Homoeo Health Care

Homoeo Health Care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Homoeo Health Care, Doctor, Jora Mondir, Muroli, Jessore.

27/09/2022
হাঁটার আগে কি করবেনপ্রতিদিন হাঁটতে যাওয়ার আগে লক্ষ্য রাখুন আপনার পোশাকটি যথেষ্ট আরামদায়ক এবং হাঁটার উপযোগী কিনা। হাঁটা...
08/08/2022

হাঁটার আগে কি করবেন

প্রতিদিন হাঁটতে যাওয়ার আগে লক্ষ্য রাখুন আপনার পোশাকটি যথেষ্ট আরামদায়ক এবং হাঁটার উপযোগী কিনা। হাঁটার আগে একটু ঢিলেঢালা পোশাক পরে নিন। হাঁটার জন্য আরামদায়ক জুতো কিনে নিন। সাথে অবশ্যই খাবার পানি রাখুন। প্রতি ১৫ মিনিট পর পর পানি খান অল্প করে। তাহলে সকালের হাঁটার অভ্যাসটা উপভোগ্য হয়।

লালশাকে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। যা ক্যানসারের ঝুঁকি কমায়। এছাড়াও লাল শাকের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড, ...
07/08/2022

লালশাকে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। যা ক্যানসারের ঝুঁকি কমায়। এছাড়াও লাল শাকের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাসিয়াম থাকে তা শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে। যার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।👍👍

প্রতিদিন হাঁটুন সুস্থ থাকুন,,👍👍
07/08/2022

প্রতিদিন হাঁটুন সুস্থ থাকুন,,👍👍

11/04/2018

মাইগ্রেন কি?

মাইগ্রেন অতি পরিচিত একটি রোগ৷ মাথা-ব্যথা বললে সবার আগে মাইগ্রেন ও সাইনোসাইটিসের নাম মনে পড়ে সবার৷ বয়ঃসন্ধির পর থেকে মাঝবয়স পর্যন্ত যে কেউ মাইগ্রেনে আক্রান্ত হতে পারেন৷ পুরুষ-স্ত্রীতে কোনও ভেদাভেদ নেই, তবে মহিলাদের ক্ষেত্রে মাইগ্রেনের প্রকোপ তুলনামূলক বেশি৷

মাইগ্রেনের উপসর্গ

মাইগ্রেনের ব্যথা সাধারণত মাথার একপাশে হয়, তবে একসঙ্গে দু পাশেও হতে পারে৷ ক্ষেত্র বিশেষে পুরো মাথা জুড়ে কিংবা কপালের এক অংশ বা একটি অক্ষিপটের গভীরে অনুভূত হতে পারে৷ ব্যথাটি পর্যায়ক্রমিক (Episodic), অর্থাৎ কয়েক দিন বা কয়েক মাসের ব্যবধানে হতে পারে, এবং সাধারণত কয়েক ঘণ্টা স্থায়ী হয়৷ কেউ কেউ ব্যথা শুরু হওয়ার পূর্ব মুহূর্তে কিছু উপসর্গের অভিজ্ঞতা (Premonitory symptoms) পেতে পারেন: যেমন- আচমকা চোখের সামনে রঙিন ঝলক, দৃষ্টি বিভ্রান্তি, কথা বলতে অসুবিধে কিংবা শরীরের একপাশে সাময়িক অবশ বা অনুভূতি শূন্য বোধ করা৷

বেশিরভাগ রোগী মাথার গভীরে এক ধরনের দপদপে ব্যথার অস্তিত্ব অনুভব করেন৷ কপালের মাঝখান থেকে আড়াআড়ি কানের পেছন পর্যন্ত ব্যথাটা ছড়িয়ে পড়তে পারে৷ কিছু কিছু ক্ষেত্রে কপালে না হয়ে শুধু কানের ঠিক ওপরের অংশে ব্যথা হতে পারে৷ব্যথার সঙ্গে বমি বমি ভাব এবং দৃষ্টি বিভ্রান্তি দেখা দেয়৷ প্রকোপের সময় সাধারণত রোগীকে ফ্যাকাসে দেখায়, ব্যথা চরম হলে বমি হতে পারে এবং রোগী ক্লান্তি অনুভব করেন৷ উজ্জ্বল আলো সহ্য করতে পারেন না বলে কেউ কেউ অন্ধকার ঘরেও শুয়ে থাকতে বাধ্য হন৷

মাইগ্রেনের কারণ

মাইগ্রেনের মাথা-ব্যথার কারণ পুরোপুরি জানা যায়নি৷ তবে মস্তিষ্কে রক্ত সরবরাহে সাময়িক ঘাটতির জন্যে মাইগ্রেনের ব্যথা হয়৷ মাইগ্রেনে আক্রান্ত রোগীদের আত্মীয়দের মধ্যেও একই রোগ লক্ষ্য করা যায় বলে এটা নিশ্চিত যে রোগটির বিকাশের ক্ষেত্রে জেনেটিক (বংশগত) প্রবণতা রয়েছে, অর্থাৎ আপনার বাবা-মার থাকলে আপনারও হতে পারে৷

খাদ্যাভাসের বৈচিত্র্যের কারণে মাইগ্রেনের প্রকোপ বেড়ে যেতে পারে: যেমন চকোলেট, পনির বা মদ্যপান (অ্যালকোহল) মাইগ্রেনের প্রকোপ বাড়িয়ে দেয়৷ মহিলাদের ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ বড়িও একই ভূমিকা রাখতে পারে৷ এছাড়া অতিরিক্ত কাজের চাপ, বিষণ্ণতা এবং উদ্বেগের সঙ্গেও মাইগ্রেনের নিবিড় সম্পর্ক রয়েছে৷

মাইগ্রেনের চিকিৎসা ও উপদেশ
হোমিওপ্যাথি চিকিৎসায় মাইগ্রেন সম্পুর্ন নিরাময় হয়

।মাইগ্রেনের প্রকোপ কমাতে বা ব্যথা উপশমের জন্যে নিম্নোক্ত অভ্যাসগুলো গড়ে তুলতে পারেন:

খাদ্যাভাসে পরিবর্তন আনতে পারেন৷ চকোলেট, পনির,মদ্যপান(অ্যালকোহল) এড়িয়ে চলা ভালো৷ জন্ম নিয়ন্ত্রণ বড়ি যারা সেবন করেন, মাইগ্রেনের ব্যথার প্রকোপ বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শ নিয়ে বড়ি সেবন বন্ধ করে দিতে হবে৷ প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে৷
হাসি-খুশি থাকার চেষ্টা করতে হবে, জীবনের আনন্দকে উপভোগ করতে হবে৷
অতিরিক্ত টেনশন করা যাবেনা। রাত জাগা যাবেনে৷

29/01/2018

কে দুর্বল, আপনি না আপনার হার্ট
দ্রুত খেয়াল রাখুন
হোমিওপ্যাথি ঔষধ
নিশ্চিন্তে গ্রহন করুন।

17/01/2018

হোমিওপ্যাথিতে টনসিল সম্পূর্ণ নিরাময় সম্ভব
-------------------------------------------------------
টনসিল এক ধরনের লিমফয়েড টিস্যু।
মানবদেহে গলার ভেতরে দুইপাশে
একজোড়া টনসিল থাকে। কোন প্রকার
প্রদাহ বা ইনফেকশন হলে এটাকে
টনসিলাইটিস বলা হয়। তীব্র গরম বা
শীতে এই সমস্যা হতে পারে।
টনসিলাইটিস একটি সাধারণ স্বাস্থ্য
সমস্যা। টনসিল ইনফেকশন সাধারণত
৩ থেকে ১২ বছরের বাচ্চাদের
মধ্যে বেশি দেখা যায়। তবে বড়দের
ক্ষেত্রে যে একেবারেই হয় না তাও
নয়।
শতকরা ৫০ জনের ক্ষেত্রে দেখা যায়
ব্যাকটেরিয়াল ইনফেকশন এর জন্য
টনসিলাইটিস হতে পারে।
ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সাধারনত
বিটা হেমোলাইটিক স্ট্রোপ্টোকক্কাস
দিয়ে হয়। অন্যান্য ব্যাকটেরিয়া
দিয়েও টনসিলাইটিস হতে পারে।
অনেক ক্ষেত্রে বারবার সর্দি লাগা,
অপুষ্টিহীনতা, পরিবেশ দূষণ, দেহে
রোগ প্রতিরোধ ক্ষমতা কমেযায়
ব্যথা, মাথা ব্যথা, কানে ব্যথা, গলা
ব্যথা, খাবার গিলতে সমস্যা এবং
ছোটদের ক্ষেত্রে মুখ দিয়ে লালা
পড়তে দেখা যায়। এসব সমস্যা তীব্র
ইনফেকশনে দেখা যায়। চিকিৎসকের
উপদেশ অনুযায়ী নিয়মিত এবং সঠিক
সময়ে ওষুধ সেবন করলে এ সমস্যা
থেকে মুক্তি পাওয়া সম্ভব।
সাধারণত এন্টিবায়োটিক, মাউথ
ওয়াশ, ব্যথার ওষুধ, প্রচুর পরিমান
পানি গ্রহণের মাধ্যমে এই ইনফেকশন
এর চিকিৎসা করা হয়। কেউ যদি
সঠিক ভাবে চিকিৎসা গ্রহণ না করে
সেক্ষেত্রে ক্রনিক বা দীর্ঘমেয়াদী
ইনফেকশন হয়। আসুন আমরা হোমিও ঔসধ গ্রহন করি সুস্থ থাকি।
ধন্যবাদ

19/12/2017

KALI BROM---- সে মনে করে তার যে রোগটা আছে তার জন্য সে খুব কষ্ট পাচ্ছে - Delusion, injured is being. তার জন্য তাকে ভবিষ্যতে অনেক কষ্টের মোকাবিলা করতে হবে। আগে তার একবার Operation হয়েছিল। তার জন্য খুব কষ্ট হয়েছিল।আর সেই যায়গায় একই Problem শুরু হয়েছে।তার ভয় হয় আবার যদি তাকে Operation করতে হয়। AILMENTS from anticipatio (প্রাকচিন্তন থেকে পীড়া FEAR . orderals of (অগ্নি পরীক্ষর ভয়।) ২০১২ সালে Dr. K k SUR sir সেমিনার থেকে নেয়া। Thanks.

11/12/2017

‘মেদ ভুঁড়ি কি করি’ সমস্যায় অনেকেই ফেঁসে গিয়েছেন। আর সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অবলম্বন করছেন বিভিন্ন পদ্ধতি। মেদ ভুঁড়ি নিয়ে যারা মহা বিপদে আছেন তারা খুব সহজেই মুক্তি পেতে পারবেন এই সমস্যা থেকে। এমনকি মাত্র ৭ দিনেও বেশ কিছুটা কমানো সম্ভব পেটের মেদ। যেসব খাবার শরীরের মেদ বাড়ায় যেমন অ্যালকোহল, চিনি, প্রক্রিয়াজাত খাবার ইত্যাদি এড়িয়ে মাছ, মুরগী ও সবজি খাওয়ার অভ্যাস করতে হবে। প্রক্রিয়াজাত খাবার ও চিনি শরীরকে মেদ বহুল করে তোলে এবং তলপেট, উরু, নিতম্বে মেদ জমে যায়। তাই খাবার গ্রহণের সময় সাবধানতা অবলম্বন করা উচিত। আসুন জেনে নেয়া যাক ওজন কমানোর ডায়েট প্ল্যান।

ক্যাফেইন, চিনি, অ্যালকোহল ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন। এসব খাবার শরীরে সহজেই মেদ জমিয়ে দেয়।
খাবার তালিকা থেকে নিজের প্রিয় খাবার গুলো বাদ না দিয়ে সপ্তাহে এক দিন খান। সপ্তাহে একদিন কেক কিংবা চকলেট খেলে পুরো সপ্তাহ ডায়েটের বিরক্তি ও একঘেয়েমি কেটে যাবে। সেই সঙ্গে বৃদ্ধি পাবে মেটাবলিজম।
মেদ কমাতে মাছের তেল খান। মাছের তেল অতিরিক্ত মেদ ঝরিয়ে ফেলে এবং শরীরের জন্য প্রয়োজনীয় ফ্যাটি এসিড সরবরাহ করে।
নিয়মিত সকালের নাস্তা করুন। ঘুম থেকে ওঠার ১ ঘন্টার মধ্যেই সকালের নাস্তা সেরে ফেলুন। যদি সকালে নাস্তা করার একেবারেই সময় না পান, তাহলেও কিছু ফল ও বাদাম অথবা একটি ডিম সেদ্ধ খেয়ে নিন।
রাত ৮ টার পড়ে ভারী খাবার খাবেন না। রাতে ঘুমাতে যাওয়ার অন্তত ৪ ঘন্টা আগে ভারী খাবার খেয়ে নেয়া ভালো। রাতে খেয়েই ঘুমিয়ে পড়লে হজমে সমস্যা হয় এবং মেদ বাড়ে।
ওজন কমাতে ৭ দিনের ডায়েট প্ল্যান

১ম দিন: কলা ছাড়া যে কোনো ফল যত ইচ্ছা খান। সব ধরণের খাবার বাদ দিয়ে প্রথম দিন শুধু ফল খেতে হবে। ২য় দিন: দ্বিতীয় দিন খাবেন শাক সবজি। আলু ছাড়া যে কোনো শাকসবজি প্রচুর পরিমাণে খান। তবে তেল দিয়ে রান্না না করে সালাদ অথবা সেদ্ধ করে খাওয়ার চেষ্টা করুন। তেল যদি ব্যবহার করতেই হয় তাহলে অল্প পরিমাণে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। ৩য় দিন: তৃতীয় দিন কলা খাবেন না। কলা ছাড়া যে কোনো ফল ও শাক সবজি ইচ্ছে তত খেতে পারেন। তবে অন্য কোনো খাবার খাওয়া যাবেনা। ৪র্থ দিন: চতুর্থ দিন হলো কলা খাওয়ার দিন। এই দিন আপনি ৮টি মাঝারি আকারের কলা ও তিন গ্লাস(২০০মিলি) দুধ খাবেন। তবে অন্য কিছু খাওয়া যাবে না। ৫ম দিন: পঞ্চম দিন মাংস খেতে পারবেন। অল্প পরিমাণে মুরগীর মাংস খান এবং ৬টি টমেটো খান। ৬ষ্ঠ দিন: ষষ্ঠ দিন ইচ্ছে মতো মুরগীর মাংস খান এবং আলু বাদে অন্যান্য শাকসবজি খান। ৭ম দিন: ডায়েটের শেষ দিন অর্থাৎ সপ্তম দিন বাদামি চাল, চর্বি ছাড়া মাংস, ফলের রস এবং সব রকমের শাক-সবজি গ্রহন করুন।
কিছু সাবধানতা
মাসে একবারের বেশি এই ডায়েট চার্ট অনুসরণ করা উচিত নয়।
অন্য কোনো অসুখ থাকলে ডাক্তারের পরামর্শ না নিয়ে ডায়েট অনুসরণ করবেন না।
ডায়েটের পাশাপাশি সারাদিন প্রচুর পরিমাণে পানি পান করুন।
ওজনের আধিক্যের ওপরে ভিত্তি করবে ওজন কমার বিষয়টি। যার ওজন অধিক, তার ক্ষেত্রে কমবেও অধিক। তবে কমপক্ষে ৩ পাউনড হতে ১০ পাউনড পর্যন্ত কমে থাকে।
বিভাগ: লাইফ
ট্যাগ: ওজন নিয়ন্ত্রণ ডায়েট চার্ট

02/12/2017

রোগীর ভাষ্য : আমার ভিষন মাথা ব্যাথা খুব অস্থিরতার মধ্য দিন যাচ্ছে, কি করবো কিছুই বুঝতে পারছিনা। কেন আপনার এমন হচ্ছে? আমি ওকে ভালবাসি খুবিই ভালবাসি, ও আমাকে ভুল বুঝে দুরে চলে গেছে, অনেক দুরে। কি করবো কি করলে ও বুঝতে পারবে আমাকে। কতই ক্ষমা চেলাম, কত বুঝতে চাইলাম কিছুতেই সে বুঝতে চাইছেনা। ডা: সাহেব, যেদিন থেকে ও আমার সাথে কথা বলেনা ঠিক সেদিন থেকেই আমার মাথা ব্যাথা, দিন দিন বাড়ছে, আমি আর সহ্য করতে পারছিনা, আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে, যত দিন যাচ্ছে তত আমার মনের ব্যাথা বেড়ে যাচ্ছে। রোগীর চোখ দিয়ে অনবরত পানি ঝরছে, উদ্বিগ্ন তার চেহারায়, বলে---আমার কিহবে? আমাকে এমন কোন ওসুধ দিন যাতে ওকে আমি চির দিনের জন্য ভুলে যেতে পারি, ও আমাকে বুঝলা না ওকে আমি অনেক অনেক ভালবাসি।
Rubric--fear extravagance of,
মেডিসিন - O***m

30/11/2017

. সুস্থ হৃদপিণ্ড, সুন্দর জীবন

যারা নিয়মিত হাঁটাহাঁটি করেন তাদের হার্টের অসুখ ও স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে কমে যায়। এছাড়া হাঁটার সময় শরীর থেকে ক্ষতিকর কোলেস্টেরল এলডিআর কমে যায় ও ভালো কোলেস্টেরল এইচডিআর-এর মাত্রা বেড়ে যায়। এছাড়া শরীরের রক্তচলাচল স্বাভাবিক থাকে।

এ বিষয়ে যুক্তরাজ্যের স্ট্রোক এসোসিয়েশনের এক গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটেন, তাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি অনেকাংশে কমে যায়। যাদের উচ্চরক্তচাপ রয়েছে, তাদের উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ হয়। এছাড়া নিয়মিত হাঁটার অভ্যাস করলে শতকরা ২৭ ভাগ পর্যন্ত উচ্চরক্তচাপজনিত সমস্যা কমে। ফলে হার্টের বিভিন্ন রোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে যায়।

এদিকে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, নিয়মিত হাঁটার অভ্যাস করলে করোনারি হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমে যায়। রক্তে চিনির মাত্রা স্বাভাবিক রাখতে ও স্থূলতার ঝুঁকি কমাতে নিয়মিত হাঁটার পরামর্শ দিয়েছেন হার্ট অ্যাসোসিয়েশনের বিশেষজ্ঞরা।

Address

Jora Mondir, Muroli
Jessore
7400

Telephone

+880 1703-266892

Website

Alerts

Be the first to know and let us send you an email when Homoeo Health Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Jessore clinics

Show All

You may also like