Allahr Dan Homeo Hall

Allahr Dan Homeo Hall আধুনিক হোমিওপ্যাথি চিকিৎসা কেন্দ্র

 #মস্তক_উপরে_শোণিতার্ব্বুদ(Cephalohaematoma)ইদানীং প্রায় বেবিই এরকম সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে। কারণঃ💠 সময় সময় "Caput Suc...
17/02/2025

#মস্তক_উপরে_শোণিতার্ব্বুদ
(Cephalohaematoma)

ইদানীং প্রায় বেবিই এরকম সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে।

কারণঃ

💠 সময় সময় "Caput Suceedeneum" এর নিকটবর্তী পেরিয়ষ্টিয়াম (periosteum) বা অস্থি-আবরক ঝিল্লীতলে শোণিত ক্ষরণ জনিত টিউমার হয়। ইহাকে "কিফালহিম্যাটোমা" (Cephalohaematoma) নামে অভিহিত করা হয়।

🔷 প্রসবের সময় শিশুর শিরত্বকস্থ তন্তু বিশেষভাবে আঘাত প্রাপ্ত হওয়ার তথায় রসোৎসৃজন হয়। ঐ স্থানের কোনও ধমনী (Blood vessel) বিচ্ছিন্ন হইয়াও (rupture) হইতে পারে। এজন্য এইরূপ অর্ব্বুদ (tumour) উৎপন্ন হয়।

🔷 প্রথম পোয়াতীর শিশুদিগেরই এইরূপ বেশী হয় কারণ প্রসবদ্বারের সঙ্কীর্ণতাহেতুই এইরূপ ব্যাপার ঘটিয়া থাকে। প্রথমতঃ এই টিউমার নূ্ন্যাধিক টানভাব যুক্ত থাকে এবং 'তপ্ তপ্" করে (fluctuate) উহার মধ্যে জলবৎ পদার্থ থাকার জন্য।
দুই অঙ্গুলি উক্ত টিউমারের উপর সংস্থাপন পূর্ব্বক উহাদের অন্ততর অঙ্গুলি দ্বারা ধীরে ধীরে টিউমারটি টিপিলে অপর অঙ্গুলি তলে তরল পদার্থ সঞ্চয় হেতু তরঙ্গ অনুভূত হয়। ক্রমশঃ রক্ত চাপ বাধিয়া যাওয়ার জন্য উক্ত টিউমারের পরিধি অস্থিবত কঠিন হয় এবং মধ্যস্থলে একটা "depression” অর্থাৎ ডোব মতন অংশ পাওয়া যায়; সুতরাং এই অবস্থায় হঠাৎ দেখিলে বোধ হয় যেন মাথার কোন একখানি হাড় ছেঁদা হইয়া গিয়াছে।

চিকিৎসা ;

কিফ্যাল হিম্যাটোয়া হইলে উহা পাকিবার উপক্রম না করিলে আর্নিকা কিম্বা হ্যামামেলিসের মূল অরিষ্ট বাহ্য প্রয়োগ করিলেই যথেষ্ট হইবে। শক্ত রকমের হিম্যাটোমায় ক্যাল্কেরিয়া ফ্লোরিকা ৬x চূর্ণ (জার্মানি) ২ টি টেবলেট একটু গরম পানিতে মিশিয়া সকালে বিকালে উপকার হবে ইংশা আল্লাহ।

এরকম গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে পেজটি লাইক দিয়ে সাথেই থাকুন

Allahr Dan Homeo Hall

12/02/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! MD Shamsur Rahman Qasemi, Md Hridoy Sikdar, Mohammad Fari...
05/02/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! MD Shamsur Rahman Qasemi, Md Hridoy Sikdar, Mohammad Faridul Islam, Masud Shikdar, Omar Ali

গত রবিবার ভোর সাড়ে ছটায় মোটরসাইকেল এক্সিডেন্টে হাতের অবস্থা  হয়েছিল।আলহামদুলিল্লাহ্‌ আজ অনেকটা ভালো
04/02/2025

গত রবিবার ভোর সাড়ে ছটায় মোটরসাইকেল এক্সিডেন্টে হাতের অবস্থা হয়েছিল।
আলহামদুলিল্লাহ্‌ আজ অনেকটা ভালো

  ( সাইকো নিউরোসিস বা উদ্বেগঘটিত মানসিক ব্যধি)Psycho Neurosis এক ধরনের মানসিক পীড়া। এই পীড়ায় রোগী তার অবস্থা জানে এবং বো...
01/02/2025



( সাইকো নিউরোসিস বা উদ্বেগঘটিত মানসিক ব্যধি)

Psycho Neurosis এক ধরনের মানসিক পীড়া। এই পীড়ায় রোগী তার অবস্থা জানে এবং বোঝে। কোন অস্বস্তিকর ঘটনার আশংকার ফলে অন্তরের উদ্বেগ ঘটে এবং তাহার বাহ্যিক প্রকাশ স্বরুপ পেশী দৃঢ় হইয়া, ঘাম ঝাঁকুনি দেখা দেয়, হাত পা কাপে, হৃদঘাতের স্পন্দন বৃদ্ধি পায়। যদিও ইহা সাময়িক পীড়া, ইহাকে একধরণের Psycho Neurosis বলে।

#কারণ : -

১) জন্মগতভাবে অনেকের এই পীড়া হইতে পারে। পূর্বপুরুষদের মধ্যে এই মানসিক পীড়া থাকিলে পরবর্তী বংশধরের মধ্যেও দেখা যাইতে পারে।

২) প্রতিকূল পরিবেশে লালিত শিশুর সুস্থ মানসিকতা না গড়িয়া উঠার ফলে শিশু উদ্বেগ ও উৎকণ্ঠাযুক্ত মানসিকতা নিয়া গড়িয়া উঠে এবং সামান্য মানসিক আঘাতেই পীড়া লক্ষণ প্রকাশ পায় ।

৩) সাময়িক উত্তেজনা, দুশ্চিন্তা, অবসাদ, হতাশা, শোক, হঠাৎ সাময়িক আঘাত প্রভৃতি কারণে পীড়া হইতে পারে ।

৪) পরীক্ষায় অকৃতকার্য হওয়া. প্রেমঘটিত ব্যর্থতা, বেকারত্ব প্রভৃতি কারণে ।

৫) বাল্যকালে কোনও অতৃপ্তি বা মানসিক আঘাত হইতে পরবর্তী জীবনে এই পীড়া সৃষ্টি হইতে পারে ।

৬) যে সকল শিশু শান্ত গৃহ পরিবেশ পায় না বা স্নেহ-ভালবাসা পায় না, তাহাদের জীবনেও পরে এই অবস্থা সৃষ্টি হইতে পারে ।

৭) স্নায়বিক দুর্বলতা অধিক হওয়ার কারণে।।

#সাইকোনিউরোসিসের_লক্ষণাবলী:

১) অহেতুক ভয়, অমঙ্গলের আশংকায় রোগী কোথাও যাইতে ভীত হয় কাজকর্মে অনিচ্ছা, উৎকণ্ঠা ও উদ্বেগ। যানবাহনে চড়িলে আতঙ্কিত হইয়া উঠে।
২) মানসিক অস্থিরতা, কোন কাজে মনস্থির করিতে পারে না। সামান্য কারণে উত্তেজিত হয়। মনে হয় সে পাগল হইয়া যাইবে। অথবা আত্মহত্যা করিবে। প্রকৃত পক্ষে কিছুই করে না। ৩) ক্রমাগত উৎকণ্ঠায় কর্মোদ্যম ও অধ্যবসায় নষ্ট হয়।

৪) সব সময় একটা আতঙ্ক বা ভয় অথবা রাগের ভাব বা যে সব রোগ নাই। সেই সব রোগ হইয়াছে মনে করা ভাব দেখা দেয়।
৫) রোগী সব সময় নির্জন স্থানে একা থাকিতে ভালবাসে। কোন বিষয়েই
পড়াশোনা, কাজকর্ম, প্রভৃতিতে মনসংযোগ করিতে পারে না। কর্মে অনাসক্তি দেখা

দেয়।

৬) রোগী ক্রমাগত হাত মোচড়াইতে থাকে, কাপড়ে পাক দিতে থাকে, দেহের পেশীগুলি শক্ত হইয়া উঠে, আঙ্গুলে মৃদু ধরণের কম্পন দেখা দেয়।

