26/05/2025
ব্রেস্ট অ্যাবসেস (Breast Abscess) মূলত স্তনের মধ্যে পুঁজ জমে যাওয়া, যা সাধারণত ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হয়। এটি স্তন্যদানকারী মায়েদের বেশি হয়, তবে অন্যরাও আক্রান্ত হতে পারেন। নিচে মহিলাদের এই সমস্যা এড়াতে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দেওয়া হলো:-
ব্রেস্ট অ্যাবসেস এড়াতে করণীয় –
1. সঠিক নিয়মে শিশুকে স্তন্যদান করুন: শিশু যেন পুরো স্তন ভালোভাবে চুষে খায় এবং দুধ জমে না থাকে, তা নিশ্চিত করুন। দুধ জমে থাকলে ইনফেকশনের ঝুঁকি বাড়ে।
2. স্তনের পরিচ্ছন্নতা বজায় রাখুন: প্রতিবার দুধ খাওয়ানোর আগে ও পরে স্তন পরিষ্কার করুন। পরিষ্কার-পরিচ্ছন্নতা ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধে সহায়ক।
3. দুধ জমে গেলে হালকা ম্যাসাজ ও গরম সেঁক দিন: দুধ আটকে গেলে স্তনে চাপ দিয়ে বার করুন ও গরম পানির সেঁক দিলে আরাম পাওয়া যায় এবং ব্লকেজ দূর হয়।
4. যেকোনো ব্যথা, লালচে ভাব বা ফোলা দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন: প্রাথমিক অবস্থায় চিকিৎসা নিলে অ্যাবসেস হওয়ার আগেই রোগ নিয়ন্ত্রণ সম্ভব।
এই পরামর্শগুলো নিয়মিত মেনে চললে ব্রেস্ট অ্যাবসেসের ঝুঁকি অনেক কমে যায়।