
25/10/2024
ছোট এলাচের বড়ো গুণ
১।ছোট এলাচ,খেজুর আর আঙ্গুর একসাথ পিষে মধু মিশিয়ে চেটে খেলে কাশি,হাঁপানি আর দুর্বলতা দূর হয়।
২।এলাচের দানা চূর্ণ, পিঙ্ক সল্ট,ঘি আর মধু একসাথে মিশিয়ে চেটে খেলে কফ রোগ সারে।
৩।ছোট এলাচ তাওয়ায় সেঁকে পুড়িয়ে ফেলে যখন ধোঁয়া বেরোবে তখন তাওয়া ঢেকে দিতে হবে। এ-ই এলাচ গুড়ো করে অল্প ঘি আর মধু মিশিয়ে দিনে তিনবার চেটে খেলে শুকনো কাশি সারবে।
৪।এলাচের দানা,বেল,পুনর্ভবা(কবিরাজি দোকানে পাওয়া যাবে)একসাথে পিষে দুধ আর পানি মিশিয়ে জ্বাল দিতে হবে। যখন শুধু দুধটুকু থেকে যাবে সেই পর্যন্ত ফুটিয়ে নামিয়ে নিয়ে খাওয়ালে সবরকমের জ্বর, পুরোনো জ্বর সেরে যাবে।