৭) নাড়ীর গতি বৃদ্ধি পায়, শ্বাস-প্রশ্বাসের গতি বাড়ে। ঘনঘন মলমূত্র ত্যাগ করিতে চায়। মাঝে মাঝে শিরঃপীড়া দেখা দেয়। বমি ভাব হয়। পেট ফাঁপে ও মাথাঘোরা দেখা দেয়, ক্ষুধামান্দ্য, অম্ল প্রভৃতি দেখা দেয়। দেহের ওজন কমিতে থাকে, বেশী ঘুম হয় না, সহজেই ঘুম ভাঙিয়া যায়।

⏩ সাইকোনিউরোসিসের চিকিৎসা ও ব্যবস্থাপনা

#ব্যবস্থাপনা :
রোগীকে এমনভাবে বুঝাইতে হইবে যে তাহার কোন রোগ নাই। গান বাজনা, খেলাধূলা, আনন্দ প্রভৃতির দিকে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করিতে হইবে। পূর্ণ বিশ্রাম এবং কিছু দিনের জন্য রোগীকে চেঞ্জে পাঠাইলে ভাল হয়।

হালকা পুষ্টিকর আহার, মাছ, ডিম, শাক শব্জী, কলা, আপেল, টমেটো প্রভৃতি খাদ্য উপকারী।

এই রোগের চিকিৎসা হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা আরোগ্য করা সহজ।

১) একোনাইট 6 -
মানসিক উদ্বেগ, অত্যন্ত ভয়, মৃত্যু ভয়, রোগী মনে করে যে অবশ্যই মরিবে। জনসভার ভয়, রাস্তা অতিক্রম করিতে ভয়। অস্থিরতা বেশী, এপাশ ওপাশ করে, চমকাইয়া উঠে। পরিবর্তনশীল মন-এই হাসি, এই কারা। পাগল হইয়া যাওয়ার ভয়, রোগী মনে করে যে যাহা কিছু করিতেছে, স্বপ্নাবিষ্ট হইয়া করিতেছে।

২) এ্যাগ্রিলিয়া 6
নৈরাশ্য ও জীবনে বিতৃষ্ণা, জীবনের প্রতি মমতাশূণ্য। অপ্রিয় বিষয় লইয়া চিন্তা করে। অতিশয় বিষাদ এবং বিষণ্নতার পরই মানসিক উত্তেজনা। একাকী থাকিতে চায়, লোক সঙ্গে ভয়। রোগী অত্যন্ত লাজুক প্রকৃতির। গান বাজনা শ্রবণে মাথায় রক্ত উঠে। কল্পনায় অঙ্গ প্রত্যঙ্গহীন অদ্ভূত বিকৃত দর্শন দেহধারীদেখে। রাতে ঘুম হয় না। কি কারণে হয় না তাহা বুঝে না। রোগী মনে করে সে পাগল হইয়া যাইবে। এই ভয়ে ভীত হয়।

৩) এনাকার্ডিয়াম 30c
- মস্তিষ্কের অবসন্নতা ও স্মৃতিলোপ। কোন কিছুতেই মনোযোগ দেওয়া সম্ভব নয়। রাত্রির প্রথমার্ধে কল্পনা শক্তি অতি বৃদ্ধি ও উত্তেজনা, ধীরে ধীরে চিন্তা শক্তি কমিয়া যায়। রোগী মনে করে তাহার দুইটি ইচ্ছা শক্তি আছে। কোন বিষয়ে বদ্ধমূল ধারণা। চলিতে মনে হয় কেউ পিছনে হাঁটিতেছে। সব বিষয়ের মন্দ দিকটা ভাবে। মনে করে পৃথিবীর সকলের সঙ্গ হইতে বিচ্যুত হইয়াছে। নিজেকে সকল কাজের অনুপযুক্ত মনে করে। শপথ করার ও অভিশাপ দেওয়ার দুর্দমনীয় প্রবৃত্তি।

৪) আর্সেনিক 6
- অস্থিরতা ও মানসিক উদ্বেগ। মৃত্যু ভয়, একা থাকিতে ভয়। উদ্বেগ ও অস্থিরতায় দুপুর রাতে শয্যা হইতে উঠিয়া যাইতে হয়। কোথাও শান্তি পায় না। মাথায় গোলমাল, বিষণ্ন ও ক্রন্দনশীল। কাহারও সাথে দেখা করিতে চায় না, মনে করে অতীতে তাহাকে মনে আঘাত দিয়াছে। মুঠা মুঠা কাল্পনিক ছারপোকা বা মশা ছুড়িয়া ফেলিতে থাকে। অলীক গন্ধ পায়, আত্মহত্যার প্রবৃত্তি।

৫) অরাম মেট 30c
জীবনের উপর বিতৃষ্ণা, আত্মহত্যার চিন্তা করে, মরণ চেষ্টা। মৃত্যু ভয়ও যথেষ্ট, মানসিক বিকৃতি, লোকসঙ্গে ভয়। কোন কাজ তাড়াতাড়ি করিতে পারে না। ধর্মোন্মত্ততা ও সদা প্রার্থনারত। কল্পনার দেওয়ালে কুকুর বা একটি হাত দেখে। প্রশ্নের পর পশ্ন করিয়া যায়, উত্তরের অপেক্ষা করে না। এই আনন্দময় পরক্ষণেই খিটখিটে ও ক্রুদ্ধ।

এই পীড়ায় লক্ষণানুসারে ব্যারাইটা কার্ব, আর্জেন্ট নাইট, এগারিকাস মাস্ক, একটিয়া রেসিমোসা, ক্যানাবিস ইন্ডিকা, টিউবারকুলিনাম, চায়না, হায়োসিয়ামস, ইগ্লেসিয়া, পালসেটিলা, প্রভৃতি ঔষধও ব্যবহৃত হয়।

31/01/2025

সবাই কে অসংখ্য ধন্যবাদ, যারা লাইক কমান্ট করে সহযোগীতা করেছেন ♥️

Nux Vomica 6
31/01/2025

Nux Vomica 6

হাম (Measles)শিশুদের সারা গায়ে একপ্রকার ঘামাচির ন্যায় পীড়কা প্রকাশ পায়, এটা ঠিক হাম নয়। দেখতে যদিও অনেকটা হামেরই মত কিন্...
30/01/2025

হাম (Measles)

শিশুদের সারা গায়ে একপ্রকার ঘামাচির ন্যায় পীড়কা প্রকাশ পায়, এটা ঠিক হাম নয়। দেখতে যদিও অনেকটা হামেরই মত কিন্তু পীড়কাগুলি হাম অপেক্ষাও অতি ক্ষুদ্র ক্ষুদ্র। এই প্রকার অবস্থাকে চলতি কথায় 'মাসিপিসি' বলে। এটা আসলে শিশুর জন্মগত সোরাদোষের বহিঃপ্রকাশ। এই রোগে সাধারনতঃ দুইটি উপসর্গ আসে, প্রথমতঃ পেটের গোলমাল, বুকে সর্দি বসে গিয়ে ব্রঙ্কাইটিস নিউমোনিয়া ইত্যাদি। সুতরাং সতর্কতার সঙ্গে চিকিৎসা ও ব্যবস্থা করতে হবে। যাতে একদম ঠান্ডা না লাগাতে পারে তার ব্যবস্থা করতে হবে। শিশু প্রস্রাব করলে তৎক্ষণাৎ বিছানা পাল্টে দিতে হবে। রোগ আরোগ্যের পর লক্ষনানুসারে একটি এন্টি সোরিক ওষুধ প্রয়োগ করতে হবে।

চিকিৎসা

Bryonia alb 30 শিশুর হামের সর্বাগ্রগন্য ও একটি নির্ভরযোগ্য ওষুধ। হাম হওয়ার প্রথমেই যদি রোজ একমাত্রা করে সন্ধ্যায় এই ওষুধটি দেওয়া যায় তবে ভালোভাবে ভেতরের হাম বেড়িয়ে যায়। দুই তিন দিন অপেক্ষা করেও যদি দেখা যায় হাম। ঠিকমত বেড়োয়নি তবে pulsatilla 30 অধিক উপযোগী। হাম কঠিন অবস্থা ধারন করলে Arsenic alb 30 দরকার হবে। হাম বসে গিয়ে খারাপ অবস্থা ঘটলে, দুর্গন্ধ উদরাময় অস্থিরতা, দিবা বা রাত্রি ১২টায় বৃদ্ধি ইত্যাদি লক্ষণে

এটি প্রযোজ্য, Morbilinum 30 এই রোগের একটি ভালো ওষুধ। এটি হামের প্রতিষেধক ও বটে। অন্য ওষুধ চলাকালীনও এটি মাঝে মাঝে প্রয়োগে রোগ নির্দোষরূপে অরোগ্য হয়।

হোমিওপ্যাথি একটি প্রাকৃতিক নীতিভিত্তিক চিকিৎসা পদ্ধতি। এর মূলকথা হলোঃ সুস্থাবস্থায় কোন ক্রুড (যা শক্তিকৃত নয়) ঔষধ স্থূল ...
30/01/2025

হোমিওপ্যাথি একটি প্রাকৃতিক নীতিভিত্তিক চিকিৎসা পদ্ধতি। এর মূলকথা হলোঃ সুস্থাবস্থায় কোন ক্রুড (যা শক্তিকৃত নয়) ঔষধ স্থূল মাত্রায় (অধিক পরিমাণে) সেবন করলে মানবদেহ ও মনে যে সব অসুস্থকর লক্ষণ (যা পূর্বে ছিল না) প্রকাশ পায়- অনুরূপ লক্ষণযুক্ত প্রাকৃতিক অসুস্থতায় উক্ত ঔষধের শক্তিকৃত সূক্ষমাত্রা প্রয়োগ করে সেই অসুস্থতা বা রোগ দূর করা।

এই নীতিটি বিজ্ঞানী নিউটনের গতির তৃতীয় সূত্রের সমানঃ প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।

এখানে ঔষধ রোগীর দেহে যে পরিমানে ক্রিয়া করে- জীবনী শক্তি দেহে অনুরূপ বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করে রোগকে তাড়ায়।

হোমিওপ্যাথিতে রোগ আরোগ্য নিম্নোক্ত নীতি অনুসারে করতে হয়ঃ

(১) সদৃশ্য বিধানে আরোগ্য সাধন।

(২) ক্রুড নয়, শক্তিকৃত ঔষধ প্রয়োগ।

(৩) একবারে একটিমাত্র ঔষধ প্রয়োগ করা।

(৪) অতি ক্ষুদ্র বা সূক্ষ্ম মাত্রায় ঔষধ প্রয়োগ।

(৫) রোগের নাম ধরে নয়, রোগীর লক্ষণসমষ্টি দিয়ে চিকিৎসা করা।

(৬) চিকিৎসা আংশিক নয় (অর্থাৎ কেবল বিশেষ অঙ্গের রোগ সারানো নয়), সমগ্রভাবে করা (অর্থাৎ দেহ-মানের সামগ্রিক কষ্টকর লক্ষণ দূর করা)।

আপনি কি দীর্ঘদিন যাবত অর্শ, ভগন্দর,পিত্তপাথর, কিডনি পাথর, মূত্রপাথর, জন্ডিস, কোমর ব্যাথা, সাইনোসাইটিস, টিউমার, আঁচিল, জর...
16/01/2024

আপনি কি দীর্ঘদিন যাবত অর্শ, ভগন্দর,পিত্তপাথর, কিডনি পাথর, মূত্রপাথর, জন্ডিস, কোমর ব্যাথা, সাইনোসাইটিস, টিউমার, আঁচিল, জরায়ুর টিউমার, স্তনের টিউমার , স্বপ্নদোষ, ধাতু দুর্বল্য/ধ্বজভঙ্গ, সাদাস্রাব, অনিয়মিত মাসিক, অতিরিক্ত মাসিক, বন্ধ্যাত্ব, চর্ম, এলার্জি ও সকল প্রকার যৌন রোগ সহ নতুন-পুরাতন এবং জটিল রোগের চিকিৎসা করে কোন ফল পাচ্ছেনা?
তাহলে আজই যোগাযোগ করুণ
ডাঃ মোঃ আইয়ুব আলী হাসান। D H M S (Dhaka)

Address

Chhatihati Bazaar
Kalihati

Opening Hours

Monday 09:00 - 06:00
Tuesday 09:00 - 21:12
Wednesday 09:00 - 21:12
Thursday 09:00 - 21:12
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801716706017

Website

Alerts

Be the first to know and let us send you an email when Allahr Dan Homeo Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category