Jhenaidah Doctor's Information

Jhenaidah Doctor's Information "ঝিনাইদহে ডাক্তার সম্পর্কে তথ্য দিয়?

২৩/০৫/২০২৫ তারিখ রোজ শুক্রবার Jashore Doctor's Information এর পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে। আলোচনার বিষয...
22/05/2025

২৩/০৫/২০২৫ তারিখ রোজ শুক্রবার Jashore Doctor's Information এর পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে।
আলোচনার বিষয়ঃ ঘুমের সমস্যা এবং প্রতিকার।
সময়ঃ রাত ৮.৩০ মিনিট

অতিথি হিসাবে উপস্থিত থাকবেনঃ
ডাঃ মেহেদী হাসান
এম.বি.বি.এস, বি.সি.এস,
এফসিপিএস (ইন কোর্স) : সাইকিয়াট্রি
MRCPSYCH -2 ( UK)
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা বিভাগ

অনুষ্ঠান পরিচালনায়ঃ
মোঃ হাসানুজ্জামান

16/03/2025
রমজান উপলক্ষে ব্যতিক্রমধর্মী উদ্যোগ। সাধুবাদ জানাই ডাঃ Mahmudul Hasan Pannu স্যারকে। এমন একটা উদ্যোগ নেওয়ার জন্য। আশাকর...
13/03/2025

রমজান উপলক্ষে ব্যতিক্রমধর্মী উদ্যোগ। সাধুবাদ জানাই ডাঃ Mahmudul Hasan Pannu স্যারকে। এমন একটা উদ্যোগ নেওয়ার জন্য। আশাকরি সকল ডাক্তার রমজান উপলক্ষে নিজের অবস্থান থেকে কিছু করার চেষ্টা করবেন।

একটি ক্যান্সার আক্রান্ত বাবা হারা মেয়ের জীবন বাঁচাতে সহযোগিতা প্রার্থীঃ- অর্পিতা দাস (বয়স ৯ বছর বাবার নাম মৃত মিলন দাস...
10/01/2025

একটি ক্যান্সার আক্রান্ত বাবা হারা মেয়ের জীবন বাঁচাতে সহযোগিতা প্রার্থীঃ-

অর্পিতা দাস (বয়স ৯ বছর বাবার নাম মৃত মিলন দাস) ঠিকানা- আন্দোলপোতা, কোটচাঁদপুর, ঝিনাইদহ। হঠাৎ অসুস্থ হলে ডাক্তার জানায় ক্যান্সার আক্রান্ত। ডাক্তার জানিয়েছে তাকে ১৪ টি কেমোথেরাপি দিতে হবে। যার চিকিৎসা ব্যায় ৬ লক্ষ টাকার মতো। তার পরিবারের ১ কাটা জমি ছিল সেটা বিক্রয় করে এবং তার আত্মীয়দের সহযোগিতায় এই পর্যন্ত ২ টি কেমোথেরাপি এবং চিকিৎসা চালিয়েছে। বর্তমানে আহসানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা প্রায় বন্ধের পথে। আশাকরি জীবন বাঁচাতে আপনারা আপনাদের অবস্থান থেকে আর্থিক সহযোগিতা জন্য এগিয়ে আসবেন।

বিঃদ্রঃ কেউ চাইলে রোগীর সাথে সরাসরি যোগাযোগ করে আর্থিক সহায়তা করতে পারেন অথবা নিজে উপস্থিত হয়ে একটি কেমোথেরাপির ব্যবস্থা করে দিতে পারেন। এবং কোন তথ্য প্রয়োজন হলে নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন।

মোবাইল একাউন্টঃ

Bkash- 01833343435

Nagad- 01833343435

Rocket- 018333434354

ব্যাংক একাউন্টঃ

Name- Md. Hasanuzzaman

Bank Name- Dutch-Bangla Bank PLC

Branch Name- Kotchandpur Branch

A/C- 2281570017671

Name- Md. Hasanuzzaman

Bank Name- Islami Bank Bangladesh PLC

Branch Name- Kotchandpur Branch

A/C- 20503000202332405

সচেতনতা মূলক পোস্ট-
19/08/2024

সচেতনতা মূলক পোস্ট-

30/05/2024

১ জুন, ২০২৪ শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান 💊💊

সুখবর সুখবর সুখবর!!!সম্পূর্ণ বিনামূল্যে ঠোটকাঁটা-তালুকাঁটা অপারেশন করবেন প্রখ্যাত প্লাষ্টিক সার্জন প্রফেসর ডাঃ সাফকাত হো...
21/04/2024

সুখবর সুখবর সুখবর!!!

সম্পূর্ণ বিনামূল্যে ঠোটকাঁটা-তালুকাঁটা অপারেশন করবেন প্রখ্যাত প্লাষ্টিক সার্জন প্রফেসর ডাঃ সাফকাত হোসেন খন্দকার।

স্থান: ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, যশোর। সময়ঃ এপ্রিল ২৫, ২৬, ২৭- ২০২৪।

মোবাঃ ০১৭৮৬৯১৯১৯৫

সচেতনতা মূলক পোস্টঃ-রমজানে কোষ্ঠ কাঠিন্য ও তার প্রতিকার..... রমজানে আল্লাহতালার ইবাদত বন্দেগী করার জন্য সুস্থ থাকা একান্...
13/03/2024

সচেতনতা মূলক পোস্টঃ-

রমজানে কোষ্ঠ কাঠিন্য ও তার প্রতিকার.....

রমজানে আল্লাহতালার ইবাদত বন্দেগী করার জন্য সুস্থ থাকা একান্ত প্রয়োজন,তাই এই সময়ের সমস্যা গুলো সম্পর্কে সচেতন থেকে ব্যবস্থা নিলে এই পবিত্র মাসে সুন্দর ভাবে ইবাদত করা
সম্ভব...

রমজানে অন্যতম একটি সমস্যা হল কোষ্ঠ কাঠিন্য। কারন সারা দিন রোজা রাখার জন্য পানি খাওয়া হয় না,তাছাড়া ইফতারির সময় আমরা বিভিন্ন ভাজাপোড়া জাতীয় খাবার বেশি খায় এবং সেহেরীতেও আমরা সাধারনত: আঁশযুক্ত খাবার কম খাই ‘ রিচ ফুড ’ অর্থাৎ উচ্চ ক্যালরি যুক্ত খাবার বেশি খাই।
ফলে প্রায় সব রোজাদারেরই রমজানে একটু একটু কোষ্ঠ কাঠিন্য হয়ে থাকে।

যার ফলে রমজানে পায়ুপথের বিভিন্ন রোগের প্রকোপ বেড়ে যায়...
বিশেষ করে পাইলস ও এনাল ফিসার নামক দুটি রোগ এইসময় বেশী হয়ে থাকে।

কোষ্ঠ কাঠিন্যের জন্য মলত্যাগের সময় প্রেসার দিয়ে মলত্যাগ করতে হয়,যার ফলে মলদ্বারের রক্তনালী সূমহ ফুলে যায় এবং কোন কোন সময় রক্তনালীতে Tear হয় বা রক্তনালী ছিড়ে যায়, ফলে প্রচুর রক্তপাত হয়। এটাকেই পাইলস বলে।

(অধিকাংশ সাধারণ মানুষ অবশ্য মলদ্বারে কিছু হলেই সেটাকে পাইলস মনে করে-যা সবসময় ঠিক নহে।)

এছাড়া মল যখন কঠিন হয় তখন প্রেসার দিয়ে মলত্যাগের কারণে মলদ্বার চিরে বা ছিড়েও যেতে পারে এবং এতে তীব্র ব্যাথাসহ অল্প রক্তপাত হতে পারে। ব্যাথার জন্য রোগীর দৈনন্দিন কাজের ব্যাঘাতও ঘটতে পারে ।এটাকে এনাল ফিসার বলে......

গবেষনায় দেখা গেছে রমজানে পায়ুপথে পাইলস ও এনাল ফিসার সব চাইতে বেশী নতুন রোগী সৃষ্টি হয়।

অপরদিকে পুরাতন রোগী যারা ইতিমধ্যে পাইলস ও এনাল ফিসার রোগে ভুগছেন রমজানে তাদের রোগের প্রকোপ বেড়ে যায়। মলত্যাগের সময় রক্তপাত ও তীব্র ব্যাথার কারণে রোগীকে অনেক সময় রোজা ভেঙ্গে ফেলতে হয় বা রোজা রাখতে পারেন না। ফলে অনেকেই রমজানের নেয়ামত থেকে বঞ্চিত হন...

এ থেকে বাচার উপায় কি?

উপায় সমূহঃঃ

১।রমজানে যথাসম্ভব ভাজাপোড়া কম খাবেন,ইফতারির সময় এবং সেহেরি পর্যন্ত প্রচুর পানি পান করুন,
২। বেশি করে ফলমূল খান,রাতের খাবারে শাকসবজি ও আঁশযুক্ত খাবার বেশি খান।
৩।নিয়মিত মলত্যাগের অভ্যাস গড়ে তুলুন,

"DON’T MAKE A DEDICATORY CALL AS A MISS CALL"..

অর্থাৎ মলত্যাগের বেগ আসলে ধরে না রেখে যতদ্রুত সম্ভব মলত্যাগ করুন।

৪।যাদের পূর্বে থেকেই কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তারা প্রথম থেকেই সতর্ক হোন। মল নরম করার জন্য রমজান

ভিটামিন এ+ ক্যাম্পেইন সংক্রান্ত নোটিশঃ
12/12/2023

ভিটামিন এ+ ক্যাম্পেইন সংক্রান্ত নোটিশঃ

30/10/2023

🕵️ ঝিনাইদহ জেলার কিছু সেবা সমূহঃ-

👁️‍🗨️ ডাক্তার সম্পর্কিত তথ্য পেতে জয়েন করুন-
Jhenaidah Doctor's Information

👁️‍🗨️ ঝিনাইদহ সম্পর্কে জানতে এবং বিভিন্ন খবর পেতে জয়েন করুন-
Jhenaidah District Community - ঝিনাইদহ জেলা কমিউনিটি

👁️‍🗨️ খাবার সম্পর্কে তথ্য পেতে এবং খাবার সম্পর্কে মতামত প্রকাশ করতে জয়েন করুন-
Jhenaidah Foodies

👁️‍🗨️ ঝিনাইদহে চাকরি ও টিউশনি পেতে অথবা চাকরির বিজ্ঞাপন দিতে জয়েন করুন-
Jhenaidah Jobs Bank

23/08/2023

পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনার ফেসবুক বন্ধুদের ইনভাইট করে Jhenaidah Doctor's Information গ্ৰুপের পরিসর বৃদ্ধিতে সহযোগিতা করুন। ধন্যবাদ

Address

Jhenida
7300

Telephone

+8801833343435

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jhenaidah Doctor's Information posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram