Bismillah Pharmacy

Bismillah Pharmacy সকল প্রকার ঔষধ বিক্রয় এবং নাকের পলিপাস, টনসিল এবং পাইলসের চিকিৎসা করা হয়।

আসসালামু আলাইকুম, আজ আপনাদের দেখাবো নাকের পলিপাস চিকিৎসায়  এসিড ব্যবহারের ভয়াবহতা। এই রোগী আমার কাছে এসেছিলেন নাকের পল...
25/07/2025

আসসালামু আলাইকুম,
আজ আপনাদের দেখাবো নাকের পলিপাস চিকিৎসায় এসিড ব্যবহারের ভয়াবহতা।
এই রোগী আমার কাছে এসেছিলেন নাকের পলিপাস চিকিৎসা করানোর জন্য। আমার কাছ থেকে চিকিৎসা নেওয়ার পূর্বে তিনি অন্য জায়গায় চিকিৎসা করিয়েছিলেন এবং সেখানে এসিড ব্যবহার করা হয়।
যার ফলে নাকের মাঝখানে ফুটো হয়ে গেছে। আপনারা ভালো করে খেয়াল করলে দেখবেন (ছবিতে) নাকের এক পাশে আলো ধরলে আরেক পাশ দিয়ে আলো চলে আসছে।

পলিপাস তো ভালো হয়নি উল্টো উনার কত বড় একটা ক্ষতি হয়ে গেল 🥹
কি ভয়াবহ নির্মম চিকিৎসা!!

পরিশেষ উনাকে নাকের পলিপাস চিকিৎসা করিয়েছি,
আল্লাহর রহমতে পলিপাস তিন দিনের মধ্যে ক্লিয়ার হয়েছে।

তাই ক্ষতিকারক এসিড এবং কাশ্মাকারা পাউডার ব্যবহার থেকে বিরত থাকুন এবং সঠিক চিকিৎসা নিন।



05/06/2025
নিরেট সত্য 🤣
27/03/2025

নিরেট সত্য 🤣

"ইচ্ছে মত নাপা খাওয়ার কুফল"  পোস্টটি দেখে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হল বলেই শেয়ার করলাম।আমাদের মাঝে যারা ব্যথা বা হালকা...
01/02/2025

"ইচ্ছে মত নাপা খাওয়ার কুফল"

পোস্টটি দেখে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হল বলেই শেয়ার করলাম।আমাদের মাঝে যারা ব্যথা বা হালকা জ্বর হলে নাপা অথবা নাপা এক্সট্রা, প্যারাসিটামল জাতীয় ওষুধ খায় তাদের জন্য। পোষ্টটি খুব গুরুত্বপূর্ণ বলে আমি শেয়ার করলাম সবাই শেষ পর্যন্ত পড়বে।

চেম্বারে রুগী এসেছে ,
আমিঃ জিজ্ঞাসা করলাম, কি সমস্যা??
রুগীঃ স্যার কিডনি ডেমেজ, সেরাম ক্রিয়েটিনিন ১৪
হিমোগ্লোবিন ৮.৪
আমিঃ কবে থেকে সমস্যা??
রুগীঃ স্যার ১ মাস হলো ধরা পরছে।
আমিঃ ধরেই ১৪ হয়ে গেলো কি করে? আগে টের পান নি??
রুগীঃ না স্যার,বুমী ভাব, পা গুলা ফুলা লাগায় ডাক্তার এর কাছে গেলে ডাক্তার সেরাম ক্রিয়েটিনিন লেভেল পরীক্ষা করে দেখে ১৪। এটা দেখে ডাক্তার সাহেব বলছে ডায়লাইসিস করার জন্য।
আমিঃ আচ্ছা আপনি কি কখনো নাপা, নাপা এক্সটা,পেরাসিট্যামল,ব্যাথার ঔষধ অনেক দিন খেয়েছেন??
রুগীঃ জি স্যার, নাপা খাইতাম একটু শরীর খারাপ লাগলেই।
আমিঃ আহ, কি ক্ষতিটাই না করলেন। কে বলছে আপনাকে কথায় কথায় নাপা, নাপা এক্ট্রা খাইতে??
রুগীঃ স্যার, এগুলাতো অনেকেই খায় তাই আমিও খাইতাম।
আমিঃ আমি আমার এইটুকু বয়সে যতো রুগী দেখেছি তার মধ্যে ৭০% কিডনী ডেমেজ এর রুগী, এবং এই সকল কিডনি রুগী গনের মধ্যে ৭০-৮০% হয় কিছু দিন ব্যাথার ঔষধ খেয়েছে, না হয় নাপা, নাপা এক্সট্রা, প্যারাসিটামল খেয়েছে না হয় এলার্জির ঔষধ দীর্ঘ দিন খেয়েছে।
রুগীঃ আগে জানলে কি আর খাইতাম ?? স্যার এই কথা বলার মানুষ পাই নাই, তাই জানতাম ও না।

"সময় থাকতে বুঝলে ভালো, না হয় যখন বুঝবেন অনেক দেরি হয়ে যাবে"

লেখা- Dr. Syed Golam Gous Ashrafi
ন্যাচারাল খাবার খান সুস্থ থাকেন

নাসাল পলিপ কী? 🧩নাসাল পলিপ হলো নাকের ভেতরে তৈরি হওয়া নরম, পিচ্ছিল ও নন-ক্যানসারাস টিস্যু। এটি সাধারণত দীর্ঘস্থায়ী প্রদ...
13/01/2025

নাসাল পলিপ কী? 🧩

নাসাল পলিপ হলো নাকের ভেতরে তৈরি হওয়া নরম, পিচ্ছিল ও নন-ক্যানসারাস টিস্যু। এটি সাধারণত দীর্ঘস্থায়ী প্রদাহের কারণে হয় এবং শ্বাস-প্রশ্বাসে সমস্যা সৃষ্টি করতে পারে।

নাসাল পলিপের কারণ 🧪
🔹 অ্যালার্জি রাইনাইটিস (Hay fever)
🔹 সাইনোসাইটিস (Chronic sinusitis)
🔹 অ্যাজমা (Asthma)
🔹 অ্যাসপিরিন সেনসিটিভিটি
🔹 সিস্টিক ফাইব্রোসিস
🔹 ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন

লক্ষণসমূহ 🩺
🤧 নাক বন্ধ হওয়া বা শ্বাসকষ্ট
👃 ঘ্রাণশক্তি হ্রাস বা সম্পূর্ণ হারিয়ে ফেলা
🤯 মাথাব্যথা বা মুখে চাপ অনুভব
💧 নাক দিয়ে পানি পড়া
😴 নাক ডাকা
😵‍💫 মুখের স্বাদ পরিবর্তন

11/01/2025
09/01/2025

জনস্বার্থে ভিডিওটি শেয়ার করুন

24/11/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

21/11/2024

আপনার কি একটানা বা প্রায়ই নাক বন্ধ থাকে?
অতিরিক্ত হাঁচি বা নাক দিয়ে পানি পড়ার কারণে কি অস্বস্তিতে ভোগেন ?
ঘুমের মধ্যে নাক ডাকা কি আপনাকে বিব্রতকর অবস্থায় ফেলে ?
আপনার কি নাকে গোস্তো বৃদ্ধি পেয়েছে বা নাকে পলিপাস আছে?
👉মাত্র তিন দিনেই বিনা অপারেশনে গ্যারান্টি সহকারে ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে নাকের পলিপাস নির্মূল করুন।
👉চট্টগ্রামের বিখ্যাত CPPTC এর মেডিসিন যা চুন/সোডা এসিড, ভয়াবহ কাশারা কারমা পাউডার এবং কাটাছেঁড়া ছাড়া শতভাগ ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে নাকের পলিপাস, পাইলস এবং টনসিল নির্মূল করে শত শত রোগের সেবা দিয়ে যাচ্ছে তা এখন জয়পুরহাট জেলার পাঁচবিবিতেই পাওয়া যাচ্ছে।

➡️আমাদের ঠিকানা:-⤵️
বিসমিল্লাহ্ ফার্মেসি
লতিরহাট, বটতলী, পাঁচবিবি, জয়পুরহাট।
☎️01737710320
☎️01712480998

#নাকের
#পলিপাস
#পাইলস

কিডনি খারাপের ৫ টি লক্ষণ।আজকেই জেনে নিন 👇🏻1. মূত্রের সমস্যা – মূত্রের রঙ, ঘনত্ব বা ব্যথা অনুভব।2. শরীর ফোলা – মুখ, হাত ব...
16/11/2024

কিডনি খারাপের ৫ টি লক্ষণ।আজকেই জেনে নিন 👇🏻

1. মূত্রের সমস্যা – মূত্রের রঙ, ঘনত্ব বা ব্যথা অনুভব।

2. শরীর ফোলা – মুখ, হাত বা পা ফুলে যাওয়া।

3. ক্লান্তি – শরীরে টক্সিন জমে দুর্বল লাগা।

4. বমি ভাব ও ক্ষুধামন্দা – বিষাক্ত পদার্থের কারণে বমি ভাব ও খাওয়ার ইচ্ছে কমে যাওয়া।

5. শ্বাসকষ্ট – শরীরে অতিরিক্ত পানি জমে ফুসফুসে চাপ পড়া।

আজ ১২ই নভেম্বর,২০২৪ বিশ্ব নিউমোনিয়া দিবস।নিউমোনিয়া একটি উল্লেখযোগ্য বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা, বিশেষ করে উন্নয়নশীল দেশ...
12/11/2024

আজ ১২ই নভেম্বর,২০২৪ বিশ্ব নিউমোনিয়া দিবস।নিউমোনিয়া একটি উল্লেখযোগ্য বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা, বিশেষ করে উন্নয়নশীল দেশে পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য। প্রতিরোধযোগ্য এই রোগের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি , টিকাদান, সঠিক পুষ্টি এবং দূষণ মুক্ত বায়ুর গুরুত্ব প্রদানের মাধ্যমে প্রতি বছর বিশ্ব নিউমোনিয়া দিবস পালিত হয়।

💉শীতের আগে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন কেন গুরুত্বপূর্ণ?💉শীতকালে ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব বেড়ে যায়। এই ভাইরাস থেকে নিজেকে সুর...
09/11/2024

💉শীতের আগে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন কেন গুরুত্বপূর্ণ?

💉শীতকালে ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব বেড়ে যায়। এই ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেওয়া জরুরি। ভ্যাকসিন গুরুতর সংক্রমণ যেমন নিউমোনিয়া প্রতিরোধ করে, বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য। এছাড়া, ভ্যাকসিন কমিউনিটি ইমিউনিটি তৈরি করে, যা ভাইরাসের বিস্তার কমায়।

💉কত দিন পরপর দেওয়া উচিত?
ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্রতি বছর একবার করে নেওয়া হয়, কারণ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের স্ট্রেইনগুলো প্রতি বছর পরিবর্তিত হতে পারে।

এবার শীতের আগে ভ্যাকসিন নিন, সুস্থ থাকুন!

Address

Panchbibi
Joypur
5910

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bismillah Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram