
09/07/2023
# # # দাঁতের মাড়ি ফুলে যাওয়া ও করনীয় :
আমাদের মুখের অভ্যন্তরের অসুখগুলোর মধ্যে অন্যতম হলো দাঁতের মাড়ি ফুলে যাওয়া। কখনো একটা দাঁতের মাড়ি বা সম্পূর্ণ মাড়িই ফুলে যেতে পারে।
কারনঃ
১) দাঁতের মাড়ি ফোলার অন্যতম কারণ হলো মুখের অভ্যন্তরীণ অবস্থা (ORAL HYGIENE) ভালো না হওয়া।
২) নিয়মিত দাঁত ব্রাশ না করলে দাঁতের ফাঁকে আটকে থাকা খাবারের সাথে ব্যাকটেরিয়া বিক্রিয়া করে দুর্গন্ধ সৃষ্টি করে এবং মাড়ির সমস্যা দেখা দেয়।
৩) ডায়াবেটিস, গর্ভকালীন মাড়ির সমস্যা, লিউকেমিয়া, ভিটামিন সি এর অভাব সহ অন্যান্য হরমোনাল অসুখে মাড়ি ফুলে যেতে পারে।
৪)কিছু ওষুধ যেমন - Phenytoin, Calcium channel blocker ( উচ্চ রক্তচাপের ওষুধ), Clyclosporin বেশি দিন একনাগাড়ে সেবনের ফলেও মাড়ির সমস্যা হতে পারে।
করনীয়ঃ
মাড়ি ফুলে গেলে খাওয়ার সময় ব্যথা হতে পারে। মাড়ি ফোলার একটি অন্যতম অসুবিধা হলো মুখে দুর্গন্ধ হওয়া। মাড়ি ফোলার চিকিৎসায় এর কারণ খুঁজে বের করে সঠিক চিকিৎসা নিতে হবে।
১) প্রতিদিন দুইবার ব্রাশ করা
২) ডেন্টাল ফ্লস ব্যবহার করে দাঁতের ফাঁকের খাবার পরিস্কার করা
৩) মাউথ ওয়াশ ব্যবহার করা। এছাড়া আঙুল দিয়ে মাড়ি মালিশ করলে ফোলা কমতে পারে।
৪)নিয়মিত ডেন্টিষ্টের পরামর্শ নিয়ে স্কেলিং করতে হবে। যদি ফোলা ভাব না কমে তবে সার্জারি করে মাড়ির সঠিক আকৃতি ফিরিয়ে আনতে হবে।
প্রতিকার অপেক্ষা প্রতিরোধ শ্রেয়। তাই সচেতন হয়ে নিয়মিত দাঁত ও মুখের যত্ন নিলে এসব সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়...