22/09/2019
গত দু’দিন ধরে 4s news নামের একটি নিউজ চ্যানেলের post করা লাজফার্মাকে নিয়ে একটা ভিডিও নিউজ দেখে জানা-অজানা বহু মানুষ যে কমেন্ট লিখেছেন,সেগুলো আমি মনোযোগ দিয়ে পড়েছি। আমার মনে হয়েছে এদের অধিকাংশই অশিক্ষিত বা হিংশুক শ্রেণীর মানুষ। পুরো ভিডিওটা না দেখেই বোধকরি তারা কমেন্টগুলো লিখেছেন অথবা ঈর্শান্বিত হয়ে মন্তব্য লিখে আত্মতৃপ্ত হয়েছেন!
ভিডিওতে দেখেছেন Silver co নামের একটি আমদানীকারক প্রতিষ্ঠান প্রাপ্ত লাইসেন্সের আড়ালে ঔষধ নকল করে বাজারজাত করতো। ডাক্তাররা এসব ওষুধ নির্বিচারে লিখতেন।
ধরা পড়ল Silver Co. নিউজ হলো লাজফার্মার নামে। কী বলবেন দায়িত্বহীন এই হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে? তার চেয়ে নিরবতাই কী উত্তম নয়?
আবার আপনারা এও জানেন-‘নেই, লাজফার্মার অভিধানে নেই’।সুতরাং ডাক্তারের লেখা সব ধরণের প্রেসক্রিপসনের যোগান দেয়া, সেও তো লাজফার্মার ধর্ম।
আমার বিশ্বাস-ভুক্তভোগী রোগাক্রান্ত মানুষের সকল না পাওয়া ওষুধের যোগান দিতে স্বার্থান্বেশী মহলের নানান ষড়যন্ত্র মোকাবেলা করে গত আটচল্লিশ বছর ধরে লাজফার্মা সৎ মানসিকতার ওপর ভর করে একলা চলো নীতি অবলম্বনে দেশের মানুষের কাছে য়ে আস্থা অর্জন করেছে,সেটাকে গুটিকয়েক অর্বাচীনের মন্তব্যে ম্লান হবার নয়।
আমি দৃঢ়তার সাথে আবারও জানান দিচ্ছি- ওষুধের নকল-ভেজালের বিরুদ্ধে আমার শক্ত অবস্থানের কথা নিশ্চয় দেশের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে আছে। আমি দীর্ঘকাল নকল-ভেজালের বিরুদ্ধে দাঁড়িয়ে ঔষধ সংরক্ষণে তাপ নিয়ন্ত্রিত ব্যবস্থার প্রচলন ঘটিয়ে দেশবাসীকে ঔষধ আগ্রাসন থেকে মুক্ত করতে সচেষ্ট থেকেছি সংশ্লিষ্ট সকলেই জানেন। আমার এই পথ ধরেই দেশে প্রবর্তিত হয়েছে ‘মডেল ফার্মেসী’।
বহু সৎ সাদা মনের মানুষ এসে হাত ধরেছেন আমার। আমাদের একটাই উদ্দেশ্য- দেশের মানুষ যেন ওষুধের নকল-ভেজালের অভিশাপ থেকে চিরতরে মুক্তি পায়। এজন্যই আমাদের ফ্রান্সাইজ ব্যবস্থা।এতক্ষণে দেশব্যাপী আমাদের একচল্লিশটা শাখার মাধ্যমে যে ঔষধসেবা আমরা চালিয়ে যাচ্ছি শীঘ্রই তা শ’তের ঘর অতিক্রম করবে ইনশাল্লাহ। অতএব নিন্দুকেরা নিন্দা থামিয়ে দেশের মানুষকে সঠিক ঔষধ প্রাপ্তিতে সহায়তায় লাজ প্রচারে শামিল হউন।সৃষ্টিকর্তা সবার মঙ্গল করবেন।
মোহাম্মদ লু্ত্ফর রহমান
ম্যানেজিং ডাইরেক্টর
লাজফার্মা লিমিটেড