Bangladeshi Drugs Reviewer

Bangladeshi Drugs Reviewer "সকল ধরনের দেশি-বিদেশি ঔষধের সঠিক ব্যবহার জানতে অবশ্যই আমাদের পেইজটিকে লাইক, শেয়ার ও ফলো করে রাখুন"

Bangladeshi, chinese, Thai and Hotel and Restaurant style cooking recipes by Rosni Any

💊Vergon TabletProchlorperazine➡️➡️➡️ নির্দেশনা/ কার্যকারিতাঃপ্রোক্লোরপেরাজিন মেলিয়েট নিম্নোক্ত উপসর্গে নির্দেশিতঃ✅রেডিয়...
08/10/2025

💊Vergon Tablet
Prochlorperazine

➡️➡️➡️ নির্দেশনা/ কার্যকারিতাঃ
প্রোক্লোরপেরাজিন মেলিয়েট নিম্নোক্ত উপসর্গে নির্দেশিতঃ
✅রেডিয়েশন থেরাপি, ক্যান্সার কেমোথেরাপি, শল্য চিকিৎসা এবং অন্যান্য অবস্থাজনিত তীব্র বমিবমিভাব এবং বমি নিয়ন্ত্রণের জন্য।
✅মাথাঘোরা, মেনিয়ার্স রোগ এবং অন্যান্য কানের সমস্যার জন্য।
✅মানসিক অসুস্থতা যেমন- সিজোফ্রেনিয়া
✅তীব্র মানসিক বৈকল্য
✅সাধারণ উদ্বেগ।
✅বমি অথবা বমি বমিভাব নিরাময়ে।

➡️➡️➡️ মাত্রা ও সেবনবিধিঃ
বমিরোধকঃ
✅শিশু (২ বছর অথবা ১০ কেজি ওজনের নিচে বাচ্চাদের জন্য নির্দেশিত নয়):
১০-১৪ কেজি: ২.৫ মি.গ্রা. দৈনিক ১-২ বার যতটুকু প্রয়োজন, সর্বোচ্চ দৈনিক ৭.৫ মি.গ্রা.।

১৫-১৮ কেজি: ২.৫ মি.গ্রা. দৈনিক ২-৩ বার যতটুকু প্রয়োজন, সর্বোচ্চ দৈনিক ১০ মি.গ্রা.।

১৯-৩৯ কেজি: ২.৫ মি.গ্রা. দৈনিক ৩ বার অথবা ৫
মি.গ্রা. দৈনিক ২ বার যতটুকু প্রয়োজন, সর্বোচ্চ দৈনিক দৈনিক ১৫ মি.গ্রা.।

প্রাপ্ত বয়স্ক: ৫-১০ মি.গ্রা. দৈনিক ৩-৪ বার, সর্বোচ্চ দৈনিক ৪০ মিগ্রা।

✅মানসিক চিকিৎসায়ঃ
শিশু: (২ বছর অথবা ১০ কেজি ওজনের নিচে বাচ্চাদের জন্য নির্দেশিত নয়):
২-১২ বছর: ২.৫ মি.গ্রা. দৈনিক ২-৩ বার

দৈনিক সর্বোচ্চ ২০ মি.গ্রা. (২-৫ বছর বয়সী বাচ্চাদের) এবং ২৫ মি.গ্রা. (৬-১২ বছর বয়সী বাচ্চাদের)

প্রাপ্ত বয়স্ক: ৫-১০ মি.গ্রা. দৈনিক ৩-৪ বার; মারাত্মক ক্ষেত্রে

দৈনিক সর্বোচ্চ ১৫০ মি.গ্রা. প্রয়োজন হতে পারে।

✅সাধারণ উদ্বেগঃ
প্রাপ্ত বয়স্ক: সাধারণ মাত্রা: দৈনিক ১৫-২০ মিগ্রা, বিভক্ত মাত্রায়। দৈনিক ২০ মি.গ্রা. এর বেশি অথবা ১২ সপ্তাহের বেশি চিকিৎসা চালিয়ে যাওয়া উচিত নয়।

বৃদ্ধ: প্রাথমিক মাত্রা: ২.৫-৫ মি.গ্রা. দৈনিক ১-২ বার; প্রতি ৪-৭ দিন অন্তর, দৈনিক ২.৫-৫ মি.গ্রা. মাত্রা বৃদ্ধি করা যেতে পারে।

🗣️🗣️🗣️পার্শ্ব প্রতিক্রিয়াঃ
ঘুম ঘুম ভাব; চোয়াল, গলা, পিছনের পেশী সংকুচিত হওয়া; অস্বাভাবিক জিহ্বা, মুখমন্ডল নড়াচড়া; ধীর গতিতে কথা বলা অথবা কথা বলতে কষ্ট হওয়া, গিলতে কষ্ট হওয়া, অস্থিরতা, কাপুনি, এলোমেলো হাঁটা, চামড়ায় ফুসকুড়ি ওঠা, হলদেটে চোখ অথবা চামড়া।

➡️➡️➡️গর্ভাবস্থায় ও স্তন্যদানকালেঃ
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে প্রোক্লোরপেরাজিন ব্যবহারে ক্ষতিকর কোন প্রতিক্রিয়া জানা যায়নি।

❌❌সতর্কতাঃ
গাড়ি অথবা যন্ত্রপাতি চালনার সময় সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এলকোহল ব্যবহারে তীব্র ঘুম ঘুম ভাব দেখা দিতে পারে। এই ওষুধ সূর্যালোকের প্রতি প্রতিক্রিয়া বৃদ্ধি করতে পারে; তাই দীর্ঘ সময় সূর্যালোকে থাকা এড়িয়ে চলতে হবে কিংবা সূর্যালোক থেকে বাঁচার জন্য সানস্ক্রীন অথবা প্রয়োজনীয় কাপড় ব্যবহার করতে হবে। এই ওষুধ ব্যবহারে গরমে জ্ঞান হারানোর ঘটনা ঘটতে পারে।

➡️➡️➡️মাত্রাধিক্যতাঃ
গভীর ঘুম, কোমা, এক্সট্রা পাইরিরমিডাল সিম্পটম, অস্বাভাবিক পেশী নড়াচড়া এবং নিম্ন রক্তচাপ।

Bangladeshi Drugs Reviewer

Address

Mirpur/13
Kalabaga
1206

Alerts

Be the first to know and let us send you an email when Bangladeshi Drugs Reviewer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Bangladeshi Drugs Reviewer:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram