাকে, এই সময় বাচ্চার exclusive breast feeding পরে কাযা করে নিবে,
DM related... যেখানে রোজা রাখবেনা-
DM with neuropathy থাকলে রোজা রাখবেনা,?
কিভাবে বুঝবে?
একজন ডায়াবেটিস পেশেন্টের শারিরীক অবস্থা এই পর্যায়ে চলে গেছে, যে চোখ বন্ধ করলে ঘুরে পড়ে যায়, তাহলে বুঝতে হবে নিউরোপ্যাথি ডেভেলপ করেছে,
ডায়াবেটিস পেশেন্টের foot sensation না থাকলে রোজা রাখবেনা, ফিদিয়া দিবে,
Advance retinopathy হলে রোজা রাখবেনা,
যখন ভেসেল proliferative হয়ে যায়, অথবা যখন রেটিনাল হেমোরেজ হয়
Advance nepropahty হলে রোজা রাখবেনা,
কিভাবে বুঝবে ---
CCR (creatinine clearance Rate) 45 এর নিছে চলে গেলে রোজা না রাখার অনুমতি আছে,
CKD patient এর Erythropoietin therypy লাগতেছে, তারা রোজা রাখবেনা,
পেশেন্ট এর ফসফেট লেভেল 5mg/dl এর বেশি হলে
সেকেন্ডারি হাইপারটেনশন ডেভেলপ করলে রোজা না রাখার অনুমতি আছে--
Cardiopathy..
শেষ এক মাসে হার্ট অ্যাটাক হয়েছে কিনা,হলে রোজা রাখবেনা
ডায়াবেটিক ফুট আলসার অথবা গ্যাংরিন থাকলে রোজা রাখবেনা,
শেষ এক মাসে ডায়াবিটিক কিটোএসিডোসিস অথবা হাইপার গ্লাইসেমিক হাইপার অসমোলার নন কিটোটিক কমা হয়ে থাকলে রোজা রাখবেনা-
অটোনোমিক নিউরোপ্যাথি হলে রোজা রাখবেনা,
কিভাবে বুঝবেন?
Recurrent Diarrhoea, অথবা constipation হলে
Postural drop থাকলে
Urinary frequency, urgency থাকলে রোজা রাখবেনা,
hypoglycemia হলে রোজা রাখবেনা,
palpitation,
Tremor sweating হলে রাখবেনা
পেশেন্টের Very poor control Diabetes থাকলে,
যথা
RBS 16.6 এর উপরে পাওয়া যায়,
ডায়াবেটিস এর সাথে আর কোন রোগ থাকলে রোজা রাখবেনা-.
Head -
সাইকিয়াট্রিক illness থাকলে,
যথা সিজোফ্রেনিয়া /বাই পোলার মুড ডিজ অর্ডার থাকলে রোজা রাখবেনা,
হার্ট- History of MI last one month থাকলে রোজা রাখবেনা-
Lungs - সিভিয়ার পালমোনারি টিভি থাকলে রোজা রাখবেনা,
TB with complication like effusion, pnuomothorax, etc থাকলে বুঝবে Severe TB
সিভিয়ার ব্রংকিয়াল অ্যাজমা
মিনিমাম এক্সারসাইজ এ শ্বাসকষ্ট
তথা গ্রেড ৩ shortness of breathing থাকলে রোজা রাখবেনা,
যেমন বিচানা থেকে উঠে বাথরুমে গেলে শ্বাসকষ্ট হয়, অর্থাৎ অল্প একটু হাঁটলে শ্বাসকষ্ট হলে-
abdomen -
Repeated stone ডিজিজ এর হিস্ট্রি থাকলে,
গত এক মাসে Renal stone এর হিস্ট্রি থাকলে রোজা রাখবেনা
লিভার-
sgpt >100 এর উপরে থাকলে রোজা রাখবেনা,
cLd... রোগী রোজা রাখবেনা,
jaundice + Chirosis থাকলে,
cancer patient রোজা রাখবেনা,
acute Acitive peptice ulcer disease with DM
থাকলে রোজা রাখবেনা--
Sepsis/critical infection থাকলে রোজা রাখবেনা