Raz Drug House

Raz Drug House raz

মে-য়েদের গো-পন অ-ঙ্গে তীব্র চুলকানি মাত্র ৩ দিনে ভালো করে
11/08/2025

মে-য়েদের গো-পন অ-ঙ্গে তীব্র চুলকানি মাত্র ৩ দিনে ভালো করে

কিডনির ক্ষতি করে না, মেরুদন্ড ব্যথা হাঁটুর জয়েন্টে ব্যথা ব্যাক পেইন ঘাড় ব্যথা ও পিঠে ব্যথা দ্রুত ভালো করে। ডাক্তারের প...
04/08/2025

কিডনির ক্ষতি করে না, মেরুদন্ড ব্যথা হাঁটুর জয়েন্টে ব্যথা ব্যাক পেইন ঘাড় ব্যথা ও পিঠে ব্যথা দ্রুত ভালো করে।

ডাক্তারের পরামর্শ সেবন করুন

দা'উ'দ, এ*ক'জি'মা চ'র্মরোগ আজীবনের জন্য বিদায় হয়ে যাবে। দিনে দুইবার ব্যবহার করবেন।
04/08/2025

দা'উ'দ, এ*ক'জি'মা চ'র্মরোগ আজীবনের জন্য বিদায় হয়ে যাবে। দিনে দুইবার ব্যবহার করবেন।

গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবায় মাল্টিভিটামিন, ক্যালসিয়াম ও আয়রন ট্যাবলেট অপরিহার্য। প্রেগনেন্সির চার মাস থেকে বাচ্চ...
01/08/2025

গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবায় মাল্টিভিটামিন, ক্যালসিয়াম ও আয়রন ট্যাবলেট অপরিহার্য।
প্রেগনেন্সির চার মাস থেকে বাচ্চা জন্মানোর দুই মাস পর পর্যন্ত ওষুধ গুলো খেতে হবে। তাহলে বাচ্চা ও বাচ্চার মা সুস্থ ও সবল থাকবে।


20/07/2025

ভাইরাল জ্বর নিয়ে কিছু তথ্য:

১. যেকোনো ভাইরাস জ্বর ৩ থেকে ৫দিন টানা ১০২/১০৩°F আসতে পারে এবং কমলে, ১০১ এর নিচে নাও নামতে পারে। কাজেই জ্বর শুরু হওয়ার পরের বেলাতেই বা পরের দিন জ্বর কেনো কমছে না, অস্থির হওয়া যাবে না।

২. একদিনে জ্বর কমিয়ে দেয়ার কোনো মেডিসিন বা ম্যাজিক ডাক্তারদের জানা নাই। ভাইরাস জ্বরে এন্টিবায়োটিক কোনো কাজে লাগে না যদি না কোন ইনফেকশনের সোর্স পাওয়া যায় যা অনেকসময় প্রকাশ পেতে ৩ দিনও লেগে যায়।

৩. জ্বর হলে বাচ্চা খাওয়াদাওয়া ছেড়ে দিবে, বড়রাও দেয়। এই অরুচির প্রাথমিক কোনো চিকিৎসা নাই। সবার মতো আপনাকেও বুঝিয়ে শুনিয়ে অল্প অল্প করে পানি তরল জাউ স্যুপ শরবত বা বাচ্চা যেটা খেতে চায় (এমন কিছু দিবেন না যা আবার বমি, পাতলা পায়খানা ঘটায়) তাই খাওয়াবেন। প্রস্রাব যেন অন্তত ২৪ ঘন্টায় ৪ বার হয়। মুখে একদমই খেতে না পারলে, প্রস্রাব কমে গেলে, বমি বন্ধ না হলে বা খিঁচুনি হলে বাচ্চাকে হাসপাতালে নিয়ে যাবেন।

৪. হালকা জ্বরে (১০০ থেকে ১০২°F) গা মুছে দিবেন, মুখে ঔষধ খাওয়াবেন। একবার ঔষধ খাওয়ানোর পর আবার সিরাপ দিতে অন্তত ৪/৬ ঘন্টা অপেক্ষা করতে হবে। আর সাপোসিটারী দিতে হলে অন্তত ৪ ঘন্টা অপেক্ষা করতে হবে।

৫. বেশী জ্বরে (১০২° F এর উপরে গেলে) তাড়াতাড়ি জ্বর কমানোর প্রয়োজন হলে সাপোসিটার ব্যবহার করতে পারেন (যদিও এটা বাচ্চাদের জন্য অস্বস্তিকর), এতে জ্বর হয়তো সাময়িকভাবে ১০২ এর নিচে নামতে পারে তবে পুরোপুরি যাওয়ার সম্ভাবনা কমই ১ম তিনদিনের মধ্যে। একটা সাপোসিটারী দেয়ার ৮ ঘন্টার মধ্যে আরেকটা সাপোসিটারী দিতে পারবেন না। তবে ৪/৬ ঘন্টা পর সিরাপ দিতে পারেন।

৫. জ্বরের ঔষধ ডাবল ডোজে বা ঘন ঘন খাওয়ালে, এন্টিবায়োটিক দিলেই জ্বর ভালো হয়ে যাবে এমন না। ভাইরাসের পরিমানের উপর, কতদিন এরা এক্টিভ থাকে তার উপর জ্বরের স্থায়ীত্ব নির্ভর করে।

৬. জ্বরের ঔষধ ঘন ঘন খাওয়ানোর চেয়ে বাচ্চার যত্ন নিন, ভেজা গামছা বা সুতি কাপড় দিয়ে গা মুছে দিন, গরম ও নরম খাবার খাওয়ানোর চেষ্টা করুন, সবচেয়ে বড় কথা বাচ্চাকে বিশ্রাম নিতে দিন। ভালো ঘুমাতে দিন, ঘুমের মধ্যে জ্বর থাকলেও তাকে ঘুম ভাঙিয়ে জ্বরের ঔষধ খাওয়ানোর দরকার নাই।

৭. থার্মোমিটার দিয়ে মেপে জ্বর ১০০ বা বেশী পেলেই জ্বরের ঔষধ খাওয়াবেন। গায়ে হাত দিয়ে গরম লাগা, জ্বর ৯৮, ৯৯°; জ্বরের আগে শীত শীতভাব, অস্থির হওয়া ইত্যাদি জ্বরের ঔষধ খাওয়ানোর কোন কারণ হতে পারে না।

টে'নশন দু'শ্চিন্তা কমিয়ে মা'থা ঠা'ন্ডা রাখে মন প্র'ফুল্ল রাখে ও রাতের ঘুম ক্লিয়ার করে। ১+০+০
14/07/2025

টে'নশন দু'শ্চিন্তা কমিয়ে মা'থা ঠা'ন্ডা রাখে মন প্র'ফুল্ল রাখে ও রাতের ঘুম ক্লিয়ার করে। ১+০+০

✅ মাত্র দুই টাকার এই ওষুধে?অতিরিক্ত কোলেস্টেরল কমায়। লিভারের চর্বি বা ফ্যাটি লিভারের মাত্রা কমায়। কিডনি এবং হার্ট প্রট...
07/07/2025

✅ মাত্র দুই টাকার এই ওষুধে?
অতিরিক্ত কোলেস্টেরল কমায়।
লিভারের চর্বি বা ফ্যাটি লিভারের মাত্রা কমায়।
কিডনি এবং হার্ট প্রটেকটিভ অর্থাৎ কিডনি এবং হার্টের যে সমস্ত ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে তা কমিয়ে আনতে সক্ষম।
ভিটামিন এ ডি ই এর ঘাটতি অনেকাংশে কমিয়ে অানতে সক্ষম।
চমৎকার ঘুম আনয়ন করে ডিপ্রেশন এর মাত্রা কমিয়ে দেয়।
জয়েন্ট এর ব্যথা কমাতে সক্ষম।
এটা সামুদ্রিক কড মাছের তেল থেকে তৈরি কোন প্রকার সাইড ইফেক্ট ছাড়া ওষধ।
খাওয়ার নিয়ম :-১+১+১

07/07/2024
💊💊 আমরা যারা ফার্মেসিতে কাজ করি, আমরা ওষুধ বিক্রির পাশাপাশি   বিভিন্ন প্যাকটিকাল কাজ ও করে থাকি, যেমন ইনজেকশন পুশ করা।  ...
01/05/2024

💊💊 আমরা যারা ফার্মেসিতে কাজ করি, আমরা ওষুধ বিক্রির পাশাপাশি বিভিন্ন প্যাকটিকাল কাজ ও করে থাকি, যেমন ইনজেকশন পুশ করা। আমরা প্রতিনিয়ত গ্রাহককে ইনজেকশন পুশ করি কিন্তু কোন ইনজেকশন কত ডিগ্রি এনগেলে পুশ করতে হয় তা আমরা জানিনা, যার ফলে গ্রাহকের ইনফেকশন সহ নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়, ঠিক তেমনি আমাদেরও নানা সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আজকে আমরা কোন ইনজেকশন কত ডিগ্রি এনগেলে দিতে হয় তা জানবো

💊 IM - Intramuscular (ইন্ট্রামাসকুলার) IM ইনজেকশন মাংস পেশিতে দিতে হয়। IM ইনজেকশন ঠিক 90 ডিগ্র এনগেলে মাংস পেশিতে দিতে হয়।যেমন, Diclofenac injection

💊 IV - Intravenous (ইন্ট্রাভেনাস) IV ইনজেকশন শিরায় দিতে হয়। IV ইনজেকশন ঠিক 25 ডিগ্রি এনগেলে শিরায় দিতে হয়

💊 SC -Sub cutaneous (সাবকিউটেনাস) SC ইনজেকশন চমডার নিচে দিতে হয়। সাবকিউটেনাস ইনজেকশন 45 ডিগ্রি এনগেলে চামড়ার নিচে দিতে হয়। যেমন, ইনসুলিন

💊 ID - Intra dermal (ইন্ট্রাডারমাল ) ID ইনজেকশন চামড়ার মধ্যে দিতে হয়। ইন্ট্রাডারমাল ইনজেকশন 10- 15 ডিগ্রি এনগেলে দিতে হয় । যেমন, বিসিজি টিকা ( যক্ষা রোগের)

সংগৃহীত।
ধন্যবাদ।

12/09/2023

স্ত্রী সহবাসে সেক্সের সময় বাড়বে,লিংগ উত্থান জনিত সমস্যা থেকে মুক্তি।Sildenafil tablet review

Address

Jhenida
7200

Alerts

Be the first to know and let us send you an email when Raz Drug House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Raz Drug House:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram