NaimTalks

NaimTalks চোখের যত্ন, জ্ঞানের আলো, সমাজের কথা — সবকিছু নিয়ে এক প্ল্যাটফর্ম, এটা NaimTalks!
📲 +8801648-161353 Whatsupp
(1)

আপনার কণ্ঠস্বর, আপনার দৃষ্টিভঙ্গি — NaimTalks একটি প্ল্যাটফর্ম যেখানে চোখের যত্ন, শিক্ষা, সামাজিক বার্তা, মানুষের কষ্ট আর হাসির মুহূর্ত সব এক জায়গায়।

02/09/2025

আজকের অশ্রু, আগামীকালের হাসি ✨ | জীবন বদলে দেওয়া অনুপ্রেরণা।

কঠিন সময় আমাদের ভেঙে দেওয়ার জন্য আসে না, বরং শক্ত করে তোলে। আজ যে কষ্ট আর অশ্রু ঝরছে, সেটাই আগামী দিনের সাফল্য আর হাসির কারণ হবে। 🌸
নিজেকে বিশ্বাস করুন, সবকিছুই একদিন ভালো হয়ে যাবে। 🌈
#অনুপ্রেরণা #জীবন #প্রেরণাদায়ক #আজকেরঅশ্রু #আগামীকালেরহাসি

15/08/2025

চোখের ছানি সচেতনতা পোস্ট (Cataract Awareness)

👁️ চোখের ছানি পড়া মানেই অন্ধত্ব নয়!
ছানি একটি সাধারণ চোখের রোগ, বিশেষত বয়স্ক মানুষের মধ্যে বেশি দেখা যায়।
এতে চোখের লেন্স ধীরে ধীরে ঘোলা হয়ে যায়, যার ফলে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসে।
প্রথম দিকে হয়তো আপনি শুধু হালকা ঝাপসা দেখতে পাবেন, কিন্তু সময়ের সাথে সমস্যা বেড়ে যাবে।
ছানি হওয়ার প্রধান লক্ষণগুলো হলো –
🔹 দূরের বা কাছের জিনিস ঝাপসা দেখা
🔹 আলোতে চোখে ঝলক বা চমক লাগা
🔹 রঙ ফ্যাকাসে বা হলদেটে লাগা
ভালো খবর হলো, আধুনিক ফ্যাকো প্রযুক্তি ব্যবহার করে ১০ মিনিটের অপারেশনে এটি সম্পূর্ণভাবে সারানো সম্ভব।
সেলাই ছাড়া, ব্যথাহীন এবং দ্রুত সুস্থ হওয়ার মতো চিকিৎসা এখন আল-হাকিম চক্ষু হাসপাতালে পাওয়া যাচ্ছে।
📞 যোগাযোগ: 01648-161353 (WhatsApp)
📧 ইমেইল: naeemghr123@gmail.com
🏥 আল-হাকিম চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টার, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪

15/08/2025

আজ আমার জন্য একসাথে দু’টো আনন্দের দিন।
১️⃣ ছানি অপারেশনের পর রোগী এখন স্পষ্ট দেখতে পারছেন – তাঁদের পরিবারের হাসি আমার সবচেয়ে বড় পুরস্কার।
২️⃣ সেই খুশিতে আমাকে ভালোবাসা দিয়ে নুডলস রান্না করে নিয়ে এসেছেন – যা আমার প্রিয় খাবার।
চোখের আলো আর মানুষের ভালোবাসা – এর চেয়ে বড় আনন্দ আর কী হতে পারে? 💖

13/08/2025
অপারেশন খরচআল-হাকিম চক্ষু হাসপাতালে সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের ছানি অপারেশন।বিস্তারিত জানতে এখনই কল করুন।📞 01648-161353 |...
10/08/2025

অপারেশন খরচ

আল-হাকিম চক্ষু হাসপাতালে সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের ছানি অপারেশন।
বিস্তারিত জানতে এখনই কল করুন।
📞 01648-161353 | 📧 naeemghr123@gmail.com

