07/05/2025
আমরা কিভাবে রোগীদের বলি আপনার এই সমস্যা এতদিনের ফিজিওথেরাপি চিকিৎসায় সারবে?
🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨
অনেক রোগী মনে করে আমরা মনগড়া বলে দিই আপনার ফিজিওথেরাপি চিকিৎসায় এতদিনে সারতে পারে। বিষয়টা এমন না।আমরা আন্তর্জাতিক গাইডলাইন, রিসার্চ আটিকেল, টেক্সটবুক এসব থেকে ফিজিওথেরাপি চিকিৎসার সময়কাল পাই
সেটির সাথে রোগীর অবস্হা সমন্বয় করে আমরা সময়টা বলি।নিচে কিছু রোগ অবস্থার রেফারেন্স নামসহ সময়কাল তুলে ধরলাম :
1. লো ব্যাক পেইন (Low Back Pain):
সময়কাল: ২–৪ সপ্তাহ
Ref: APTA Guidelines, JOSPT 2012
2. ফ্রোজেন শোল্ডার (Frozen Shoulder):
সময়কাল: ৬–১২ সপ্তাহ বা বেশি
Ref: BMJ 2013, Cochrane Review
3. ACL ইনজুরি (অপারেশন ছাড়া):
সময়কাল: ৮–১২ সপ্তাহ
Ref: Therapeutic Exercise, Kisner & Colby
4. ACL রিকনস্ট্রাকশনের পর:
সময়কাল: ৪–৬ মাস
Ref: Brunnstrom's Clinical Kinesiology
5. স্ট্রোক রিহ্যাবিলিটেশন:
সময়কাল: ৩ মাস – ১ বছর বা চলমান
Ref: APTA Neurology Guidelines, 2020
6. টেনিস এলবো (Tennis Elbow):
সময়কাল: ৪–৬ সপ্তাহ
Ref: Clinical Orthopaedics & Related Research
7. সার্ভাইক্যাল স্পন্ডাইলোসিস (Cervical Spondylosis):
সময়কাল: ৩–৫ সপ্তাহ
Ref: WCPT Resources, Manual Therapy Journal
8. সায়াটিকা (Sciatica):
সময়কাল: ২–৬ সপ্তাহ
Ref: Goodman & Fuller's Pathology
9. অস্টিওআর্থ্রাইটিস (Osteoarthritis - Knee/Hip):
সময়কাল: ইন্টেনসিভ ফেজ ৮–১২ সপ্তাহ, এরপর মেইনটেনেন্স
Ref: OARSI Guidelines 2019
10. বেলস পালসি (Bell’s Palsy):
সময়কাল: ৩–৬ সপ্তাহ (হালকা), ৩ মাস (গভীর)
Ref: Physical Therapy in Neurology, APTA
উক্ত সময়কাল রোগীর অবস্থা, বয়স, থেরাপির নিয়মিততা ও সাড়া দেওয়ার গতির উপর নির্ভর করে পরিবর্তন হয়। এখন বুঝছেন আমরা কেন পরামর্শ ফি নিই?আপনার কতদিন ফিজিওথেরাপি লাগবে এটা বলার জন্যই আমাদের কত বই,কত রিসার্চ,কত জার্ণাল পড়তে হয়।এই পরিশ্রমের কোনও মূল্য দিবেন না?(কপি)
ফিজিওথেরাপি চিকিৎসক
মো:ইব্রাহিম হোসেন
বিএসপিটি-ঢাবি,পিজিডি -বিকেএসপি,এমএসএস -ঢাবি।