
01/06/2025
সঠিক ও কার্যকরী চিকিৎসা পেতে হলে জানতে হবে...
আমরা কি জানি?
ফিজিওথেরাপি চিকিৎসক কারা-
বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন ২০১৮ তথ্যমতে-
কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ৫ বছর মেয়াদী " ব্যাচেলর অব ফিজিওথেরাপি (বিপিটি)/ "ব্যাচেলর অব সাইন্স ইন ফিজিওথেরাপি (প্রফেশনাল)" ডিগ্রীধারীগণই হলেন ফিজিওথেরাপি চিকিৎসক।
এবং
কোন স্বীকৃতি প্রতিষ্ঠান হতে ৩/৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ফিজিওথেরাপি) কোর্স সম্পন্নকারীগনই হলেন ফিজিওথেরাপি টেকনোলজিস্ট।
(একজন ফিজিওথেরাপি চিকিৎসকের প্রেসক্রিপশন এবং পরামর্শক্রমে একজন ফিজিওথেরাপি টেকনোলজিস্ট চিকিৎসা প্রদান করে থাকেন)
সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা পেতে আমাদের উচিত:-
ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার আগে একজন রোগী অবশ্যই উক্ত ফিজিওথেরাপি প্রতিষ্ঠানে ফিজিওথেরাপি চিকিৎসক আছে কি না জেনে নিবেন। প্রয়োজনে ভিজিটিং কার্ড দেখে নিবেন, উক্ত ব্যক্তি ফিজিওথেরাপি চিকিৎসক কি না। সঠিক তথ্য নিয়ে ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করুন। প্রতারণা থেকে দূরে থাকুন।
জনসচেতনতায়:-
বাংলাদেশ ফিজিক্যালথেরাপি এসোসিয়েশন (বিপিএ)