Dr. Md. Mizanur Rahman

Dr. Md. Mizanur Rahman MBBS(SSMC), BCS(Health), MS Resident(ENT-Otolaryngology & Head Neck Surgery) Phase-B (DMCH)

05/12/2025
বিশ্বমানচিত্রে হাস‍্যকর রকমের ক্ষুদ্র একটা দেশ। দরিদ্র, অখ‍্যাত, অনুন্নত। অথচ দূর থেকে দেশটার কথা মনে হলে প্রথমেই যে ছবি...
31/10/2025

বিশ্বমানচিত্রে হাস‍্যকর রকমের ক্ষুদ্র একটা দেশ। দরিদ্র, অখ‍্যাত, অনুন্নত। অথচ দূর থেকে দেশটার কথা মনে হলে প্রথমেই যে ছবিটা ভেসে ওঠে সেটা হলো, ওইটুকু জায়গার ভেতর কিলবিল করা মানুষগুলো সারাক্ষণ শুধু নিজেরা নিজেরা মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়া, বাকবিতণ্ডা করছে। ছোটখাটো গড়নের অপুষ্টিতে ভোগা মানুষগুলো রাজনৈতিক যুক্তিতর্কে ২৪/৭ ব‍্যাপক উত্তেজিত। ফেসফুকের পাতা ভেসে যায় জ্ঞানী জ্ঞানী আলোচনায় - কথার আক্রমন, পাল্টা আক্রমনে। পচ্চুর রাজনীতি বোঝে লোকগুলো।

অথচ এরা ভাবে না যে, আজকে এদের যে সন্তানেরা বইখাতার ব‍্যাগ কাঁধে নিয়ে গুটি গুটি পায়ে স্কুলে যাচ্ছে, তাদের জন্য কি ভয়ংকর এক ভবিষ্যৎ অপেক্ষা করছে সামনে। অথবা এরা বোঝে, কিন্তু কেয়ার করে না। দেশে সম্পদ বলতে তেমন কিছুই নেই। যেটুকু ছিলো, বিদেশে পাচার হয়ে গেছে অনেক আগেই। অর্থনীতি ফাঁপা। শিক্ষার মান লজ্জাজনক রকমের খারাপ। বাতাস-পানি ভয়াবহ রকমের দূষিত। খাবারে বিষাক্ত কেমিক্যাল। সরকারি অফিসের প্রতিটা টেবিলে দুর্নীতি। রাস্তাঘাট মৃত‍্যুফাঁদ। মানুষ অসহিষ্ণু। মনে ক্ষোভের উদ্রেক হলেই রাস্তায় গিয়ে এটা সেটা ভাঙ্গে। এটাই এখানকার ঐতিহ্য। এটাই কালচার। নিজেরা যে বাসে চড়ে অফিসে যায়, সেই বাস ভাঙ্গে। নিজেরা যে ট্রেনে চড়ে, সেই ট্রেনে নিজেরাই আগুন দেয়। এটাই বাস্তব। হা হা হা।

পেটে খাবার নেই, যেটুকু খাবার আছে তাও আবার ভেজাল। অথচ মানুষগুলো বছরের পর বছর ধরে ‘রাজনীতি’ করেই যাচ্ছে ক্লান্তিহীন। যে বিধ্বংসী রাজনীতি দেশটাকে নিয়ে গেছে তলানিতে। পৃথিবীর উন্নত দেশগুলো যখন ৫০ বছর পরের পরিকল্পনা এখনই করছে, তখন এই রূপকথার দেশের রাজা-প্রজারা এখনও পড়ে আছে ৫০ বছর আগের ইতিহাস নিয়ে। কে তাদেরকে স্বাধীনতার ডাক দিয়েছিল, কে সত্যিকারের মুক্তিযোদ্ধা, কে রাজাকার, কে দেশপ্রেমিক, কে ‘র’-এর এজেন্ট, জাতীয় সংগীতে কি দেশের নাম আছে নাকি নাই, মুক্তিযুদ্ধে শহীদ ৩০ লাখ নাকি ৩ লাখ - এই সব ‘মহা গুরুত্বপূর্ণ’ ইস‍্যু নিয়ে রাজা-প্রজারা এখনও তুমুল বাগবিতণ্ডায় ব্যস্ত। মারামারি রক্তারক্তি চলছেই, কিন্তু কোনও সমাধান এরা আজ অব্দি বের করতে পারলো না! সবচেয়ে দুঃখজনক যেটা তা হলো, মানুষ এত দিনেও বুঝলো না যে, এই সব ইস‍্যুর সমাধান কোনওদিনই হবে না বা হতে দেয়া হবে না। রাজনীতিবিদরা এগুলো বেচেই খায়। এগুলোই তাদের রুটি-রুজি।

এই মানুষগুলোর এই উপলব্ধি কি কোনও দিন হবে যে, সবাইকে সবসময়, সবকিছু মানায় না। এত বিভাজন, নিজেদের ভেতর এত তীব্র মতবিরোধ- এইসব অপ্রয়োজনীয় বিলাসিতা। এগুলো এখন না। বিশ্বের অন‍্যান‍্য দেশের মানুষ রাজনীতি নিয়ে এতবেশী মাথা ঘামায় না। ইউরোপের উন্নত দেশগুলোর মানুষেরাও এত রাজনীতি করে না, আমাজনের জংলী মানুষেরাও রাজনীতি করে না। বিশ্বের কোনও সভ্য দেশে ছাত্র রাজনীতি নেই, পেশাভিত্তিক রাজনীতি নেই। রাস্তায় মিছিল, জনসভা, পোস্টার চোখেই পড়ে না বলতে গেলে। দেশের সম্পদ নষ্টের তো প্রশ্নই আসে না। রাজনীতি করে শুধু এই রূপকথার দেশের আধা-সভ‍্য, আধা-জংলীরা।

এরা দলাদলি কোন্দল বাদ দিয়ে কবে জাতি হিসাবে এরা একাট্টা হতে পারবে? আদৌ কি কোনদিন পারবে? অতীত বাদ দিয়ে কি এরা সামনে তাকাতে শিখবে? পেশাদার রাজনীতিবিদরা যে গায়ে মাথায় হাত বুলিয়ে বরং গত অর্ধ শতাব্দী ধরে দেশটার সর্বনাশ করেছে, এবং সুযোগ পেলে সামনেও করবে, এই সত‍্যিটা কি দেশটার হতভাগ্য মানুষগুলো কোনোদিন উপলব্ধি করতে পারবে? নিজেদের সমস্ত কোন্দল ভুলে গিয়ে পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য একটা দেশ তৈরি করার তাড়না জন্মাবে বর্তমানের প্রাপ্তবয়স্ক সবার ভেতর - এটা কি আদৌ আর সম্ভব হবে?

দেশটার তো আর নাই কিছু! কি নিয়ে আর এত হাতাহাতি? দাঁত খোঁচানো বাদ দিয়ে পাছার লুঙ্গি (যেটা অলরেডি খুলে পড়ে গেছে) ঠিক করার হুঁশ কবে হবে এই দেশের মানুষগুলোর? 🤔
(Sayedur Rahman)

স্বাধীনতার ৫৪ বচর পরও কেন একটি স্বাধীন দেশের ৪৪ লাখ মানুষ হাসপাতালের মেঝেতে চিকিৎসা নেয়?
03/10/2025

স্বাধীনতার ৫৪ বচর পরও কেন একটি স্বাধীন দেশের ৪৪ লাখ মানুষ হাসপাতালের মেঝেতে চিকিৎসা নেয়?

বাংলাদেশের একজন চিকিৎসক গড়ে বার্ষিক ৩ লাখ টাকা বেতন পান; যা একজন নার্সের ক্ষেত্রে ১ লাখ ৯০ হাজার টাকা। দক্ষিণ এশিয়ার প্র...
01/10/2025

বাংলাদেশের একজন চিকিৎসক গড়ে বার্ষিক ৩ লাখ টাকা বেতন পান; যা একজন নার্সের ক্ষেত্রে ১ লাখ ৯০ হাজার টাকা। দক্ষিণ এশিয়ার প্রতিবেশী রাষ্ট্রগুলোর তুলনায় দেশের স্বাস্থ্যসেবা খাতের গুরুত্বপূর্ণ এ দুই পেশাজীবীর বেতন বেশ কম।

সকল নবীন চিকিৎসকদের জন্য শুভকামনা।
11/09/2025

সকল নবীন চিকিৎসকদের জন্য শুভকামনা।

কেন জুলাইয়ের পর আসিফ-সারজিসরা প্রাডো গাড়ী, নাইকি জুতা, ইলিয়নের পাঞ্জাবি কিংবা প্রো-ম্যাক্স মোবাইল নিয়ে ঘোড়ে, আর সাদিক-ফর...
10/09/2025

কেন জুলাইয়ের পর আসিফ-সারজিসরা প্রাডো গাড়ী, নাইকি জুতা, ইলিয়নের পাঞ্জাবি কিংবা প্রো-ম্যাক্স মোবাইল নিয়ে ঘোড়ে, আর সাদিক-ফরহাদরা সেই একই পাঞ্জাবী পড়ে? রিকশায় চড়ে কিংবা বড়জোর হোন্ডায়।

কেন, শিবির করে একটা ছেলে নিয়মিতভাবে সেরা রেজাল্ট করে নিয়মিত ছাত্র হিসেবে পড়াশোনা শেষ করে আর অন্যেরা বছরের পর বছর ক্যারিয়ার গোল্লায় দিয়ে ইউনিভার্সিটিতে পড়ে থাকে, কিসের আশায়, কিসের লাভে?

কেন, জুলাইয়ের পর শিবির অন্যতম স্টেকহোল্ডার হয়েও একবারও তা ফলাও করে বলেনা সেখানে নাহিদের ইমাম হওয়ার গল্প আর আবিদের 'আপনারা কেউ কাউরে ছেড়ে যায়েন না' শুনতে শুনতে কানে পোকা পড়ে যায়?

কেন, শিবিরের কেন্দ্রীয় রাজনীতি করে কেউ গাড়ী-বাড়ী কিংবা আইফোনের মালিক হয়না অন্যদিকে ট্রেডিশনাল রাজনীতির সহ-সভাপতিরা ফুট কইরা হোন্ডা কেনে, গাড়ি কেনে, জমি কেনে, ফ্ল্যাট কেনে বা লাখ লাখ টাকা খরচ করে?

কেন, শিবিরের ফরহাদের এক কথায় পুরো মিছিল সাইলেন্ট হয়ে যায় আর রাকিবের অনুরোধ স্বত্ত্বেও তার সামনেই গণেশ ভিসিকে ধমক দেয়?

কেন, শিবিরকে দেখলে আপনার 'ডাউন টু আর্থ' মনে হয় আর অন্যদেরকে দেখলে 'রাইজ এবোভ স্কাই' মনে হয়?

এসব প্রশ্নের উত্তর খোঁজেন, তাইলে বুঝে যাবেন সাদিকদের সাথে আপনাদের পার্থক্য! তাইলে আর ফলাফল মেনে নিতে কষ্ট হবেনা আর আমাদেরও বলতে হবেনা,'রিয়েলিটি মাইনে নেও'।

সাদিকদের পরাজিত করতে চাইলে, তাদের চেয়ে ভাল কিছু করেন অথবা দেখান! মানুষ এমনিতেই ঘুড়বে, জোর করে জনসমর্থন আদায়ের রাজনীতি করে লাভ হবে না, এটা সাসটেইনেবল মডেল না।

বাই দা ওয়ে, কংগ্রাচুলেশনস সাদিক কায়েম, দা ভিপি অফ ঢাবি।
❤️
সৌজন্যে: নিশাত আলমগীর

প্রধান উপদেষ্টার দপ্তর এর  এই লিখা পড়ে অবাক হলাম ; প্রিয় নবী হযরত মুহাম্মদ (স:) এর সম্মানে এমন মর্যাদাপূর্ন শব্দচয়ন রাষ্...
05/09/2025

প্রধান উপদেষ্টার দপ্তর এর এই লিখা পড়ে অবাক হলাম ; প্রিয় নবী হযরত মুহাম্মদ (স:) এর সম্মানে এমন মর্যাদাপূর্ন শব্দচয়ন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে আগে কখনো দেখেছি বলে মনে পড়ে না।

18/08/2025

মালদ্বীপের মিনিস্ট্রি অব হেলথে জয়েন করার পর ৮০ দিনে রোগী দেখছি ৮০০ জন।
এভারেজ দিনে দশ থেকে ১৫ জন রোগী দেখতে হয় আমাকে।একদিন সর্বোচ্চ ২৫ জন রোগী দেখা লাগছে আমার।

৮ ঘন্টার শিফটে এক ঘন্টা লাঞ্চ বা ডিনার ব্রেক,আধা ঘন্টা কফি/টি ব্রেক।তারমানে ৮ ঘন্টার শিফটে আমি কাজ করি সাড়ে ৬ ঘন্টা।

সাড়ে ৬ ঘন্টায় যদি দশ জন রোগী দেখা লাগে তাহলে প্রতি রোগীকে আমি ৩৯ মিনিট সময় দিতে পারি।
আধা ঘন্টা খুব ইজিলি দেওয়া যায়।

কোন রোগী দেখা নিয়ে আমার তাড়াহুড়া কর‍তে হয়না।
ধীরেসুস্থে রোগীর সব কথা শুনে,ক্লিনিক্যাল এক্সামিনেশন সেরে তারপর চিকিৎসা দেওয়ার পর্যাপ্ত সময় মিলে।

আমি এখন যেই হেলথ সেন্টারে পারমানেন্ট পোস্টিং পেয়ে কাজ করছি,সেখানে আমরা দুইজন ডাক্তার পোস্টেড।

আজকের এই মুহুর্ত অব্দি দুইজনে রোগী দেখছি মোট ২৭ জন।আমি ১২ জন দেখছি পুরো ইভেনিং শিফটে,মর্নিং শিফটে আমার কলিগ ১৫ জন দেখে গেছে।

এখন বলুন কোন রোগী কিভাবে অভিযোগ দিবে যে,ডাক্তার সময় দেয়না?ডাক্তার কথা শুনেনা এটা বলার সুযোগ কি আছে?

আমি এখানে মাসে যেই স্যালারি পাই,সেটা বাংলাদেশের একজন ৯ম গ্রেডের বিসিএস চিকিৎসকের ৭ মাসের বেতনের সমান।
বাংলাদেশে উপজেলা গুলোতে একজন চিকিৎসককে সকাল ৮ টা থেকে দুপুর ২টার মধ্যে একশো রোগী দেখা লাগে।

একশো রোগীর কথা শুনা, হিস্ট্রি নেওয়া,এক্সামিনেশন করা, টেস্ট রিপোর্ট ইভালুয়েট করা,চিকিৎসা দেওয়া,এডভাইজ দেওয়া, কাউন্সেলিং করা কিভাবে সম্ভব এই সময়ের মধ্যে?
একশো প্রেসক্রিপশন হাতে লিখতে কত সময় লাগা উচিত বলে মনে করেন আপনারা?
তাছাড়া সাপোর্টিভ কয়জন স্টাফ থাকে একজন ডাক্তারের জন্য?

আমার বাংলাদেশের একজন কলিগ আমার চেয়ে দশ গুন বেশি রোগী দেখে আমার বেতনের ৭ ভাগের এক ভাগ স্যালারি পায়, তখন সে আপনাকে কতটা সেবা দিতে সক্ষম হবে ভেবে দেখবেন প্লিজ।

আমি এই আইল্যান্ডে আসার পর একদিন ৭ জন রোগী এডমিট করেছি।
একটা বাচ্চা ছিলো এজমার,বাকি ৬জন ডেঙ্গু রোগী।
মিনিস্ট্রি দেখলো এই হেলথ সেন্টারের ৭টা বেড ফিলাপ।
তারা ডাইরেক্টরকে কল দিয়ে ব্যাখ্যা চাইলো আমার থেকে।
আমি প্রতিটি রোগী গাইড লাইন অনুযায়ী এডমিশন ক্রাইটেরিয়া মেনে এডমিট করেছি কিনা।

আমি ব্যাখ্যা দিলাম।তারা সন্তুষ্ট হলো।
তারা তখন আমাকে জানালো,যেহেতু এখানে আর বেড খালি নেই,নেক্সট এডমিশন দেওয়ার মতো পেশেন্ট আসলে এটল হসপিটালে রেফার করতে।

নীচের ছবিটা খেয়াল করুন।
কোন মানুষ এভাবে চিকিৎসা নিতে পারে?
ফ্লোরে শুয়ে একটা দেশের নাগরিক কেন চিকিৎসা নিবে?
কেন একশো বেডের হাসপাতালে ৫০০ রোগী থাকবে?
কিভাবে একশো বেডের হাসপাতালের ডাক্তার নার্স অন্যান্য স্টাফ দিয়ে আপনি ৫০০ রোগীকে চিকিৎসা সেবা নিশ্চিত করবেন?
এদেশের মানুষের জীবনের মূল্য এত সস্তা কারা করলো?
এদেশের মানুষকে পশুর মতো ট্রিট করছে কারা?

মালদ্বীপে রেজিস্টার্ড চিকিৎসক ছাড়া কোন মানুষের একটা প্যারাসিটামল কিনে খাওয়ার সুযোগ নেই।
সেখানে আমার দেশের একজন ডেঙ্গু পজেটিভ রোগীকে স্টেরয়েড ও ব্যথার মেডিসিন দিয়ে চিকিৎসা করছে LMAF নামক হাতুড়ে ডাক্তার।
একজন ডেঙ্গু রোগীকে ব্যথার মেডিসিন ও স্টেরয়েড দেওয়া কবীরা গুনাহ।
এই রোগীর ডেঙ্গু হেমোরেজিক ফিভার হয়ে মারা গেলে এর দায় কি সেই LMAF নিবে?

দায় নেওয়ার কথা পরে,কিভাবে একজন হাতুড়ে ডাক্তার প্রেসক্রিপশন লিখতে পারেন,অপচিকিৎসা ও মারাত্মক ভুল চিকিৎসা দিতে পারেন?

দুনিয়ার কোথাও মানুষের জীবন নিয়ে এমন ছিনিমিনি খেলা সম্ভব?

ডাক্তার বেশি টেস্ট দেয়।
ডাক্তার কমিশন খায়।
ডাক্তার আজেবাজে কোম্পানির মেডিসিন লিখে।
ডাক্তার রোগীর কথা শুনেনা।

এসব অভিযোগ ঢালাওভাবে সত্য না।
কিন্তু এসব অভিযোগ ভিত্তিহীনও না।
কিন্তু কে নির্ধারণ করবে কোন রোগীর কয়টা টেস্ট লাগবে?
কোন রোগীর জন্য সঠিক চিকিৎসা কি?

সিস্টেমের গোড়ায় হাত দেন।
সিস্টেম টা ভুলে ভরা।
সিস্টেমটা আপনাকে মানুষ হিসেবে, দেশের মালিক হিসেবে ট্রিট করছেনা সেটা ভেবে দেখেছেন?

আপনি যেই নেতার পেছনে মিছিল দেন,যেই নেতার জন্য অন্য মানুষের মাথা ফাটান,সেই নেতা ও তার পরিবার সন্তানরা সবাই বিদেশে চিকিৎসা নেয়।

বাংলাদেশের কোন এমপি কোনদিন উপজেলা হেলথ কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে?
বাংলাদেশের কোন মন্ত্রী কোনদিন জেলা সদর হসপিটালে গিয়ে চিকিৎসা নিয়েছে?
এমপি মন্ত্রীদের স্ত্রী পুত্র কন্যা পরিজনরা কোনদিন উপজেলা হেলথ কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে?

নেতারা চিকিৎসা নিবেন বিদেশে, নেতারা লুটপাট করবেন,আর আপনার সন্তানকে সরকারি হাসপাতালে ফ্লোরে শুয়ে চিকিৎসা নিতে হবে, আপনি আবার সেই নেতার জন্য গলা ফাটান।

এজন্যই আপনাদের কপালে জুটে LMAF,আপনাদের সন্তানদের জন্য জুটে ফ্লোর।

সিস্টেমের গোড়ায় হাত না দিয়ে ডাক্তারদের বিরুদ্ধে বিষোদগার করে মনের জ্বালা মিটাতে পারবেন কিন্তু কোনদিন বাংলাদেশের হেলথ সিস্টেমে আপনি মানুষ হিসেবে বিবেচিত হবেন না।
এর দায় কোন ডাক্তারের না,আপনারা যাদের জন্য গলা ফাটান, ভোট বাক্স দখল করেন, দিনের ভোট রাতে দেন,সব দায় তাদের।সাথে অনেক দায় আমলাদের।

যাদের দায়, তাদের টুটি চেপে যেদিন ধরতে পারবেন,
যেদিন আপনাদের এমপি মন্ত্রীদেরকে উপজেলা হেলথ কমপ্লেক্সে চিকিৎসা নিতে বাধ্য করতে পারবেন সেদিন বাংলাদেশের হেলথ সিস্টেমে আপনি মানুষ হিসেবে বিবেচিত হবেন,তার আগে নয়।
৽৽৽৽৽৽৽৽৽৽৽৽৽৽৽৽৽৽৽৽৽৽৽৽৽৽৽৽৽৽৽৽৽৽৽৽৽৽৽
(মালদ্বীপে কর্মরত একজন বাংলাদেশি চিকিৎসক এর লেখা)

16/08/2025

সকলেই ডাক্তারদের কি করা উচিৎ সেটা নিয়ে উপদেশ দিতে পারেন; কিন্তু কেন ৫০ বেডের জায়গায় ফ্লোরে রেখে এক্সট্রা ২০০-৩০০ রোগীর চিকিৎসা দিতে হয়, সে বিষয়ে কিছু বলতে পারেন না।

সরকার হার্টের স্টেন্ট (রিং) এর মূল্য পুন:নির্ধারণ করেছেন।কোনো কোম্পানি যেন বেশি টাকা নিতে না পারে তাই মূল্য তালিকাটি সং...
04/08/2025

সরকার হার্টের স্টেন্ট (রিং) এর মূল্য পুন:নির্ধারণ করেছেন।

কোনো কোম্পানি যেন বেশি টাকা নিতে না পারে তাই মূল্য তালিকাটি সংরক্ষণ করুন ও শেয়ার করুন।

উল্লেখ্য এটা শুধু রিংয়ের মূল্য। রিং পরাতে আনুষঙ্গিক আরো কিছু খরচ হয় যা রোগীকে বহন করতে হয়।

Address

Alamgir Kohinur Mahal (Beside Alampur Union Complex). Village: Shuhaly, P. O: Shibpur, Upazilla: Khetlal Dist: Joypurhat
Joypurhat

Telephone

+8801723213373

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Mizanur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Md. Mizanur Rahman:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category