ARISH Dental surgery

ARISH Dental surgery DENTAL CHAMBER

আসসালামু আলাইকুম। দাঁত আল্লাহ তায়ালার একটি অমূল্য নেয়ামত। আমাদের সবার দাঁতের যত্ন নেয়া অত্যন্ত জরুরি। দাঁত আপনার মুখের স...
07/06/2022

আসসালামু আলাইকুম। দাঁত আল্লাহ তায়ালার একটি অমূল্য নেয়ামত। আমাদের সবার দাঁতের যত্ন নেয়া অত্যন্ত জরুরি। দাঁত আপনার মুখের সৌন্দর্যের অনেকটাই বহন করে। তাই সময় থাকতে দাতের সঠিক যত্ন নিতে হবে। আর যাদের দাঁতে সমস্যা আছে তাদের জন্য আমরা নিয়ে এসেছি ডেন্টাল সার্ভিস । এখানে আপনারা পাবেন অনেক কম খরচে উন্নত মানের চিকিৎসা।

আমাদের সেবা সমূহঃ-
১) ফাঁকা দাঁতের দীর্ঘমেয়াদী চিকিৎসা (ব্রেস)
২) আঁকা বাঁকা উচু দাঁতের চিকিৎসা (ব্রেস)
৩) ভাঁঙা ও ক্ষয় হওয়া সামনের দাঁতের চিকিৎসা
৪) দাঁতের গর্তের বিভিন্ন ফিলিং
০৫) রুট ক্যানেল. ক্যাপ এবং ব্রিজ।
০৬) আক্কেল দাঁত তোলা।
০৭) অন্যান্য দাত তোলা।
০৭) দাঁতের ব্যাথার চিকিৎসা।
০৯) দাঁত ক্লিন, দাঁতের দাঁগ দূর করা (স্কেলিং পলিশিং)
১০) (যাদের ১/২ বা ততোধিক ৭/৮ টা দাঁত নেই তাদের যন্য ডেন্টাল ব্রিজ।
১১) যাদের একটি দাঁতও নেই তাদের জন্য কমপ্লিট ডেনচার বা ফ্লেক্সিবল ডেনচার (আলগা দাত)

আপনি যে কোন চিকিৎসার খরচ ও বিস্তারিত জানতে সরাসরি ফোন করুন
যোগাযোগঃ 01941486950

আমাদের বৈশিষ্টঃ
১. শীতাতাপ নিয়ন্ত্রিত পরিবেশ।
২. সর্বাধুনিক ডেন্টাল ইন্সট্রুমেন্ট।
৩. দক্ষ, অভিজ্ঞ এবং আন্তরিক ডেন্টিস্ট দ্বারা পরিচালিত।
৪. সকল যন্ত্রপাতি অটোক্লেভে জীবাণুমুক্ত করে UV স্টোরে সংরক্ষণ করা হয়।
৫. ব্যাথামুক্ত ভাবে সকল চিকিৎসা করা হয়।

আরিশ ডেন্টাল সার্জারির পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র রমজান মাসের শুভেচ্ছা পবিত্র রমজান মাসে মুখ ও দাঁতের সুস্থতায় করণীয...
02/04/2022

আরিশ ডেন্টাল সার্জারির পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র রমজান মাসের শুভেচ্ছা

পবিত্র রমজান মাসে মুখ ও দাঁতের সুস্থতায় করণীয় ঃ-

রোজা পালনের অন্যতম সহায়ক সুস্থ থাকা। সচেতনতার অভাবে মুখগহ্বর এর অভ্যন্তরে নানা সমস্যা আমাদের রোজা পালনকে কঠিন করে তুলতে পারে। সুস্থ ভাবে রোজা পালনের জন্য আমরা কিছু নিয়ম মেনে চলতে পারি।

✔️ সারাদিন পানি পান না করার কারনে মুখে লালা নিঃসরণ কমে যাওয়ায় মুখ শুস্ক হয়ে পড়ে।এজন্য ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত প্রচুর তরল পান করতে হবে। বিশুদ্ধ পানি, লেবুর শরবত,মৌসুমী ফলের জুস এবং ইসবগুলের ভুসিজাতীয় তরল পান করতে হবে।

✔️ যাদের মুখ অতিরিক্ত শুস্ক হয়, তারা সাহরির পর দুটি এলাচ দানা চিবিয়ে খেতে পারেন।

✔️ মুখ পরিষ্কারের অবহেলা, মুখের শুষ্কতা, সারাদিন না খাওয়া ইত্যাদি নানা কারণে মুখের মধ্যকার জীবাণু সক্রিয় হয়ে ওঠে এবং দাঁতের মধ্যে আটকে থাকা খাবার পচে দুর্গন্ধ সৃষ্টি করে। এজন্য ইফতার ও সাহরির পর অন্তত দুই মিনিট নিয়ম অনুযায়ী দাঁত ও মুখ পরিষ্কার করতে হবে।সঙ্গে সাহিরি ও ইফতার এর পর ডেন্টাল ফ্লস ব্যবহার করা,দৈনিক অন্তত একবার অ্যালকোহলমুক্ত মাউথ ওয়াশ ব্যবহার, অজুর সময় ভালো মত কুলি করতে হবে।

✔️ ইফতারের সময় অনেক ভাজা-পোড়া খেয়ে থাকি।এতে এসিডিটির ফলে পেটের এসিড মুখে এসে দাঁত ক্ষয় করতে পারে। এজন্য আমাদের খাবারের তালিকা স্বাস্থ্যবান্ধব করতে হবে। পর্যাপ্ত তরল পানের পাশাপাশি খেজুর,মৌসুমী ফল,দুধ,ডিম,মুড়ি,ছোলা,চিড়া, পনির,ছোট মাছ,সামুদ্রিক মাছসহ আঁশযুক্ত খাবার খেতে হবে।

এরপরও মুখের কোনো সমস্যা হলে দাঁতের চিকিৎসকের পরামর্শ নিন।

সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন
আল্লাহ সবাইকে সঠিকভাবে ইবাদত করার তওফিক দান করুক

সোনামণির দাঁত ও মাড়ির যত্নে আপনিও কি এই ৫টি ভুল করেন?“শিশুদের হাসি পৃথিবীর সব ধন-সম্পদের চেয়েও দামি”                    ...
09/03/2022

সোনামণির দাঁত ও মাড়ির যত্নে আপনিও কি এই ৫টি ভুল করেন?

“শিশুদের হাসি পৃথিবীর সব ধন-সম্পদের চেয়েও দামি” – লিওনেল মেসি, ফুটবলার

পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য কোনগুলো এ নিয়ে আপনার আমার মাঝে দ্বিমত হতেই পারে। কিন্তু অন্তত দুটির ব্যাপারে আপনিও আমাদের সাথে একমত হবেন। একটি হল যখন বাচ্চাদের প্রথম দাঁত ওঠে তখন এক দাঁতের হাসি। আরেকটি হল যখন বাচ্চাদের প্রথম দাঁতটি পড়ে যায় তখন ফোকলা দাঁতের হাসি।

তবে এই একদাতের অথবা ফোকলা দাঁতের হাসিই তো আর সব নয়। আপনার বাবুর দাঁতের গঠন সুন্দর এবং সুস্থ হওয়াও চাই।

কিন্তু আমাদের, মানে বাবা-মায়ের খেয়ালের অভাবে অনেক বাচ্চাদেরই দাঁতের গড়ন সহ দাঁত ও মাড়ির বিভিন্ন সমস্যা দেখা দেয়। যেমন দাঁত আঁকা বাঁকা হয়ে ওঠা, দাঁতের ক্ষয় এবং মাড়ির ইনফেকশন ইত্যাদি।

এর ফলে আপনার সোনামানিক সারাজীবন তো ভোগেই, তার পাশাপাশি তার দাঁতের জন্য হাসিটাও কেমন মলিন হয়ে যায়।

