
11/08/2025
#আলহামদুলিল্লাহ,
সমস্ত প্রশংসা মহান আল্লাহর যিনি স্বপ্ন দেখান এবং বাস্তবায়নের পথ খুলে দেন।
সত্যি আজ আমরা আনন্দিত একে একে এগিয়ে যাচ্ছে যেমন আমাদের গ্রুপ তেমনি আমরাও পিছিয়ে নেই " #মানব_সেবাই_আমাদের_মূল_লক্ষ্য" এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে মানুষের সেবাই, প্রাণ বাঁচাতে সারা দেশে রক্তের জোগান দিচ্ছি।
যে বা যারা আমাদের এই মহৎ উদ্যোগে সাড়া দিচ্ছেন আল্লাহ তাদের সকলকে কবুল করুন আমিন।
আনন্দের বিষয় হচ্ছে আজ আমাদের আল খিদমাহ ফাউন্ডেশন বাংলাদেশ (AKFB) গ্রুপের নামে কিছু কলম বানানো হয়েছে, যেন সকলের হাতে হাতে পৌঁছে যায় আমাদের এই গ্রুপের নাম। সকলের বিশ্বাস অর্জন করে আল্লাহর সন্তুষ্টির জন্য যেন মানব সেবা করে যেতে পারি এর জন্য সকলের কাছে দোয়া চাই।
সৃতির পাতা-২৪
তারিখ-১৩/১১/২০২০