15/10/2025
👉👉আপনি কি বিনা মেডিসিনে স্থায়ীভাবে ব্যথামুক্ত জীবনযাপন করতে চান?
👉👉আপনি কি কোমর ব্যথা, ঘাড় ব্যথা, পিঠ ব্যথা, হাঁটু ব্যথা, হাঁটুর নিচের অংশে চাবানো ব্যথা, বাত ব্যথায় ভুগছেন?
👉👉মাইগ্রেনের ব্যথা, মাথা ব্যথা, ঘুম না হওয়া, চুল পড়া, মুখের ব্রণ এবং বিভিন্ন চর্মরোগে ভুগছেন?
👉👉ব্যথানাশক মেডিসিন খেয়ে খেয়ে ক্লান্ত!
💓💓এসব সমস্যা থেকে বিনা মেডিসিনে স্থায়ীভাবে মুক্তি পেতে চান, তাহলে আপনার জন্য হিজামাই একমাত্র প্রাকৃতিক সমাধান!!❤️❤️
🟢🟢বহু হাদিস দ্বারা প্রমাণিত সুন্নাহ ভিত্তিক এবং প্রায় ৩০০০ বছরের পুরানো চিকিৎসা পদ্ধতি হিজামা বা কাপিং থেরাপি। এই হিজামা বা কাপিং থেরাপির মাধ্যমে যেকোন ব্যথা থেকে স্থায়ীমুক্তি সহ বহুবিধ রোগের স্থায়ী সমাধান করে থাকে।
☘️☘️হিজামা একটি ছোট আকারের সার্জিক্যাল চিকিৎসা সেখানে সাকশন গানের মাধ্যমে কাপ বসিয়ে সার্জিক্যাল ব্লেড দ্বারা হালকা স্ক্র্যাচ করে শরীর থেকে টক্সিন বের করা হয়। এতে হিজামা করা স্থানে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়।(এই হালকা স্ক্র্যাচ ৫-৭ দিনের ভিতর আবার স্বাভাবিক হয়ে যায়।)
🟢🟢এবার হিজামার অসম্ভব উপকারিতা জেনে নেওয়া যাক।
➡️ রক্তনালী পরিষ্কার করে এবং রক্ত সঞ্চালন সক্রিয় করে।
➡️দেহে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়।
➡️ মানুষের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
➡️ টিস্যু থেকে বিষ মুক্ত করতে সহায়তা করে।
➡️ শরীরের হরমোন জনিত সমস্যা সমাধান করে।
➡️কিডনি ও লিভারকে পরিষ্কার করে ।
➡️ হজম শক্তি বৃদ্ধি করে।
➡️ ত্বক পরিষ্কার করে।
➡️ ঘুমের উন্নতি করে।
➡️ শারীরিক শক্তি বৃদ্ধি করে।
➡️ মাথা ব্যথা দূর করে ।
➡️ বাত ব্যথা দূর করে ।
🟢🟢এবার জেনে নেওয়া যাক আসলে হিজামা কাদের জন্য-
🟡🟡হিজামা মূলত সকল বয়সী লোকদের জন্য প্রযোজ্য। বিশেষ করে-
(১) যারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন।
(২) যাদের শরীরের বিভিন্ন স্থানে ব্যথা আছে।
(৩) যাদের প্রেসার এবং গ্যাস্ট্রিকের সমস্যা আছে।
(৪) যাদের শারীরিক যন্ত্রনায় ঘুম কম হয়।
(৫) দূর্বল লোকদের জন্য; যারা অল্পতেই ক্লান্ত হয়ে যান, কাজে মন বসে না।
(৬) যারা শরীরের ভিতরের বিষাক্ত টক্সিন দূর করতে চান।
💕💕যখন কোন মেডিসিন খেয়েই আপনার সমস্যার সমাধান হচ্ছে না, তখন হিজামার মাধ্যমে অভূতপূর্ব উপকার পাবেন ইনশাআল্লাহ।
বিঃদ্রঃ হিজামা/কাপিং থেরাপিতে কোন পার্শপ্রতিক্রিয়া নেই।
🟢🟢হিজামা সম্পর্কিত নবী(সাঃ) এর হাদিস-
১।রাসুলুল্লাহ(সাঃ) বলেছেন,
নিশ্চয়ই হিজামার মধ্যে রয়েছে নিরাময়।( সহীহ বুখারী হাদিস নং-৫৬৯৭ )
২।মহানবী(সা.) বলেছেন, ‘হিজামা গ্রহণকারী কতই উত্তম লোক। সে দূষিত রক্ত বের করে মেরুদণ্ড শক্ত করে এবং দৃষ্টিশক্তি প্রখর করে।’
(তিরমিজি শরিফ, হাদিস : ২০৫৩)
৩।মহানবী (সা.) আরো বলেছেন, ‘আমি মেরাজের রাতে যাদের মাঝখান দিয়ে অতিক্রম করেছি, তাদের সবাই আমাকে বলেছে, ‘হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে হিজামার আদেশ করবেন’।’’
(তিরমিজি শরিফ, হাদিস : ২০৫৩)
৪।মহানবী (সা.) ইরশাদ করেছেন, ‘জিব্রাইল (আ) আমাকে জানিয়েছেন যে মানুষ চিকিৎসার জন্য যত উপায় অবলম্বন করে, তার মধ্যে হিজামাই হলো সর্বোত্তম।’ (মুস্তাদরাকে হাকিম, হাদিস : ৭৪৭০)
৫।মহানবী (সা.) বলেছেন, ‘গরম বৃদ্ধি পেলে হিজামার সাহায্য নাও। কারণ কারো রক্তচাপ বৃদ্ধি পেলে তার মৃত্যু হতে পারে। (মুস্তাদরাকে হাকিম, হাদিস : ৭৪৮২)।
🟢🟢হিজামা জগতে আমাদের বৈশিষ্ট্যঃ
➡️অভিজ্ঞ হিজামা থেরাপিস্ট দ্বারা জীবাণুমুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশে হিজামা করানো হয়।
➡️প্রত্যেক পেশেন্টের জন্য আলাদা আলাদা নতুন কাপ ব্যবহার করা হয়।
➡️যারা চুলসহ মাথায় হিজামা করাতে চান, তাদের জন্য আছে চুলসহ মাথায় হিজামা করার মেশিন।
☎️☎️সিরিয়াল দিতে অথবা বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ 01914-752605 (WhatsApp)
🏬🏬আমাদের ঠিকানাঃ আর রহমান মেডিকেল হল
২৬, ডিস্টিলারি রোড, (ধুপখোলা মাঠের পূর্বপাশে এবং আজগর আলী হাসপাতালের সন্নিকটে), গেন্ডারিয়া, ঢাকা-১২০৪।
⏺⏺Google Maps: https://maps.app.goo.gl/MJH7xe5WuFcz4JiPA