S.B. Memorial Hospital & Diagnostic Center

S.B. Memorial Hospital & Diagnostic Center Personal care, professional approach. (ব্যক্তিগত যত্ন, পেশাদার পদ্ধতি।
A corner Of M/S Fokir & Sons Underground :- S.B.

The Largest Shopping-mall , Restaurant Banquet Hall, & Hospital of Gopalganj . Food Land Restaurant & Banquet Hall.
1st Floor :- Shopping � Mall .
2nd Floor :- S.B. Memorial Hospital & Diagnotics Center .
3rd Floor :- Hospital Beds. A corner Of M/S Fokir & Son's.
©Fokir & Son's.

সিরিয়ালের জন্য কল করুন: 01958-468285
24/11/2023

সিরিয়ালের জন্য কল করুন: 01958-468285

12/09/2023

নিয়োগ বিজ্ঞপ্তি।
এস.বি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে জরুরি ভিত্তিতে একজন রেডিওগ্রাফার নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীদের যোগাযোগ করার ঠিকানা-
এস.বি টাওয়ার (কালনা রোড),ভাটিয়াপাড়া বাসস্ট্যান্ড,কাশিয়ানী, গোপালগঞ্জ।
মোবাইল -০১৯৫৮-৪৬৮২৮৮/০১৯৫৮-৪৬৮২৮৩.
বেতন - আলোচনা সাপেক্ষে।
আবেদনের শেষ তারিখ ২৫/০৯/২০২৩.

11/09/2023

নিয়োগ বিজ্ঞপ্তি।।

এস.বি মেমোরিয়াল হসপিটাল & ডায়াগনস্টিক সেন্টারে জরুরী ভিত্তিতে একজন রেডিওলজিস্ট নিয়োগ দেওয়া হবে। বেতন আলোচনা সাপেক্ষে। যোগাযোগ : 01958468288 / 01716164683

S.B. Memorial Hospital & Diagnostic Center এ এখন থেকে প্রতি বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পযন্ত রোগী দেখবেন ডা.পলাশ...
07/09/2023

S.B. Memorial Hospital & Diagnostic Center এ এখন থেকে প্রতি বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পযন্ত রোগী দেখবেন ডা.পলাশ কুমার পোদ্দার (সুমন) (মেডিসিন বিশেষজ্ঞ)

29/08/2023
16/08/2023

সু-খবর! সু-খবর!! সু-খবর!!!

এস.বি. মেমোরিয়াল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর পক্ষ থেকে সবার জন্য সুখবর। আর নয় ঢাকা, খুলনা, ফরিদপুর, গোপালগঞ্জ অত্যাধুনিক ও
ডিজিটাল প্রযুক্তির ল্যাপারস্কপিক অপারেশন এখন কাশিয়ানিতে। কাশিয়ানির এলাকাবাসীর সুবিধার্থে এই প্রথম শুধুমাত্র এস.বি. মেমোরিয়াল হাসপাতালে স্বল্প খরচে কম্পিউটারাইজড ল্যাপারস্কপিক সার্জারি ব্যবস্থা করেছি। এখানে সম্পূর্ণ কাটাছেড়া বিহীন পেট না কেটে ডিজিটাল পদ্ধতিতে অত্যাধুনিক এইচডি কম্পিউটারের মাধ্যমে যাবতীয় অপারেশন করা হয়।

অত্যাধুনিক পদ্ধতিতে কম্পিউটারাইজড ল্যাপারস্কপিক মাধ্যমে যেসকল অপারেশন করা হয় :-

পিত্তথলিতে সমস্যা ও পিত্তথলি পাথর

এপেন্ডিসাইটিস

হার্নিয়া

পেটের টিউমারজনিত অপারেশন

মহিলাদের জরায়ুর অপারেশন (হিস্টেরেক্টোমি)

বন্ধ্যাত্ব রোগীদের টিউব পরীক্ষা ও সিস্টজনিত অপারেশন

এক্টোপিক প্রেগনেন্সি ও লাইগেশন

বিশেষ দ্রষ্টব্যঃ- কম্পিউটারের মাধ্যমে অপারেশনের ভিডিও রোগীদের দেওয়ার সু-ব্যবস্থা আছে। এছাড়াও এখানে ২৪ ঘন্টা অপারেশন করা হয় এবং ২৪ ঘন্টা এমবিবিএস ডাক্তার দ্বারা

সুচিকিৎসা প্রদান করা হয়। তাই আর নয় চিন্তা আজই চলে আসুন ভাটিয়াপাড়া বাসস্ট্যান্ডে এস.বি. মেমোরিয়াল হাসপাতালে ।

জেনারেল সার্জারী বিশেষজ্ঞ ও ল্যাপারস্কপিক সার্জন গাইনী, প্রসূতি বিদ্যা বিশেষজ্ঞ ও ল্যাপারস্কপিক সার্জন

ডাঃ ওয়াসিহ উদ্দীন আহমেদ (সোহান) এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (সার্জারী), সিসিডি (বারডেম)

জেনারেল কলোরেক্টল ও ডায়াবেটিক ফুট সার্জন

মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।

ডাঃ রাজীব রায়

(এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), ডিজিও (বিএসএমএমইউ) কনসালটেন্ট (গাইনী ও অবস্)

১০০ শয্যা বিশিষ্ট উপজেলা হাসপাতাল, কোটালীপাড়া, গোপালগঞ্জ

এস.বি. মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার

এসবি টাওয়ার (কালনা রোড), ভাটিয়াপাড়া বাসস্ট্যান্ড, কাশিয়ানি, গোপালগঞ্জ ।

হটলাইন : ০১৯৫৮-৪৬৮২৮৫

16/08/2023

ডেঙ্গুর মৌসুম চলছে এখন। চারদিকে ডেঙ্গু-আতঙ্ক ছড়িয়ে পড়ায় জ্বর হোক বা না হোক, অনেকেই হাসপাতালে ছুটছেন পরীক্ষার জন্য। নিজেই পরীক্ষা করাচ্ছেন। পরীক্ষার ফলাফল পেয়ে কেউ কেউ বিভ্রান্ত হচ্ছেন। কেউ কেউ আবার একাধিক জায়গায় পরীক্ষা করাচ্ছেন। তাই ডেঙ্গুর পরীক্ষার ব্যাপারে একটু জানা থাকা ভালো।

প্রথম কথা হলো, জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ নিন। যেকোনো জ্বরই যে ডেঙ্গু, তা-ও নয়। ডেঙ্গু হয়েছে ধরে নিয়ে নিজে নিজে পরীক্ষা করাতে গেলে জ্বরের অন্য সাধারণ কারণ, যেমন নিউমোনিয়া, প্রস্রাবে সংক্রমণ, টাইফয়েড, ফ্লু ইত্যাদি অজানা থেকে যায়। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এ কথা আরও বেশি প্রযোজ্য। পরীক্ষার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে রোগীর লক্ষণ, উপসর্গ, শারীরিক পরীক্ষার তথ্য-উপাত্ত। তাই আগে চিকিৎসককে বুঝতে দিন।

দ্বিতীয়ত, ডেঙ্গু জ্বরে প্রথম দিন থেকে পরবর্তী ১০ দিন পর্যন্ত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ফলাফল ভিন্ন ভিন্ন হতে পারে। কাজেই নিজে নিজে পরীক্ষা করালে বিভ্রান্তি দেখা দিতে পারে। এ ব্যাপারে চিকিৎসককে সিদ্ধান্ত নিতে সাহায্য করতে ঠিক কবে প্রথম জ্বর এসেছিল, মনে রাখুন। জ্বরের একেবারে প্রথম দিন থেকেই ডেঙ্গু এনএস১ অ্যান্টিজেন পজিটিভ হওয়ার কথা। তবে চতুর্থ বা পঞ্চম দিন থেকে এটি আবার নেগেটিভ হয়ে যায়। তাই যদি জ্বর চার-পাঁচ দিনের বেশি হয়ে যায়, তাহলে আর এই পরীক্ষা করে লাভ নেই। সে ক্ষেত্রে ডেঙ্গু আইজিএম অ্যান্টিবডি টেস্ট করা যায়। এ সময় এটি পজিটিভ আসবে। আবার ৯-১০ দিনের মাথায় এটিও নেগেটিভ রিপোর্ট আসে। তখন আইজিজি অ্যান্টিবডি পজিটিভ দেখায়। এই বিষয়গুলো জটিল, তাই কখন কোনটা করতে হবে, সে সিদ্ধান্ত চিকিৎসকের ওপর ছেড়ে দিন।

তৃতীয়ত, ডেঙ্গু এনএস১ নেগেটিভ হলেই যে ডেঙ্গু হয়নি, তা শতভাগ নিশ্চিত করে বলা কঠিন। লক্ষণ, উপসর্গ ও অন্যান্য পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। অনেকে একদিন একটা ল্যাবে এনএস১ পজিটিভ দেখে হয়তো পরদিন বা দুদিন পর আরেকটা ল্যাবে গিয়ে নেগেটিভ রিপোর্ট পান। এতে আরও বিভ্রান্তিতে পড়েন তাঁরা। মনে রাখতে হবে, এনএস১ পরীক্ষা প্রথমে পজিটিভ এবং দু-এক দিন পর নেগেটিভ হয়ে যাওয়া বিচিত্র নয়।

চতুর্থত, ডেঙ্গুর অ্যান্টিজেন বা অ্যান্টিবডির সঙ্গে অন্যান্য অনেক পরীক্ষা আছে, যা গুরুত্বপূর্ণ। যেমন শ্বেতরক্তকণিকা, হিমাটোক্রিট, অণুচক্রিকা, রক্তের অ্যালবুমিন, যকৃতের এনজাইম এসজিপিটি ইত্যাদি। শুধু অ্যান্টিজেন টেস্ট করালে এসব গুরুত্বপূর্ণ তথ্য অজানাই থেকে যেতে পারে।

আমাদের এসবি মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে পাবেন প্রতি শুক্রবার বিশেষজ্ঞ ডাক্তারী সেবা।সার্জারী বিশেষজ্ঞ...
16/08/2023

আমাদের এসবি মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে পাবেন প্রতি শুক্রবার বিশেষজ্ঞ ডাক্তারী সেবা।

সার্জারী বিশেষজ্ঞ-
ডাঃ ওয়াসিহ উদ্দীন আহমেদ (সোহান)
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (সার্জারী), সিসিডি (বারডেম)
জেনারেল কলোরেক্টল ও ডায়াবেটিক ফুট সার্জন
ল্যাপারোস্কপিক সার্জন
মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।
রোগী দেখার সময়ঃ- বিকাল ৫.০০- সন্ধা ৭.০০ টা পর্যন্ত

কনসালটেন্ট কার্ডিওলজি ও মেডিসিন বিশেষজ্ঞ
ডাঃ মোহাম্ম্দ মিজানুর রহমান
এমবিবিএস (আরএমসি), বিসিএস (স্বাস্থ্য)
ডি-কার্ড (বিএসএমএমইউ)
রোগী দেখার সময়ঃ- বিকাল ৫টা থেকে সন্ধা ৭ টা পর্যন্ত।

অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ও ট্রমা সার্জন
ডাঃ তানভীর হোসেন
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
ডি-অর্থো, এফসিপিএস-শেষপর্ব (অর্থোপেডিক্স সার্জারী)
এমআরসিএস (সার্জারী-লন্ডন)
কনসালটেন্ট অর্থোপেডিক্স বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।

রোগী দেখার সময়ঃ বিকাল ২ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।
যে কোন চিকিৎসাহ সেবা বা সিরিয়ালের জন্য যোগাযোগ করুণ এই নাম্বারে- ⁨01958-468285⁩

পাইলস কেন হয়?১.মলত্যাগে চাপ দেয়া ২.অনেকক্ষণ ধরে মলত্যাগ করা৩.কোষ্ঠকাঠিন্য ৪.ডায়রিয়া৫.গর্ভাবস্থা ৬.অনিয়মিত মলত্যাগ৭.বা...
11/08/2023

পাইলস কেন হয়?

১.মলত্যাগে চাপ দেয়া
২.অনেকক্ষণ ধরে মলত্যাগ করা
৩.কোষ্ঠকাঠিন্য
৪.ডায়রিয়া
৫.গর্ভাবস্থা
৬.অনিয়মিত মলত্যাগ
৭.বার্ধক্য
৮.উত্তরাধিকারসূত্রে প্রাপ্তি

সময়ের সাথে সাথে, এই কারণগুলি অভ্যন্তরীণ পাইলসকে নিচের দিকে নামিয়ে দেয় ও বহি:স্থ পাইলসের মধ্যে রক্ত জমাট বাঁধায়। এতে মলদ্বারের শিরার সহন ক্ষমতা হ্রাস পায় ফলে শিরা প্রসারিত হয় ও শিরার প্রাচীর পাতলা হয়ে মলদ্বারে রক্তপাত হয়। পরবর্তীতে মলদ্বার নিচে নেমে আসে।

ডাঃ ওয়াসিহ উদ্দীন আহমেদ ( সোহান)
এম.বি.বি.এস (ঢাকা)
এফ.সি.পি.এস (সার্জারী)
বিসিএস ( স্বাস্থ্য)

সার্জারি বিভাগ
মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।

✅ চেম্বার
এস.বি. মেমোরিয়াল হাসপাতাল
ভাটিয়াপাড়া মোড়,কাশিয়ানী।

যে কোন চিকিৎসাহ সেবা বা সিরিয়ালের জন্য যোগাযোগ করুণ এই নাম্বারে- ⁨01958-468285⁩

Address

Bhatipara Bus Stand , SB Tower
Kashiani
8130

Alerts

Be the first to know and let us send you an email when S.B. Memorial Hospital & Diagnostic Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to S.B. Memorial Hospital & Diagnostic Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram