29/03/2024
হযরত ইবনে আব্বাস (রা) বর্ণনা করেছেন,রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম রোযা রাখা অবস্থায় হিজামা করিয়েছিলেন। (সহী বুখারীঃ- ৫২৮৪)
===============================
এই মাসে হিজামার সুন্নাহ এর তারিখ ২৮, ৩০ মার্চ ও ০১ এপ্রিল , ২০২৪ ইনশা আল্লাহ।
===============================
হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা যেদিনগুলিতে হিজামা লাগাও তার মধ্যে সর্বোত্তম দিন হলো (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখ। (জামে তিরমিযীঃ ২০৫১)
হযরত আনাস রাযি. রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে ব্যক্তি হিজামা লাগাতে চায় সে যেন চাঁদের সতের, উনিশ ও একুশ তারিখকে তালাশ করে। তোমাদের কারো রক্তের চাপ বেড়ে গেলে সে যেন (হিজামা লাগিয়ে) রক্তের চাপ কমিয়ে নেয়। (সুনানে ইবনে মাজাহঃ ৩৪৮৬)
===============================
হিজামা একটি জনপ্রিয় সুন্নাহ এবং বিজ্ঞানভিত্তিক চিকিৎসা পদ্ধতি।
এটি রোগের জন্য চিকিৎসা এবং একজন সুস্থ মানুষের ক্ষেত্রে রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে।এতে কোন সাইড এফেক্ট নেই।
===============================
হিজামার দ্বারা যেসব রোগের উপকার হয়ঃ-
★ উচ্চ রক্তচাপ (hypertension)
★ মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদী মাথা ব্যাথা (Migraine)
★ ঘুমের ব্যাঘাত (Insomnia)
★ স্মৃতি ভ্রষ্টতা
★ পিঠে ব্যাথা ( Back Pain)
★ হাঁটু ব্যাথা ( knee Pain)
★ ঘাড়ে ব্যাথা (Neck Pain)
★ স্পোর্টস ইনজুরি (Sports Injury)
★ হাড় ক্ষয় জনিত ব্যাথা (Osteoarthritis )
★ মাংসপেশিতে ব্যাথা (Muscle Pain)
★ সায়াটিকার ব্যাথা (Sciatic)
★ মাথা ব্যাথা( Headache)
★ চুল পড়া (Hair Fall)
★ হাঁপানি ( Asthma)
★ বদহজম (Dyspepsia)
★ ব্রণ ( Brone)
★ গেস্ট্রিকের কারণে বুক ব্যাথা (hurt Burn)
★ হৃদরোগ ( Heart Disease)
★ কিডনির সমস্যা (Kidney Disease)
★ লিভারের সমস্যা (Liver Disease)
★ সাইনুসাইটিস (Sinusitis)
★ থাইরয়েড গ্রন্থির সমস্যা (Thyroid Hormone Problem)
★ Gout
★ Skin Disease
★ Erectile Dysfunction
★ TMJ Dysfunction Syndrome
★PCOS
আরো অনেকে রোগের জন্য হিজামা কার্যকরী।
===============================
এ্যাপয়েন্টমেন্ট করতে এবং বিস্তারিত জানতে ফোন করুন ঃ
+08801617241697