Tariq

Tariq বিসমিল্লাহ �

The moon calls to me, but even if I want to, I cannot go to it😊
13/07/2025

The moon calls to me, but even if I want to, I cannot go to it😊

08/07/2025
Thank you Mdyounus Ali Younus Ali স্যার🥰🥹
11/06/2025

Thank you Mdyounus Ali Younus Ali স্যার🥰🥹

শিশুকে মধু খাওয়ানোর পর ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম টক্সিন বিষক্রিয়ায় শিশুর কি অবস্থা হয়েছে দেখুন!Infant Botulism (শিশু ...
01/06/2025

শিশুকে মধু খাওয়ানোর পর ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম টক্সিন বিষক্রিয়ায় শিশুর কি অবস্থা হয়েছে দেখুন!

Infant Botulism (শিশু বোটুলিজম) একটি বিরল কিন্তু গুরুতর নিউরোলোজিক্যাল রোগ, যা Clostridium botulinum নামক ব্যাকটেরিয়া থেকে উৎপন্ন টক্সিনের কারণে হয়ে থাকে। এটি সাধারণত ১ বছর বয়সের নিচের শিশুরা আক্রান্ত হয়।

🦠 Infant Botulism এর কারণ:

Clostridium botulinum ব্যাকটেরিয়ার spores (বীজাণু) শিশুর অন্ত্রে প্রবেশ করে এবং সেখানে বৃদ্ধি পেয়ে botulinum toxin উৎপাদন করে। এই টক্সিন acetylcholine নামক স্নায়ুবিষয়ক রাসায়নিকের নিঃসরণ বন্ধ করে দেয়, যার ফলে শিশুর পেশিগুলো দুর্বল হয়ে পড়ে।

🧬 সংক্রমণের উৎস:

মাটি বা ধুলাবালি। প্রাকৃতিক পরিবেশ (বাগান, কৃষিক্ষেত্র) গিয়ে সেগুলো মুখে খাওয়া।

মধু (হানি) — ১ বছরের নিচে শিশুদের কখনোই মধু খাওয়ানো উচিত নয়

ঘরের ধুলোবালি (spore-দূষিত হতে পারে)

⚠️ লক্ষণসমূহ (Symptoms):

জীবাণু মুখ দিয়ে পেটে প্রবেশের পর সাধারণত ৩ থেকে ৩০ দিনের মধ্যে এই রোগটির লক্ষণ দেখা যায়। লক্ষণগুলো ধীরে ধীরে শুরু হয় এবং ক্রমান্বয়ে বাড়তে থাকে:

১. শিশুর অতিরিক্ত নিস্তেজতা (floppiness) – “floppy baby syndrome”

২. শিশু সঠিকভাবে মাথা ধরে রাখতে পারে না

৩. শিশুর চুষে খাওয়ার ক্ষমতা কমে যায় – খাওয়ায় সমস্যা

৪. শিশুর কাঁদার শব্দ দুর্বল হয়ে পড়া

৫. শিশুর কোষ্ঠকাঠিন্য (constipation) দেখা দেয়– প্রাথমিক লক্ষণ

৬. শিশুর শ্বাসপ্রশ্বাসের জটিলতা দেখা যায়

৭. শিশুর রক্তচাপ কমে যায় এবং অবচেতনতা দেখা যায়

✳️ স্ক্যাবিসএই রোগীর হাতে পায়ে পানি গোটা হয়ে ভরে গিয়েছে এবং পাশাপাশি সেখানে ইনফেকশন হয়ে পুজ জমে আছে।এ রোগ হলে সারা শরীরে...
21/05/2025

✳️ স্ক্যাবিস

এই রোগীর হাতে পায়ে পানি গোটা হয়ে ভরে গিয়েছে এবং পাশাপাশি সেখানে ইনফেকশন হয়ে পুজ জমে আছে।

এ রোগ হলে সারা শরীরেই শুকনা চুলকানি হয়। এই চুলকানি রাতের বেলা বাড়ে।হাতে,কব্জিতে,বগলের নীচে,বুকের আশেপাশে,নাভীর আশেপাশে এবং রানের ভিতরে-বাইরের দিকে ছোট ছোট গোটার মত হয় অনেকের।

ছেলেদের এই রোগ হলে অন্ডকোষে চুলকানি বাড়ে এবং সেখানেও ছোট ছোট গোটার মত হতে।

১. প্রধান ওষুধ

পারমেথ্রিন ৫% ক্রিম (Permethrin 5%)

সবচেয়ে কার্যকর চিকিৎসা।

গলা থেকে পা পর্যন্ত (শিশুদের ক্ষেত্রে পুরো শরীরে) ব্যবহার করতে হয়।

রাতে মেখে সকালবেলা ধুয়ে ফেলতে হয়।

৭ দিন পর প্রয়োজনে আবার লাগানো যেতে পারে।

বেনজিল বেনজোয়েট (Benzyl Benzoate 10–25%)

প্রাপ্তবয়স্কদের জন্য।

কিছুটা চামড়ায় জ্বালাপোড়া করতে পারে।

একটানা ২–৩ দিন ব্যবহার করা হয়।তবে শর্ত হচ্ছে পরিবারের সবাইকেই একসাথে এরোগের চিকিৎসা নিতে হবে।নতুবা আপনি নিজে সুস্থ হয়ে গেলেও যদি বাসায় কারো এ রোগ থেকে যায় তাহলে সেখান থেকে আবার হতে পারে।

ব্যাথা যে কতটা ভয়ানক হতে পারে তা এ রোগীর চেয়ে ভালো কেউ বলতে পারবে না!এই ছবিতে ৬০ বছর বয়সী এক মহিলার  3D rendered CT scan...
18/05/2025

ব্যাথা যে কতটা ভয়ানক হতে পারে তা এ রোগীর চেয়ে ভালো কেউ বলতে পারবে না!

এই ছবিতে ৬০ বছর বয়সী এক মহিলার 3D rendered CT scan দেখানো হয়েছে, যিনি প্যারোটিড গ্রন্থির ক্যান্সারে ভুগছেন।দূর্ভাগা এ রোগীর ক্যান্সার ছড়িয়ে পরে হাড়ে ( Bone metastasis)। ছবিতে নিতম্বের ইলিয়াম হাড়ে বড় বড় ক্ষত দেখা যাচ্ছে।এ ক্ষত গুলো প্রচন্ড যন্ত্রণাদায়ক এবং অবিরত হাড় ভেঙে যাওয়ার ব্যাথার মত ব্যাথার সৃষ্টি করে।মেরুদণ্ডে ও ক্যান্সার ছড়িয়ে পড়ায় একটি Compression fracture (চাপজনিত ভাঙন) হয়েছে।এ ধরনের রোগী ব্যথার চোটে প্রতিক্ষণে সৃষ্টিকর্তার কাছে মৃত্যু কামনা করে দোয়া করে।

“আসআলুল্লাহাল আযিম, রব্বাল আরশিল আযিমি আন ইয়াশফিয়াক।”
অর্থ:
“আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, যিনি মহান আরশের অধিপতি, যেন তিনি আপনাকে আরোগ্য দান করেন।”

#ক্যান্সার #ক্যান্সারযোদ্ধা
#স্বাস্থ্যসচেতনতা
#মানবিকতা #কমপ্রেশনফ্র্যাকচার

#সহানুভূতি

-Dr. Abu Rayhan

Beautiful Eid Morning 🥰
31/03/2025

Beautiful Eid Morning 🥰

Miss you Jashore🥺😭
31/01/2025

Miss you Jashore🥺😭

Address

Independence Road
Jessore

Telephone

+8801709118463

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tariq posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share