তাই আমাদের আজকের এই আর্টিকেল এ জানাব কেন ছোটবেলা থেকেই কিছু বাচ্চাদের দাঁত ও মাড়ির সমস্যা দেখা দেয় এবং এগুলো প্রতিরোধ-প্রতিকারের উপায়গুলো।

(১) দাঁত ওঠার আগে থেকেই মাড়ির যত্ন না নেয়াঃ

জানি, হয়তো ভাবছেন দাঁত ওঠার আগেই মাড়ির যত্ন করার প্রয়োজন কি। হয়তো আপনি জানেন না, যে সব শিশুই গর্ভ থেকেই ১০ জোড়া দাঁত নিয়ে জন্মায়! এই দাঁতগুলো মাড়ির নিচে আড়াল থাকে মাত্র।

নবজাতকরা ১০ জোড়া দাঁত নিয়েই জন্ম নেয়, তবে

এগুলো তার মাড়ির নিচে আড়াল পড়ে থাকে।

নবজাতকদের মাড়ি নিয়মিত পরিষ্কার করা না হলে ইনফেকশন হতে পারে, এছাড়া মাড়িতে আঠালো প্লাক জমে যেতে পারে যা পরবর্তিতে দাঁত ওঠার পর তাকেও আক্রমণ করবে।

আপনার করনীয়ঃ

নিয়মিত বাবুর মাড়ি পরিষ্কার করুন, বিশেষত খাবার পর। নাহ! এর জন্য টুথপেস্ট বা ব্রাশ কিছুই লাগবেনা।পরিষ্কার নরম কাপড় ভিজিয়ে নিয়ে ওর মাড়ি আলতো করে ঘষে পরিষ্কার করে নিন। এতে করে আপনার বাবুর মাড়ি ভাল থাকার পাশাপাশি মুখ পরিস্কার করার অভ্যাসও গড়ে উঠবে।

(২) শিশুর দুধ-দাঁত ওঠার সময় থেকেই ব্রাশ শুরু না করা

‘এগুলো তো দুধ দাঁত, পড়েই যাবে। তাই এগুলো নষ্ট হলেও ক্ষতি নেই’ – এই ভুল ধারণাটি বেশিরভাগ মানুষের মধ্যেই আছে। শিশুর দুধ দাঁত হচ্ছে তার বড় দাঁত ওঠার জায়গা। আজকে দুধদাঁত ক্ষতিগ্রস্থ হলে পরবর্তীতে আসল দাঁত উঠতে অথবা ওঠার পরেও নানান ঝামেলা দেখা দেবে।

আপনার করনীয়ঃ

দুধদাঁত ওঠার সময় থেকেই আপনার বাবুর দাঁত ব্রাশ করানো শুরু করুন।দুবেলা ব্রাশ করানোর জন্য একটি নরম এবং ছোট ব্রাশ বেছে নিন। তবে ভুলেও বড়দের টুথপেস্ট ব্যবহার করবেন না। কারণ বড়দের খাবার অভ্যাস এর কারণে দাঁতে বেশি ময়লা-জীবাণু হয়, তাই বড়দের টুথপেস্ট এ পরিষ্কারক উপাদান বেশি মাত্রায় থাকে, যা বাচ্চাদের জন্য ভাল নয়। তাই ছোটদের দাঁতের জন্য বিশেষ ভাবে তৈরি টুথপেস্ট যেমন মেরিল বেবি জেল টুথপেস্ট ব্যবহার করুন। তবে যতদিন পর্যন্ত আপনার বাবু কুলি করা না শিখছে ততদিন পর্যন্ত এক-দুটি চালের দানা পরিমাণ পেস্ট নিয়ে বাবুকে ব্রাশ করান। আর প্রতিবার খাবার পর একটু পানি খাওয়ান, যাতে এমনিতেই কিছুটা পরিষ্কার হয়ে যায়।

(৩) শিশুকে খাওয়ানো অবস্থায় ঘুম পাড়িয়ে ফেলাঃ

অনেকেই শিশুকে বুকের দুধ অথবা ফিডার খাওয়ানো অবস্থায় ঘুম পাড়িয়ে ফেলেন। অথবা ঘুমন্ত অবস্থায় কেঁদে উঠলে তাকে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে ফেলেন। এতে করে মুখে জমে থাকা বুকের দুধ অথবা ইনফ্যান্ট ফর্মুলা ইত্যাদি জীবাণুর সংক্রমণ ঘটায়।

আপনার করনীয়ঃ

চেস্টা করুন বাবুকে প্যাসিফাইয়ার (চুষনি) অথবা পানির বোতল মুখে নিয়ে ঘুম পাড়াতে। আর ঘুমের মাঝে খাওয়ানো হলেও ওর মুখের ভেতরটা নরম কাপড় ভিজিয়ে পরিষ্কার করে ফেলুন।

(৪) সময়মতো দুধদাঁত না ফেলাঃ

নিজে থেকেই দুধদাঁত পড়ে গেছে এমন হয়না। বড় কাউকে সাহায্য করতে হয় বা বাচ্চা নিজেই হয়তো জিভ দিয়ে ঠেলে তুলে ফেলে। কিন্তু অনেক সময় দেখা যায় বাচ্চার দাঁত বেশ কদিন ধরেই নড়ছে কিন্তু পড়ছেনা। এ সময়ে কিন্তু তার দুধদাঁতের নিচে আসল দাঁত এসে গেছে, কিন্তু উঠতে পারছেনা। আপনি যদি দেরি করেন তাহলে নিচের দাঁতটি আঁকাবাঁকা হয়ে উঠবে যা আপনার শিশুর মুখের সৌন্দর্যের ক্ষতি করবে।

আপনার করনীয়ঃ

দাঁত নড়া শুরু হওয়া মাত্রই তা তুলে ফেলার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে ডেন্টিস্টের কাছে যান। আর যদি ইতিপূর্বেই এ সমস্যায় আপনার বাবুর দাঁত আঁকা বাঁকা হয়ে থাকে তাহলে ডেন্টিস্ট হয়তো পাশের কোনও দাঁত আগে থেকেই ফেলে দেবার পরামর্শ দিতে পারেন। এতে করে তার দাঁতের শেইপ ঠিক হয়ে আসবে।

(৫) সমস্যায় পড়ার আগে ডেন্টিস্টের কাছে না যাওয়াঃ

ব্যাথা না উঠলে কেউ ডেন্টিস্টের কাছে আসেনা। এই কথাটা আমার ডেন্টিস্ট আমাকে বলেছিলেন। কারণ অবহেলার কারণে আমার দু’টা দাঁত রুট ক্যানেল ট্রিটমেন্ট করাতে হয়েছে যা হয়তো আগে থেকে সাবধান হলে হতনা।

আপনার বাচ্চার ক্ষেত্রেও কি তাই চান? নিশ্চয়ই না।

আপনার করনীয়ঃ

তাহলে বছরে অন্তত একবার ডেন্টিস্টের সাথে এপয়েন্টমেন্ট করুন। শুরু করুন আপনার বাবুর বয়স একবছর হওয়া থেকেই। একজন ডেন্টিস্ট আপনার শিশুর দাঁতের ও মাড়ির অবস্থা বুঝে বিশেষ কোন পরামর্শ দিতে পারেন যা আমরা পারবনা।

সুস্থ সুন্দর হোক আপনার শিশুর দাঁত ও মাড়ি

বাচ্চার মুখের গড়ন এবং হাসির সৌন্দর্য নির্ভর করে সুস্থ সবল দাঁত ও মাড়ির ওপরে। এছাড়াও দাঁত ও মাড়ি সুস্থ না হলে আপনার বাচ্চা সারাজীবন নানা সমস্যায় ভুগবে।

অথচ দেখেন, আপনি একটু খেয়াল করলেই কিন্তু আপনার শিশু এই সমস্যা থেকে রেহাই পেতে পারে।

আপনার সন্তানের সবকিছুই তো আপনিই করে দেন। তাই ওর দাঁত ও মাড়ির যত্ন নেয়া শুরু করতে হবে আপনাকেই। করবেন তো?

মুখে দুর্গন্ধ (Halitosis)--------------------------------মুখে দুর্গন্ধ (Halitosis)- অত্যন্ত বিব্রতকর এক সমস্যা বটে। এটি ...
06/03/2022

মুখে দুর্গন্ধ (Halitosis)
--------------------------------
মুখে দুর্গন্ধ (Halitosis)- অত্যন্ত বিব্রতকর এক সমস্যা বটে। এটি ভুক্তভোগীর জন্যে যেমন পীড়াদায়ক, তেমনি তাঁর আশেপাশের মানুষের জন্যেও। অনেকেই অভিযোগ করেন যে, "দাঁত দুই বেলা ব্রাশ করি, নামী কোম্পানির টুথপেস্ট/মাউথওয়াশ ব্যবহার করি, তারপরেও মুখে দুর্গন্ধ!"

কিন্তু মুখের দুর্গন্ধ রোধে শুধু এটুকুই কি যথেষ্ট?

আসুন দেখে নিই মুখে দুর্গন্ধ সৃষ্টি হওয়ার কিছু সম্ভাব্য #কারণ:
🔸 মুখগহ্বরের পরিচ্ছন্নতায় ঘাটতি-
* প্রতিদিন দুই বেলা দাঁত ব্রাশ করতে অবহেলা,
* দাঁত ব্রাশ করা হয় ঠিকই, কিন্তু তা সঠিক পদ্ধতিতে নয়,
* প্রতিদিন জিহ্বা পরিস্কার না করা- মানুষের জিহ্বা স্বাভাবিক অবস্থায় পুরোপুরি মসৃণ হয় না, অনেকটা কার্পেটের মত হয়, যার ফাঁকে ফাঁকে দুর্গন্ধযুক্ত volatile sulphur compound উৎপন্নকারী ব্যাকটেরিয়া থাকতে পারে। তাই নিয়মিত জিহ্বা পরিষ্কার না করলে মুখে দুর্গন্ধ হওয়া মোটামুটি অবধারিত।
* মুখে ক্ষয়প্রাপ্ত বা ভাঙা দাঁত, আকাবাঁকা দন্তবিন্যাস, ত্রুটিযুক্ত restoration (filling), ত্রুটিযুক্ত fixed prosthesis (artificial crown, bridge) থাকা; fixed orthodontic appliance (braces) পরানো থাকলে খাবার খাওয়ার পর সেগুলো ভালভাবে পরিষ্কার না রাখা - এসব কারণে মুখগহ্বরে খাদ্যকণা আটকে থাকতে পারে।
🔸মুখগহ্বরের বিভিন্ন রোগ, যেমন- দাঁত ও মাড়ির মধ্যস্থলে calculus (পাথর) জমা হওয়া, periodontitis, acute necrotising ulcerative gingivitis, abscess, লালাগ্রন্থির সংক্রমণ, মুখে ঘা, মুখের ক্যান্সার প্রভৃতি।
🔸খাবার - কাঁচা পেঁয়াজ বা রসুন, ব্রকোলি, ফুলকপি, প্রোটিন সমৃদ্ধ খাবার (দুধ, পনির, মাছ) ইত্যাদি গ্রহণের পর সাময়িক দুর্গন্ধের সৃষ্টি হতে পারে।
🔸 মুখ শুষ্ক থাকা:
* মুখ দিয়ে শ্বাস-প্রশ্বাস নেওয়া,
* কফি, অ্যালকোহল গ্রহণ,
* ধূমপান,
* লালাগ্রন্থির বা শরীরের অন্যান্য রোগ,
* কিছু সুনির্দিষ্ট ঔষধের প্রভাবে মুখগহ্বর শুষ্ক হয়।
🔸 টনসিলোলিথ, ক্রনিক সাইনুসাইটিস, ব্রংকাইটিস, ফুসফুসের সংক্রমণ, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, অটোইমিউন রোগ, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, লিভার ফেইলিওর, রেনাল ফেইলিওর সহ বিভিন্ন রোগে মুখে অস্বাভাবিক গন্ধ পাওয়া যেতে পারে।

এসবের কোনওটি উপস্থিত থাকলে তা না সারিয়ে কেবল সুগন্ধিযুক্ত টুথপেস্ট, মাউথওয়াশ বা মাউথ ফ্রেশনার ব্যবহার করে কখনওই মুখের দুর্গন্ধ থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব না। বরং এদিকে সাময়িক সমাধানের পেছনে ছুটতে ছুটতে ওদিকে মূল সমস্যা গভীরে বিস্তৃত হওয়ার ঝুঁকি থাকে‼️

❓ কীভাবে মুখে দুর্গন্ধ সৃষ্টি হওয়া #রোধ করা যায়?
👉 প্রতিদিন সকালে নাশতা খাওয়ার পর এবং রাতে ঘুমানোর আগে "সঠিক পদ্ধতিতে" দাঁত ব্রাশ করা।
আমরা অনেকেই খুব তাড়াহুড়া করে দায়সারাভাবে দাঁত ব্রাশ করি। দাঁতের ভেতরের দিক (যেটি তালু বা জিহ্বার দিকে থাকে), মাড়ির কিনারা, ওপরের ও নিচের পাটির শেষ দাঁতের পেছন পর্যন্ত পরিষ্কার করা হচ্ছে কিনা, অতকিছু কয়জন খেয়াল করি?
অথচ এভাবে কিন্তু ব্রাশিংয়ের মূল উদ্দেশ্য সাধিত হয় না! দাঁত ব্রাশ করতে হবে অন্তত দুই মিনিট সময় নিয়ে এবং সে সময় উল্লেখিত দিকগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে।
👉 জিহ্বা পরিষ্কার করতে হবে প্রতিদিন।
👉 দুই দাঁতের মধ্যবর্তী অংশে যেখানে টুথব্রাশ পৌঁছায় না, সেখানে জমে থাকা ডেন্টাল প্লাক ও খাদ্যকণা দূর করতে ডেন্টাল ফ্লস ব্যবহার করতে হবে।
👉 খাবার খাওয়ার পর ভালভাবে মুখ কুলকুচি করতে হবে।
👉 প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা হচ্ছে কিনা তা লক্ষ্য রাখতে হবে।
👉 ধূমপান থেকে বিরত থাকা প্রয়োজন।
👉 ডিটারজেন্ট ফুড, যেমন শসা, গাজর, আখ, আপেল, নাশপাতি, সেলেরি, লেটুস প্রভৃতি দাঁতে আটকে থাকা খাদ্যকণা দূর করতে সহায়ক। এগুলো চিবিয়ে খেলে মুখ পরিস্কার থাকে, দুর্গন্ধ হ্রাস পায়।
👉 লবণ-হালকা গরম পানি দিয়ে মাঝেমধ্যে মুখ কুলকুচি ও গড়গড়া করা যেতে পারে।
👉 অন্তত ৬ মাস পর পর একজন ন্যুনতম BDS ডিগ্রিধারী BMDC কর্তৃক রেজিস্টার্ড মুখগহ্বর ও দন্ত চিকিৎসকের কাছে গিয়ে দাঁত ও মুখগহ্বরের চেক আপ করাতে হবে।

যদি ইতোমধ্যে মুখে দুর্গন্ধের সমস্যা দেখা দিয়ে থাকে, তাহলে নিকটস্থ রেজিস্টার্ড (বিডিএস) ডেন্টাল সার্জনকে দেখিয়ে, সমস্যার কারণ নির্ণয় করে, তা দূর করার ব্যবস্থা নিন। ফিরে পান হারানো আত্মবিশ্বাস, সামাজিক পরিমণ্ডল মুখরিত হোক আপনার সাবলীল বিচরণে।

আজকে ৬ই মার্চ World dentist day
সবাইকে world dentist day শুভেচ্ছা রইল 🥰

TOOTH SENSITIVITY🤔বাংলাদেশে প্রতি ৩ জনে ১ জন দাঁতের সেনসিটিভিটির সমস্যায় ভুগছেন!!!! :আপনার দাঁতে সেনসিটিভটি আছে কিনা জান...
11/02/2022

TOOTH SENSITIVITY🤔

বাংলাদেশে প্রতি ৩ জনে ১ জন দাঁতের সেনসিটিভিটির সমস্যায় ভুগছেন!!!! :

আপনার দাঁতে সেনসিটিভটি আছে কিনা জানতে পরীক্ষা করে দেখুন ::
১.ঠান্ডা, গরম, মিষ্টি অথবা টক খাবার খেলে কি আপনার দাঁতে তীক্ষ্ণ শিরশিরে সমস্যা হয়?
ক. হ্যাঁ খ. মাঝে মাঝে হয় গ. না
২.শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটি দাঁতেই কি শিরশির সমস্যা হয়?
ক.হ্যাঁ খ. সম্ভবত গ. না
৩.আপনি কি জোরে ঘষে দাঁত ব্রাশ করেন?
ক. হ্যাঁ খ.মাঝে মাঝে গ. না
৪.দাঁতে শিরশিরে সমস্যা হতে পারে ভেবে আপনি কি নির্দিষ্ট কিছু খাবার বা পানীয় ( যেমন বরফ ঠান্ডা পানি) এড়িয়ে চলেন?
ক. হ্যাঁ খ. মাঝে মাঝে গ. না
৫.দাঁত শিরশির সমস্যা থেকে বাঁচার জন্য আপনি কি খাওয়ার বা পান করার সাধারণ অভ্যাসগুলো বদলে ফেলেছেন? যেমনঃ স্ট্র দিয়ে পানি পান করা বা গরম খাবার ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করা?
ক. হ্যাঁ খ. মাঝে মাঝে গ. না
আপনার উত্তরগুলোর
✔অধিকাংশ উত্তর 'ক' হলে :আপনার দাঁত উচ্চমাত্রায় সেনসিটিভ
✔অধিকাংশ উত্তর 'খ' হলে :আপনার দাঁত মাঝারি মাত্রায় সেনসিটিভ
✔অধিকাংশ উত্তর 'গ' হলে :আপনার দাঁত সেনসিটিভ নয়
এখন, আপনার উত্তর যদি 'ক' বা 'খ' হয় তাহলে ডেন্টিস্ট এর পরামর্শ নিন। কারণ আপনার দাঁতে সেনসিটিভিটি সমস্যা থাকতে পারে!
দাঁতের সেনসিটিভিটি সম্পর্কে সচেতন হোন নিয়মিত অপনার ডেন্টিস্ট এর পরামর্শ নিন।

আজকে শ্রদ্ধেয় মোশাররফ করিম স্যার এর চিকিৎসা প্রদানকালে... Happy dentistry 🥰arish dental surgery
03/02/2022

আজকে শ্রদ্ধেয় মোশাররফ করিম স্যার এর চিকিৎসা প্রদানকালে...
Happy dentistry 🥰
arish dental surgery

আসসালামুআলাইকুম আগামীকাল কসবা পুরাতন বাজারে আমার ডেন্টাল ক্লিনিকের শুভ উদ্বোধন।আমার সকল ফেইসবুক বদ্ধু ও আমার ছোট বড় সবার...
31/01/2022

আসসালামুআলাইকুম
আগামীকাল কসবা পুরাতন বাজারে আমার ডেন্টাল ক্লিনিকের শুভ উদ্বোধন।
আমার সকল ফেইসবুক বদ্ধু ও আমার ছোট বড় সবার কাছে দোয়া প্রার্থী এবং সবাইকে দোয়ায় আমন্ত্রণ রইল।

30/01/2022
30/01/2022
30/01/2022
30/01/2022

Address

Kasba

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801941486950

Website

Alerts

Be the first to know and let us send you an email when ARISH Dental surgery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ARISH Dental surgery:

Share

Category