02/09/2024
"টিউশন জাতীয়করণ"
আমাদের দাবীসমূহ থাকবে:-
১) সকল শিক্ষার্থীদের জন্য টিউটর বাধ্যতামূলক।
২) বেতন ১-৩ তারিখের মধ্যে দিতে হবে।
৩) এই পেশাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে।
৪) অভিভাবক যথা সময়ে বেতন না দিলে আইনগত সহযোগিতা দিতে হবে।
৬) সপ্তাহে ৪ দিন বন্ধ থাকবে।
৭) শিক্ষক হিসেবে চাকরির ক্ষেত্রে টিউটরদেরকে অগ্রাধিকার দিতে হবে।
৮) প্রতি উৎসবে বোনাস / গিফট বাধ্যতামূলক করতে হবে।
৯) বার্ষিক পরীক্ষায় রেজাল্ট ভালো হলে উপহার / বোনাস বাধ্যতামূলক করতে হবে। খারাপ হলে দোষ দেওয়া যাবে না।
১০) ৩০ বছর পরে পেনশনের ব্যবস্থা করতে হবে।
১১) নাস্তায় ভিন্নতা থাকতে হবে।
দাবী আদায় না হলে লং মার্চের ডাক দেওয়া হবে। তবুও না আদায় করলে এক দফায় যাওয়া হবে।
লাউড এন্ড ক্লিয়ার
প্রচারে: সাধারণ গৃহশিক্ষক সমাজ