জার্মানি হোমিও মেডিসিন সেন্টার

জার্মানি হোমিও মেডিসিন  সেন্টার জার্মানি হোমিও মেডিসিন সেন্টার
ঢাকা

১৭৯০ সালে আবিষ্কৃত তার এ চিকিৎসা পদ্ধতির নাম হোমিওপ্যাথি । তিনি আরো প্রমাণ করেন যেকোনো ওষুধ সুস্থ মানুষের ওপর যে রোগ লক্ষণ সৃষ্টি করে তা সৃদশ লক্ষণের রোগীকে আরোগ্য করতে পারে। অর্থাৎ ওষুধের রোগ সৃষ্টিকারী ক্ষমতার মাধ্যমেই এর রোগ আরোগ্যকারী ক্ষমতা নিহিত।

*নারীর বন্ধ্যাত্বের কারণ*•পিসিও বা পলিসিস্টিক ওভারি। এ সমস্যায় নারীদের প্রতি মাসে যে ডিম্বাণু ওভারি থেকে নিঃসৃত হওয়ার ...
12/01/2025

*নারীর বন্ধ্যাত্বের কারণ*

•পিসিও বা পলিসিস্টিক ওভারি। এ সমস্যায় নারীদের প্রতি মাসে যে ডিম্বাণু ওভারি থেকে নিঃসৃত হওয়ার কথা, তা বাধাপ্রাপ্ত হয়।

•হরমোনজনিত কারণ। যেমন থাইরয়েডের সমস্যা, প্রোল্যাকটিন হরমোনের সমস্যা ইত্যাদি।

•বয়স, মানসিক চাপ, খাদ্যাভ্যাস, পরিবেশগত প্রভাব, ক্যানসারসহ নানা কারণে ডিম্বাণুর সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাওয়া।

•বিশেষ কিছু রোগ। যেমন এন্ডোমেট্রিওসিস ও চকলেট সিস্ট থাকা।

•কিছু যৌনবাহিত রোগের কারণেও মেয়েদের প্রজনন অঙ্গের ক্ষতি হতে পারে।

•কিছু জন্মগত ত্রুটি থাকলে। যেমন জরায়ু না থাকা, অপরিপক্ব থাকা, জন্মগতভাবে ডিম্বাণু না থাকা বা কম থাকা, ডিম্বাশয় ছোট থাকা ইত্যাদি।

কোনো দম্পতি যদি কোনো ধরনের জন্মবিরতিকরণ পদ্ধতি ছাড়া পূর্ণ এক বছর একসঙ্গে বসবাসের পরও সন্তান ধারণে ব্যর্থ হন, তবে একে বন্ধ্যাত্ব (ইনফার্টিলিটি) সমস্যা বলা হয়ে থাকে।

বন্ধ্যাত্ব দুই ধরনের। প্রাইমারি, অর্থাৎ যাঁদের কখনো সন্তান হয়নি ও সেকেন্ডারি, অর্থাৎ যাঁদের আগে গর্ভধারণ হয়েছে, কিন্তু পরে আর হচ্ছে না।

সমীক্ষা অনুযায়ী, ৮০ শতাংশ দম্পতি সাধারণত চেষ্টার প্রথম বছরে গর্ভধারণে সমর্থ হন। ১০ শতাংশের ক্ষেত্রে দ্বিতীয় বছরে গর্ভধারণ হয়। বাকি যে ১০ শতাংশ থাকে, তাঁদের মূলত চিকিৎসার প্রয়োজন পড়ে। অতএব বিয়ের পর সন্তান ধারণের সিদ্ধান্ত নেওয়ার পর এক থেকে দুই বছর নিজেরা চেষ্টা করে ব্যর্থ হলে চিকিৎসকের সহায়তা নেওয়া উচিত।

বন্ধ্যাত্বের ৪০ শতাংশ ক্ষেত্রে নারী, ৪০ শতাংশ ক্ষেত্রে পুরুষ, বাকি ২০ শতাংশ ক্ষেত্রে স্বামী ও স্ত্রী উভয়ের কোনো সমস্যা থাকে।

10/10/2024

আপনি কি যৌন সমস্যায় ভুগছেন?
একটানা আজীবন ২০-৩০ মিনি সহবাস করুন পরম আনন্দ নিয়ে, নিশ্চিতে।

জার্মানি এক ফাইল হোমিওপ্যাথিক ঔষধ
নিয়মিত সেবনে ধীরে ধীরে ১ মাসের ভিতর আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে একটানা ২০-৩০ মিনিট সহবাস করবেন স্থায়ী ভাবে।

দ্রুত কার্যকরী ওয়ান টাইম সেক্সুয়াল হোমিও ঔষধ সেবন করতে পারেন সেক্ষেত্রে আপনার যৌন সমস্যার স্থায়ী সমাধান হবেনা।

লিংগের চারপাশের সেক্সুয়াল হরমোন শতভাগ কার্যকরী করতে একটানা ১ মাস জার্মানি ঔষধ সেবন করেন জিবনে আপনার স্ত্রীর কাজে রাতে লজ্জা পেতে হবেনা, সহবাস করুন পরম আত্নতৃপ্তি সহকারে।

আমাদের সাথে অনলাইনে WhatsApp অথবা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন।

সারা বাংলাদেশে অনলাইনের বুকিং এর মাধ্যমে
কুরিয়ারে ঔষধ পাঠিয়ে থাকি।

আমাদের অফিসিয়াল মোবাইল নাম্বারঃ
01743 272 508

চাইলে মোবাইল নাম্বার ফোনে সেভ করে WhatsApp এ কল দিতে পারেন।

16/09/2024
সুস্থতা আল্লাহর দেওয়া বড় নেয়ামতঃসুস্থতার চেয়ে বড় কিছু পৃথিবীতে আর দ্বিতীয় কিছু নেই। আপনার কাছে কোটি কোটি টাকা আছে কিন্তু...
13/09/2024

সুস্থতা আল্লাহর দেওয়া বড় নেয়ামতঃ

সুস্থতার চেয়ে বড় কিছু পৃথিবীতে আর দ্বিতীয় কিছু নেই। আপনার কাছে কোটি কোটি টাকা আছে কিন্তু আপনি যদি কোনো জটিল রোগে আক্রান্ত থাকেন যা নিরাময় করা অসম্ভব এমন পরিস্থিতিতে হাজার কোটি টাকার চাইতে আপনার কাছে সুস্থতা বড়। একবার আল্লাহর নবী মুসা (আঃ) আল্লাহর সাথে তুর পাহাড়ে কথোপকথন এর সময় আল্লাহ তালার কাছে জানতে চাইলেন আপনি যদি মুসা হতেন আর আমি যদি আপনার জায়গায় থাকতাম আল্লাহ হতাম আপনি আমার কাছে কি চাইতেন, আল্লাহ তালা বললেন এটা কি করে সম্ভব। আল্লাহ তালা তখন বলেছিলেন -হে মুসা আমি সুস্থতা চাইতাম। সুবহানাল্লাহ। সুস্থতার চেয়ে এত বড় নিয়ামত বান্দার জন্য আল্লাহর জমিনে আর কিছু নাই।
আমরা বিভিন্ন কারনে, সঠিক গাইড লাইন না জানার কারনে বা ব্যক্তিগত কুকর্মের কারনে শরীরে বিভিন্ন রোগের বাসা বাঁধিয়ে ফেলি। আমাদের একটাই মাত্র জিবন তাই কুরআনে আল্লাহ তালা যে ভাবে গাইড লাইন দিয়েছেন ঠিক সেই ভাবে চললে অনেক রোগ বালাই থেকে মুক্তি পাওয়া পসিবল।

বর্তমান জেনারেশন সারা রাত মোবাইল টিপে রাত ১/২ টায় ঘুমাতে যায়। সকালে ঘুম থেকে উঠতে পারেনা বা ঘুম থেকে উঠলেও পর্যাপ্ত ঘুম না হওয়ায় স্বাভাবিক ভাবে কাজ কর্ম করতে পারেনা। অতিরিক্ত রাত জাগার কারণে ধীরে ধীরে লিভার, কিডনি, হার্টে সমস্যা হয়। একটা সময় এই রোগ গুলি মারাত্নক আকার ধারন করে থাকে। হাইপ্রেশার দেখা দেয়, গ্যাস্টিক আলসার, ডায়বেটিস দেখা দেয়।
মোবাইল রেডিয়েশন, বা অদৃশ্য কোটি কোটি রেডিয়েশন এর কারণে বন্ধ্যাত্ব এর সংখ্যা বাড়ছে উল্লেখ যোগ্য হারে।

বর্তমানে খাদ্যে মারাত্নক ভাবে ভেজাল, ফরমালিন এর উপস্থিতি, রেস্টুরেন্টে বিট লবন ও ক্ষতিকর রং এর ব্যবহার এর কারণে শরীরের গুরুত্বপূর্ণ অর্গান গুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে ধীরে ধীরে।

আমরা যদি সুস্থতা চাই, তাহলে আমাদের দৈনিক রুটিন ও খাদ্য অভ্যাস পরিবর্তন করতে হবে। খাদ্য তালিকায় প্রতিদিন ফ্রেশ শাক সবজি, ফলমূল, দুধ,ডিম রাখতে হবে।

রাস্তা ঘাটে আনাচে ঘানাচে অস্বাস্থ্যকর খাদ্য পরিহার করতে হবে। যতটুকু সম্ভব ফ্রেশ ও পর্যাপ্ত পানি পান করতে হবে।

সব শেষে পরিশ্রম এর পর পর্যাপ্ত ঘুমাতে হবে।
মনে রাখবেন আপনি না থাকলেও সব কিছু চলবে স্বাভাবিক নিয়মে। তাই ঝণ মুক্ত ভাবে জিবন যাপন করুন। কোনো টেনশন করা যাবেনা।

যৌন সমস্যার রোগে স্থায়ী ভাবে মুক্তি। আপনার বা পরিচিত কারো যৌন সমস্যা থাকলে লজ্জা না পেয়ে  স্থায়ী সমাধান পেতে,  আমাদের রে...
06/09/2024

যৌন সমস্যার রোগে স্থায়ী ভাবে মুক্তি।

আপনার বা পরিচিত কারো যৌন সমস্যা থাকলে লজ্জা না পেয়ে স্থায়ী সমাধান পেতে,

আমাদের রেজিঃ হোমিও ডাক্তারের পরামর্শ গ্রহন করে, হোমিওপ্যাথি ঔষধ সেবন করেন।

ইনশাআল্লাহ আপনি শতভাগ কনফিডেন্ট, শতভাগ বুক ভরা সাহস ও আনন্দ নিয়ে সহবাস করুন একটানা ৩০-৪০ মিনিট।

এই ডিজিটাল যুগে কেনো আপনি যৌন সমস্যা নিয়ে বউয়ের বকাঝকা ও নিজের প্রতি নিজের লজ্জা নিয়ে প্রচন্ড মানুসিক যন্ত্রনা ভোগ করবেন।

কেহ আর্থিক সমস্যায় থাকলে আপনার জন্য ডাক্তারের খরচ ও মেডিসিন সম্পূর্ণ ফ্রি।

অনলাইনে আমাদের ডাক্তারের সাথে কথা বলার জন্য WhatsApp এ মেসেজ দিয়ে সিরিয়াল নিন।

আমাদের অনলাইন পেইজে মেসেজ দিতে পারেন।
জার্মানি হোমিও মেডিসিন সেন্টার, ঢাকা।

বিঃদ্রঃ অরজিনাল জার্মানি ঔষধ দ্বারা চিকিৎসা করা হয় বলে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নাই।

দেরি না করে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে আজই অর্ডার করে ফেলুন।

আমাদের প্যাকেজ সমূহঃ

প্যাকেজ ১.

স্বপ্নদোষ এবং হাত মারার পর পেনিস লোহার মত শক্ত না হলে - মূল্য ৫০০ টাকা।

প্যাকেজ -২.
পেনিস বা লিংগের সাইজ মোটা ও হাফ ইঞ্চি লম্বা করা -মূল্য ৬০০ টাকা

প্যাকেজ -৩.

দ্রুত বীর্যপাত, সহবাসের সময় সময় কম পাওয়া, লিংগ লোহার মত শক্ত করে একটানা ২৫-৩০ মিনিট সহবাস করুন, আপনার সংগীনি আপনার পায়ে ধরতে বাধ্য-মূল্য ৭০০ টাকা

আপনার নামঃ
বয়সঃ
পেশাঃ
গ্রামঃ
পোস্ট অফিসঃ
থানাঃ
জেলাঃ
মোবাইল নাম্বারঃ

মাত্র ২ দিনের ভিতর সারা বাংলাদেশে হোম ডেলিভারি।

ঔষধ হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন।
বিফলে বা শারীরিকভাবে কোনো সাইড ইফেক্ট দেখা দিলে তিন গুন মূল্য ভেরত।

সরাসরি ডাক্তারের সাথে সাক্ষাত করতে বা অনলাইনে ভিডিও কলের ও ব্যবস্থা আছে।

যোগাযোগঃ
01743272508
WhatsApp and IMO
তে ফ্রি কল ও মেসেজ করতে পারবেন।

পুরুষের যৌন রোগে স্থায়ী  মুক্তি। আপনার বা পরিচিত কারো যৌন সমস্যা থাকলে লজ্জা না পেয়ে  স্থায়ী সমাধান পেতে,  আমাদের রেজিঃ ...
06/09/2024

পুরুষের যৌন রোগে স্থায়ী মুক্তি।

আপনার বা পরিচিত কারো যৌন সমস্যা থাকলে লজ্জা না পেয়ে স্থায়ী সমাধান পেতে,

আমাদের রেজিঃ হোমিও ডাক্তারের পরামর্শ গ্রহন করে, হোমিওপ্যাথি ঔষধ সেবন করেন।

ইনশাআল্লাহ আপনি শতভাগ কনফিডেন্ট, শতভাগ বুক ভরা সাহস ও আনন্দ নিয়ে সহবাস করুন একটানা ৩০-৪০ মিনিট।

এই ডিজিটাল যুগে কেনো আপনি যৌন সমস্যা নিয়ে বউয়ের বকাঝকা ও নিজের প্রতি নিজের লজ্জা নিয়ে প্রচন্ড মানুসিক যন্ত্রনা ভোগ করবেন।

কেহ আর্থিক সমস্যায় থাকলে আপনার জন্য ডাক্তারের খরচ ও মেডিসিন সম্পূর্ণ ফ্রি।

অনলাইনে আমাদের ডাক্তারের সাথে কথা বলার জন্য WhatsApp এ মেসেজ দিয়ে সিরিয়াল নিন।

আমাদের অনলাইন পেইজে মেসেজ দিতে পারেন।
জার্মানি হোমিও মেডিসিন সেন্টার , ঢাকা।

বিঃদ্রঃ অরজিনাল জার্মানি ঔষধ দ্বারা চিকিৎসা করা হয় বলে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নাই।

দেরি না করে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে আজই অর্ডার করে ফেলুন।

আমাদের প্যাকেজ সমূহঃ

প্যাকেজ ১.

স্বপ্নদোষ এবং হাত মারার পর পেনিস লোহার মত শক্ত না হলে - মূল্য ৫০০ টাকা।

প্যাকেজ -২.
পেনিস বা লিংগের সাইজ মোটা ও হাফ ইঞ্চি লম্বা করা -মূল্য ৬০০ টাকা

প্যাকেজ -৩.

দ্রুত বীর্যপাত, সহবাসের সময় সময় কম পাওয়া, লিংগ লোহার মত শক্ত করে একটানা ২৫-৩০ মিনিট সহবাস করুন, আপনার সংগীনি আপনার পায়ে ধরতে বাধ্য-মূল্য ৭০০ টাকা

আপনার নামঃ
বয়সঃ
পেশাঃ
গ্রামঃ
পোস্ট অফিসঃ
থানাঃ
জেলাঃ
মোবাইল নাম্বারঃ

মাত্র ২ দিনের ভিতর সারা বাংলাদেশে হোম ডেলিভারি।

ঔষধ হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন।
বিফলে বা শারীরিকভাবে কোনো সাইড ইফেক্ট দেখা দিলে তিন গুন মূল্য ভেরত।

সরাসরি ডাক্তারের সাথে সাক্ষাত করতে বা অনলাইনে ভিডিও কলের ও ব্যবস্থা আছে।

যোগাযোগঃ
01743272508
WhatsApp and IMO
তে ফ্রি কল ও মেসেজ করতে পারবেন।

হাড় ক্ষয় রোগ কি?হাড়ের ক্ষয় রোগ বর্তমান সময়ে কমন একটি সমস্যা বিশেষ করে বয়স্ক নারী-পুরুষ এই রোগে ভুগে থাকেন। একটি নির্দি...
03/09/2024

হাড় ক্ষয় রোগ কি?

হাড়ের ক্ষয় রোগ বর্তমান সময়ে কমন একটি সমস্যা বিশেষ করে বয়স্ক নারী-পুরুষ এই রোগে ভুগে থাকেন। একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত মানুষের হাড়ের গঠনগত বৃদ্ধি ও পরিপক্ব হতে থাকে। এই পরিপক্ব না হয়ে যদি হাড় কোনো কারণে পাতলা হতে থাকে তাকে হাড়ের ক্ষয় রোগ বলে।
হাড়ের ক্ষয় রোগ হলে গোসল খাওয়া -দাওয়া, চলাচল প্রায় অচল হয়ে পড়ে।

মানুষের শরীরের হাড়ের একটি গঠন প্রক্রিয়া আছে। জন্মের পর থেকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত হাড় নানাভাবে পরিপক্ব হতে থাকে। এরপর আবার ঘনত্ব কমে হাড় পাতলা হতে শুরু করে।

হাড়ের ক্ষয় রোগের সাথে হরমোন, ক্যালসিয়াম, ভিটামিন ডি উপাদান গুলি সরাসরি জড়িত।
শরীরে ক্যান্সার, অপুষ্টিতে ভোগা, ভিটামিন এর ঘাটতি থাকলে ক্ষয় রোগ দ্রুতই বাড়তে থাকে।

সাধারণত একটি নির্দিষ্ট বয়স পর স্বাভাবিক নিয়মেই মানুষের হাড় ক্ষয় হয়ে থাকে। মানুষের শরীরের এ ধরণের পরিবর্তনের সাথে হরমোনের প্রভাব থাকে।

আর সবচেয়ে বেশি সমস্যায় ভোগেন যাদের মেরুদণ্ড হাড়ের সমস্যা। কুঁজো হয়ে যাওয়া, শরীরে শক্তি না পাওয়া, পিড় পিড় করে, চিকন করে ব্যথা এর প্রধান লক্ষণ।

হাড়ের ক্ষয় রোগ বা কোমর,মেরুদণ্ড, হাত,পা যেখানেই দেখা যাক না কেনো একজন ভালো অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহন করা উচিত।

হোমিও ডাক্তারের পরামর্শ ও অনলাইন -অফলাইনে ২৪/৭ ঘন্টা আপনাদের পাশে
জার্মানি হোমিও মেডিসিন সেন্টার
ঢাকা,
আপনার সমস্যা কমেন্টে আমাদের জানান।

"

হাইপ্রেশার হলে করনীয়ঃআমরা অনেকেই উচ্চ রক্তচাপের কারনে সারা বছর ভুগে থাকি। প্রচলিত নিয়ম অনুসারে সারা বছর ঔষধ খেয়ে থাকি। ব...
29/06/2024

