
05/07/2025
আজকাল অনেক নারীই প্রশ্ন করেন আমার তো PCOS, আমি মা হতে পারবো তো? বর্তমানে এই প্রশ্নটি শুধু আতঙ্কের নয়, বরং চুপিচুপি অশ্রু ফেলারও এক বড় কারণ। চলুন মেডিকেল সাইন্সের আলোকে বিস্তারিত জেনে নেওয়া যাক।
🔬 PCOS কী?
PCOS (Polycystic O***y Syndrome) হলো এক ধরনের হরমোনজনিত সমস্যা, যেখানে নারীদের ডিম্বাশয়ে একাধিক ছোট ছোট সিস্ট (follicle) তৈরি হয় এবং ডিম্বাণু নির্গত হতে (Ovulation) বাঁধা প্রদান করে। এর ফলে শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয় এবং নানান উপসর্গের জন্ম দেয়।
যেমন:
অনিয়মিত মাসিক
অতিরিক্ত মুখে বা শরীরে লোম গজানো
ব্রণ
ওজন বৃদ্ধি
চুল পাতলা হয়ে যাওয়া
ইনসুলিন রেজিস্ট্যান্স
গর্ভধারণে জটিলতা ইত্যাদি।
🤰 PCOS ও গর্ভধারণের সম্পর্কটা কেমন?
স্বাভাবিক গর্ভধারণের জন্য প্রতি মাসে ডিম্বাণু নির্গত হওয়া (ovulation) শর্ত, কিন্তু PCOS থাকলে ওভুলেশন সময় মত হয় না বা বন্ধ থাকে। ফলে গর্ভধারণ কঠিন হয়ে পড়ে।
PCOS আক্রান্ত প্রায় ৭০% নারীর মধ্যে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়, যা রক্তে শর্করার ভারসাম্য নষ্ট করে এবং ওভারিতে টেস্টোস্টেরনের মাত্রা বাড়ায়, যা ওভুলেশন ব্যাহত করে।
যেহেতু PCOS নিয়মিত ওভুলেশন হতে দেয় না সুতরাংএন্ডোমেট্রিয়ামের (গর্ভাশয়ের আস্তরণ) যথাযথভাবে তৈরি হয় না, ফলে নিষিক্ত ডিম্বাণু পূর্ণতা লাভ করতে পারে না।
📝 তাহলে করণীয় কি?
সঠিক চিকিৎসা এবং জীবনশৈলীর পরিবর্তন (Lifestyle modification),ওজন কমানো (মাত্র ৫-১০% ওজন কমালেই ওভুলেশন ফিরে আসতে পারে), ব্যায়াম (সপ্তাহে অন্তত ৫ দিন ৩০ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম), সুগার নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস (কম কার্ব, বেশি প্রোটিন ও আঁশযুক্ত খাবার)
ইত্যাদির মাধ্যমে PCOS নিয়ন্ত্রণ পরবর্তী স্বাভাবিকভাবেই গর্ভধারণ করা সম্ভব।
🌼 পরিশেষে বলবো
PCOS কোনো অভিশাপ নয়। এটা এমন একটি শারীরিক অবস্থা যা নিয়ন্ত্রণে রাখলে স্বাভাবিকভাবেই গর্ভধারণ করা এবং সুস্থ সন্তানের জন্ম দেয়া সম্ভব। সুতরাং আপনার যদি PCOS ধরা পড়েই থাকে তবে হতাশ না হয়ে একজন গাইনোকোলজিস্ট বা ফার্টিলিটি বিশেষজ্ঞের সাহায্য নিন।
#স্বাভাবিক_গর্ভধারণ #নারী_স্বাস্থ্য #মা_হওয়া_সম্ভব