Zawaj - Islamic Matrimony Site

Zawaj - Islamic Matrimony Site Find Your Half Deen Zawaaj is one of the best Islamic matrimony sites in Bangladesh. We are not liable for any false information.

In this last era, it's tough to find an Islamic Partner so that we can be successful on the day of Hashr. So, making easy Islamic Marriage in the way of Sunnah Zawaaj is introducing the way to find your half deen. We are working as a bridge & connection so that Bride & Bride groom can find the best match for her/him. So it is requested to all to verify all the information you get about her/him. And finally being confirmed you should propose to her/him to marry.

25/06/2024

আসসালামু আলাইকুম!

22/05/2024

উম্মাহর মেয়েরা কি জানে না যে বিয়ের পূর্বে শারীরিক সম্পর্ক নিয়ে ইসলাম কতটা কঠোর? আর সেখানে মুশরিক যারা কিনা প্রকাশ্য শত্রু তাদের কাছে নিজেকে সমর্পণ করা কতটা জ্ঞানহীন কাজ?

04/05/2024

আসসালামু আলাইকুম!
বায়োডাটা সাবমিট করতে আমাদের ইনবক্সে নক করুন☺️

02/06/2023

বিয়ে কেন করতে চান?

08/03/2023

বাড়ীঘরের অন্দরসজ্জা ও বিলাসিতা প্রসঙ্গ : নবিজি সা. এবং সাহাবাগন কতটা কঠোর ছিলেন...

নানা জায়গায় গেলে কিংবা ইন্টারনেটে ভিডিও দেখলে মানুষের ঘরবাড়ির উন্নত অন্দরসজ্জা চোখে পড়ে। বিষয়টি মারাত্মক পর্যায়ে চলে যাচ্ছে। মানুষ লাইটের পেছনে, কিংবা বিশেষ কোনো ফার্নিচারের পেছনে লাখ লাখ টাকা খরচ করছে। খাট কিনতেও কয়েক লাখ টাকা খরচ করছে। একজনের ভ্যানিটি ব্যাগ আছে ৭০টির বেশি। পুরো আলমারি ভরা জুতোর কালেকশন। এগুলো নিয়ে ভাবছিলাম। এরকম সময়েই নিম্নোক্ত হাদিসগুলো মনের ভেতর রীতিমতো ভয় ধরিয়ে দিলো।

হযরত আয়েশা রা. থেকে বর্নিত। একবার রাসূল সা. একটি সমর অভিযানে বের হলেন। এই ফাঁকে আয়েশা রা. ঘরের প্রবেশমুখে ভেলভেটের একটি পাটি বিছিয়ে দিলেন। নবিজি সা. ফিরে এসে এই দৃশ্য দেখতে পেয়ে খুশি হননি। বরং তিনি পাটিটি তুলে ফেলেন এবং বলেন, পাথর ও কাঁদামাটিকে কাপড় দিয়ে ঢেকে রাখার জন্য আল্লাহ আমাদের নির্দেশ দেননি। (মুসলিম : ৩/১৬৬৬)

সাফীনাহ আবূ ‘আবদুর রহমান (রহঃ) থেকে বর্ণিত। একবার এক ব্যক্তি আলী ইবনু আবু তালিব রা.-কে দাওয়াত করে তার জন্য খাদ্য তৈরি করে দিয়ে গেলো। ফাতিমা রা. বললেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম কে দাওয়াত দিলে তিনি আমাদের সঙ্গে আহার করতেন। সেদিনও আলী রা. তাঁকে দাওয়াত দিলেন এবং তিনি এসে দরজার চৌকাঠের উপর নিজের হাত রাখলেন। একটি রঙ্গীন পর্দা ঘরের এক দিকে টানিয়ে রাখা - এমন দৃশ্য দেখতে পেয়ে ঘরে প্রবেশ না করে নবিজি সা. ফিরে গেলেন। ফাতিমা রা. তখন আলী রা. কে বললেন, “গিয়ে দেখুন, তিনি কেন ফিরে যাচ্ছেন?” আলী রা. নবিজি সা. এর পেছনে দৌড়ে গিয়ে তাকে প্রশ্ন করলেন, “হে আল্লাহর রাসূল! কেন আপনি ফিরে যাচ্ছেন?” নবিজি সা. বললেনঃ আমার জন্য বা কোনো নবির জন্যই কারুকার্য খচিত সজ্জিত ঘরে প্রবেশ করা সমীচীন নয়। (আবু দাউদ : ৩৭৫৫, আহমাদ, ৫/২২১)

ইবনে উমর রা. একবার আবু আইউব রা. কে তার বাসায় দাওয়াত দিলেন। সেখানে ঘরের দেয়ালে নকশার মতো একটা কিছু ঝোলানো ছিল। আবু আইউব রা. এই দৃশ্য দেখে অসুন্তষ্ট হলেন। ইবনে উমর রা. বললেন, এগুলো বাড়ীর মেয়েরা করেছে। আবু আইউব রা. বললেন, ‘অবশ্যই কিছু মানুষের কার্যক্রম নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তবে তার মধ্যে তুমি আছো এটা আমি ভাবতেও পারিনি। আমি তোমার বাসার খাবার খাবো না।’ এটুকু বলেই তিনি চলে গেলেন। (ফাতহুল বারী : ৯/২৪৯)

আবু জুহাইফা রা. থেকে বর্নিত। রাসূল সা. বলেছেন, একটা সময়ে তোমাদের মধ্যে অনেক ধনী লোক আসবে। এতটাই ধনী, যারা নিজেদের ঘরগুলোকে কাবার গেলাফের মতো কাপড় দিয়ে আবৃত করে রাখবে। মনে রেখো, তাদের ভালো থাকাটা শুধুই এই জগতের জন্য। পরকালে তাদেরকে এর প্রতিদান সহ্য করতে হবে। (সহিহ আল জামি : ৩৬১৪)

লেখা : আলী আহমদ মাবরুর।

29/01/2023

স্বামীর কাছে নির্যাতিত হওয়া একজন স্ত্রী বুঝে
টাকা নয়,একজন ভালো স্বামীর মূল্য কত!

19/01/2023

মেয়েদের জন্য ছয়টি সাজ হারাম।

১।ঘন্টাযুক্ত নুপুর পড়া।❌
ঘন্টি,বাজা,ঘুঙুর শয়তানের বাদ্যযন্ত্র।"(সহীহ মুসলিম:২১১৪)

২।কপালে টিপ পড়া।
"ইব্রাহিম (আঃ) এর সময়ে পতীতার মেয়েরা কপালে চিন্থ দিতো,যা এখন টিপ হিসেবে পরিচিত।আস্তাগফিরুল্লাহ

৩।পরচুল বা নকল চুল লাগানো।❌
(সহীহ বোখারি ৫৯৩৩)

৪।ভ্রু প্লাগ
রাসুলের অভিশাপ পায় ঐসব নারী যারা চোখের উপরের লোম উঠায়,চেঁছে সরু করে আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আবে। (বুখারি হাদিস ৪৮৮৬)

৫।শরীরে ট্যাটু করা।❌
আল্লাহর লানত ঐসকল নারী পুরুষদের উপর যারা শরীরে উল্কি আঁকে (ট্যাটু)এবং অন্যদের এঁকে দেয়।(আবু দাউদ ৪১৭০)

৬।পারফিউম ব্যবহার❌
কোনো নারী যদি (কোন প্রকার)সুগন্ধি ব্যবহার করে (পুরুষের)মজলিসের পাশ দিয়ে যায় তবে সে নারী ব্যাভিচারিণী।
আস্তাগফিরুল্লাহ
(আবু দাউদ,তিরমিযী,নাসাঈ,সহীহুল জামে,৪৫৪০নং)

যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হলো…।  (মুসলিম, হাদিস : ১৩৭৯)
19/01/2023

যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হলো…। (মুসলিম, হাদিস : ১৩৭৯)

প্রথমেই আমরা ফজরের গুরুত্ব নিয়ে আলোচনা করবো এরপর কিছু কৌশল নিয়ে কথা বলবো যা আমাদের ফজরে নিয়মিত উঠতে সহায়তা করবে। ....

https://zawaaj.org/best-books-for-married-life/
08/12/2022

https://zawaaj.org/best-books-for-married-life/

প্রতিটি মানুষের কাছে দাম্পত্য জীবন হচ্ছে আল্লাহর দেওয়া একটি বড় নিয়ামত। আমরা আমাদের চারপাশে একটু খেয়াল করলেই দেখ....

22/11/2022

05/10/2022

আমাদের মানসিকতার অত্যন্ত বাজে একটি দিক ফুটে ওঠে, যখন আমরা পাত্রী দেখতে যাই অথবা নতুন কোন বউ দেখতে যাই। বউটিকে আমরা খুঁটিয়ে খুঁটিয়ে এমনভাবে দেখি যেনো সে বাজারের কোনো সবজি! বেশিরভাগ মানুষের মন্তব্য খেয়াল করবেন, "বউয়ের হাতটা এতো শুকনা, নাকটা একটু বোঁচা, গায়ের রঙ অমুকের বউয়ের চাইতে ময়লা" ইত্যাদি। এ ধরণের মন্তব্য করা কি খুবই জরুরি?

মা আয়িশাহ (রাদিয়াল্লাহু আনহু) এর কথা বলি। তিনি একবার ভুল করে সাফিয়্যা (রাদিয়াল্লাহু আনহু)কে খাটো বলে ফেলেছিলেন। তখন রাসূল (ﷺ) কি বললেন, জানেন?

"আয়িশাহ্! তোমার এই কথা সমুদ্রের পানির সাথে মিলিত হলে, গোটা সমুদ্রের পানিই দূষিত হয়ে যেতো।" (তিরমিযি)

দেখুন, মাত্র একটি কথা যদি গোটা সমুদ্র নষ্ট করে দিতে পারে, সেখানে আমাদের দুর্বল অন্তরের কি হাল হবে? আমরা নিজেরা কি পছন্দ করবো, যদি কেউ আমাদের দেহাবয়ব বা অন্যকিছু নিয়ে নেগেটিভ কথাবার্তা বলে? রাসূল (ﷺ) বলেছেন, 'তোমাদের কেউই ততক্ষণ প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তা পছন্দ করবে, যা তার নিজের জন্য পছন্দ করে।" (সহীহুল বুখারী)

সুবহা'ন আল্লাহ্‌! কারও অন্তরকে বিরান করে দেওয়ার জন্য তো একটি কথাই যথেষ্ট। আল্লাহ্‌ তায়া'লা আমাদের জবানের হিফাজত করার তাওফিক দিন, আমীন।

© আলা রিসা।

20/09/2022

Address

Zawaaj
Jatrabari
1204

Alerts

Be the first to know and let us send you an email when Zawaj - Islamic Matrimony Site posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Zawaj - Islamic Matrimony Site:

Share