হাইপ্রেশার হলে করনীয়ঃ

আমরা অনেকেই উচ্চ রক্তচাপের কারনে সারা বছর ভুগে থাকি। প্রচলিত নিয়ম অনুসারে সারা বছর ঔষধ খেয়ে থাকি। বিশেষ করে বয়স্ক বাবা -মা রা এই উচ্চ রক্তচাপের কারনে বেশি কষ্ট পেয়ে থাকেন।
মাত্র অল্প কিছু লক্ষন দেখেই আপনি সহজেই বুঝতে পারবেন আপনি এই রোগে ভুগছেন অথবা প্রেসার মেপেও জানতে পারবেন।

লক্ষন সমূহ নিম্নরুপঃ
১. মুখমন্ডল গরম, উত্তপ্ত এবং হ্রদপিন্ডে ও মস্তিষ্কের রক্ত আধিক্যের কারনে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে।

২. অধিক রক্তেের কারনে মাথার পিছনে ঢেউ খেলানোর মত ঘুরাবে।

৩. মাথা ব্যথা পেছন থেকে বেয়ে কপাল পর্যন্ত থাকে।

৪. বুক ধরফরানি অত্যন্ত বেশি।

৫. হঠাত অজ্ঞান হওয়ার মত অব্স্থা।

৬. অল্পতে সারা শরীরে ঘাম দেওয়া।

৭. আস্তে আস্তে স্মৃতি শক্তি কমতে থাকে এবং বমি বমি ভাব।

উপরের লক্ষন গুলো আপনার যদি থাকে তাহলে আপনি কোনো রেজিঃ ডাক্তারের পরামর্শ নিন।

হোমিওপ্যাথি মাত্র তিন মাসের একটা কোর্স আছে এতে আপনি সম্পূর্ণ আরোগ্য লাভ করবেন ইনশাল্লাহ।

আমাদের চেম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনার যে কোনো সমস্যার জন্য পেইজে কমেন্টে করতে পারেন।
জার্মানি হোমিও মেডিসিন সেন্টার
ঢাকা, কেরানীগঞ্জ
Whatsapp: 01600292805

সহবাসে অক্ষম হলে করনীয় কি?আমরা অনেকেই সহবাসে নির্ধারিত সময়ের আগে বীর্যপাত হয়ে গেলেও লজ্জায় কোনো ডাক্তারের কাছে না গিয়ে চ...
26/06/2024

সহবাসে অক্ষম হলে করনীয় কি?

আমরা অনেকেই সহবাসে নির্ধারিত সময়ের আগে বীর্যপাত হয়ে গেলেও লজ্জায় কোনো ডাক্তারের কাছে না গিয়ে চুপে চাপে কবিরাজি, এলোপ্যাথিক, গাছ গাছালির সালশা খেয়ে থাকি যা সাময়িক উত্তেজনা আসলেও ফাইনালি যৌন সম্পর্কে আরো ধীরে ধীরে দূর্বল হয়ে পড়ে। যৌন সমস্যা এক দিনে তৈরি হয়না। আস্তে আস্তে তৈরি হয় একটা সময় রোগী বুঝতে পারে লিংগ আর আগের মত শক্ত হয়না, শক্ত হলেও খুব আল্পতে নিস্তেজ হয়ে পড়ে। এই রোগের সম্পূর্ণ আরোগ্য সম্ভব তবে রোগীকে একটানা তিন মাস ঔষধ খেতে হবে। ধীরে ধীরে হরমোন তৈরি হবে এবং লিংগ কিছুটা বড় শক্ত হবে যা আপনি বুঝতে পারবেন।

লজ্জা নয় অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নিন, সুখী জিবন যাপন করুন।

Dr. MD Jahidul Islam
জার্মানি হোমিও মেডিসিন সেন্টার, Dhaka
পেইজে মেসেজ দিয়ে সংযুক্ত থাকুন।

মাদকাসক্তি একটি মানসিক রোগ বলে বিবেচিত। মানুষ তার প্রিয়া জনকে ভূলে থাকতে বা কোন ব্যর্থতা থেকে নিজেকে আড়াল করতে মাদক নেশা...
02/05/2024

