প্রাকৃতিক নিরাময়

প্রাকৃতিক নিরাময় শতভাগ প্রাকৃতিক উপাদানে তৈরি
সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত
১০০% কার্যকর
আদি অব্যর্থ আয়ুর্বেদ চূর্ণ
হাঁপানি,এ্যাজমা,এলার্জি সমস্যার প্রাকৃতিক সমাধান

ছোট এলাচের বড়ো গুণ ১।ছোট এলাচ,খেজুর আর আঙ্গুর একসাথ পিষে মধু মিশিয়ে চেটে খেলে কাশি,হাঁপানি আর দুর্বলতা দূর হয়।২।এলাচের দ...
25/10/2024

ছোট এলাচের বড়ো গুণ

১।ছোট এলাচ,খেজুর আর আঙ্গুর একসাথ পিষে মধু মিশিয়ে চেটে খেলে কাশি,হাঁপানি আর দুর্বলতা দূর হয়।
২।এলাচের দানা চূর্ণ, পিঙ্ক সল্ট,ঘি আর মধু একসাথে মিশিয়ে চেটে খেলে কফ রোগ সারে।
৩।ছোট এলাচ তাওয়ায় সেঁকে পুড়িয়ে ফেলে যখন ধোঁয়া বেরোবে তখন তাওয়া ঢেকে দিতে হবে। এ-ই এলাচ গুড়ো করে অল্প ঘি আর মধু মিশিয়ে দিনে তিনবার চেটে খেলে শুকনো কাশি সারবে।
৪।এলাচের দানা,বেল,পুনর্ভবা(কবিরাজি দোকানে পাওয়া যাবে)একসাথে পিষে দুধ আর পানি মিশিয়ে জ্বাল দিতে হবে। যখন শুধু দুধটুকু থেকে যাবে সেই পর্যন্ত ফুটিয়ে নামিয়ে নিয়ে খাওয়ালে সবরকমের জ্বর, পুরোনো জ্বর সেরে যাবে।

23/10/2024
কচি নিম পাতার যত গুণাগুণকচি নিমপাতায় হজম ক্ষমতা দারুণভাবে বৃদ্ধি পায়।  শরীর মনকে তরতাজা রাখতে কচি নিমপাতার জুড়ি নেই। এ জ...
16/10/2024

কচি নিম পাতার যত গুণাগুণ

কচি নিমপাতায় হজম ক্ষমতা দারুণভাবে বৃদ্ধি পায়।
শরীর মনকে তরতাজা রাখতে কচি নিমপাতার জুড়ি নেই।
এ জন্য কচি নিমপাতা ভালোভাবে ধুয়ে রোদে অল্প শুকিয়ে সামান্য সরষে তেল দিয়ে হালকা আঁচে ভাজতে হবে।একদিনে অনেকটা পাতা ভেজে রাখা যেতে পারে। এ পাতা ভাতের সঙ্গে মেখে খেতে হবে। তরকারির সঙ্গে মিশিয়েও খাওয়া যাবে। সপ্তাহে ৩-৪ দিন খেতে পারলে শরীরে বল বৃদ্ধি হবে, অবসাদ ক্লান্তি ও দুর্বলতা থাকবেনা,খাদ্যে অরুচি আসবে না।এছাড়াও যকৃতের ক্রিয়া স্বাভাবিক থাকবে, এলার্জি-খোস-পাচড়া-চুলকানি রক্তদুষ্টিজনিত রোগ দূর হবে।কচি নিমপাতা শরীর ও মনকে পুনরুজ্জীবিত করে তুলবে।
কচি নিমপাতার আরও উপকারিতা আছে। যেমন এটি স্বাস্থ্যপ্রদ এবং এন্টি-ভাইরাল,এন্টি-ব্যাকটেরিয়াল,এন্টি- ফাঙ্গাল গুণসম্পন্ন।
কচি নিমপাতায় নানাবিধ উপকারী যৌগ বিদ্যমান রয়েছে। ফলে এটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রক্তকণিকার বৃদ্ধি ঘটায়। এছাড়াও ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ব্রঙ্কাইটিস,ফুসফুসের সংক্রমণ, ক্যান্সার,হার্টের অসুখ, যক্ষা, পেপটিক ও ডিওডিনাল আলসার,আমবাত ও সন্ধিবাত, জন্ডিস, অম্ল-অজীর্ণ,ম্যালেরিয়া প্রভৃতি রোগ নিরাময়ে কাজ করে।এটি একটি ভালো কৃমিনাশকও।
কচি নিমপাতা চোখের দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখে,রাতকানা রোগ হয় না এবং বসন্ত রোগ প্রতিরোধ করে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে কচি নিমপাতা ও গোলমরিচ সকালে খালি পেটে চিবিয়ে খাওয়া যায়।

11/05/2024

"আয়ু" শব্দের অর্থ "জীবন" এবং "বেদ" শব্দের অর্থ
"বিশেষ "জ্ঞান"।"আয়ুর্বেদ" শব্দে বোঝায় জীবনের জ্ঞান। অর্থাৎ যে বিজ্ঞানের মাধ্যমে দীর্ঘায়ু লাভ ও জিবের কল্যাণসাধন হয়, তাই আয়ুর্বেদ। সাড়ে ৫ হাজার বছরের পুরনো আয়ুর্বেদ আদতে ভেষজ উদ্ভিদ,প্রাণিজ ও খনিজ দ্রব্যের মাধ্যমযুক্ত চিকিৎসা পদ্ধতি।

10/05/2024

Welcom

Address

Godkhali, Jhikorgachha
Jashore

Alerts

Be the first to know and let us send you an email when প্রাকৃতিক নিরাময় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share