Dr. Md. Monirul Islam

Dr. Md. Monirul Islam হাড় ভাঙা, জোড়া, বাত, শিরা , মেরুদন্ড , হাটু ও অর্থোপেডিক সেবার বিশ্বস্ত ও আস্থার ঠিকানা 01717250254

30/08/2025
ডাঃ তাসনিম জারা......কে সে??সোস্যাল মিডিয়ার পপুলার ব্যক্তিত্ব!!অক্সফোর্ড, কেমব্রিজ এর মেধাবী ছাত্রী?!!!!সে কি ফ্যাসিস্ট...
23/08/2025

ডাঃ তাসনিম জারা......
কে সে??
সোস্যাল মিডিয়ার পপুলার ব্যক্তিত্ব!!
অক্সফোর্ড, কেমব্রিজ এর মেধাবী ছাত্রী?!!!!
সে কি ফ্যাসিস্ট হাসিনার ১৭ বছরের শাসনের বিরুদ্ধে কোনদিন কোন একটা কথা বলেছিল? কোন অন্যায়ের বিরুদ্ধে কোনদিন কোন প্রশ্ন তুলে একটা বক্তব্য দিয়েছিল? আওয়ামী আমলে কি সে কোন ক্ষতিগ্রস্থ হয়েছে এমন কেউ?? সে কি জুলাই আন্দোলনের কোন স্টেক হোল্ডার ? কি ভূমিকা রেখেছিল সে??
আসুন দেখে নিই আসলে সে কি, সে কার, সে কার জন্য এসাইন নিয়ে দেশের জুলাই নেতৃত্ব দেওয়া একটা নব্য রাজনৈতিক দলের একেবারে টপ নেতৃত্বে রাতারাতি বসে গেলেন!!!!! সে একজন ধূর্ত মেরিকান ডিপ স্টেট এজেন্ট..

তাসনিম জারা আসলে কে? ।। Nobonita Chowdhuryনবনীতা চৌধুরীর ইউটিউব চ্যানেলে এখন থেকে প্রত্যেকদিন দেখুন, শুনুন 'নবনীতা চৌধুরীর ব.....

12/08/2025

জুলাইয়ের জুলাইয়ের দেয়াল লিখন গ্রাফিতি - 'দেশটা কারো বাপের না' কি এতো তাড়াতাড়ি মুছে গেল ? এইসব নেতাদের মত নেতায় ভরপুর দেশ! এরা নির্বাচিত হলে জনগণের অধিকার বলে কিছু রাখবে আসলেই ?

আপনি কি সেই ধরণের একজন, যিনি অন্যের কথা বা আচরণে খুব সহজেই মন খারাপ করে ফেলেন? মনে রাখবেন, "Unbothered" থাকা মানে এই না ...
30/07/2025

আপনি কি সেই ধরণের একজন, যিনি অন্যের কথা বা আচরণে খুব সহজেই মন খারাপ করে ফেলেন?

মনে রাখবেন, "Unbothered" থাকা মানে এই না যে কিছুই আপনার ওপর প্রভাব ফেলবে না।।
বরং, এটি একধরনের শক্তি—নিজেকে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা। চলুন দেখে নিই এমন ৯টি সহজ নিয়ম, যা আপনাকে মানসিকভাবে দৃঢ় হতে সাহায্য করবে:

১. সব সময় সব কিছু বলতে নেই। যত বেশি বলবেন, তত বেশি ভুল বোঝাবুঝি বা সমস্যা তৈরি হবে। তাই বুঝে শুনে, সংক্ষেপে বলুন।

২. আবেগকে নয়, বুদ্ধিকে প্রাধান্য দিন
কষ্ট, রাগ, অপমান—এসব আবেগ আছে, থাকবে। তবে আবেগের বশে সিদ্ধান্ত নিলে ভুল হতেই পারে। ঠান্ডা মাথায় চিন্তা করুন।

৩. প্রত্যাশা যত বেশি, কষ্টও তত বেশি। তাই যত কম আশা করবেন, তত কম কষ্ট পাবেন।

৪. অন্যকে impress করার জন্য বেশি কথা নয়, বরং এমন কাজ করুন যাতে আপনার কাজই আপনার হয়ে কথা বলে।

৫. সবার মন জয় করতে যাবেন না
দশ জন মানুষ দশ রকম কথা বলবেই। আপনি যদি সবার পছন্দমতো নিজেকে বদলাতে থাকেন, এক সময় নিজের আসল সত্তাকেই হারিয়ে ফেলবেন।

৬. হেটার মানেই গোপন ফ্যান!
যারা আপনাকে ছোট করতে চায়, তারাও আসলে আপনার প্রতিভার ভক্ত। তারা আপনাকে দেখে, জানে, বোঝে—এই জন্যই তো হিংসা করে!

৭. নিখুঁত হবার চাপ নিবেন না
"Perfect" হবার চাপে নিজেকে ভাঙবেন না। ভুল থাকা মানেই আপনি মানুষ। আর আপনার সেই ছোট ছোট flaws-ও আপনাকে সুন্দর করে তোলে।

৮. নিজের সত্যটা জানুন
দুনিয়া যাই বলুক, আপনি জানেন আপনি কে। সেই সত্যের ওপর দাঁড়ান। আত্মবিশ্বাস তখনই আসবে।

৯. না বলতে শিখুন
সবার কথা রাখতে গেলে নিজের ক্ষতি হয়। তাই যেখানে প্রয়োজন, সেখানে স্পষ্টভাবে "না" বলুন। এতে আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখেন।

আজ থেকেই এই নিয়মগুলো একটু একটু করে জীবনে প্রয়োগ করুন। দেখবেন, কে কী বলল সেটা আর আপনাকে ততটা নাড়াতে পারবে না। আপনি নিজেই হবেন আপনার মনের বস! 💪

স্মার্ট থাকুন, স্থির থাকুন, Unbothered থাকুন।
#বাংলাদেশ

পঞ্চাশ লক্ষ টাকা এবং বিশ জন (বার্ন) প্লাস্টিক সার্জারি সার্জন পাঠিয়েছেন ডা. শফিক।ঢাকা শহরে ইবনে সিনা হাসপাতালের ১৮ টি সে...
22/07/2025

পঞ্চাশ লক্ষ টাকা এবং বিশ জন (বার্ন) প্লাস্টিক সার্জারি সার্জন পাঠিয়েছেন ডা. শফিক।
ঢাকা শহরে ইবনে সিনা হাসপাতালের ১৮ টি সেন্টার এবং ইসলামি ব্যাংক হাসপাতালের ৪ টি সেন্টারে ভুক্তভোগী যেকোন ধরনের সেবা নিতে পারবেন ফ্রি অব চার্জ।

ভাল কাজকে ভাল না বলে থাকতে পারি না 💚

পুরান ঢাকার এক সাধারণ ব্যবসায়ী। রাজনীতি করতেন না, পরিচিত ছিলেন একজন পরিশ্রমী মানুষ হিসেবে। কিন্তু তার অপরাধ? শুধু এই যে,...
11/07/2025

পুরান ঢাকার এক সাধারণ ব্যবসায়ী। রাজনীতি করতেন না, পরিচিত ছিলেন একজন পরিশ্রমী মানুষ হিসেবে। কিন্তু তার অপরাধ? শুধু এই যে, তিনি চাঁদা দেননি। আর সেই ‘অপরাধেই’ তাকে প্রকাশ্যে খুন করা হলো।

মানুষের সামনে, দিনের আলোয়, রাস্তায়। খুন করার পর তার নিথর দেহের উপর উঠে ঘৃণার এক নৃত্য পরিবেশন করল খুনি। কেউ এগিয়ে আসেনি। সাহস করেনি। কারণ, অভিযুক্ত ব্যক্তি একজন প্রভাবশালী যুবদল নেতার পদপ্রার্থী।

এই লজ্জা কার? রাষ্ট্রের? নাকি আমাদের সবার?

একজন মানুষকে খুন করে, তার লাশের উপর দাঁড়িয়ে নাচে যাদের মন গলে না—তারা মানুষ না, তারা সমাজের ভয়ংকরতম বিকৃতি।

ডিএমপির একজন অতিরিক্ত কমিশনার বলেছেন, “যা হয়েছে, তা চিন্তার বাইরে।” কিন্তু আমরা কি আর চিন্তা করি? না হয় ভাবনার ক্ষমতা হারিয়েছি অনেক আগেই?

এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম? যেখানে রাজনৈতিক পরিচয় বর্ম হয়ে দাঁড়ায়, আর ন্যায়ের কণ্ঠ রুদ্ধ হয়ে যায় ভয় আর নির্লজ্জ নিরবতায়?

আজকে, ৫ আগস্টের পর ‘দেশের মালিক’ হয়ে ওঠা এক গোষ্ঠীর কাছে মাথা না ঝোকানোর দায়ে একজন সাধারণ মানুষকে প্রকাশ্যে হত্যা করা হয়।

নতুন দিনের স্বপ্ন আমরা দেখি ঠিকই, নতুন সংবিধানের কথা বলি, ‘হাসিনা মুক্ত’ আর ‘আওয়ামী লীগ মুক্ত’ বাংলাদেশ গড়ার কথা বলি। কিন্তু এই বাংলাদেশে যদি চাঁদা না দিলেই জীবন কেড়ে নেওয়া হয়, তাহলে সেই স্বপ্ন শুধু ধোঁয়া হয়ে মিলিয়ে যায়।

সবাই চুপ। কেউ কিছু বলে না। কেউ প্রতিবাদ করে না। শুধু একটা লাশ পড়ে থাকে রাস্তায়, আর আমরা মুখ ফিরিয়ে নেই।

এই নীরবতা, এই লজ্জা কোথায় রাখি?

বর্ষা আসছে, প্রকৃতি জেগে উঠছে। ডিমওয়ালা মাছগুলো ছুটছে নদী, খালবিল, পানিযুক্ত খোলা মাঠের দিকে — ডিম ছাড়বে, পোনা হবে, লক্ষ...
11/07/2025

বর্ষা আসছে, প্রকৃতি জেগে উঠছে। ডিমওয়ালা মাছগুলো ছুটছে নদী, খালবিল, পানিযুক্ত খোলা মাঠের দিকে — ডিম ছাড়বে, পোনা হবে, লক্ষ কোটি মাছে ভরে উঠবে দেশ। এই সময়ে আপনার সামান্য লোভ দেশের জন্য হতে পারে বড় ক্ষতির কারণ। বি*ষ পান করলে মরে একজন, আর বীজ খেলে ম*রে সবাই!

চলুন আমরা অঙ্গীকার করি, ডিমওয়ালা ও পোনা মাছ নিধন করব না, প্রকৃতিকে তার নিজস্ব ছন্দে চলতে দেব।
゚viralシypシ゚viralシhtag


দুর্দান্ত একটি অভিযIন পরিচালনা করলো ইয়IমIনের হু'তি সম্প্রদায়।💥নিষেধাজ্ঞা অমান্য করে হিজরায়েলে পণ্য পরি'বহনের দIয়ে MAGIC ...
09/07/2025

দুর্দান্ত একটি অভিযIন পরিচালনা করলো ইয়IমIনের হু'তি সম্প্রদায়।💥
নিষেধাজ্ঞা অমান্য করে হিজরায়েলে পণ্য পরি'বহনের দIয়ে MAGIC SEAS জIহাজটি ধ্বং'স করে ডু'বিয়ে দিয়েছে ইয়IমIনের হু'তি সম্প্রদায়। 💪

এটা দIরুণ একটা অভিযIন ছিল।😍

জুলাই সনদকে সংবিধানে এড করতে বিএনপি রাজি না। সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদের কোন সাংবিধানিক এবং আইনি গুরুত্ব আছে ব...
05/07/2025

জুলাই সনদকে সংবিধানে এড করতে বিএনপি রাজি না।

সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদের কোন সাংবিধানিক এবং আইনি গুরুত্ব আছে বলে আমরা মনে করি না। রাজনীতিতে আবেগের কোন স্থান নাই।

মানে, জুলাই আন্দোলনের কোন আইনি স্বীকৃতি ওরা দেবে না।

ভবিষ্যতে পুলিশ হত্যার দায়ে বিপ্লবীদের ফাঁসির পথ উন্মুক্ত হলো।

জুলাই হয়ে গেল শুধুই এক আবেগ, যেই আবেগের এখন কোন জায়গা সংবিধানে হবে না।

আবেগই বটে।

আবেগ ছাড়া কেউ খালি হাতে হাসিনার গুলির সামনে বুক পেতে দেয়?

আবেগী না হয়ে লজিক্যাল হলে বরং দেশের বাইরে পালাইয়া থাকত। বলত,এই আন্দোলনের সাথে আমাদের কোন সম্পর্ক নাই।

আবেগই বটে!!

আবেগী না হলে মরার ভয় থাকত, ২৮ অক্টোবর এর মত ১০ মিনিটে পুলিশের ভয়ে সব পালাইত।

আবেগী বলেই তো হাসিনার পুলিশকে বলতে হয়েছিল, একটা গুলি করি,একটা মরে, একটাই যায় স্যার, বাকিডি যায় না।

এই ছেলেমেয়েরা যখন ঝাকে ঝাকে প্রান দিয়েছে, তখন সালাহউদ্দিনরা নিষেধ করে নাই। বরং তাল দিয়েছে।

এখন কাজ শেষ। এখন ক্ষমতার পথ উন্মুক্ত।এখন জুলাই হয়ে গেছে আবেগ। এখন নাকি রাজনীতিতে আবেগের কোন স্থান নাই।

অথচ এই আবেগ ছিল না বলেই ১৭ বছর আওয়ামী লীগের বা* ছিড়তে পারে নাই।

পোলাপানের লাশের উপর দিয়ে ক্ষমতা পাবে,এখন পোলাপান হয়ে গেছে আবেগ।

সালাহউদ্দীন আহমেদদের কথা শুনে যদি সত্যিই জুলাইকে আবেগ বিবেচনা করে জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করা না হয়, তাহলে এই দেশ আর জুলাইয়ের দেশ থাকবে না।

এই দেশ হবে সুবিধাবাদী রাজনৈতিক নেতাদের দেশ।

এই দেশকে নিজের দেশ ভেবে আর কোনদিন কেউ রক্ত দিয়েন না।

কারণ আপনার রক্ত ওদের কাছে শুধুই আবেগ, এই রক্ত নিয়ে ওরা ক্ষমতায় যাবে,বাট আপনার রক্তের স্বীকৃতি দেবে না কোনদিন।

আমার আপনার রক্ত নেওয়ার সময় ঠিকই নেবে। তখন নিজেরা বিদেশে বইসা সব রকমে তাল দিবে।

এরপর আপনি আবেগে পড়ে রক্ত দেবেন।

এরপর এরা দাঁত কেলাইয়া বলবে, এসব আবেগ।রাজনীতিতে আবেগের কোন জায়গা নাই।

এভাবেই এ দেশে ৭১ এর রক্ত বিক্রি হয়েছিল।

এভাবেই এবার ২৪ এর রক্তও বিক্রির পথেই এগোচ্ছে।

৭১ এর তাও সাংবিধানিক স্বীকৃতি ছিল।

২৪ এর সম্ভবত এরা ওইটুকুও রাখতে দেবে না।

কাদের জন্য রক্ত দিল ২০০০ মানুষ?

এই মাল টা কে আবার ভালোভাবে চিনে নিন!
র এর মোস্ট ডিপেনডেন্ট মিশন বাস্তবায়ন কারী প্রতিনিধি

Address

Jhenida

Opening Hours

Monday 08:00 - 14:30
16:00 - 22:00
Tuesday 08:00 - 14:30
16:00 - 22:00
Wednesday 08:00 - 14:30
16:00 - 22:00
Thursday 08:00 - 14:29
16:00 - 22:00
Friday 14:00 - 20:00
Saturday 08:00 - 14:30
16:00 - 22:00
Sunday 08:00 - 14:30
16:00 - 22:00

Telephone

+8801820502870

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Monirul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Md. Monirul Islam:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram