A.H Veterinary & Medicine

A.H Veterinary & Medicine Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from A.H Veterinary & Medicine, Paharpur Road, Jamalgonj bazar, Joypur.

শীত আসছে, বাড়ছে হাঁসের চাহিদা!সামনে শীতকাল আর এই সময়েই বাজারে হাঁসের মাংসের চাহিদা সবচেয়ে বেশি থাকে। দামও থাকে তুলনামূলক...
16/09/2025

শীত আসছে, বাড়ছে হাঁসের চাহিদা!

সামনে শীতকাল আর এই সময়েই বাজারে হাঁসের মাংসের চাহিদা সবচেয়ে বেশি থাকে। দামও থাকে তুলনামূলকভাবে বেশি।

তাই এখনই শুরু করুন পিকিং স্টার-১৩ জাতের হাঁস পালনের ৪৫ দিনের প্রজেক্ট।
জলদি আমাদের নিকট সংগ্রহ করুন বাচ্চা। বাজারজাত করার উপযোগীতার সাথে চলে আসবে শীত মৌসুম ☺️☺️

💥💥💥
25/08/2025

💥💥💥

আপনার বাড়িই হয়ে উঠুক ৩০০ ফিটের নীলা মার্কেট, অথবা গুলশানের ওয়েষ্টিন!!
18/08/2025

আপনার বাড়িই হয়ে উঠুক ৩০০ ফিটের নীলা মার্কেট, অথবা গুলশানের ওয়েষ্টিন!!

27/07/2025

বিকাশ এজেন্ট সার্ভিস শুরু হতে যাচ্ছে....

‎🐠 মাছ চাষে নতুন মাত্রা আনতে চান?‎তাহলে আপনার খামারের জন্য সুখবর।। ‎‎সকল ধরনের অ্যাকুয়া মেডিসিন এখন এ.এইচ ভেটেরিনারি এন...
08/07/2025

‎🐠 মাছ চাষে নতুন মাত্রা আনতে চান?
‎তাহলে আপনার খামারের জন্য সুখবর।।

‎সকল ধরনের অ্যাকুয়া মেডিসিন এখন এ.এইচ ভেটেরিনারি এন্ড মেডিসিন-এ সহজলভ্য!

24/06/2025

আজ উপজেলা প্রাণিসম্পদ অফিসার মহোদয়ের তত্ত্বাবধানে একটি গরুর বাছুরের জটিল হার্ণিয়া অপারেশন সফলভাবে সম্পন্ন করা হয়েছে।
বাছুরটি দীর্ঘদিন ধরে হার্ণিয়াজনিত সমস্যায় ভুগছিল, যা তার স্বাভাবিক বৃদ্ধির জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং টিমওয়ার্কের মাধ্যমে অপারেশনটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

অপারেশন-পরবর্তী পর্যবেক্ষণে বাছুরটিকে স্বাভাবিক আচরণে দেখা গেছে। বাছুরটি জটিলতা কাটিয়ে দ্রুত আরোগ্যের পথে।

23/06/2025

তিনদিন ধরে একটি ছাগল প্রস্রাব বন্ধ হয়ে ভীষণ কষ্টে ভুগছিল। প্রয়োজনীয় চিকিৎসার অভাবে ধীরে ধীরে ছাগলটি মৃত্যু মুখে পতিত হচ্ছিল।
ছাগলটি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কালাই, জয়পুরহাটে নিয়ে আসা হলে আমরা রোগ নির্ণয় করে দ্রুত ক্যাথেটর স্থাপন করি এবং বাইপাস রাস্তা তৈরি করে প্রস্রাবের সঠিক প্রবাহ নিশ্চিত করি।
এর ফলে ছাগলটির শরীরে জমে থাকা টক্সিন নির্গত হয় এবং তাৎক্ষণিকভাবে স্বস্তি ফিরে আসে। ছাগলটি এখন সম্পূর্ণরূপে সুস্থ।

এ ধরনের সমস্যায় দেরি না করে দ্রুত চিকিৎসা গ্রহণ করা অত্যন্ত জরুরি।

22/06/2025

ঝুঁকিপূর্ণ পরিবহনের শিকার আরেকটি নিরীহ প্রাণি।
অনুপযুক্ত ও অনিরাপদ পরিবহন ব্যাবস্থাপনার জন্য প্রাণিটি দুর্ঘটনায় পড়ে একটি পা মারাত্মকভাবে ভেঙে যায়।

পশু পরিবহনে সবসময় সচেতন হোন। অতিরিক্ত গাদাগাদি, ভারসাম্যহীন যানবাহন বা খারাপ রাস্তা গবাদি পশুর জন্য বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
প্রাণিসম্পদ আমাদের সম্পদ, অযত্নে যেন ক্ষতির শিকার না হয়।

ল্যাম্পি রোগে আক্রান্ত গরুর লিভার ও ফুসফুসের ছবি।  যেখানে লিভারের গা জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য সাদা ও হলুদ গুটি, যেগুলো আসলে...
10/06/2025

ল্যাম্পি রোগে আক্রান্ত গরুর লিভার ও ফুসফুসের ছবি।
যেখানে লিভারের গা জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য সাদা ও হলুদ গুটি, যেগুলো আসলে প্রদাহ আর পুঁজে ভরা গ্রন্থি। এগুলো ভাইরাসের সংক্রমণে তৈরি হয়, যা লিভারের স্বাভাবিক কার্যক্ষমতা ধ্বংস করে দেয়। গরু খাওয়া বন্ধ করে দেয়, রুচি কমে যায়, হজমে সমস্যা শুরু হয় এবং দুধ উৎপাদন হঠাৎ করেই অনেক কমে যায়।
অপর ছবিতে ফুসফুসের অবস্থা আরও ভয়ানক। ফুলে যাওয়া ফুসফুসের গায়ে দানা দানা গুটি জমে শ্বাসপ্রশ্বাস ব্যাহত করে, ফলে গরু নিঃশ্বাস নিতে কষ্ট পায়। অনেক সময় এই শ্বাস কষ্টই মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

সম্প্রতি সময়ের মধ্যে পেকিন স্টার ১৩ জাতের হাঁসের বাচ্চার মূল্য এখন সবচেয়ে কম।  জলদি বুকিং করুন।
03/06/2025

সম্প্রতি সময়ের মধ্যে পেকিন স্টার ১৩ জাতের হাঁসের বাচ্চার মূল্য এখন সবচেয়ে কম। জলদি বুকিং করুন।

17/05/2025
A.H Veterinary & Medicine নিয়ে এলো প্রায় ১৭ প্রকরণের নতুন রাবার ম্যাট।  আপনার খামারের জন্য সেরা পছন্দ এখন A.H Veterinary...
15/05/2025

A.H Veterinary & Medicine নিয়ে এলো প্রায় ১৭ প্রকরণের নতুন রাবার ম্যাট।
আপনার খামারের জন্য সেরা পছন্দ এখন A.H Veterinary & Medicine-এ!

আমাদের সংগ্রহে এসেছে একদম নতুন ১৭ ধরনের গরুর রাবার ম্যাট, যার একেকটি একেটির চেয়ে অনন্য।
প্রতিটি ম্যাটের রয়েছে আলাদা গুণগত মান, ওজন ও পুরুত্ব তাই দামও নির্ধারিত হয়েছে তার উপযোগিতা অনুযায়ী।

যা থাকছে আমাদের ম্যাটগুলোতে:
✔️ আরামদায়ক ও অ্যান্টি-স্লিপ ডিজাইন
✔️ গরুর হাঁটা চলার জন্য নিরাপদ
✔️ সহজ পরিষ্কারযোগ্য ও টেকসই
✔️ দুধালো গাভীর জন্য আরামদায়ক বিছানা
✔️ বিভিন্ন সাইজ ও ঘনত্ব অনুযায়ী মূল্য
✔️ বাছুরের জন্য আরামদায়ক আলাদা পাতলা ম্যাট
✔️স্টাইলিশ ও নজরকাড়া ডিজাইন
✔️ উন্নতমানের রাবারের নিশ্চয়তা

আপনার খামারের চাহিদা অনুযায়ী বেছে নিন সেরা ম্যাটটি।
ছোট-বড় খামার, হাটের প্রস্তুতি কিংবা ব্যক্তিগত গৃহপালনের জন্য আদর্শ সমাধান।

অর্ডার করতে বা ম্যাট সরাসরি দেখতে চলে আসুন:
A.H Veterinary & Medicine
রুকিন্দিপুর ইউনিয়ন, আক্কেলপুর, জয়পুরহাট।

যোগাযোগ: ০১৭৯৩৯২৭৭৯৪

Address

Paharpur Road, Jamalgonj Bazar
Joypur
5941

Telephone

+8801601927794

Website

Alerts

Be the first to know and let us send you an email when A.H Veterinary & Medicine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram