15/08/2025
চোখের ছানি সচেতনতা পোস্ট (Cataract Awareness)
👁️ চোখের ছানি পড়া মানেই অন্ধত্ব নয়!
ছানি একটি সাধারণ চোখের রোগ, বিশেষত বয়স্ক মানুষের মধ্যে বেশি দেখা যায়।
এতে চোখের লেন্স ধীরে ধীরে ঘোলা হয়ে যায়, যার ফলে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসে।
প্রথম দিকে হয়তো আপনি শুধু হালকা ঝাপসা দেখতে পাবেন, কিন্তু সময়ের সাথে সমস্যা বেড়ে যাবে।
ছানি হওয়ার প্রধান লক্ষণগুলো হলো –
🔹 দূরের বা কাছের জিনিস ঝাপসা দেখা
🔹 আলোতে চোখে ঝলক বা চমক লাগা
🔹 রঙ ফ্যাকাসে বা হলদেটে লাগা
ভালো খবর হলো, আধুনিক ফ্যাকো প্রযুক্তি ব্যবহার করে ১০ মিনিটের অপারেশনে এটি সম্পূর্ণভাবে সারানো সম্ভব।
সেলাই ছাড়া, ব্যথাহীন এবং দ্রুত সুস্থ হওয়ার মতো চিকিৎসা এখন আল-হাকিম চক্ষু হাসপাতালে পাওয়া যাচ্ছে।
📞 যোগাযোগ: 01648-161353 (WhatsApp)
📧 ইমেইল: naeemghr123@gmail.com
🏥 আল-হাকিম চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টার, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