27/07/2025
প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় গ্রন্থি আমাদের পাকস্থলীর পেছন দিকে পেটের ওপর ভাগে আড়াআড়িভাবে থাকে। এটির মূল কাজ দুটি।
১) বিটা কোষ থেকে ইনসুলিন তৈরি করা।
২) হজমের জন্য পাচক রস তৈরি করা।
এর অর্থ প্যানক্রিয়াসে কোনো সমস্যা হলে আক্রান্ত রোগীর যেমন হজমে সমস্যা দেখা দেবে, ওজন কমতে থাকবে, তেমনি রক্তের শর্করা বিপাকক্রিয়ায়ও সমস্যা হবে।
অধিকাংশ মানুষের ক্ষেত্রে অগ্ন্যাশয় ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে কোনো লক্ষণ বোঝা যায় না। যখন শরীরের অন্যান্য অঙ্গে ক্যান্সার পৌঁছায়, তখন রোগটি শনাক্ত করা যায়। তখন চিকিৎসা বেশ কঠিন হয়ে দাঁড়ায়।
কোন কোন লক্ষ্মণ দেখে বিশেষজ্ঞ চিকিৎসকের শরনাপন্ন হবেন?
প্রাথমিকভাবে ক্লান্তিবোধ, ক্ষুধামন্দা, উপরের পেটে ব্যথা, সামনের পেটের ব্যথা পিঠের দিকে ছড়িয়ে পড়া, বমি বমি ভাব, ওজন কমে যাওয়া ইত্যাদি উপসর্গ থাকলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
তাছাড়া যদি জন্ডিস এর পাশাপাশি শরীরে তীব্র চুলকানি হয় কিংবা কাপুনি দিয়ে জ্বর আসে, দ্রুত ওজন কমতে থাকে তাহলে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা গ্রহণ করা জরুরি।
অগ্ন্যাশয় ক্যান্সারের পর্যায়সমূহ:
অগ্ন্যাশয় ক্যান্সার প্রথম পর্যায়ে অগ্ন্যাশয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে।
দ্বিতীয় পর্যায়ে ক্যান্সার অগ্ন্যাশয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে, তবে টিউমার আকারে ২ থেকে ৪ সেন্টিমিটার পর্যন্ত বেড়ে যায়।
তৃতীয় পর্যায়ে টিউমারটি আকারে ৪ সেন্টিমিটারের বেশি এবং ক্যান্সারটি কাছাকাছি লসিকা গ্রন্থিগুলোয় (Lymph node) ছড়িয়ে পড়তে পারে।
চতুর্থ পর্যায়ে ক্যান্সারটি কাছের রক্তনালি বা স্নায়ুতে ছড়িয়ে পড়ে।
পঞ্চম পর্যায়ে ক্যান্সার শরীরের দূরবর্তী অঙ্গেও ছড়িয়ে পড়ে।
অগ্ন্যাশয়ের ক্যান্সার হলে করনীয়:
পর্যায় ও গ্রেডের ওপর নির্ভর করে অগ্ন্যাশয় ক্যান্সারের চিকিৎসা করা হয়।
প্রথম ও দ্বিতীয় পর্যায়ের চিকিৎসা অস্ত্রোপচার। এ ক্ষেত্রে ক্যান্সার পুরোপুরি ভালো হওয়ার সম্ভাবনা থাকে।
যদি তৃতীয় ও চতুর্থ পর্যায়ে পৌঁছে যায়, সে ক্ষেত্রে ক্যান্সার নির্মূল পুরোপুরি সম্ভব হয় না। তখন অপারেশনের মাধ্যমে ক্যান্সার কোষসমৃদ্ধ টিউমার কেটে কেমোথেরাপির মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। অনেক সময় টিউমার পুরো কেটে অপসারণ করা যায় না। সেক্ষেত্রে বাইপাস সার্জারির মাধ্যমে রোগীর জন্ডিস, পেটে ব্যথা, বমি, খাবারের অরুচি কমানোর অপারেশন (প্যালিয়েটিভ অপারেশন) করে দেওয়া লাগে।
আর পঞ্চম পর্যায়ে গিয়ে যদি রোগ শনাক্ত হয়, তবে ক্যানসারের কারণে যে সমস্যা হয়, শুধু সেগুলো নিরাময়ের চিকিৎসা করা হয়। সে ক্ষেত্রে অস্ত্রোপচার (প্যালিয়েটিভ অপারেশন), কেমোথেরাপি কিংবা রেডিওথেরাপি দিয়ে রোগীর শারীরিক কষ্ট কমানো ব্যতীত আর কোনো উপায় থাকে না।
ল্যাপারোস্কপিক এন্ড মিনিমাল ইনভেসিভ গ্যাস্ট্রো-ইনটেস্টাইনাল সার্জন
ডাঃ অরিন্দম দাশ
এমবিবিএস, এফসিপিএস (সার্জারি), বিসিএস (স্বাস্থ্য)
পাকস্থলি, কোলন, লিভার, পিত্তথলি, পিত্তনালি, প্যানক্রিয়াস, পাইলস, ফিস্টুলা, ফিশার ও ল্যাপারোস্কপিক হার্নিয়া সার্জারিতে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত
কনসালট্যান্ট সার্জিক্যাল গ্যাস্ট্রোএনটেরোলজিস্ট
জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা।
চীফ কনসালট্যান্ট (সার্জারি বিভাগ) ও
পরিচালক (হার্নিয়া ক্লিনিক)
পরিচালক (ওন্ড এন্ড ডায়বেটিক ফুট কেয়ার সেন্টার)
খিলগাঁও জেনারেল হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক লিঃ
১/১ অতিশ দিপঙ্কর রোড, খিলগাঁও রেলগেইট, ঢাকা।
কনসালট্যান্ট
প্যান প্যাসিফিক হাসপাতাল, ট্রেনিং এন্ড রিসার্চ ইনস্টিটিউট
২৪, আউটার সার্কুলার রোড, শাহজাহানপুর, ঢাকা।
যেকোন সার্জিক্যাল প্যাথলজি/অপারেশন সংক্রান্ত বিশেষজ্ঞের পরামর্শ ও চিকিৎসা পেতে যোগাযোগ করুন ০১৬৭২৪৪৭৬৯০।
বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন ০১৬৭২৪৪৭৬৯০।
স্বাস্থ্য বিষয়ক নিত্য নতুন তথ্য ও পরামর্শ পেতে
যুক্ত থাকুন: https://www.facebook.com/arindas2010
সাবস্ক্রাইব করুন: https://www.youtube.com/.arindamdas
surgeon gastroliver institute & hospital surgeon #পিত্তথলির_পাথর #পিত্তনালীর_পাথর #পিত্তথলির_ক্যন্সার #পিত্তনালীর_ক্যান্সার #পাকস্থলীর_ক্যান্সার #প্যানক্রিয়াসের_পাথর #লিভারের_পাথর #লিভার_ক্যান্সার #লিভারের_ফোঁড়া #প্যানক্রিয়াসের_টিউমার #প্যানক্রিয়াসের_ক্যান্সার