ছানির লক্ষণ⚠️ সতর্ক হোন যদি—রাতের আলোতে চোখে ঝলক লাগেরঙ ফ্যাকাসে লাগেচশমা বদলানোর পরও দৃষ্টি ঝাপসা থাকেতাহলে আপনার ছানি ...
09/08/2025

ছানির লক্ষণ

⚠️ সতর্ক হোন যদি—
রাতের আলোতে চোখে ঝলক লাগে
রঙ ফ্যাকাসে লাগে

চশমা বদলানোর পরও দৃষ্টি ঝাপসা থাকে
তাহলে আপনার ছানি পরীক্ষা করানো দরকার।
📞 01648-161353 | 📧 naeemghr123@gmail.com

08/08/2025

রোগীর গল্প

"হাবিবুর রহমান, ৬০ – কয়েক বছর ধরে চোখে ঝাপসা দেখতেন।
ছানি অপারেশনের পর আবার গাড়ি চালানো শুরু করেছেন।
তিনি বলেন – 'এখন মনে হচ্ছে আমি আবার জীবন ফিরে পেয়েছি।'"
📞 01648-161353 | 📧 naeemghr123@gmail.com

রোগীর রিভিউ"আমি সেলিনা আক্তার, বয়স ৫৮।ছানি হওয়ার কারণে রান্না, সেলাই কিছুই ঠিকমতো করতে পারতাম না।ডাক্তারের পরামর্শে ফ্যা...
06/08/2025

রোগীর রিভিউ

"আমি সেলিনা আক্তার, বয়স ৫৮।
ছানি হওয়ার কারণে রান্না, সেলাই কিছুই ঠিকমতো করতে পারতাম না।
ডাক্তারের পরামর্শে ফ্যাকো অপারেশন করালাম।
আজ অপারেশনের ২ দিন পরই সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছি।
আমি কৃতজ্ঞ আল-হাকিম চক্ষু হাসপাতালের ডাক্তার ও স্টাফদের কাছে।"
📞 01648-161353 | 📧 naeemghr123@gmail.com

💡 আধুনিক ফ্যাকো প্রযুক্তিতে ছানি অপারেশনআগে ছানি অপারেশন মানে ছিল সেলাই, দীর্ঘ সময় বিশ্রাম আর ধীরে সুস্থ হওয়া।এখন ফ্যাকো...
05/08/2025

💡 আধুনিক ফ্যাকো প্রযুক্তিতে ছানি অপারেশন
আগে ছানি অপারেশন মানে ছিল সেলাই, দীর্ঘ সময় বিশ্রাম আর ধীরে সুস্থ হওয়া।
এখন ফ্যাকো সার্জারি পদ্ধতিতে মাত্র ১০ মিনিটে, সেলাই ছাড়া, ব্যথাহীনভাবে অপারেশন সম্ভব।
এই প্রযুক্তিতে অতিক্ষুদ্র ছিদ্র দিয়ে চোখের ভেতরের ঘোলা লেন্স আল্ট্রাসাউন্ড দিয়ে সরিয়ে নতুন লেন্স বসানো হয়।
অপারেশনের পরদিনই রোগী হাঁটাচলা ও স্বাভাবিক কাজ শুরু করতে পারেন।
এই সুবিধা আল-হাকিম চক্ষু হাসপাতালে সুলভ মূল্যে পাওয়া যায়।
📞 01648-161353 (WhatsApp)
📧 naeemghr123@gmail.com
🏥 আল-হাকিম চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টার, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪

Address

Jatrabari
Jatrabari
1204

Opening Hours

Monday 09:00 - 22:30
Tuesday 09:00 - 22:30
Wednesday 09:00 - 22:29
Thursday 09:00 - 22:30
Friday 09:00 - 22:30
Saturday 09:00 - 22:29
Sunday 09:00 - 22:29

Alerts

Be the first to know and let us send you an email when NaimTalks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to NaimTalks:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category