মাদকাসক্তি একটি মানসিক রোগ বলে বিবেচিত।

মানুষ তার প্রিয়া জনকে ভূলে থাকতে বা কোন ব্যর্থতা থেকে নিজেকে আড়াল করতে মাদক নেশায় জড়িয়ে পরে। বিশেষ করে বন্ধু-বান্ধবের সাথে খারাপ সংগ থেকেই মাদকের যাত্রা শুরু হয়।
ধীরে ধীরে চরম আকার ধারন করে। বর্তমান তরুন প্রজন্ম এই ভয়ংকর নেশায় বেশি জড়িত। বিশেষ করে গাঁজা, হিরোইন, মদ, ফেনসিডিল আগে মানুষ মাদক হিসাবে চিনত। বর্তমানে আইস ও ইয়াবা সবচেয়ে বেশি মাদক হিসাবে সমাজে বিস্তৃত।
আমাদের তরুন প্রজন্ম কে এই মাদকের ছোবল থেকে বাঁচাতে না পারলে অতি শিঘ্রই সমাজে চরম ভাবে বিপর্যয় ঘটবে। অলরেডি বিপর্যয় ঘটতেছে।

পরিত্রানের উপায়ঃ

১. সন্ধ্যার পর প্রয়োজন না হলে আপনার সন্তানকে বাহিরে পাঠাবেন না।
২. আপনার সন্তান কার সাথে মিশে খোঁজ খবর রাখুন।
৩. আপনার প্রতিবেশী কেহ মাদকাসক্ত আছে কিনা তার খোঁজ রাখুন এবং যথা সম্ভব তাকে এড়িয়ে চলুন।
৪. স্কুলে বা কলেজে গেলে আপনার সন্তানের আসা -যাওয়ার সময় সঠিক সময়ে বাসায় আসছে কিনা তার খোঁজ রাখুন।
৫. পর্যাপ্ত খেলা-ধুলার ব্যবস্থা করুন।
৬. মাঝে মাঝে ছেলে-মেয়েদের সাথে আড্ডা দিন, গল্প করুন।
৭. ছেলে মেয়েদের সাথে কখনোই দুরত্ব রাখবেন না।
৮. বাবা-মায়ের দাম্পত্য কোলাহ পরিহার করুন।
৯. আপনার সন্তান নিয়মিত স্কুলে গিয়েছে কিনা মাঝে মাঝে শিক্ষকদের সাথে কথা বলুন।
১০. আপনার ছেলে মেয়ে কেহ যদি মাদকাসক্ত হয়েই পরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

ডা. মোঃ জাহিদুল ইসলাম
জার্মানি হোমিও মেডিসিন সেন্টার
মোবাইলঃ 01600292505
কেরানীগঞ্জ, ঢাকা

Serum Creatinine test for Kidney Disease আমরা শরীরের দূর্বলতা নিয়ে ডাক্তারের কাছে গেলে ডাক্তার আমাদের S.Cr. এই টেস্ট দিয়...
30/04/2024

Serum Creatinine test for Kidney Disease
আমরা শরীরের দূর্বলতা নিয়ে ডাক্তারের কাছে গেলে ডাক্তার আমাদের S.Cr. এই টেস্ট দিয়ে থাকে কিন্তু কেনো জানেন। এটা কিডনির একটি টেস্ট। এটা যখন বেড়ে যায় এর নরমাল রেঞ্জ. ৬-১.৫ এর বেশি হলে কিডনি খারাপের দিকে যাচ্ছে বুঝতে হবে। আমাদের কিডনি রক্ত থেকে ক্রিয়েটিনিন ফিল্টার করে এবং প্রসাবের মাধ্যমে বের করে দেয়। তাই আমাদের স্বাস্থ্য সচেতনতার জন্য মাঝে মাঝে কিডনি, লিভার, হার্ট টেস্ট করা উচিত। আমরা যখন ডাক্তারের কাছে যাই তখন অনেক দেরি করে ফেলি। তবে এই দীর্ঘ মেয়েদী
কিডনি রোগের আরোগ্যের জন্য হেমিও মেডিসিন
খুব ভালো কাজ করে থাকে। এ ক্ষেত্রে কিছু জার্মানী ঔষধ খুব ভালো কাজ করে এসব রোগের আরোগ্যের জন্য।
ডা. মো. জাহিদুল ইসলান
জার্মানি হোমিও মেডিসিন সেন্টার
ঢাকা
মোবাইল : 01600292805

কিডনি রোগ, যা রেনাল ডিজিজ নামেও পরিচিত, একটি বিস্তৃত অবস্থাকে বোঝায় যা কিডনির গঠন এবং কার্যকারিতাকে প্রভাবিত করে, রক্ত ...
21/02/2024

কিডনি রোগ, যা রেনাল ডিজিজ নামেও পরিচিত, একটি বিস্তৃত অবস্থাকে বোঝায় যা কিডনির গঠন এবং কার্যকারিতাকে প্রভাবিত করে, রক্ত ​​থেকে বর্জ্য পদার্থ এবং অতিরিক্ত তরল ফিল্টার করার ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে। এটি শরীরে টক্সিন এবং তরল ভারসাম্যহীনতা তৈরি করতে পারে, সম্ভাব্য গুরুতর স্বাস্থ্য জটিলতা সৃষ্টি করতে পারে।

কিডনি রোগের বিভিন্ন কারণ রয়েছে, যার মধ্যে রয়েছে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অটোইমিউন রোগ, সংক্রমণ, জেনেটিক কারণ এবং কিছু ওষুধ বা বিষ। কিডনি রোগের দুটি প্রধান ধরন হল তীব্র কিডনি আঘাত, যা হঠাৎ ঘটে এবং প্রায়শই তাৎক্ষণিক চিকিত্সার সাথে বিপরীত হয় এবং দীর্ঘস্থায়ী কিডনি রোগ, যা সময়ের সাথে ধীরে ধীরে বিকাশ লাভ করে এবং সাধারণত প্রগতিশীল হয়।

কিডনি রোগের লক্ষণগুলির মধ্যে ক্লান্তি, পা, গোড়ালি বা পায়ে ফোলাভাব, প্রস্রাব কমে যাওয়া, মনোযোগ দিতে অসুবিধা, বমি বমি ভাব এবং শ্বাসকষ্ট অন্তর্ভুক্ত থাকতে পারে। যাইহোক, প্রাথমিক পর্যায়ে, কিডনি রোগের কোনো উপসর্গ নাও থাকতে পারে এবং শুধুমাত্র পরীক্ষাগার পরীক্ষার মাধ্যমে সনাক্ত করা যেতে পারে।

কিডনি রোগের চিকিত্সার লক্ষ্য হল এর অগ্রগতি ধীর করা, লক্ষণগুলি পরিচালনা করা এবং জটিলতা প্রতিরোধ করা। এতে জীবনযাত্রার পরিবর্তন জড়িত থাকতে পারে, যেমন লবণ ও প্রোটিন কম থাকা স্বাস্থ্যকর খাবার অনুসরণ করা, হাইড্রেটেড থাকা, ধূমপান ত্যাগ করা এবং নিয়মিত ব্যায়াম করা। আরও উন্নত ক্ষেত্রে, কিডনির কার্যকারিতা বজায় রাখতে এবং জীবনের মান উন্নত করতে ওষুধ, ডায়ালাইসিস বা কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে। কিডনি রোগে ভাল ফলাফলের জন্য প্রাথমিক সনাক্তকরণ এবং ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত চেক-আপ এবং কিডনির কার্যকারিতা পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়, বিশেষ করে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের জন্য।

Address

Jatrabari
1232

Alerts

Be the first to know and let us send you an email when জার্মানি হোমিও মেডিসিন সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to জার্মানি হোমিও মেডিসিন সেন্টার:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram