Sunnah Hijama Care

Sunnah Hijama Care হিজামা অন্যতম একটি সুন্নাহ চিকিৎসা যা বিজ্ঞান সম্মত। যাতে মানুষের সকল প্রকার শারীরিক, মানসিক ও আধ্যাত

17/12/2024
প্রাকৃতিকভাবে মাথাব্যথা কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া যেতে পারে। কিছু কার্যকর পদ্ধতি হলো:1. **পর্যাপ্ত পানি পান করা**...
15/07/2024

প্রাকৃতিকভাবে মাথাব্যথা কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া যেতে পারে। কিছু কার্যকর পদ্ধতি হলো:

1. **পর্যাপ্ত পানি পান করা**: ডিহাইড্রেশন থেকে মাথাব্যথা হতে পারে, তাই পর্যাপ্ত পানি পান করা উচিত।

2. **বিশ্রাম ও ঘুম**: পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম মাথাব্যথা কমাতে সহায়তা করে।

3. **ঠাণ্ডা বা গরম প্যাক ব্যবহার করা**: মাথায় ঠাণ্ডা বা গরম প্যাক লাগালে ব্যথা কমতে পারে।

4. **ম্যাসাজ**: কাঁধ, ঘাড় ও মাথার হালকা ম্যাসাজ রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ব্যথা কমাতে পারে।

5. **আলোক ও শব্দ নিয়ন্ত্রণ**: উচ্চ শব্দ এবং উজ্জ্বল আলো মাথাব্যথা বাড়াতে পারে, তাই এড়িয়ে চলা উচিত।

6. **যোগব্যায়াম ও মেডিটেশন**: মানসিক চাপ কমাতে যোগব্যায়াম ও মেডিটেশন খুবই উপকারী।

7. **ক্যাফেইন গ্রহণ**: কিছু মানুষের ক্ষেত্রে ক্যাফেইন মাথাব্যথা কমাতে সহায়ক হতে পারে।

8. **সুস্থ খাদ্যাভ্যাস**: নিয়মিত এবং পুষ্টিকর খাবার খেলে মাথাব্যথা কম হতে পারে।

9. **সুগন্ধি তেল**: পিপারমিন্ট বা ল্যাভেন্ডার তেলের মতো কিছু সুগন্ধি তেল মাথায় লাগিয়ে ম্যাসাজ করলে আরাম পাওয়া যায়।

এই পদক্ষেপগুলো গ্রহণ করলে প্রাকৃতিকভাবে মাথাব্যথা কমানো সম্ভব।

❤️ আ-পনি কি এখনও হিজামা করেন নি⁉️কেন আ-পনি হিজামা (Cupping) করাবেন:আমরা হিজামার দ্বারা শরীর হতে দূষিত রক্ত (Toxin Blood)...
16/03/2024

❤️ আ-পনি কি এখনও হিজামা করেন নি⁉️

কেন আ-পনি হিজামা (Cupping) করাবেন:

আমরা হিজামার দ্বারা শরীর হতে দূষিত রক্ত (Toxin Blood) বের করে আনি,যা যে কোন বয়সের সুস্থ নারী পুরুষ, রোগ প্রতিরোধ বৃদ্ধি ও রাসুলুল্লাহ সা: এর সুন্নত আদায়ের নিয়তে করতে পারে আর এ চিকিৎসা সম্পূর্ণ সাইড-ইফেক্ট বিহীন..

# ফুল বডি হিজামা কাপিং এর উপকারিতাঃ-

(১) শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ/Toxin বের করে নিয়ে আসে,
(২) লিভারকে পরিস্কার করে ,
(৩) শরীরের ব্যথা/ জ্বালাপোড়া হৃাস করে,
(৪) ঘুমের উন্নতি করে
(৫) শারীরিক শক্তি এমনকি পৌরুষত্ব বৃদ্ধি করে হিজামা,
(৬) রক্ত সঞ্চালন বৃদ্ধি করে,
(৭) পায়ের দুর্গন্ধ দূর করে,
(৮) কিডনি পরিষ্কার করে,
(৯) বৃদ্ধ মানুষের বাত/ব্যথা নিপীড়ন করে ,
(১০) ত্বক পরিষ্কার করে।
(১১) শরীরের জয়েন্টগুলোতে ব্যাথা,ঘাড় এবং ব্যাক পেইন দূর করতে সাহায্য করে।
(১২) হিজামাতে 3 way প্রসেস দ্বারা ২-৩ মাসে ৩০-৩৫ কেজি ওজন কমানো সম্ভব।

হিজামা কাদের জন্য?

🌿সকল বয়োসি লোকদের জন্য প্রযোজ্য,

(১) ধূমপায়ীদের জন্য, যারা সিগারেট এর নিকোটিন বের করতে চান,
(২) দূর্বল লোকদের জন্য,যারা অল্পতেই ক্লান্ত হয়ে যায়,
(৩) যারা শরীরের ভিতরের বিষাক্ত টক্সিন দূর করতে চান।
(৪) যাদের জয়েন্টগুলোতে ব্যাথা,ঘাড় এবং ব্যাক পেইন আছে।
(৫) যারা ধুলাবালিতে কঠোর পরিশ্রম করেন।
(৬) যারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন।
(৭) যাদের শারিরীক যন্ত্রনায় ঘুম কম হয়।
(৮) বৃদ্ধ বাবা-মা যাদের বাতের ব্যথা আছে ,
(৯) যারা প্রতিদিন রাস্তয় চলাফেরা করে।
(১০) যারা শরীরে বিষাক্ত টক্সিন আছে কিনা যাচাই করতে চান।

💊 প্রাইমারী স্টেজের বিভিন্ন রোগের জন্য হিজামা ট্রিটমেন্ট হলো,পারমানেন্ট কিউরিং সল্যুশান।

কি কি রোগ সুস্থ হয় তা আমাদের অল-লাইন হেল্পডেস্কে অথবা
+88 01887-519729 নাম্বারে সরাসরি কল বা হোয়াটসঅ্যাপ করে জেনে নিন আজই..

হিজামা (حِجَامَة ) একটি নববী চিকিৎসা ব্যবস্থা।

এটি আরবী শব্দ ‘আল-হাজম’ থেকে এসেছে। যার অর্থ চোষা বা টেনে নেওয়া। আধুনিক পরিভাষায় Cupping (কাপিং)। হিজামার মাধ্যমে দূষিত রক্ত (Toxin) বের করা হয়। এতে শরীরের মাংসপেশী সমূহের রক্ত প্রবাহ দ্রুততর হয়। পেশী, চামড়া, ত্বক ও শরীরের ভিতরের অরগান সমূহের কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয়।

মহানবী (সা.) ইরশাদ করেছেন, ‘জিব্রাইল (আ) আমাকে জানিয়েছেন যে মানুষ চিকিৎসার জন্য যত উপায় অবলম্বন করে, তার মধ্যে হিজামাই হলো সর্বোত্তম।’ (মুস্তাদরাকে হাকিম, হাদিস : ৭৪৭০)

মহানবী (সা.) আরো বলেছেন, ‘আমি মেরাজের রাতে যাদের মাঝখান দিয়ে অতিক্রম করেছি, তাদের সবাই আমাকে বলেছে, ‘হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে হিজামার আদেশ করবেন’।’’
(তিরমিজি শরিফ, হাদিস : ২০৫৩)

Toxin কি ?
এই গুলো হচ্ছে ওই বিষ যা আপনাকে একবারে মেরে ফেলবে না কিন্তু তিলে তিলে কষ্ট দিবে। প্রতিদিনই আমাদের শরীরে বিভিন্ন ভাবে এই toxin গুলো প্রবেশ করে, যেমন : খাবার খাওয়ার মাধ্যমে , বাহিরের ভাজা-পুড়া, ফলে বা মাছে থাকা ফরমালিন , পানিতে থাকা আয়রন বা আর্সেনিক , ধূমপানের অভ্যাস থাকলে , এছাড়াও আমাদের দেশের গাছ পালা কমে যাওয়ায় বায়ু দূষণ হচ্ছে ,বায়ু ভারী হচ্ছে আর আমাদের শ্বাস-প্রশ্বাস এর মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করছে সীসা , অ্যালুমিনিয়াম এর মত ইত্যাদি ক্ষতিকারক বস্তু।

আমাদের সেবাসমূহঃ-

❤️ Message Cupping
❤️ Wet Cupping
❤️ Dry Cupping
❤️ Fat Burning For Weight Loss 30-40kg

‼️ বিঃদ্রঃ হিজামা কাপিং এর কোন পার্শপ্রতিক্রিয়া নেই।

হিজামা জগতে আমাদের বৈশিষ্ট্যঃ

📌 আমাদের সেন্টার "আস সুন্নাহ হিজামা কেয়ার, নাখাল পাড়া রেলগেটের পূর্ব পাশে।স্পাইন ফিজিও থেরাপি সেন্টার।
সমগ্র বাংলাদেশ থেকে সহস্র রোগীকে ট্রিটমেন্ট করে এসেছে।

📌 প্রফেশনাল হিজামা চিকিৎসকের তত্ত্বাবধানে জীবাণুমুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশে হিজামা কাপিং করানো হয়।

আজই বুকিং করুন।
-----------------
O1400400349

প্রতি শুক্রবার সকাল ৮ টা থেকে দুপুর ১২ পর্যন্ত

GPS NAVIGATION ---

📌 আমাদের হিজামা সেন্টারে আসার রাস্তা চিনতে নিম্নোক্ত লিংকে ক্লিক করুন

🍂 ঢাকা ঠিকানা~

নাখাল পাড়া রেলগেটের পূর্ব পাশে আব্দুল মজিদ মসজিদের গলি তে, স্পাইন ফিজিওথেরাপি সেন্টার।

সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা

#হিজামা #হিজামাচট্টগ্রাম #আলহিজামাপয়েন্ট #হিজামা_জামালখান_চট্টগ্রাম
#হিজামা_জামালখান_চট্টগ্রাম #হিজামাচট্টগ্রাম #কাপিং_চট্টগ্রাম #হিজামা




📌হিজামা কী?হিজামা অন্যতম একটি সুন্নাহ চিকিৎসা যা বিজ্ঞান সম্মত। যাতে মানুষের সকল প্রকার শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস...
30/01/2024

📌হিজামা কী?
হিজামা অন্যতম একটি সুন্নাহ চিকিৎসা যা বিজ্ঞান সম্মত। যাতে মানুষের সকল প্রকার শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতা বিদ্যামান রয়েছে।

ইউনানী ও আয়ুর্বেদ চিকিৎসারও অন্তর্ভুক্ত। যাকে বাংলায় শিঙ্গা এবং ইংরেজিতে Cupping Therapy ও বলা হয়। ইউনানীতে হাজামাৎ আর আয়ুর্বেদিকে রক্তমোক্ষণ নামে বেশ পরিচিত।

Address

Kawran Bazar
Kawran Bazar
1215

Alerts

Be the first to know and let us send you an email when Sunnah Hijama Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sunnah Hijama Care:

Share