15/09/2022                                                                            
                                    
                                                                            
                                            হোক নরমাল কিংবা সিজার, সন্তান ডেলিভারির কমপক্ষে ২/৩ মাস আগে অবশ্যই- 
★ছেলে/মেয়ের কমপক্ষে দুই চারটা নাম ঠিক করে রাখবেন। (এক ডজন নাম হলে ভালো হয়, লটারি করতে পারবেন)
★মিষ্টি, রসগোল্লা বা চমচম কতোগুলো বিলি করবেন সেটার একটা ইস্টিমেট করবেন।
★ মুসলিমরা আকীকাতে গরু নাকি খাসি দিবেন সেটার বাজেট করে রাখতে পারেন।
সন্তান জন্মদানের সময় রক্তের প্রয়োজন হতে পারে। খবরদার!! প্লিজ! ভুলেও কিন্তু আশেপাশের পরিচিত জনদের মধ্য থেকে দুইজন প্রস্তুত রক্তদাতা খুঁজে রাখবেন না। 
অবশ্য আমরা যতোই বলি না কেন, আপনারা এমনিতেও বেশিরভাগ লোক রক্তদাতা রেডি রাখেনও না। 
তাই, মোবাইলে ডাটা/MB ভরে রাখুন। কোন সীমে ভালো নেট পায় নিশ্চিত হয়ে থাকুন। 
ডেলিভারির দিন ডাক্তার বলা মাত্রই পোস্ট করে দিবেন।
❝জরুরী রক্ত লাগবে❞
❝এই মূহুর্তে রক্ত লাগবে❞
❝ রক্ত না পেলে রোগী মারা যাবে❞
❝এমার্জেন্সি রক্ত লাগবে❞
-প্রয়োজনে এই লেখা গুলো আগেই লিখে রেডি রাখুন। 
ডাক্তার রক্ত চাওয়া মাত্রই কিংবা ডেলিভারির দিনে  ডাক্তার চাওয়ার ১ ঘন্টা আগেই (কারণ আপনি মারাত্মক সচেতন) ফেসবুকে পোস্ট করে দিবেন যাতে হাসপাতালের আশেপাশে যারা রক্ত দেয়ার জন্য বসে আছে, কোন কাজ নাই বসে বসে ফেসবুক চালাচ্ছে আর হাসপাতালের আশেপাশে অপেক্ষায় আছে, কারো রক্তের পোস্টের, তারা যেন ভোঁ দৌঁড় দিয়ে ছুটে যেতে পারে। 
আর যদি কেউ কল করে বলে ❝দূরে আছি ভাড়া পাঠায় দেন, বা তেল খরচ দেন বাইকে যাবো তেল নাই❞ খুব দ্রুত বিকাশে, রকেটে ট্যাকা সেন্ড করে দিবেন। 
আর এজন্য হয় পকেটে টাকা রাখবেন নাহয় নিজের মোবাইল একাউন্টে ৫০০-১০০০ টাকা ভরে রাখবেন। আর যদি নেগেটিভ গ্রুপের রক্ত হয়, ৩-৪ হাজারও লাগতে পারে। হাজার হোক, আপনার মামুর ব্যাটা অভাবে আছে! তাই রক্ত দিতে আসতে পারতেছে না। 
তবে টাকা  পাঠানোর পর যদি মোবাইল বন্ধ পান তখন আবার কইয়েন না যে "রক্ত দিতে চাইছিলো, এখন ফোন বন্ধ রাখছে"
সচেতনতার পোস্টটি আপাতত এখানেই সমাপ্ত করা হইলো।
কপি পেস্ট করে ছড়িয়ে দিন। 
© রক্তবন্ধু হইতে সংগৃহীত