News & Fun

News & Fun Breaking news from newspaper. প্রতিদিনের চাকরির খবর পেতে ভিজিট করুন।

03/11/2024

03/11/2024

Kaler Kantho Kalbela Samakal Daily Ittefaq Daily Mail

03/11/2024

𝗕𝗔𝗟- 𝗧𝗼𝗿𝘁𝘂𝗿𝗲 𝗖𝗲𝗹𝗹

Kaler Kantho
Kalbela
Samakal

𝗕𝗿𝗲𝗮𝗸𝗶𝗻𝗴 𝗡𝗲𝘄𝘀লেবাননে ইসরায়েলের বিমান হামলায় বাংলাদেশি নিহতলেবাননে ইসরায়ে‌লি বিমান হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছে...
03/11/2024

𝗕𝗿𝗲𝗮𝗸𝗶𝗻𝗴 𝗡𝗲𝘄𝘀
লেবাননে ইসরায়েলের বিমান হামলায় বাংলাদেশি নিহত

লেবাননে ইসরায়ে‌লি বিমান হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (২ নভেম্বর) স্থানীয় সময় বিকালে একটি আবাসিক ভবনে সতর্কবার্তা ছাড়াই ইসরায়েল হামলা চালালে তার মৃত্যু হয়।

নিহত ওই প্রবাসীর নাম মোহাম্মদ নিজাম উদ্দিন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খরেরা এলাকার মোহাম্মদ আবদুল কুদ্দুসের ছেলে।

লেবাননের স্থানীয় সময় শনিবার (২ নভেম্বর) রাতে বৈরুতের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সূত্রে জানা গেছে, শনিবার বিকালে বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে বিমান হামলা শিকার হয়ে ঘটনাস্থলেই নিজাম নিহত হন। বর্তমানে তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে আছে। নিজাম ১২ বছর আগে জীবিকার সন্ধানে লেবাননে গিয়েছিলেন।

তার মরদেহ দেশে ফেরত আনার চেষ্টা চলছে।

লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান মোহাম্মদ নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Kaler Kantho - https://www.kalerkantho.com/online/national/2024/11/03/1442149

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিবেন যেভাবেকরদাতাদের দুর্দশা লাঘব ও দুর্নীতিমুক্ত পরিবেশ গড়তে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। বাস্...
03/11/2024

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিবেন যেভাবে

করদাতাদের দুর্দশা লাঘব ও দুর্নীতিমুক্ত পরিবেশ গড়তে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। বাস্তবে তেমন কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি। তবে এবার করদাতাদের জন্য সুখবর নিয়ে এসেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি সবার জন্য অনলাইনে রিটার্ন জমার সেবা উন্মুক্ত করেছে।
সেই সঙ্গে করদাতাদের উৎসাহিত করা হচ্ছে অনলাইনে রিটার্ন দিতে। এখন যেকোনো করদাতা চাইলে অনলাইনে নিবন্ধন নিয়ে ঘরে বসেই তার আয়-ব্যয়ের তথ্য জানিয়ে এ বছরের আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।
প্রতিবছর ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ব্যক্তিশ্রেণির করদাতারা আয়কর রিটার্ন জমা দিতে পারেন। গত ৯ সেপ্টেম্বর ২০২৪-২৫ করবর্ষের রিটার্ন দাখিলের জন্য ই-রিটার্ন ব্যবস্থা চালু করে এনবিআর।
এ বিষয়ে এনবিআরের স্লোগান হচ্ছে, ‘না দাঁড়িয়ে লাইনে, রিটার্ন দিন অনলাইনে’।
ই-রিটার্নে করদাতাদের আগ্রহও তুঙ্গে। এনবিআর সূত্র জানায়, গত সপ্তাহে অনলাইনে রিটার্ন জমা এক লাখ ছাড়িয়ে গেছে। সংস্থাটি আশা করছে, চলতি অর্থবছরে অনলাইনে অন্তত ১৫ লাখ রিটার্ন জমা পড়বে।
তবে অনেকেই আবার ই-রিটার্ন জমা দেওয়ার আগে কী করতে হবে তা নিয়ে দোটানায় আছেন। ই-রিটার্ন দিতে হলে www.etaxnbr.gov.bd/ ঠিকানায় গিয়ে প্রথমে করদাতাকে নিবন্ধন নিতে হবে। নিবন্ধন নিতে করদাতার নিজের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ও বায়োমেট্রিক করা মোবাইল নম্বর লাগবে। এ দুটি দিয়ে নিবন্ধন করে অনলাইনে রিটার্ন জমা দেওয়া যাবে।
ম্যানুয়াল পদ্ধতিতে বিভিন্ন ধরনের কাগজ জমা দিতে হলেও ই-রিটার্ন জমায় কোনো ফাইল সংযুক্ত করতে হবে না।
শুধু ওই সব দলিলের তথ্য দিলেই হবে। এর আগে গত সপ্তাহে কয়েকটি খাতের পেশাজীবীদের অনলাইনে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। যেমন—চার সিটি করপোরেশনে অবস্থিত সরকারি কর্মচারী, সারা দেশের তফসিলি ব্যাংকের কর্মকর্তা, মোবাইল প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং ইউনিলিভার বাংলাদেশ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ম্যারিকো, বার্জার পেইন্টস, বাটা শু কম্পানি ও নেসলের কর্মীরা।
কোনো করদাতা অনলাইনে নিবন্ধন ও রিটার্ন জমা দিতে কোনো সমস্যায় পড়লে এনবিআরের কল সেন্টারের সহায়তা নিতে পারেন। এসংক্রান্ত কল সেন্টার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু আছে। কল সেন্টারের নম্বর ০৯৬৪৩৭১৭১৭১। কল সেন্টারে ফোন করলে একজন কর কর্মকর্তা আপনার সমস্যার সমাধান করে দেবেন।
তবে মাঝেমধ্যে অনলাইন সিস্টেমে প্রবেশে সমস্যার অভিযোগ পাওয়া যাচ্ছে। অবশ্য আয়কর কর্মকর্তারা বলেছেন, একসঙ্গে বিপুলসংখ্যক করদাতা অনলাইনে ঢোকার কারণে সমস্যা হচ্ছে, তবে তা সাময়িক।
অনলাইনে রিটার্ন তৈরি ও জমা দেওয়া যাবে; আবার কর পরিশোধও করা যাবে। ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যেকোনো করদাতা রিটার্ন জমার পাশাপাশি কর পরিশোধ করতে পারবেন। এ ছাড়া একই অনলাইন ব্যবস্থা থেকে দাখিল করা রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন করদাতা।
এর আগেও অনলাইনে রিটার্ন জমার ব্যবস্থা করেছিল এনবিআর। তখন কিন্তু করদাতাদের তেমন একটা উৎসাহ দেখা যায়নি। ২০১৬ সালে ৫১ কোটি টাকা খরচ করে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার ব্যবস্থাটি চালু করা হয়েছিল, যা চার বছর চালু থাকে। ওই চার বছরের প্রতিবারই মাত্র পাঁচ-ছয় হাজার করদাতা বার্ষিক রিটার্ন জমা দিতেন। সে জন্য ২০১৯ সালে ওই সিস্টেম বন্ধ করে দেয় এনবিআর। পরে ২০২০ সালের নভেম্বর মাসে এনবিআরের আয়কর বিভাগের একটি বিশেষ দল মাত্র দুই কোটি টাকা খরচ করে নতুন অনলাইন ব্যবস্থা চালু করে। গত ২০২৩-২৪ অর্থবছরে দুই লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন জমা দেন।
কোনো করদাতার বার্ষিক আয় পাঁচ লাখ টাকার কম হলে এক পাতার রিটার্ন ফরম পূরণ করলেই চলবে। এক পাতার ফরমে সব মিলিয়ে ১৬ ধরনের তথ্য দিতে হবে। এগুলো হলো করদাতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর (এনআইডি), কর শনাক্তকরণ নম্বর (টিআইএন), সার্কেল, কর অঞ্চল, করবর্ষ, আবাসিক মর্যাদা, মোবাইল নম্বরসহ যোগাযোগের ঠিকানা, আয়ের উৎস, মোট পরিসম্পদ, মোট আয়, আরোপযোগ্য কর, কর রেয়াত, প্রদেয় কর, উৎস কর কাটার পরিমাণ (যদি থাকে), এই রিটার্নের সঙ্গে প্রদত্ত কর, জীবনযাপনের ব্যয়।
রিটার্ন জমার সময় প্রমাণপত্র হিসেবে কিছু কাগজপত্র লাগবে। তার মধ্যে অন্যতম হলো বেতন খাতের আয়ের দলিল, সিকিউরিটিজের ওপর সুদ আয়ের সনদ, ভাড়ার চুক্তিপত্র, পৌরকরের রসিদ, বন্ধকি ঋণের সুদের সনদ, মূলধনী সম্পদের বিক্রয় কিংবা ক্রয়মূল্যের চুক্তিপত্র ও রসিদ, মূলধনী ব্যয়ের আনুষঙ্গিক প্রমাণপত্র, শেয়ারের লভ্যাংশ পাওয়ার ডিভিডেন্ড ওয়ারেন্ট, সুদের ওপর উৎস কর কাটার সার্টিফিকেট।
বর্তমানে সরকারি-বেসরকারি ৪৭টি সেবা পেতে এখন আয়কর রিটার্ন জমার রসিদ লাগে। তাই এসব সেবা পাওয়ার চিন্তাভাবনা বা সম্ভাবনা থাকলে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে। এ ছাড়া বিনিয়োগ করে কর রেয়াতের সুযোগও নিতে পারেন করদাতারা।

কালের কণ্ঠ- https://www.kalerkantho.com/online/business/2024/11/03/1442161
Kaler Kantho

𝗝𝗼𝗯 𝗡𝗲𝘄𝘀𝟬𝟭 𝗡𝗼𝘃𝗲𝗺𝗯𝗲𝗿 𝟮𝟬𝟮𝟰
03/11/2024

𝗝𝗼𝗯 𝗡𝗲𝘄𝘀
𝟬𝟭 𝗡𝗼𝘃𝗲𝗺𝗯𝗲𝗿 𝟮𝟬𝟮𝟰

02/11/2024

😂😂 𝗙𝗨𝗡😂😂

House of Fun - Slot Machines & Fun

সংখ্যালঘু ইস্যুতে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র পাকানো হচ্ছে𝗕𝗿𝗲𝗮𝗸𝗶𝗻𝗴 𝗡𝗲𝘄𝘀হাসান আল মাহমুদনেত্রনিউজ সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে এক ...
02/11/2024

সংখ্যালঘু ইস্যুতে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র পাকানো হচ্ছে
𝗕𝗿𝗲𝗮𝗸𝗶𝗻𝗴 𝗡𝗲𝘄𝘀

হাসান আল মাহমুদ
নেত্রনিউজ
সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে এক ভয়ংকর ষড়যন্ত্র পাকানো হচ্ছে। বিজেপিপন্থী উগ্র হিন্দু, আওয়ামীপন্থী হিন্দু ও হিন্দু-খ্রিস্টান ঐক্য পরিষদ সম্মিলিতভাবে এই ষড়যন্ত্রে অংশ নিয়েছে। অবশ্যই ভারতের পৃষ্ঠপোষকতা রয়েছে এখানে। ঐক্য পরিষদ দাবি করেছে, ৫ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত সামপ্রদায়িক আক্রমণ চালিয়ে ৯ জন হিন্দুকে হত্যা করা হয়েছে। সারা পৃথিবীতে এ দাবি ছড়িয়ে দেয়া হয়েছে।
এদিকে ইন্ডিয়ার রাবিশ মিডিয়ার বাইরেও আন্তর্জাতিক মিডিয়ায় বার বার এ দাবি উচ্চারিত হয়েছে। নিউইয়র্কে বিলবোর্ড টানিয়ে প্রচার করা হয়েছে, বাংলাদেশে হিন্দু জেনোসাইড চলছে। লবিস্ট নিয়োগ করা হয়েছে, ট্রাম্পকে দিয়ে টুইট করানো হয়েছে।
এখন নেত্র নিউজের অনুসন্ধানে দেখা যাচ্ছে, একটা ঘটনাও সামপ্রদায়িক আক্রমণের ছিলো না। সবগুলোই ছিলোই রাজনৈতিক এবং বেশ কয়েকজন আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং অতীতে মানুষকে নিপীড়ন করেছেন।
৫ আগস্টের পর বাংলাদেশের মোসলমানরা বুক পেতে হিন্দুদের রক্ষা করেছে। যেভাবে সবাই এগিয়ে এসেছে সেটা ছিলো অভূতপূর্ব। গত এক দশকে এবার সবচেয়ে কম ঝামেলাপূর্ণ দুর্গা পূজা উদযাপিত হয়েছে। তবু উগ্র ও আওয়ামী হিন্দুদের এই ধরনের প্রচারণা এবং প্রগতিশীল হিন্দুদের চুপ থাকা বাংলাদেশ হিন্দু-মুসলিমের আস্থা-বিশ্বাসকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।
বিজেপির সাথে যোগাযোগ রক্ষাকারী হিন্দুরা আসলে বাংলাদেশকে ধারণ করে না৷ তারা অখন্ড ভারতের স্বপ্নে বিভোর। বাংলাদেশপন্থী হিন্দুদের উচিত এদের ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়ানো এবং হিন্দু-মুসলিম আস্থাকে দৃঢ় করার জন্য কাজ করা।

News link: https://dailyinqilab.com/national/news/699935

Address

Dhaka
Joypurhat
1000

Telephone

+8801738209714

Website

Alerts

Be the first to know and let us send you an email when News & Fun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to News & Fun:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram