25/07/2025
আসসালামু আলাইকুম,
আজ আপনাদের দেখাবো নাকের পলিপাস চিকিৎসায় এসিড ব্যবহারের ভয়াবহতা।
এই রোগী আমার কাছে এসেছিলেন নাকের পলিপাস চিকিৎসা করানোর জন্য। আমার কাছ থেকে চিকিৎসা নেওয়ার পূর্বে তিনি অন্য জায়গায় চিকিৎসা করিয়েছিলেন এবং সেখানে এসিড ব্যবহার করা হয়।
যার ফলে নাকের মাঝখানে ফুটো হয়ে গেছে। আপনারা ভালো করে খেয়াল করলে দেখবেন (ছবিতে) নাকের এক পাশে আলো ধরলে আরেক পাশ দিয়ে আলো চলে আসছে।
পলিপাস তো ভালো হয়নি উল্টো উনার কত বড় একটা ক্ষতি হয়ে গেল 🥹
কি ভয়াবহ নির্মম চিকিৎসা!!
পরিশেষ উনাকে নাকের পলিপাস চিকিৎসা করিয়েছি,
আল্লাহর রহমতে পলিপাস তিন দিনের মধ্যে ক্লিয়ার হয়েছে।
তাই ক্ষতিকারক এসিড এবং কাশ্মাকারা পাউডার ব্যবহার থেকে বিরত থাকুন এবং সঠিক চিকিৎসা নিন।