Jamalpur district blood linked group

Jamalpur district blood linked group Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jamalpur district blood linked group, Blood bank, Jamalpur Sadar Upazila.

আলহামদুলিল্লাহ 🤲 সকলের ভালোবাসা সহযোগিতায়, আমরা এখন (2.8K) পরিবারের সদস্য 🌹🌹জামালপুর জেলায় রক্তের অভাবে যেনো কোনো মা, বো...
28/07/2023

আলহামদুলিল্লাহ 🤲 সকলের ভালোবাসা সহযোগিতায়, আমরা এখন (2.8K) পরিবারের সদস্য 🌹🌹
জামালপুর জেলায় রক্তের অভাবে যেনো কোনো মা, বোন কোনো রোগী মারা না যায়, রক্তের প্রয়োজনে যেনো সবাই মিলে একে অন্যকে সহযোগিতা করতে পারি এই উদ্দেশ্য নিয়ে আমাদের গ্রুপের অগ্রযাত্রা শুরু। আপনাদের সকলের সহযোগীতা আমাদের একান্ত কাম্য।

ধন্যবাদান্তেঃ
এডমিন প্যানেল
❣️

13/06/2023

স্বেচ্ছায় রক্তদান এক মহৎ কাজ। চিকিৎসাসহ বিভিন্ন কাজে রক্তের হয় প্রয়োজন হয়। সময়ে রক্ত এতই গুরুত্বপূর্ণ হয়ে উঠে যে, এছাড়া রোগীকে বাঁচানো সম্ভব হয় না। আর যারা জীবন-মরণ প্রশ্নে স্বেচ্ছায় রক্তদান করছেন তাদের উৎসাহ দেওয়ার লক্ষ্যেই পালিত হয় বিশ্ব রক্তদাতা দিবস।

মঙ্গলবার (১৪ জুন) বিশ্ব রক্তদাতা দিবস। বিশ্বে প্রতি বছর এদিনে পালিত হয় দিবসটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিনটির স্লোগান নির্ধারণ করেছে ‌‘ডোনেটিং ব্লাড ইজ অ্যান অ্যাক্ট অব সোলিডারিটি, জয়েন দ্য ইফোর্ট অ্যান্ড সেভ লাইভ’ অর্থাৎ রক্তদান একটি সম্মিলিত প্রয়াস, এই প্রয়াসে সংযুক্ত হন, রক্তদান করুন ও জীবন বাঁচান।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যে জানা যায়, দেশে অসুস্থ ব্যক্তিদের চিকিৎসায় প্রতি বছর প্রায় সাড়ে ৯ লাখ ব্যাগ রক্ত লাগে। সারা দেশে সরকারিভাবে ২২৩টি ব্লাড ব্যাংক বা রক্ত পরিসঞ্চালন কেন্দ্র রয়েছে।

এছাড়াও দেশে গত তিন বছরে বিভাগ ও জেলার সরকারি হাসপাতালের রক্ত পরিসঞ্চালন কেন্দ্রে (ব্লাড ব্যাংক) ২৩ লাখ ৭৫ হাজার ৬৩৭ জন স্বেচ্ছায় রক্তদাতার রক্ত পরিসঞ্চালন করা হয়েছে

আলহামদুলিল্লাহ 🤲 সকলের ভালোবাসা সহযোগিতায়, আমরা এখন 2.6K পরিবারের সদস্য 🌹🌹জামালপুর জেলায় রক্তের অভাবে যেনো কোনো মা, বোন ...
31/05/2023

আলহামদুলিল্লাহ 🤲 সকলের ভালোবাসা সহযোগিতায়, আমরা এখন 2.6K পরিবারের সদস্য 🌹🌹
জামালপুর জেলায় রক্তের অভাবে যেনো কোনো মা, বোন কোনো রোগী মারা না যায়, রক্তের প্রয়োজনে যেনো সবাই মিলে একে অন্যকে সহযোগিতা করতে পারি এই উদ্দেশ্য নিয়ে আমাদের গ্রুপের অগ্রযাত্রা শুরু। আপনাদের সকলের সহযোগীতা আমাদের একান্ত কাম্য।

ধন্যবাদান্তেঃ
এডমিন প্যানেল
❣️

29/04/2023

সকল SSC পরিক্ষার্থী দের জন্য দোয়া ও ভালোবাসা রইলো৷
সবাই পেইজটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ 🥰🥀

05/04/2023

বেদনার্ত বাংলাদেশের জন্য এক বিশাল আনন্দের পরশ! আবারও লাল সবুজের বিশ্ববিজয়!

দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছে সালেহ আহমাদ তাকরিম। মাশাআল্লাহ! তাবারাকাল্লাহ!

কুরআনের মাসে এ বিজয় ছিনিয়ে আনার জন্য তোমায় আন্তরিক অভিনন্দন। এ বিজয় লক্ষ কিশোর তরুণের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

...

26/03/2023

রক্ত দেয়ার উপকারিতা:

দেশের বিভিন্ন ব্লাডব্যাংকের সঙ্গে কথা বলে জানা যায় নিয়মিত রক্ত দেয়ার কিছু উপকার রয়েছে। সেগুলো হলো:

১. এতে একজন মানুষের জীবন বাঁচানো সম্ভব।

২. নিয়মিত রক্তদাতাদের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে।

৩. বছরে তিনবার রক্ত দিলে শরীরে নতুন লোহিত কণিকা তৈরির হার বেড়ে যায়। এতে অস্থিমজ্জা সক্রিয় থাকে। দ্রুত রক্ত স্বল্পতা পূরণ হয়।

৪. রক্তে কোলেস্টরেলের মাত্রা কমে যায়, এতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। ফলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায়।

৫. রক্ত দিলে যে ক্যালোরি খরচ হয়, তা ওজন কমানোর ক্ষেত্রে ও রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৬. শরীরে হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি, জন্ডিস, ম্যালেরিয়া, সিফিলিস, এইচআইভি বা এইডসের মতো বড় কোন রোগ আছে কি না, সেটি বিনা খরচে জানা যায়।

৭. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

৮. রক্তদাতার যদি নিজের কখনো রক্তের প্রয়োজন হয় তাহলে ব্লাড ব্যাংকগুলো তাকে অগ্রাধিকার দিয়ে রক্তের ব্যবস্থা করে দেয়।

13/01/2023

A-🩸 ডোনার রা সাড়া দিন🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️
প্রিয় গ্রুপবাসী এতোদিন সাধ্যমতো আপনাদের পাশে থেকেছি আজকে নিজের পরিবারের জন্য আপনাদের নিকট সহযোগিতা কামনা করছি। সকলে অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন এই মাসের শেষের আমার ২ব্যাগ A- ব্লাড 🩸🩸 লাগবে। যাদের A- ব্লাড গ্রুপ ও পরিচিত ডোনার আছে তাদের নাম্বার প্রদান করে সহযোগিতা করবেন। জামালপুর সদর হলে বেশি ভালো হয়। ধন্যবাদ সবাইকে
বিঃদ্রঃ ডেলিভারি কেইস আর নেগেটিভ ব্লাড তাই আগে থেকে ডোনার রেডি রাখতে হচ্ছে।
জয় হোক মানবতার 🩸🩸

Address

Jamalpur Sadar Upazila

Telephone

+8801713671549

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamalpur district blood linked group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category