Easin Drug House

Easin Drug House এখানে সকল প্রকার এ্যালাপতি ঔষধ খুচরা ?

24/10/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Rawshan Habib, Imran Fakir

11/07/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! MD Belal Miah, Mizan Molla, MD.Sazzad Hossain Shohan, Oliul Islam Poros, Md Wahed Khan, A K M Kamruzzaman, আল্লাহর পাপী বান্দা, SK Laboratories BD

08/06/2023

আল্লাহ চাইলে কি না করতে পারে, মৃতপ্রায় বাচ্চাকে নতুন জীবন দান করলো, এইটা শুধু মাত্র তার দারাই সম্ভব। সবাই শেষ পর্যন্ত দেখবেন।

#ভিডিওটা সংগৃহীত

এভোলাক সিরাপএটি বৃহত অন্ত্রের হালকা অ্যাসিডে বিভক্ত হয়ে কোলনে জল আনতে সাহায্য করে যা মলকে নরম করতে সহায়তা করে।অবোলাক দ...
05/02/2022

এভোলাক সিরাপ
এটি বৃহত অন্ত্রের হালকা অ্যাসিডে বিভক্ত হয়ে কোলনে জল আনতে সাহায্য করে যা মলকে নরম করতে সহায়তা করে।

অবোলাক দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্যের চিকিত্সার জন্য ব্যবহৃত হয়।

অ্যাভোলাক কখনও কখনও লিভার অকার্যকর হওয়ার কারণে মস্তিষ্কে হওয়া কিছু সমস্যার চিকিত্সা বা প্রতিরোধ করতে ব্যবহৃত হয়। যেমন- বিভ্রান্তি, স্মৃতিশক্তি বা চিন্তাভাবনার সমস্যা, আচরণের পরিবর্তন, কাঁপুনি, বিরক্তিকর অনুভূতি, ঘুমের সমস্যা, সমন্বয় হ্রাস এবং চেতনা হ্রাস ইত্যাদি।

গবেষণায় দেখা গেছে যে অ্যাভোলাক থেরাপি রক্তের অ্যামোনিয়া মাত্রাকে 25-50% হ্রাস করে।এটি রোগীদের প্রোটিন সহ্য ক্ষমতা বৃদ্ধি করে।

03/02/2022

#গর্ভাবস্থায়_মেডিসিন
.......... অনেকে অনুরোধ করেছে লিখার জন্য, আমি চেষ্টা করেছি সহজ করার জন্য।
যেকোনো নারীর জন্য পরম আরাধ্য চাওয়া হল তার সন্তান। একজন নারী যখন গর্ভধারণ করেন তখন তার ভেতরে গভীর পরিবর্তনের সুচনা হয়। তার শারীরিক পরিবর্তনের সাথে সাথে আসে নানা ধরনের মানসিক পরিবর্তন। হবু মা পরম ভালবাসায় নতুন শিশুকে কোলে নেবার জন্য অধির আগ্রহে অপেক্ষা করে। সন্তানকে সুস্থ ভাবে জন্ম দেয়ার জন্য তাই প্রত্যেকটি গর্ভবতী নারীকে সতর্ক হতে হয়। কারণ তার সামান্য অসতর্কতার ফলে সন্তানের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। অনেক সময় সন্তান হারানোর মত ঘটনাও ঘটতে পারে। তাই গর্ভাবস্থায় সতর্ক থাকতে হয় ঔষুধ সেবনের ক্ষেত্রে। কারণ অনেক ঔষুধ এমন আছে যার ফলে গর্ভের সন্তানের সরাসরি ক্ষতি সাধিত হয়। শিশু বিকলাঙ্গ, বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে। অনেক সময় ঔষুধ সেবনের ফলে মৃত সন্তানের জন্মও হতে পারে। তাই ঔষুধ সেবনের আগে সতর্ক থাকতে হবে। বিশেষ করে প্রথম ৩ মাস যে কোন ওষুধ খাওয়া উচিৎ নয়। এমনকি আয়রন বা ভিটামিন ও খাওয়া ঠিক হবে না। কোন কোন ঔষুধ গর্ভের বাচ্চার কি কি ক্ষতি করে তার বর্ননা,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
#অ্যাসপিরিন এটি খেলে শিশুর (ডিএফএন, ইকোস্পিরিন) শারীরিক গঠনে অসুবিধা হতে পারে। এই ওষুধ ব্যথানাশক।
#পেইন_কিলার, এসব ঔষধ গর্ভাবস্থায় পুরোপুরি নিষিদ্ধ। সেবনের ফলে গর্ভপাত সহ সন্তানের গঠন এবং মানসিক সমস্যা দেখা দেয়।
#মেট্রোনিডাজল এটি আমাশয়ের ওষুধ। বাজারে ফ্লাজিল, ফিলমেট, অ্যামোডিস ইত্যাদি নামে আছে। গর্ভাবস্থায় প্রথম তিন মাসের মাঝে ব্যাবহার করলে শিশুর গঠনে বিকৃতি দেখা দিতে পারে।
#ডায়াজিপাম এটি সিড়িয়েটিব ওষুধ। এটি খেলে শিশুর মাংসপেশির দৃঢ়তা থাকবে না। বাজারে সেডিল, রিলাক্সেন ইত্যাদি নামে পাওয়া যায়।
#ভিটামিন এ বেশি মাত্রায় ব্যবহারে শিশুর জন্মগত ত্রুটি দেখা দিতে পারে।
#কৃমিনাশক গর্ভাবস্থায় এই ওষুধের সেবনে গর্ভপাত ঘটানোর আশঙ্কা থাকে। বাজারে এই ওষুধ অ্যালবেন, অ্যালমক্স, আরমক্স ইত্যাদি নামে পাওয়া যায়। এসব ওষুধ সাধারণত বেশি ব্যাবহার করা হয়। তাই এসব থেকে বেশি সতর্কতার প্রয়োজন।
এসব ছাড়াও বিশেষ কিছু ওষুধ আছে যা হয়ত সবাইকে ব্যাবহার করতে হয়না। কিন্তু গর্ভবতী মায়ের যদি এইগুলোর কোন একটা সমস্যা থাকে তবেঁ তিনি এসব ওষুধ এড়িয়ে চলার চেষ্টা করবেন। যেমন- #সালফোনামাইড এটি খেলে শিশুর জন্ডিস হতে পারে। এটি ডায়াবেটিসের ওষুধ। মা'র যদি ডায়াবেটিস থাকে তবে গর্ভাবস্থায় মায়ের ইনসুলিন ব্যবহার করাই শ্রেয়। #এন্ডোমিথাসিন এই ওষুধ বাতের ব্যাথার জন্য খাওয়া হয়। আইমেট, ইন্ডোমেট ইত্যাদি নামে পাওয়া যায়। গর্ভাবস্থায় এই ওষুধ খেলে শিশুর শারীরিক গঠনে অসুবিধা হতে পারে।
#ক্লোরোকুইন এই ওষুধটি হল ম্যালেরিয়ার জন্য। এই ওষুধের গর্ভাবস্থায় প্রথম দিকে ব্যাবহারের ফলে ব্যবহারে শিশু বধির ও বোবা হতে পারে। #ক্লোরামফেনিকল এই ওষুধের সেবন গর্ভাবস্থায় শিশুর মৃত্যু ঘটায়। এটি টাইফয়েডের ওষুধ। #টেট্রাসাইক্লিন এটি শিশুর হাড় ও দাঁতের গঠনে ক্ষতি করে।
#কর্টিসোন/প্রেডনিসোলন এই ওষুধটি স্টেরয়েড জাতীয় ওষুধ। এর সেবনের ফলে মৃত শিশু জন্ম নেবে। তাই যে কোন স্টেরয়েড ঔষধ পরিহার করা উচিৎ।
#ইস্ট্রোজেন/স্টিলবেস্টরন মেয়েশিশু হলে ভবিষ্যতে যৌনাঙ্গে ক্যানসার হতে পারে। এটি হরমোন জাতীয় ওষুধ।
#জন্মনিয়ন্ত্রণ বড়ি (ওরাল কন্ট্রাসেপটিভ পিল) ভ্রূণের গঠন বিকৃতি করবে। ফলে বিকলাঙ্গ শিশুর জন্ম হতে পারে। ওষুধের ফলে গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে এইটা যেমন সত্যি তেমন সব ওষুধেই যে ক্ষতি হবে এটাও ঠিক নয়। কোন কোন ক্ষেত্রে বাচ্চার ভালোর জন্যই কিছু ওষুধ খেতে হবে। তবে যে ওষুধ খাওয়ার দরকার পড়ুক না কেন আগে নিজের ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে ভুল করবেন না। প্রত্যেক গর্ভবতী মা ওষুধের ব্যাপারে সতর্ক থাকলেই একটি সুস্থ ও সুন্দর সন্তান জন্ম নিবে।

যেসব ওষুধ গর্ভাবস্থায় বর্জন করা উচিত তার একটি তালিকা দেওয়া হলঃ
(১) নাইট্রাজিপাম, (২) এন্ড্রোজেনিক হরমোন,
(৩) ক্যাপটোপ্রিল, (৪) ইনালাপ্রিল, (৫) ফেনিটোয়িন, (৬) লিথিয়াম, (৭) মেথিমাজোল, (৮) পেনিসিলামিন, (৯) টেট্রাসাইক্লিন, (১০) থ্যালিডোমাইড, (১১) ইথার, (১২) ভ্যালপ্রোয়িক এসিড, (১৩) ব্যথার ওষুধ যেমনঃ এসপিরিন, ইনডমেথাসিন, ন্যাপ্রোক্সেন, ডাইক্লোফেনাক ইত্যাদি। (১৪) আইসোট্রেটিনোয়েন যা একনি বা ব্রনে ব্যবহৃত হয়, (১৫) কিউমারিন জাতীয় ওষুধ, (১৬) বুসালফান, (১৭) সাইক্লোফসফামাইড ১৮। কো-ট্রাই মোক্সাজোল ১৯। প্রথম তিনমাস যে কোন এন্টিবায়োটিক (ডাক্তারের পরামর্শ থাকলে খাওয়া যাবে)

02/02/2022
*******(নাপা)***** নাপা(প্যারাসিটামল) একটি প্যারা এমিনোফেনল ডেরিভেটিভ, যার ব্যথানাশক এবং জ্বর উপশমক গুণাবলীর সাথে কিছুটা...
02/02/2022

*******(নাপা)*****
নাপা(প্যারাসিটামল) একটি প্যারা এমিনোফেনল ডেরিভেটিভ, যার ব্যথানাশক এবং জ্বর উপশমক গুণাবলীর সাথে কিছুটা প্রদাহ বিরোধী কার্যকারিতা রয়েছে। নাপা(প্যারাসিটামল) সর্বাপেক্ষা বেশি ব্যবহৃত এবং সর্বাপেক্ষা নিরাপদ ও দ্রূত কার্যকরী ব্যথানাশকদের একটি। এটি অধিক সহনশীল ও এসপিরিনজনিত অনেক পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত।

*******সেকলো******ফার্মাকোলজি সেকলো( ওমিপ্রাজল) একটি প্রতিস্থাপিত বেনজিমিডাজল জাতীয় ঔষধ, যা গ্যাস্ট্রিক এসিড নিঃসরণে প্...
02/02/2022

*******সেকলো******
ফার্মাকোলজি সেকলো( ওমিপ্রাজল) একটি প্রতিস্থাপিত বেনজিমিডাজল জাতীয় ঔষধ, যা গ্যাস্ট্রিক এসিড নিঃসরণে প্রতিবন্ধক হিসেবে কাজ করে। এটি গ্যাস্ট্রিক প্যারাইটাল কোষের হাইড্রোজেন-পটাশিয়াম-এ্যাডিনোসিন ট্রাইফসফেটেজ এনজাইম সিষ্টেম (H+/K+ ATPase)-কে বাধা দিয়ে গ্যাস্ট্রিক এসিড নিঃসরণে প্রতিবন্ধকতার সৃষ্টি করে।

02/02/2022
*****অমিডন***** অন্ত্রের উপরের অংশের স্বাভাবিক গতি ও স্থিতিস্থাপকতা বজায় রাখে, পাকস্থলীর খাদ্য অপসারণ প্রক্রিয়াকে ত্বর...
02/02/2022

*****অমিডন*****
অন্ত্রের উপরের অংশের স্বাভাবিক গতি ও স্থিতিস্থাপকতা বজায় রাখে, পাকস্থলীর খাদ্য অপসারণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, এন্ট্রাল ও ডিওডেনাল পেরিস্টালসিসকে বাড়িয়ে দেয় এবং পাইলােরাসের সংকোচনকে নিয়ন্ত্রণ করে। অমিডন খাদ্যনালীর সঞ্চালনকে ত্বরান্বিত করে এবং খাদ্যনালীর নিম্নাংশে স্ফিংক্টার-চাপকে বাড়িয়ে দেয়।

Address

Jhenida
7330

Alerts

Be the first to know and let us send you an email when Easin Drug House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Easin Drug House:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram