Vocabulary practice and General Knowledge

Vocabulary practice and General Knowledge Please be advised that this page's videos are intended for entertainment purposes only.

The videos on this page include scripted dramas, satires, parodies, magic tricks, and other forms of entertainment.Names, characters,incidents are often the imagined..

01/07/2025

প্রবন্ধ: কালান্তরের পঞ্চভূতে সভ্যতার সংকট ও মানুষের ধর্ম

"কালান্তর" কেবল সময়ের পরিক্রমাই নয়, এটি একটি সচেতন বিবেচনা—যেখানে মানুষের বিবেচনা ও অবিবেচনার দ্বন্দ্ব যুগে যুগে সভ্যতার নির্মাতা ও বিনাশক উভয় হিসেবেই কাজ করেছে। এই দ্বন্দ্বের মাঝেই জন্ম নেয় লোকহিত ভাবনা, আর তার বিপরীতে দাঁড়িয়ে থাকে সংকীর্ণ স্বার্থ ও লোভের ঘূর্ণি।

মানুষের প্রকৃত "লড়াইয়ের মূল" কিন্তু চিরকালই এই বিবেচনাবোধের মধ্যে নিহিত। সমাজে যে "কর্তার ইচ্ছায় কর্ম" হয়, তা যদি জনগণের হিতসাধনে ব্যবহৃত না হয়, তবে তা দমননীতি ছাড়া আর কিছুই নয়। তাই ইতিহাস সাক্ষ্য দেয়, ছোট ও বড়ো সকল সংগ্রামে মানুষ নিজের অবস্থান নির্ধারণ করেছে—কখনও বাতায়নিকের পত্র লিখে, কখনও আবার রক্ত ঢেলে।

শক্তির পূজা যেন অন্ধ অনুসরণ না হয়, তাই প্রয়োজন শিক্ষার মিলন, অর্থাৎ জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করা। সত্যের পথ সহজ নয়, কিন্তু সেই সত্যের আহবান যুগে যুগে মানুষকে পরিচালিত করেছে চরকা ঘোরানোর মতো ধৈর্য আর আত্মনির্ভরতার পথে। এই চরকা ছিল কেবল এক তাঁতের প্রতীক নয়, বরং স্বরাজ সাধন এর এক গর্বিত দ্যোতক।

এ সংগ্রাম ছিল সকলের, শুধু উচ্চবর্ণ বা অভিজাতদের নয়। তাই শূদ্র ধর্ম কিংবা রায়তের কথা অবহেলার নয়, বরং গণআন্দোলনের প্রাণ ছিল তারা। এই আন্দোলন শুধু ভারতবর্ষের গণ্ডিতে আবদ্ধ ছিল না; বরং স্বপ্ন ছিল বৃহত্তর ভারত—যেখানে জাতপাতের বিভেদ নয়, থাকবে সাম্য, মৈত্রী ও সম্মান।

কিন্তু সেই আদর্শ তখনই ফলপ্রসূ হয়, যখন হিন্দু মুসলমান এক কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে। এই ঐক্যের বার্তা দিয়েছিলেন স্বামী শ্রদ্ধানন্দ, যিনি বলেছিলেন, ধর্ম হোক নিজস্ব, কিন্তু দেশ হোক সবার।

রবীন্দ্রনাথ ঠাকুরের রাষ্ট্রনৈতিক মত এ আমরা দেখতে পাই মানবিকতার নির্ভুল নির্দেশনা—যেখানে জাতীয়তাবাদ নয়, মানবতাবাদই মুখ্য। তিনি সরাসরি রাজনীতিতে না এলেও তাঁর চিন্তা প্রভাব ফেলেছে হিজলী ও চট্টগ্রাম এর তরুণ বিপ্লবীদের মাঝে, যারা রক্ত দিয়ে প্রশ্ন তুলেছিল প্রচলিত দণ্ডবিধি আদৌ ন্যায়ের প্রতিফলন কিনা।

এই বিপ্লবের অন্যতম রূপকার ছিলেন নারী। হ্যাঁ, সেই যুগেও নারী কেবল প্রেরণা নয়, নেতৃত্বেও এগিয়ে এসেছে। কন্‌গ্রেস ছিল তাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম, কিন্তু তাদের অবদান ছিল দল ছাড়িয়ে দেশের প্রতিটি স্তরে।

এই ধারা থেকেই উঠে এসেছেন দেশনায়ক, যাঁরা ‘মহাজাতি-সদন’ গড়েছেন কেবল ইট-পাথরের দালান হিসেবে নয়, বরং ঐক্যের প্রতীক হিসেবে। এভাবেই গড়ে উঠেছিল এক নবযুগ, যেখানে মানুষ বলেছিল—প্রলয়ের সৃষ্টি নয়, চাই নতুন সৃজন।

এই নবযুগের প্রথম শর্ত ছিল আরোগ্য—শুধু শারীরিক নয়, রাজনৈতিক ও নৈতিক আরোগ্য। আজ যখন আবার সভ্যতার সংকট ঘনিয়ে আসে, তখন প্রশ্ন উঠে, আমাদের সত্যিকার ‘মানুষের ধর্ম’ কী?

উত্তর লুকিয়ে আছে পঞ্চভুত-এর মধ্যে—মাটি, জল, আগুন, বায়ু ও আকাশ, যা আমাদের অস্তিত্বের ভিত্তি। মানুষ যদি নিজের ধর্মে—প্রকৃতি, সত্য, করুণা, সাম্য ও ত্যাগে—অটল থাকে, তবেই সেই কালান্তরের পথে আবার আলো জ্বলে উঠবে।

Neymar is very clean and has a positive attitude. He is very keen to help his team score a goal. He is also very fast an...
06/05/2025

Neymar is very clean and has a positive attitude. He is very keen to help his team score a goal. He is also very fast and he is very hard to dodge for his rival team. He makes great plays that astonish and delight the spectators. His skills bring a lot of excitement to the field, not just in his country but all over the world."
Neymar has a remarkable personality. His smile brings us a lot of joy and very sweet. He is very strong and shows his skills on the field. His talent is very remarkable. He is very strong for his fans. His attitude is very friendly to the fans. Neymar is able to create a charming atmosphere with his fans when he plays on the field. He is very famous for his donations to help people in difficult situations.
Neymar is active in helping helpless people by providing food and financial support during natural disasters. He is very active in providing financial support to those in need, especially for medical treatment and other difficult situations. He offers great positive support to them. He is very eager to build educational institutions to spread knowledge around the world.

He wants to help vulnerable students who lack opportunities for a good education. Neymar believes that education can create a better world where people live peacefully and support each other. Neymar is very interested in spreading education around the world to create a peaceful environment through quality learning.Neymar is very keen to achieve goals that can entertain and educate people, and support those who are helpless or in need of food. He is very eager to create a cultural environment where everyone can enjoy good education and celebrate diversity without discrimination. His main goal is to promote unity and make the world a better place for all."
His vision for culture is to build a theater where educational institutions can showcase plays, cinema, and other cultural programs. He plans to make significant donations and provide suggestions for improving these institutions.

His goal is to create a unified community where everyone, regardless of gender, can express themselves freely and enjoy cultural experiences, including football.His mission is clear: to eliminate gender discrimination in Bangladesh.

He aims to address this issue by providing support and solutions to governments, NGOs, and other stakeholders. By using social media platforms like Facebook, YouTube, and Tik Tok, he hopes to raise awareness and promote equality."
Neymar's mission is to unite the superpowers of the world to work towards economic betterment and freedom for all people. He envisions a world without disease, war, or hunger. With his personal skills and strong values, Neymar, as a well-known figure in football, can make a significant impact."
Neymar's mission is to eliminate nuclear weapons that threaten the world and contribute to conflicts between nations. He aims to provide solutions and demonstrations to political leaders, including the United Nations and other global organizations. Additionally, he wants to address fundamentalism in all communities, promoting unity and understanding among different religions."
Ultimately, Neymar's mission is to create a better and more peaceful world for everyone, regardless of their status. He envisions a place where rich and poor alike have access to basic needs like housing, medicine, and clean water. In this world, positive culture and good manners will thrive, fostering a sense of humanity among all people.
Neymar's mission for humanity is to eliminate the dowry system and discrimination in society, ensuring that everyone has access to basic needs like food, shelter, education, and healthcare. He aims to use his fame and positive attitude to help those who are struggling and deprived of opportunities. By creating a friendly environment for sports like football and cricket, Neymar hopes to foster peace and happiness around the world. His mission is to eradicate fundamentalism from the world forever.
Neymar's mission is to strengthen law and order in all countries and enhance the effectiveness of the United Nations. He aims to promote peace and good governance worldwide.
Neymar's mission is to deploy peacekeepers in vulnerable areas around the world, where many people are helpless and facing insecurity. By working with the United Nations, he aims to promote peace and improve global conditions. A stable and friendly environment is essential for economic growth and cooperation among people, making Neymar's mission vital for a better world."
Neymar's mission for peace is to bring all powerful countries together to discuss and resolve conflicts, such as the wars in Russia and Ukraine, Israel and Palestine, and India and Pakistan. Ongoing wars cause suffering and destruction, which is inhumane. It is crucial to find solutions through dialogue with world leaders. If we do not address these issues, our civilization could face serious consequences. With rapid technological advancements, we must work towards a peaceful future, as unresolved conflicts can undermine our goals and progress. Discussions and peacekeeping efforts are essential for a better world."
Neymar's mission for global peace is to combat air, sound, and soil pollution. He aims to reduce carbon dioxide levels and increase oxygen in the atmosphere by planting more trees. Neymar wants to protect the world from the greenhouse effect, which poses a significant threat as temperatures rise and glaciers melt. He recognizes that rising sea levels and increasing temperatures make the world less livable. To address these issues, Neymar's mission includes minimizing noise pollution and creating initiatives to reduce all forms of pollution. He also plans to establish a fund with the help of world leaders to support these efforts.
Neymar's environmental mission is to plant more trees around the world to beautify the environment and provide food for those in need. He aims to create shelters for birds and animals, helping to protect vital forests like the Amazon and others that are home to diverse wildlife. By planting trees, Neymar wants to improve air quality and create habitats for animals such as tigers and lions. His goal is to promote a healthier environment and inspire others to take action for the planet.
Neymar's environmental mission focuses on effective waste management, which is a significant problem in many megacities. Garbage pollution is increasing as people often do not follow laws regarding waste disposal. To address this issue, Neymar aims to collaborate with NGOs, governments, and other stakeholders to create safe waste management systems.

He plans to support cities with donations to establish proper garbage disposal sites and promote recycling. By encouraging people to collect and recycle waste, Neymar hopes to reduce pollution and improve soil quality, ultimately creating a cleaner and healthier environment for everyone.
Neymar's mission is to ban the use of polythene bags in shopping and marketing in megacities, towns, and other places around the world.

Neymar's mission is to prevent pollution in rivers and seas by stopping the disposal of garbage and human waste in the water.
Polluted water can cause serious health issues when consumed, leading to diseases that are difficult to treat. By promoting clean water management and ensuring that waste is properly disposed of, Neymar aims to protect public health and preserve our water sources.
Neymar's mission for clean water includes implementing major projects in megacities and urban areas to effectively use river and sea water for daily and industrial purposes. He aims to reduce reliance on underground water sources, which are depleting rapidly. By promoting better water management practices, Neymar hopes to ensure access to clean drinking water and encourage quick action to address these issues for water conservation involves collaborating with companies from countries like China, Japan, the United States, and Australia to promote sustainable water management. He emphasizes the importance of maintaining the natural flow of rivers and avoiding barriers that can disrupt ecosystems and agricultural land.

Stopping the natural flow of rivers can harm crops and degrade the environment. Therefore, it is crucial to protect river systems to ensure a healthy ecosystem and support agricultural production.
Neymar's mission for sustainable water management is to enhance laws that prevent industries from polluting rivers and seas with waste. He advocates for effective waste management systems that protect water quality and promote a pollution-free environment.

Governments and organizations must work together to provide solutions and financial support for these initiatives. As the next generation grows, they deserve a clean and healthy environment. If we fail to take action now, we risk leaving them with a damaged world. Neymar aims to inspire young people to take responsibility for the environment and encourage governments to prioritize sustainable practices for a better future.
Neymar's mission for future generations is to create a technologically advanced world where Al plays a crucial role in solving societal issues. He believes that Al can help guide smart decisions for the betterment of humanity. With the support of Al technology, future generations will be empowered to create a peaceful world, providing food and shelter for those in need and ensuring access to clean water. By harnessing the potential of Al, they can address fundamental human needs and make positive changes in societv.
Neymar's mission for technology and future generations is to create a global hub for institutions that support skilled and educated individuals. He envisions a world where technology, especially Al, is accessible to everyone, allowing people to solve problems from anywhere.

Neymar aims to provide financial support and donations to help those without education or resources to receive training and participate in this technological advancement.

He believes that young generations should have the opportunity to thrive in a technologically advanced world and that support systems should be in place to assist them.
Neymar's goals for education and technology are to establish educational institutions in every corner of the world, especially in areas where vulnerable people lack access to technological education. He wants to create schools that equip students with the skills to solve complex problems, whether they are environmental, political, or social. Neymar's mission is to build a better world where everyone has equal opportunities, rights, and responsibilities, leading to a peaceful environment without conflict. By leveraging his influence and resources, he aims to support the development of these institutions, helping those who are left behind and fostering a brighter future for all.

28/04/2025

To start, we can use the verb "be" with adjectives. For example, we can say, "Taylor Swift is talented." Here, "is" is the verb "be," and "talented" is the adjective describing her.

Do you have a favorite celebrity?

Yes, I have.

That's great! Who is your favorite celebrity? And can you tell me one adjective to describe them?

Nice choice! You can say, "Neymar is tricky in football."

Just remember to use "is" after the name.

Now, can you think of another adjective to describe Neymar?

Can you think of one more adjective to describe Neymar?

Neymar is very clean and positive attitude.

You're close! You can say, "Neymar is very clean and has a positive attitude."

Now, let's practice a little more. Can you make a sentence using "Neymar is" and one adjective?

That's a good try! You can say, "Neymar is very honest on the field." "On the field" is a common way to describe where he plays football.

08/10/2024

08/10/2024

Title: : ?

08/10/2024

#মুশারাকার_মৌলিক_বিধিবিধান

07/10/2024

Title: :

02/10/2024

02/10/2024

মুশারাকার স্বরূপ
• মুশারাকা এমন একটি পরিভাষা যা ইসলামী অর্থায়ন (Modes of Financing)-এর ক্ষেত্রে অধিক পরিমাণে ব্যবহৃত হয়।
• #ইসলামী_ফিকহের গ্রন্থাবলীতে ব্যাপকভাবে ব্যবহৃত শিরকাত পরিভাষার তুলনায় #মুশারাকা পরিভাষার ব্যবহার অনেকটা সীমিত। এ উভয়টির মৌলিক ধারণা সুস্পষ্ট করার জন্য প্রথমেই মুশারাকা এবং শিরকাত পরিভাষার বিশদ ব্যাখ্যা করা প্রয়োজন মনে করি, যাতে একটির সাথে অপরটির পার্থক্য বুঝে আসে

শিরকাতের স্বরূপ
• ইসলামী ফিকহ শাস্ত্রে শিরকাতুল মানে #যৌথ_কারবার বা #পার্টনারশিপ। সিরকাত অর্থ #অংশীদার হওয়া।ফিকহী দৃষ্টিকোণ থেকে শিরকাতকে প্রথমে দু'ভাগে ভাগ করা হয়েছে

• ১। #শিরকাতুল_মিল্ক ২। #শিরকাতুল_আক্বদ।
(১) শিরকাতুল মিল্ক: মালিক (মালিকানার অংশীদারিত্ব): মালিক একবচন, milk-মালিকানা ( )। কোন বস্তুতে দুই বা ততোধিক ব্যক্তির যৌথ মালিকানা সাব্যস্ত হওয়াকে সিরকাতুল মিল্ক বলে। এ প্রকার শিরকাত দুই ভাগে হতে পারে।

(৩) স্বেচ্ছায়- কখনো তা অংশীদারদের স্বেচ্ছায় কার্যকর হয়ে যায়। যেমন- দুই বা ততোধিক ব্যক্তি একত্রে কোন পণ্যসামগ্রী ক্রয় করলো এবং যৌথ মালিক হলো। এই যৌথ সম্পদের সূত্রে উভয়ের মাঝে যে সম্পর্ক স্থাপিত হয়, তাকে সিরকাতুল মিল্ক বলে। এখানে মাঝের এ সম্পর্ক তাদের স্বেচ্ছায় বা সন্তুষ্টিতে অস্তিত্বে এসেছে। (খ) অনিচ্ছায়- কখনো অংশীদারদের অনিচ্ছায় অংশীদারিত্ব হয়ে যায়। যেমন, কোন ব্যক্তির মৃত্যুর পর তার উত্তরাধিকারীগণ মৃতের পরিত্যক্ত সম্পদে উত্তরাধিকার সূত্রে মালিকানা লাভ করে। বিনা চুক্তিতে মৃতের পরিত্যক্ত সম্পত্তিতে উত্তরাধিকারীগণ মালিকানা লাভ করে বিধায় একে শিযকাতুল মিল্ক বলে।

• (২) #শিরকাতুল_আকদ ( #চুক্তিভিত্তিক_অংশীদারিত্ব)। বিবাহ-একটি আকদ-চুক্তি। শিরকাতুল আকদ বলতে #পারস্পরিক_চুক্তি ও অঙ্গীকারের ভিত্তিতে সংঘটিত অংশীদারিত্ব (Partnership) কে বুঝায়। সংক্ষেপে আমরা একে ( ) বলতে পারি। শিরকাতুল আকদ আবার তিন একার (১) #শিরকাতুল_আমওয়াল ( #মুলধনভিত্তিক_অংশীদারিত্ব): মালের বহু বচন আমওয়াল। যে কারবারে অংশীদারগণ যৌথভাবে পুঁজি বিনিয়োগ করে, তাকে শিরকাতুল আমওয়াল বলে। (২) #শিরকাতুল_আমাল ( #শ্রমভিত্তিক_অংশীদারিত্ব)। আমল মানে কর্ম। যে কারবারে অংশীদারগণ যৌথভাবে গ্রাহকদেরকে বিভিন্ন সেবা প্রদান করার দায়িত্ব গ্রহণ করে এবং গ্রাহক থেকে অর্জিত পারিশ্রমিক পূর্ব নির্ধারিত হারে পরস্পরের মাঝে বন্টিত হয়, তাকে শিরকাতুল আ,মাল বলে। যেমন, দুই জন দর্জি এ মর্মে চুক্তিবদ্ধ হল যে, তারা উভয়ে গ্রাহকদেরকে সেলাই সংক্রান্ত সেবা প্রদান করবে এবং তারা এ শর্তেও একমত হলো যে, এভাবে অর্জিত মঞ্জুরী এক যৌথ খাতে জমা হতে থাকবে। অতঃপর পরিশ্রম সমান বা কমবেশির প্রতি লক্ষ্য না রেখে তা উভয়ের মাঝে সমহারে বণ্টন হবে। এরূপ চুক্তিবদ্ধ হয়ে কাজ করাকে শিরকাতুল আমাল বলে। এ পদ্ধতিকে #শিরকাতুৎ_তাকাবুল ( #কাজ_সংগ্রহভিত্তিক_অংশীদারিত্ব), #শিরকাতুস্_সানাই ( #পেশাভিত্তিক_অংশীদারিত্ব) এবং #শিরকাতুল_আদাষ ( #শারীরিক_শ্রমভিত্তিক_অংশীদারিত্বও বলে। যথা-

#শিরকাতের_স্বরূপ ও মুশারাকা

• (৩) #শিরকাতুল_ওজুহ ( #সুনামভিত্তিক_অংশীদারিত্ব্য • যে কারবারে অংশীদারগণ পুঁজি বিনিয়োগ করে না, বরং স্বীয় পরিচিতি ও বিশ্বস্ততার ভিত্তিতে ব্যবসা পণ্য বাকিতে ক্রয় করে, নগদে বিক্রি করে, এতে যে লাভ হয় তা পূর্ব নির্ধারিত হারে অংশীদারগণ বণ্টন করে নেয়। অংশীদারিত্বের এ তিনটি পদ্ধতিকে ইসলামী ফিকহের পরিভাষায় "শিরকত, বলা হয়।

• #মুশারাকাঃ শিরকাতুল আমওয়াল বা মূলধনভিত্তিক অংশীদারিত্বকেই মুশারাকা বলা হয়। যে কারবারে দুই বা ততোধিক ব্যক্তি যৌথভাবে নিজ নিজ পুঁজি সরবরাহ করে। এছাড়া কখনো কখনো মুশারাকা পরিভাষাটি শিরকাতুল আমালাকেও বুঝায়, যখন অংশীদারিত্ব #সেবামূলক ( ) কারবারে সংঘটিত হয়।

যেহেতু আমাদের আলোচ্য বিষয় মুশারাকার এবং তা হচ্ছে শিরকাতুল আমওয়াল। কাজেই এ পর্যায়ে আমাদের আলোচনা মুশারাকার বা সিরকাতুল আমলের দিকে নিবদ্ধ করবো।

Address

Jhenida

Alerts

Be the first to know and let us send you an email when Vocabulary practice and General Knowledge posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Vocabulary practice and General Knowledge:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram