Akkelpur Physiotherapy Centre

Akkelpur Physiotherapy Centre Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Akkelpur Physiotherapy Centre, Physical therapist, Joypur.

বাত, ব্যাথা, সেরেব্রাল পালসি বা প্রতিবন্ধী
শিশু ও প্যারালাইসিস রোগের ফিজিওথেরাপি চিকিৎসায় বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন।
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন (২য় তলা), আক্কেলপুর, জয়পুরহাট। যোগাযোগঃ ০১৩১৪-৯২৪২৮৬

আন্টির দীর্ঘদিন ধরে কোমর ব্যথায় ভুগছেন। কোমরের ব্যথা পায়ের দিকে যায়। ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে এখন স্বস্তি বোধ করছেন। উক্...
19/11/2025

আন্টির দীর্ঘদিন ধরে কোমর ব্যথায় ভুগছেন। কোমরের ব্যথা পায়ের দিকে যায়। ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে এখন স্বস্তি বোধ করছেন।

উক্ত সমস্যা যদি কারও থাকে দ্রুত যোগাযোগ করুন ০১৩১৪-৯২৪২৮৬

নামঃ সানজিদা বয়সঃ ৪২ বছরপেশাঃ শিক্ষিকাঠিকানাঃ আক্কেলপুর সমস্যাঃ দীর্ঘ দিন ধরে কোমর ব্যথায় ভুগছেন। এখন ফিজিওথেরাপি চিকিৎস...
18/11/2025

নামঃ সানজিদা
বয়সঃ ৪২ বছর
পেশাঃ শিক্ষিকা
ঠিকানাঃ আক্কেলপুর

সমস্যাঃ দীর্ঘ দিন ধরে কোমর ব্যথায় ভুগছেন। এখন ফিজিওথেরাপি চিকিৎসা নিচ্ছেন। সকলেই মেডামের জন্য দোয়া করবেন।

উক্ত সমস্যা যদি কারও থাকে দ্রুত যোগাযোগ করুন ০১৩১৪৯২৪২৮৬

নামঃ হামিদুর রহমান বয়সঃ ৬২ বছরঠিকানাঃ রোয়ারসমস্যাঃ অস্টিওআর্থাইটিস। দীর্ঘ ধরে হাঁটু ব্যথা। নামাজ পরতে, হাঁটতে চলতে অসুবি...
16/11/2025

নামঃ হামিদুর রহমান
বয়সঃ ৬২ বছর
ঠিকানাঃ রোয়ার

সমস্যাঃ অস্টিওআর্থাইটিস। দীর্ঘ ধরে হাঁটু ব্যথা। নামাজ পরতে, হাঁটতে চলতে অসুবিধা হতো।

আলহামদুলিল্লাহ ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার পর এখন স্বস্তি বোধ করছেন।

বাত ব্যথা, প্যারালাইসিস ও প্রতিবন্ধী বাচ্চাদের চিকিৎসা নিতে এখনই যোগাযোগ করুন

01314924286

আক্কেলপুরে এই প্রথম আমরাই দিচ্ছি স্বল্পমূল্যে ফিজিওথেরাপি সেবা। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।📞 +88013...
24/06/2024

আক্কেলপুরে এই প্রথম আমরাই দিচ্ছি স্বল্পমূল্যে ফিজিওথেরাপি সেবা। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।

📞 +8801314-924286

👉 আমাদের উদ্দেশ্য আপনার অসুস্থ্য বাবা-মা কিংবা ভাই-বোনকে ম্যানুয়াল থেরাপি ও ইলেক্ট্রথেরাপি চিকিৎসার সমন্বয়ে রোগীকে সুস্থ্য করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা।

👉 আমাদের সেবা সমূহঃ

1. কোমরের ব্যথা
2. পিঠে ব্যথা
3. হাঁটুতে ব্যথা
4. পায়ের গোড়ালি ব্যথা
5. পা মচকে যাওয়া
6. ঘাড়ে ব্যথা
7. মাংসপেশির ব্যথা
8. কাঁধে ব্যথা
9. প্যারালাইসিস
10. মুখ বেকে যাওয়া
11. ডায়াবেটিসের কারনে মাংসপেশির ব্যথা
12. নার্ভের ব্যথা
13. লিগামেন্ট ব্যথা
14. ফ্রোজেন সোলডার ব্যথা
15. হাত-পা অবশ বা ঝিম ঝিম
16. টেনিস এলবো
17. স্পোর্টস ইনজুরি
18. অস্টিওআর্থাইটিস
19. অস্টিওপরোসিস
20. এনকাইলজিং স্পন্ডালাইটিস

👉 প্রতিদিন আমরা অভিজ্ঞ ফিজিওথেরাপিষ্ট দ্বারা যেকোন বাত-ব্যথা এবং প্যারালাইসিস রোগীদের সঠিক রোগ নির্নয় করে ফিজিওথেরাপি চিকিৎসা দিয়ে থাকি।

তাই যদি আপনার রোগীর জন্য ফিজিওথেরাপি প্রয়োজন হয়, তাহলে আমরা আছি সব সময় আপনার পাশে।



শীত কালের প্রায় প্রতিদিনের প্রাকটিসেই আসছে বেলস পালসি বা ফেসিয়াল পালসির রোগী।শীতে যে রোগের প্রকোপ বাড়ে বেলস পালসি/ ফেসিয়...
22/01/2021

শীত কালের প্রায় প্রতিদিনের প্রাকটিসেই আসছে বেলস পালসি বা ফেসিয়াল পালসির রোগী।
শীতে যে রোগের প্রকোপ বাড়ে
বেলস পালসি/ ফেসিয়াল পালসি বা একদিকে মুখ বাঁকা হয়ে যাওয়া।

বেলস পালসি : বেলস পালসি নার্ভ বা স্নায়ুর সমস্যা জনিত রোগ। আমাদের সপ্তম ক্রেনিয়াল নার্ভের নাম ফেসিয়াল নার্ভ। এটি আংশিক বা সম্পূর্ণ প্যারালাইজড হয়ে গেলে তাকে বলে ফেসিয়াল প্যারালাইসিস বা পালসি।


যাদের বেশি হয় : এটি যে কোনো বয়সী নারী বা পুরুষের হতে পারে। তবে পুরুষের তুলনায় নারীদের এ রোগটি বেশি দেখা যায়।

কারণঃ বেলস পালসি বিভিন্ন কারণে হতে পারে, তার মধ্যে উল্লে­খযোগ্য হলো ভাইরাল ইনফেকশন, মধ্যকর্ণে ইনফেকশন, ঠান্ডা জনিত কারণে, আঘাতজনিত কারণে, মস্তিষ্কে স্ট্রোকজনিত কারণে,ফেসিয়াল টিউমার, কানের অপারেশন পরবর্তী ফেসিয়াল নার্ভ ইনজুরি ইত্যাদি।

রোগের লক্ষণ : আক্রান্ত ব্যক্তির মুখ একদিকে বেঁকে যায়। আক্রান্ত পাশের চোখ বন্ধ হয় না ও চোখ দিয়ে পানি পড়ে। কুলি করতে গেলে অন্য পাশে চলে যায়। তরল কিছু খেতে গেলে আক্রান্ত পাশদিয়ে পড়ে যায়। খাবার গিলতে কষ্ট হয়। কপাল ভাঁজ করতে পারে না। কখনও কখনও কথা বলতে কষ্ট হয় কথা জরিয়ে যায়।

চিকিৎসা : চিকিৎসা নির্ভর করে রোগের কারণের ওপর। ওষুধের পাশাপাশি এ রোগের মূল চিকিৎসা হলো ফিজিওথেরাপি। ফিজিওথেরাপিস্ট রোগীর অবস্থা অনুযায়ী প্রোপ্রাইওসেপ্টিভ নিউরো মাস্কুলার ফ্যাসিলিটেশন, ইনফ্রারেড রেডিয়েশন থেরাপি, ইলেকট্রিক্যাল ইস্টিমুলেশন থেরাপি, অ্যাক্টিভ ও প্যাসিভ ফ্যাসিয়াল মাসল এক্সারসাইজ, স্পিচ রি-এডুকেশন থেরাপি, ব্যালুনিং এক্সারসাইজ, রিঙ্কলিং এক্সারসাইজ ইত্যাদি চিকিৎসা দিয়ে থাকেন। রোগের ব্যাপ্তি অনুযায়ী ফিজিওথেরাপি চিকিৎসা নির্ধারন করা হয়। কখনও কখনও দিনে ২/৩ বার ফিজিওথেরাপি চিকিৎসার প্রয়োজন হতে পারে।


সতর্কতা : মূলত ঠান্ড জনিত কারণে এ রোগ বেশি হয়। তাই ঠান্ডা আবহাওয়া থেকে দূরে থাকতে হবে। এ রোগ হলে ঠান্ডা খাবার বর্জন করতে হবে। বিশেষ করে আইসক্রিম ও ফ্রিজের ঠান্ডা খাবার খাওয়া যাবে না। রোদে গেলে চোখে সানগ্লাস ব্যবহার করতে হবে। রাতে ঘুমানোর সময় আক্রান্ত চোখের ওপর রুমাল বা নরম কাপড় দিয়ে রাখতে হবে। অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট এঁর তত্বাবধানে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে।

ফিজিওথেরাপি সেবা নিতে এখনই যোগাযোগ করুন- +8801314-924286

আক্কেলপুরে এই প্রথম আমরাই দিচ্ছি স্বল্পমূল্যে ফিজিওথেরাপি সেবা। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।📞 +88013...
15/12/2020

আক্কেলপুরে এই প্রথম আমরাই দিচ্ছি স্বল্পমূল্যে ফিজিওথেরাপি সেবা। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।

📞 +8801314-924286

👉 আমাদের উদ্দেশ্য আপনার অসুস্থ্য বাবা-মা কিংবা ভাই-বোনকে ম্যানুয়াল থেরাপি ও ইলেক্ট্রথেরাপি চিকিৎসার সমন্বয়ে রোগীকে সুস্থ্য করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা।

👉 আমাদের সেবা সমূহঃ

1. কোমরের ব্যথা
2. পিঠে ব্যথা
3. হাঁটুতে ব্যথা
4. পায়ের গোড়ালি ব্যথা
5. পা মচকে যাওয়া
6. ঘাড়ে ব্যথা
7. মাংসপেশির ব্যথা
8. কাঁধে ব্যথা
9. প্যারালাইসিস
10. মুখ বেকে যাওয়া
11. ডায়াবেটিসের কারনে মাংসপেশির ব্যথা
12. নার্ভের ব্যথা
13. লিগামেন্ট ব্যথা
14. ফ্রোজেন সোলডার ব্যথা
15. হাত-পা অবশ বা ঝিম ঝিম
16. টেনিস এলবো
17. স্পোর্টস ইনজুরি
18. অস্টিওআর্থাইটিস
19. অস্টিওপরোসিস
20. এনকাইলজিং স্পন্ডালাইটিস

👉 প্রতিদিন আমরা অভিজ্ঞ ফিজিওথেরাপিষ্ট দ্বারা যেকোন বাত-ব্যথা এবং প্যারালাইসিস রোগীদের সঠিক রোগ নির্নয় করে ফিজিওথেরাপি চিকিৎসা দিয়ে থাকি।

তাই যদি আপনার রোগীর জন্য ফিজিওথেরাপি প্রয়োজন হয়, তাহলে আমরা আছি সব সময় আপনার পাশে।


Address

Joypur

Telephone

+8801634382959

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akkelpur Physiotherapy Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram