Dr Arindam Das

Dr Arindam Das Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr Arindam Das, Surgeon, Atish Dipankar Road, Basabo Buddha Mandir, Khilgaon.

Promising Laparoscopic Gastrointestinal Surgeon & Hernia specialist; working as a Consultant Surgical Gastroenterologist at National Gastroliver Institute & Hospital, Dhaka.

বিশেষ জরুরি প্রয়োজনে ঢাকার বাইরে অবস্থান করার কারণে আগামী ০৭/০৮/২৫ (বৃহস্পতিবার) থেকে ০৯/০৮/২৫ (শনিবার) পর্যন্ত ৩ দিন প্...
06/08/2025

বিশেষ জরুরি প্রয়োজনে ঢাকার বাইরে অবস্থান করার কারণে আগামী ০৭/০৮/২৫ (বৃহস্পতিবার) থেকে ০৯/০৮/২৫ (শনিবার) পর্যন্ত ৩ দিন প্যান প্যাসিফিক হাসপাতাল এবং খিলগাঁও জেনারেল হাসপাতালের আমার সান্ধ্যকালীন চেম্বার বন্ধ থাকবে।
আগামী ১০/০৮/২৫ (রবিবার) থেকে যথারীতি নিম্নোক্ত সময় অনুযায়ী আমার সান্ধ্যকালীন চেম্বার চালু থাকবে।
তবে যেকোনো জরুরি প্রয়োজনে পরামর্শ গ্রহণ এর জন্য আমার ০১৬৭২৪৪৭৬৯০ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।
সকলের সাময়িক অসুবিধার জন্য আমি আন্তরিক ভাবে দু:খিত। পাশে থাকার জন্য ধন্যবাদ।
সেবা নিন, সুস্থ থাকুন।

সান্ধ্যকালীন চেম্বারের ঠিকানা:
১) প্রতিদিন সন্ধ্যা ৬-৮ টা:
প্যান প্যাসিফিক হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট
২৪ আউটার সার্কুলার রোড, শাহজাহানপুর, ঢাকা
২) প্রতিদিন সন্ধ্যা ৮-১০ টা:
খিলগাঁও জেনারেল হাসপাতাল এন্ড ডায়গনস্টিক লিমিটেড
১/১ অতিশ দীপংকর রোড, খিলগাঁও রেলগেইট, ঢাকা।

ল্যাপারোস্কপিক গ্যাস্ট্রো-ইনটেস্টাইনাল সার্জন ও কনসালট্যান্ট সার্জিক্যাল গ্যাস্ট্রোএনটেরোলজিস্ট
ডাঃ অরিন্দম দাশ
এমবিবিএস, এফসিপিএস (সার্জারি), বিসিএস (স্বাস্থ্য)
পাকস্থলি, কোলন, লিভার, পিত্তথলি, পিত্তনালি, প্যানক্রিয়াস, পাইলস, ফিস্টুলা, ফিশার ও ল্যাপারোস্কপিক হার্নিয়া সার্জারিতে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত

কনসালট্যান্ট (সার্জিক্যাল গ্যাস্ট্রোএনটেরোলজি বিভাগ)
জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল,ঢাকা।

যেকোন সার্জিক্যাল প্যাথলজি/অপারেশন সংক্রান্ত বিশেষজ্ঞের পরামর্শ ও চিকিৎসা পেতে যোগাযোগ করুন ০১৬৭২৪৪৭৬৯০।
বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন ০১৬৭২৪৪৭৬৯০।
স্বাস্থ্য বিষয়ক নিত্য নতুন তথ্য ও পরামর্শ পেতে যুক্ত থাকুন: https://www.facebook.com/arindas2010
সাবস্ক্রাইব করুন: https://www.youtube.com/.arindamdas

বিশ্বজুড়ে ক্যান্সারজনিত মৃত্যুর শীর্ষ কারণগুলোর মধ্যে অন্যতম হলো কোলন ক্যান্সার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এ...
01/08/2025

বিশ্বজুড়ে ক্যান্সারজনিত মৃত্যুর শীর্ষ কারণগুলোর মধ্যে অন্যতম হলো কোলন ক্যান্সার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এটি ক্যান্সারজনিত মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ। সমস্যা হলো—রোগটি প্রাথমিক পর্যায়ে নিরবেই শরীরে বিস্তার লাভ করে, ফলে অনেকেই সময়মতো তা বুঝতে পারেন না। তবে কিছু লক্ষণ রয়েছে, যেগুলো অবহেলা করলে ঝুঁকি বাড়ে বহুগুণ।
চলুন জেনে নেওয়া যাক কোলন ক্যান্সারের ৫টি উপেক্ষিত কিন্তু গুরুত্বপূর্ণ লক্ষণ—
১. মলত্যাগের অভ্যাসে স্থায়ী পরিবর্তন
হঠাৎ করে দীর্ঘমেয়াদে ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, বা মলের আকার সরু হয়ে যাওয়া কোলন ক্যান্সারের শুরুতে দেখা দিতে পারে। এসব সমস্যা কয়েক সপ্তাহ ধরে চলতে থাকলে তা অবহেলা না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।
২. মলে রক্তের উপস্থিতি
মলে উজ্জ্বল লাল রক্ত দেখা যাওয়া অভ্যন্তরীণ রক্তপাতের লক্ষণ হতে পারে, যা কোলনের টিউমারের কারণে হয়ে থাকে। এটি কোলন ক্যান্সারের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত।
৩. অবিরাম পেটব্যথা বা অস্বস্তি
নিয়মিত পেটব্যথা, গ্যাস, ফোলাভাব বা ক্র্যাম্প দেখা দিলে তা কোলনের ভিতরে টিউমার বা বাধার সংকেত দিতে পারে।
৪. অকারণে ওজন হ্রাস
ডায়েট বা ব্যায়ামে পরিবর্তন না এনেও যদি শরীরের ওজন দ্রুত কমে যায়, তাহলে তা হতে পারে ক্যান্সারের একটি আভাস। কোলন ক্যান্সার শরীরের বিপাকক্রিয়ায় প্রভাব ফেলে, ফলে ওজন হ্রাস পায়।
৫. অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা
ক্যান্সারের কারণে শরীরের অভ্যন্তরে রক্তপাত কিংবা রোগ প্রতিরোধ ব্যবস্থার অতিরিক্ত সক্রিয়তা দেহকে দুর্বল করে তোলে। ফলে রোগীরা দীর্ঘমেয়াদী ক্লান্তি ও শক্তি হ্রাস অনুভব করেন।

কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে করণীয়
এ রোগের ঝুঁকি হ্রাসে কিছু স্বাস্থ্যকর অভ্যাস অবলম্বন করা যেতে পারে—
সুষম খাদ্য গ্রহণ: ফাইবারসমৃদ্ধ খাবার যেমন ফল, সবজি ও শস্যদানা বেশি করে খেতে হবে। প্রক্রিয়াজাত ও লাল মাংসের পরিমাণ কমানো প্রয়োজন।
নিয়মিত ব্যায়াম: সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মাত্রার শরীরচর্চা সুস্বাস্থ্যের জন্য উপকারী।
ধূমপান ও অ্যালকোহল পরিহার: এগুলো ক্যান্সারের সম্ভাবনা বাড়ায়, তাই এড়িয়ে চলাই শ্রেয়।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা: ৪৫ বছর বয়সের পর প্রতি বছর কোলন ক্যান্সার স্ক্রিনিং করানো উচিত।

ল্যাপারোস্কপিক গ্যাস্ট্রো-ইনটেস্টাইনাল সার্জন ও
কনসালট্যান্ট সার্জিক্যাল গ্যাস্ট্রোএনটেরোলজিস্ট
ডাঃ অরিন্দম দাশ
এমবিবিএস, এফসিপিএস (সার্জারি), বিসিএস (স্বাস্থ্য)
পাকস্থলি, কোলন, লিভার, পিত্তথলি, পিত্তনালি, প্যানক্রিয়াস, পাইলস, ফিস্টুলা, ফিশার ও ল্যাপারোস্কপিক হার্নিয়া সার্জারিতে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত

কনসালট্যান্ট
(সার্জিক্যাল গ্যাস্ট্রোএনটেরোলজিস্ট বিভাগ)
জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা।

চীফ কনসালট্যান্ট (সার্জারি বিভাগ) ও
পরিচালক (হার্নিয়া ক্লিনিক)
পরিচালক (ওন্ড এন্ড ডায়বেটিক ফুট কেয়ার সেন্টার)
খিলগাঁও জেনারেল হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক লিঃ
১/১ অতিশ দিপঙ্কর রোড, খিলগাঁও রেলগেইট, ঢাকা।

কনসালট্যান্ট
প্যান প্যাসিফিক হাসপাতাল, ট্রেনিং এন্ড রিসার্চ ইনস্টিটিউট
২৪, আউটার সার্কুলার রোড, শাহজাহানপুর, ঢাকা।

যেকোন সার্জিক্যাল প্যাথলজি/অপারেশন সংক্রান্ত বিশেষজ্ঞের পরামর্শ ও চিকিৎসা পেতে যোগাযোগ করুন ০১৬৭২৪৪৭৬৯০।
বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন ০১৬৭২৪৪৭৬৯০।
স্বাস্থ্য বিষয়ক নিত্য নতুন তথ্য ও পরামর্শ পেতে
যুক্ত থাকুন: https://www.facebook.com/arindas2010
সাবস্ক্রাইব করুন: https://www.youtube.com/.arindamdas

surgeon gastroliver institute & hospital surgeon #পিত্তথলির_পাথর #পিত্তনালীর_পাথর #পিত্তথলির_ক্যন্সার #পিত্তনালীর_ক্যান্সার #পাকস্থলীর_ক্যান্সার #প্যানক্রিয়াসের_পাথর #লিভারের_পাথর #লিভার_ক্যান্সার #লিভারের_ফোঁড়া #প্যানক্রিয়াসের_টিউমার #প্যানক্রিয়াসের_ক্যান্সার

পাকস্থলী, কোলন, লিভার, প্যানক্রিয়াস ও পিত্তথলি সহ সকল ধরনের এ্যাডভান্স ল্যাপারোস্কোপিক সার্জারি নিয়ে আপনার পাশে আছি সব...
30/07/2025

পাকস্থলী, কোলন, লিভার, প্যানক্রিয়াস ও পিত্তথলি সহ সকল ধরনের এ্যাডভান্স ল্যাপারোস্কোপিক সার্জারি নিয়ে আপনার পাশে আছি সব সময়।
চিকিৎসা সেবা সমুহঃ
● ল্যাপারোস্কপিক পদ্ধতিতে পিত্তথলির পাথর ও ক্যান্সার অপারেশন
● পিত্তনালীর বাইপাস ও পাথর অপসারন
● প্যানক্রিয়াস বাইপাস ও পাথর অপসারন
● লিভার পাথর, টিউমার ও সিস্ট অপারেশন
● ল্যাপারোস্কোপিক হার্নিয়া ও অ্যাপেন্ডিক্স অপারেশন
● খাদ্যনালীর বাইপাস ও ক্যান্সার অপারেশন
● এছাড়াও পাইলস, ফিস্টুলা ও ফিশারের আধুনিক চিকিৎসা (মেশিন কিংবা লেজার সার্জারি)

ল্যাপারোস্কপিক গ্যাস্ট্রো-ইনটেস্টাইনাল সার্জন ও
কনসালট্যান্ট সার্জিক্যাল গ্যাস্ট্রোএনটেরোলজিস্ট
ডাঃ অরিন্দম দাশ
এমবিবিএস, এফসিপিএস (সার্জারি), বিসিএস (স্বাস্থ্য)
পাকস্থলি, কোলন, লিভার, পিত্তথলি, পিত্তনালি, প্যানক্রিয়াস, পাইলস, ফিস্টুলা, ফিশার ও ল্যাপারোস্কপিক হার্নিয়া সার্জারিতে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত

কনসালট্যান্ট
(সার্জিক্যাল গ্যাস্ট্রোএনটেরোলজিস্ট বিভাগ)
জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা।

চীফ কনসালট্যান্ট (সার্জারি বিভাগ) ও
পরিচালক (হার্নিয়া ক্লিনিক)
পরিচালক (ওন্ড এন্ড ডায়বেটিক ফুট কেয়ার সেন্টার)
খিলগাঁও জেনারেল হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক লিঃ
১/১ অতিশ দিপঙ্কর রোড, খিলগাঁও রেলগেইট, ঢাকা।

কনসালট্যান্ট
প্যান প্যাসিফিক হাসপাতাল, ট্রেনিং এন্ড রিসার্চ ইনস্টিটিউট
২৪, আউটার সার্কুলার রোড, শাহজাহানপুর, ঢাকা।

যেকোন সার্জিক্যাল প্যাথলজি/অপারেশন সংক্রান্ত বিশেষজ্ঞের পরামর্শ ও চিকিৎসা পেতে যোগাযোগ করুন ০১৬৭২৪৪৭৬৯০।
বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন ০১৬৭২৪৪৭৬৯০।
স্বাস্থ্য বিষয়ক নিত্য নতুন তথ্য ও পরামর্শ পেতে
যুক্ত থাকুন: https://www.facebook.com/arindas2010
সাবস্ক্রাইব করুন: https://www.youtube.com/.arindamdas

surgeon gastroliver institute & hospital surgeon #পিত্তথলির_পাথর #পিত্তনালীর_পাথর #পিত্তথলির_ক্যন্সার #পিত্তনালীর_ক্যান্সার #পাকস্থলীর_ক্যান্সার #প্যানক্রিয়াসের_পাথর #লিভারের_পাথর #লিভার_ক্যান্সার #লিভারের_ফোঁড়া #প্যানক্রিয়াসের_টিউমার #প্যানক্রিয়াসের_ক্যান্সার

প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় গ্রন্থি আমাদের পাকস্থলীর পেছন দিকে পেটের ওপর ভাগে আড়াআড়িভাবে থাকে। এটির মূল কাজ দুটি। ১) বিটা ...
27/07/2025

প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় গ্রন্থি আমাদের পাকস্থলীর পেছন দিকে পেটের ওপর ভাগে আড়াআড়িভাবে থাকে। এটির মূল কাজ দুটি।
১) বিটা কোষ থেকে ইনসুলিন তৈরি করা।
২) হজমের জন্য পাচক রস তৈরি করা।
এর অর্থ প্যানক্রিয়াসে কোনো সমস্যা হলে আক্রান্ত রোগীর যেমন হজমে সমস্যা দেখা দেবে, ওজন কমতে থাকবে, তেমনি রক্তের শর্করা বিপাকক্রিয়ায়ও সমস্যা হবে।

অধিকাংশ মানুষের ক্ষেত্রে অগ্ন্যাশয় ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে কোনো লক্ষণ বোঝা যায় না। যখন শরীরের অন্যান্য অঙ্গে ক্যান্সার পৌঁছায়, তখন রোগটি শনাক্ত করা যায়। তখন চিকিৎসা বেশ কঠিন হয়ে দাঁড়ায়।
কোন কোন লক্ষ্মণ দেখে বিশেষজ্ঞ চিকিৎসকের শরনাপন্ন হবেন?
প্রাথমিকভাবে ক্লান্তিবোধ, ক্ষুধামন্দা, উপরের পেটে ব্যথা, সামনের পেটের ব্যথা পিঠের দিকে ছড়িয়ে পড়া, বমি বমি ভাব, ওজন কমে যাওয়া ইত্যাদি উপসর্গ থাকলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
তাছাড়া যদি জন্ডিস এর পাশাপাশি শরীরে তীব্র চুলকানি হয় কিংবা কাপুনি দিয়ে জ্বর আসে, দ্রুত ওজন কমতে থাকে তাহলে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা গ্রহণ করা জরুরি।

অগ্ন্যাশয় ক্যান্সারের পর্যায়সমূহ:
অগ্ন্যাশয় ক্যান্সার প্রথম পর্যায়ে অগ্ন্যাশয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে।
দ্বিতীয় পর্যায়ে ক্যান্সার অগ্ন্যাশয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে, তবে টিউমার আকারে ২ থেকে ৪ সেন্টিমিটার পর্যন্ত বেড়ে যায়।
তৃতীয় পর্যায়ে টিউমারটি আকারে ৪ সেন্টিমিটারের বেশি এবং ক্যান্সারটি কাছাকাছি লসিকা গ্রন্থিগুলোয় (Lymph node) ছড়িয়ে পড়তে পারে।
চতুর্থ পর্যায়ে ক্যান্সারটি কাছের রক্তনালি বা স্নায়ুতে ছড়িয়ে পড়ে।
পঞ্চম পর্যায়ে ক্যান্সার শরীরের দূরবর্তী অঙ্গেও ছড়িয়ে পড়ে।

অগ্ন্যাশয়ের ক্যান্সার হলে করনীয়:
পর্যায় ও গ্রেডের ওপর নির্ভর করে অগ্ন্যাশয় ক্যান্সারের চিকিৎসা করা হয়।
প্রথম ও দ্বিতীয় পর্যায়ের চিকিৎসা অস্ত্রোপচার। এ ক্ষেত্রে ক্যান্সার পুরোপুরি ভালো হওয়ার সম্ভাবনা থাকে।
যদি তৃতীয় ও চতুর্থ পর্যায়ে পৌঁছে যায়, সে ক্ষেত্রে ক্যান্সার নির্মূল পুরোপুরি সম্ভব হয় না। তখন অপারেশনের মাধ্যমে ক্যান্সার কোষসমৃদ্ধ টিউমার কেটে কেমোথেরাপির মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। অনেক সময় টিউমার পুরো কেটে অপসারণ করা যায় না। সেক্ষেত্রে বাইপাস সার্জারির মাধ্যমে রোগীর জন্ডিস, পেটে ব্যথা, বমি, খাবারের অরুচি কমানোর অপারেশন (প্যালিয়েটিভ অপারেশন) করে দেওয়া লাগে।
আর পঞ্চম পর্যায়ে গিয়ে যদি রোগ শনাক্ত হয়, তবে ক্যানসারের কারণে যে সমস্যা হয়, শুধু সেগুলো নিরাময়ের চিকিৎসা করা হয়। সে ক্ষেত্রে অস্ত্রোপচার (প্যালিয়েটিভ অপারেশন), কেমোথেরাপি কিংবা রেডিওথেরাপি দিয়ে রোগীর শারীরিক কষ্ট কমানো ব্যতীত আর কোনো উপায় থাকে না।

ল্যাপারোস্কপিক এন্ড মিনিমাল ইনভেসিভ গ্যাস্ট্রো-ইনটেস্টাইনাল সার্জন
ডাঃ অরিন্দম দাশ
এমবিবিএস, এফসিপিএস (সার্জারি), বিসিএস (স্বাস্থ্য)
পাকস্থলি, কোলন, লিভার, পিত্তথলি, পিত্তনালি, প্যানক্রিয়াস, পাইলস, ফিস্টুলা, ফিশার ও ল্যাপারোস্কপিক হার্নিয়া সার্জারিতে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত

কনসালট্যান্ট সার্জিক্যাল গ্যাস্ট্রোএনটেরোলজিস্ট
জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা।

চীফ কনসালট্যান্ট (সার্জারি বিভাগ) ও
পরিচালক (হার্নিয়া ক্লিনিক)
পরিচালক (ওন্ড এন্ড ডায়বেটিক ফুট কেয়ার সেন্টার)
খিলগাঁও জেনারেল হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক লিঃ
১/১ অতিশ দিপঙ্কর রোড, খিলগাঁও রেলগেইট, ঢাকা।

কনসালট্যান্ট
প্যান প্যাসিফিক হাসপাতাল, ট্রেনিং এন্ড রিসার্চ ইনস্টিটিউট
২৪, আউটার সার্কুলার রোড, শাহজাহানপুর, ঢাকা।

যেকোন সার্জিক্যাল প্যাথলজি/অপারেশন সংক্রান্ত বিশেষজ্ঞের পরামর্শ ও চিকিৎসা পেতে যোগাযোগ করুন ০১৬৭২৪৪৭৬৯০।
বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন ০১৬৭২৪৪৭৬৯০।
স্বাস্থ্য বিষয়ক নিত্য নতুন তথ্য ও পরামর্শ পেতে
যুক্ত থাকুন: https://www.facebook.com/arindas2010
সাবস্ক্রাইব করুন: https://www.youtube.com/.arindamdas

surgeon gastroliver institute & hospital surgeon #পিত্তথলির_পাথর #পিত্তনালীর_পাথর #পিত্তথলির_ক্যন্সার #পিত্তনালীর_ক্যান্সার #পাকস্থলীর_ক্যান্সার #প্যানক্রিয়াসের_পাথর #লিভারের_পাথর #লিভার_ক্যান্সার #লিভারের_ফোঁড়া #প্যানক্রিয়াসের_টিউমার #প্যানক্রিয়াসের_ক্যান্সার

Pethidine (পেথিডিন) একটি অতিপ্রয়োজনীয় pain killer বা ব্যথা উপশমকারী, মূলত অপারেশন সময় বা অপারেশনের পরে ব্যবহার করা হয়ে ...
25/07/2025

Pethidine (পেথিডিন) একটি অতিপ্রয়োজনীয় pain killer বা ব্যথা উপশমকারী, মূলত অপারেশন সময় বা অপারেশনের পরে ব্যবহার করা হয়ে থাকে। অপারেশন ছাড়াও বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতা, তীব্র পেটে ব্যথা, ক্যান্সার আক্রান্ত রোগীর প্যালিয়েটিভ কেয়ার সহ বিভিন্ন পরিস্থিতিতে ব্যথা এবং বেদনা থেকে মুক্তি প্রদান করতে পেথিডিন ব্যবহৃত হয়ে থাকে। অত্যন্ত কার্যকারী ব্যথানাশক ওষুধ হিসেবে পেথিডিনের বিকল্প নাই।
পেথিডিন ক্রয়-বিক্রয়ের জন্য সাধারণত ডাক্তারের ব্যবস্থাপত্র কিংবা সংশ্লিষ্ট হাসপাতালের রেজিস্ট্রার্ড ডকুমেন্টস এবং বিক্রয়কেন্দ্রের লাইসেন্স এর প্রয়োজন হয়। বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এর ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ।
https://www.facebook.com/arindas2010
কিন্তু বর্তমানে আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী নকল পেথিডিন উৎপাদন এবং বাজারজাত করার মাধ্যমে রোগীদের সাথে প্রতারণা করার পাশাপাশি সুচিকিৎসা ব্যাহত করছে। এতে রোগীদের ব্যথা উপশমের পরিবর্তে আগের তুলনায় ব্যথার তীব্রতা বৃদ্ধির পাশাপাশি নানা ধরনের শারীরিক জটিলতা সৃষ্টি হচ্ছে যা পরিশেষে অনেক রোগীর মৃত্যুঝুঁকির কারণ হয়ে দাড়াচ্ছে।
https://www.youtube.com/.arindamdas
জীবনের মূল্য অপরিসীম। চিকিৎসার উদ্দেশ্যে আসা অসহায় রোগীদের নকল ওষুধ ব্যবহারের মাধ্যমে প্রানহানী কখনোই কাম্য নয়। এতে রোগী, আত্মীয়স্বজন এবং সংশ্লিষ্ট চিকিৎসকের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, অমূল্য প্রাণহানির পাশাপাশি চিকিৎসকের সম্মানহানি, হাসপাতালের দূর্নাম হয়। কিন্তু আড়ালের দূর্বৃত্তরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়।
এই ব্যাপারে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
নিচের ছবিতে পেথিডিনের দুইটি এম্পুল পাশাপাশি রাখা। ছবির ডান পাশেরটি নকল, বাম পাশেরটি আসল পেথিডিন। পার্থক্য করা খুবই কঠিন। তারপরও কিছু বৈসাদৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।
https://www.facebook.com/arindas2010
নকল পেথিডিন (ছবির ডানদিক) কিভাবে চিনবেন:
১) নকল পেথিডিন এর এম্পুল উচ্চতায় সামান্য ছোট।
২) ঘাড়ের উপরের নীল দাগ তুলনামূলকভাবে গাড় (আসল পেথিডিনের নীল দাগ হালকা, অস্পষ্ট)।
৩) এম্পুলের গায়ে প্রিন্টেড লেখাগুলো মসৃণ, কোনো স্পট লেমিনেশন নাই (আঙ্গুলে স্পর্শ লাগে না), পানি বা স্পিরিট দিয়ে ঘষা দিলে লেখাগুলো অনেক সময় উঠে যায়।
৪) এম্পুল ভাঙার পর পেথিডিনের রঙ ঘোলাটে, হালকা হলুদ থেকে গাড় হলুদ, সোনালি কিংবা হালকা কমলা হতে পারে (আসল পেথিডিন স্বচ্ছ, রংবিহীন)।
পেথিডিন সংক্রান্ত আপনাদের অভিজ্ঞতা, সুচিন্তিত মতামত কমেন্ট সেকশনে জানান। যদি এই তথ্য আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি শেয়ার করে জনসচেতনতা তৈরি করুন, প্রতারক চক্র থেকে সাবধানতা অবলম্বন করুন।

ল্যাপারোস্কপিক এন্ড মিনিমাল ইনভেসিভ গ্যাস্ট্রো-ইনটেস্টাইনাল সার্জন
ডাঃ অরিন্দম দাশ
এমবিবিএস, এফসিপিএস (সার্জারি), বিসিএস (স্বাস্থ্য)
পাকস্থলি, কোলন, লিভার, পিত্তথলি, পিত্তনালি, প্যানক্রিয়াস, পাইলস, ফিস্টুলা, ফিশার ও ল্যাপারোস্কপিক হার্নিয়া সার্জারিতে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত

কনসালট্যান্ট সার্জিক্যাল গ্যাস্ট্রোএনটেরোলজিস্ট
জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা।

চীফ কনসালট্যান্ট (সার্জারি বিভাগ) ও
পরিচালক (হার্নিয়া ক্লিনিক)
পরিচালক (ওন্ড এন্ড ডায়বেটিক ফুট কেয়ার সেন্টার)
খিলগাঁও জেনারেল হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক লিঃ
১/১ অতিশ দিপঙ্কর রোড, খিলগাঁও রেলগেইট, ঢাকা।

কনসালট্যান্ট
প্যান প্যাসিফিক হাসপাতাল, ট্রেনিং এন্ড রিসার্চ ইনস্টিটিউট
২৪, আউটার সার্কুলার রোড, শাহজাহানপুর, ঢাকা।

যেকোন সার্জিক্যাল প্যাথলজি/অপারেশন সংক্রান্ত বিশেষজ্ঞের পরামর্শ ও চিকিৎসা পেতে যোগাযোগ করুন ০১৬৭২৪৪৭৬৯০।
বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন ০১৬৭২৪৪৭৬৯০।
স্বাস্থ্য বিষয়ক নিত্য নতুন তথ্য ও পরামর্শ পেতে
যুক্ত থাকুন: https://www.facebook.com/arindas2010
সাবস্ক্রাইব করুন: https://www.youtube.com/.arindamdas

surgeon gastroliver institute & hospital surgeon #পিত্তথলির_পাথর #পিত্তনালীর_পাথর #পিত্তথলির_ক্যন্সার #পিত্তনালীর_ক্যান্সার #পাকস্থলীর_ক্যান্সার #প্যানক্রিয়াসের_পাথর #লিভারের_পাথর #লিভার_ক্যান্সার #লিভারের_ফোঁড়া #প্যানক্রিয়াসের_টিউমার #প্যানক্রিয়াসের_ক্যান্সার

পিত্তনালী (common bile duct) এবং অগ্ন্যাশয় (pancreas) নালী (pancreatic duct) এই দুই নালীর সংযোগস্থলে কোনো টিউমার হলে মেড...
24/07/2025

পিত্তনালী (common bile duct) এবং অগ্ন্যাশয় (pancreas) নালী (pancreatic duct) এই দুই নালীর সংযোগস্থলে কোনো টিউমার হলে মেডিক্যালীয় ভাষায় যাকে periampullary carcinoma বলে তখন রোগীদের জন্ডিস (Obstructive Jaundice) দেখা দিতে পারে। সাথে ক্ষুধামন্দা, বমি বমি ভাব, কাপুনি দিয়ে জ্বর, পেটে ব্যথা, সারা শরীরে চুলকানি, ওজন কমে যাওয়ার মতো লক্ষ্মণও দেখা দিতে পারে। কোনো ধরনের ঝাড়ফুক কিংবা কবিরাজি চিকিৎসায় এই ধরনের জন্ডিস সাধারণত ভালো হয় না। কেননা এই ধরনের টিউমারের একমাত্র চিকিৎসা অপারেশন (whipples procedure) যা একমাত্র দক্ষ, অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ সার্জন ছাড়া সম্ভব নয়।
প্রবাসী ভদ্রলোকটি এই ধরনের রোগে আক্রান্ত হয়ে দেশে ফিরে এসেছিলেন চিকিৎসার উদ্দেশ্যে। সফলতার সাথে অপারেশন (whipples procedure) এবং পরবর্তী কেমোথেরাপি শেষে বিদেশে যাওয়ার প্রাক্কালে সৌজন্য সাক্ষাৎ করতে চেম্বারে এসেছিলেন কোনো এক সন্ধ্যায়।
প্রবাসী ভাইটির জন্য দোয়া করবেন যাতে সুস্থ শরীরে কাজ করে নিজের পরিবার এবং দেশের জন্য সুনাম অর্জন করতে পারে।
ধন্যবাদ।

ল্যাপারোস্কপিক এন্ড মিনিমাল ইনভেসিভ গ্যাস্ট্রো-ইনটেস্টাইনাল সার্জন
ডাঃ অরিন্দম দাশ
এমবিবিএস, এফসিপিএস (সার্জারি), বিসিএস (স্বাস্থ্য)
পাকস্থলি, কোলন, লিভার, পিত্তথলি, পিত্তনালি, প্যানক্রিয়াস, পাইলস, ফিস্টুলা, ফিশার ও ল্যাপারোস্কপিক হার্নিয়া সার্জারিতে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত
কনসালট্যান্ট সার্জিক্যাল গ্যাস্ট্রোএনটেরোলজিস্ট
জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল,ঢাকা।
যেকোন সার্জিক্যাল প্যাথলজি/অপারেশন সংক্রান্ত বিশেষজ্ঞের পরামর্শ ও চিকিৎসা পেতে যোগাযোগ করুন ০১৬৭২৪৪৭৬৯০।
বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন ০১৬৭২৪৪৭৬৯০।
স্বাস্থ্য বিষয়ক নিত্য নতুন তথ্য ও পরামর্শ পেতে যুক্ত থাকুন: https://www.facebook.com/arindas2010
সাবস্ক্রাইব করুন: https://www.youtube.com/.arindamdas

আগামীকাল বুধবার (২২/০৭/২৫ ইং) অগ্ন্যাশয়ের পাথর (Pancreatic calculous) এবং পিত্তথলির ক্যান্সার (Carcinoma gallbladder) আক...
22/07/2025

আগামীকাল বুধবার (২২/০৭/২৫ ইং) অগ্ন্যাশয়ের পাথর (Pancreatic calculous) এবং পিত্তথলির ক্যান্সার (Carcinoma gallbladder) আক্রান্ত দুইজন রোগীর অপারেশন জনিত কারণে ব্যস্ত থাকার দরুন আমার নির্ধারিত সান্ধ্যকালীন চেম্বার বন্ধ থাকবে।
দুইটি অপারেশন অনেক জটিল এবং সময়সাপেক্ষ বিধায় যথাসময়ে চেম্বারে উপস্থিত থাকা সম্ভব নয়। তবে যেকোনো জরুরি প্রয়োজনে ০১৬৭২৪৪৭৬৯০ এই নাম্বারে ফোনকল বা হোয়াটসঅ্যাপ মেসেজ করে যোগাযোগ করার অনুরোধ জানানো যাচ্ছে।
আপনাদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক ভাবে দু:খিত।
ল্যাপারোস্কপিক এন্ড মিনিমাল ইনভেসিভ গ্যাস্ট্রো-ইনটেস্টাইনাল সার্জন
ডাঃ অরিন্দম দাশ
এমবিবিএস, এফসিপিএস (সার্জারি), বিসিএস (স্বাস্থ্য)
পাকস্থলি, কোলন, লিভার, পিত্তথলি, পিত্তনালি, প্যানক্রিয়াস, পাইলস, ফিস্টুলা, ফিশার ও ল্যাপারোস্কপিক হার্নিয়া সার্জারিতে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত
কনসালট্যান্ট সার্জিক্যাল গ্যাস্ট্রোএনটেরোলজিস্ট
জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল,ঢাকা।
যেকোন সার্জিক্যাল প্যাথলজি/অপারেশন সংক্রান্ত বিশেষজ্ঞের পরামর্শ ও চিকিৎসা পেতে যোগাযোগ করুন ০১৬৭২৪৪৭৬৯০।
বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন ০১৬৭২৪৪৭৬৯০।
স্বাস্থ্য বিষয়ক নিত্য নতুন তথ্য ও পরামর্শ পেতে যুক্ত থাকুন: https://www.facebook.com/arindas2010
সাবস্ক্রাইব করুন: https://www.youtube.com/.arindamdas

শোক বার্তাঅত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে উত্তরার মাইলস্টোন স্কুল এবং কলেজ প্রাঙ্গনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্...
21/07/2025

শোক বার্তা
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে উত্তরার মাইলস্টোন স্কুল এবং কলেজ প্রাঙ্গনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অসংখ্য হতাহতের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে বিমানটির পাইলটসহ বেশ কয়েকজন মৃত্যু বরণ করেছেন বলে খবর পাচ্ছি এবং অসংখ্য কোমলমতি শিক্ষার্থী - শিক্ষক আহত হয়ে চিকিৎসাধীন আছেন।
আমি এই বিমান দূর্ঘটনায় নিহত সকলের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা।
সেই সাথে যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত সুস্থ্যতা কামনা করছি।
সকলের নিকট দোয়া প্রার্থী।

ল্যাপারোস্কপিক এন্ড মিনিমাল ইনভেসিভ গ্যাস্ট্রো-ইনটেস্টাইনাল সার্জন
ডাঃ অরিন্দম দাশ
এমবিবিএস, এফসিপিএস (সার্জারি), বিসিএস (স্বাস্থ্য)
পাকস্থলি, কোলন, লিভার, পিত্তথলি, পিত্তনালি, প্যানক্রিয়াস, পাইলস, ফিস্টুলা, ফিশার ও ল্যাপারোস্কপিক হার্নিয়া সার্জারিতে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত
কনসালট্যান্ট সার্জিক্যাল গ্যাস্ট্রোএনটেরোলজিস্ট
জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল,ঢাকা।
যেকোন সার্জিক্যাল প্যাথলজি/অপারেশন সংক্রান্ত বিশেষজ্ঞের পরামর্শ ও চিকিৎসা পেতে যোগাযোগ করুন ০১৬৭২৪৪৭৬৯০।
বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন ০১৬৭২৪৪৭৬৯০।
স্বাস্থ্য বিষয়ক নিত্য নতুন তথ্য ও পরামর্শ পেতে যুক্ত থাকুন: https://www.facebook.com/arindas2010
সাবস্ক্রাইব করুন: https://www.youtube.com/.arindamdas

পাকস্থলি, কোলন, লিভার, পিত্তথলি, পিত্তনালি, প্যানক্রিয়াস, পাইলস, ফিস্টুলা, ফিশার ও ল্যাপারোস্কপিক হার্নিয়া সার্জারিসহ যে...
21/07/2025

পাকস্থলি, কোলন, লিভার, পিত্তথলি, পিত্তনালি, প্যানক্রিয়াস, পাইলস, ফিস্টুলা, ফিশার ও ল্যাপারোস্কপিক হার্নিয়া সার্জারিসহ যেকোন সার্জিক্যাল প্যাথলজি/অপারেশন সংক্রান্ত বিশেষজ্ঞের পরামর্শ অনলাইনে পেতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ০১৬৭২৪৪৭৬৯০।
সার্জিক্যাল প্যাথলজি সংক্রান্ত জটিল রোগীর ক্ষেত্রে সরাসরি চিকিৎসা ও পরামর্শ পেতে অথবা উন্নত চিকিৎসার স্বার্থে রেফারেল ব্যবস্থার মাধ্যমে রোগীর চিকিৎসা/অপারেশন নিশ্চিত করতে যোগাযোগ করুন:
০১৬৭২৪৪৭৬৯০।
স্বাস্থ্য বিষয়ক নিত্য নতুন তথ্য ও পরামর্শ পেতে যুক্ত থাকুন: https://www.facebook.com/arindas2010
সাবস্ক্রাইব করুন:
https://www.youtube.com/.arindamdas
সান্ধ্যকালীন চেম্বারের ঠিকানা:
১) প্রতিদিন সন্ধ্যা ৬-৮ টা:
প্যান প্যাসিফিক হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট
২৪ আউটার সার্কুলার রোড, শাহজাহানপুর, ঢাকা
২) প্রতিদিন সন্ধ্যা ৮-১০ টা:
খিলগাঁও জেনারেল হাসপাতাল এন্ড ডায়গনস্টিক লিমিটেড
১/১ অতিশ দীপংকর রোড, খিলগাঁও রেলগেইট, ঢাকা।

হার্নিয়ার সমস্যা দেখা দিলে প্রাথমিক অবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়াই উচিত। কারণ হার্নিয়া সংক্রান্ত জটিলতায়...
11/07/2025

হার্নিয়ার সমস্যা দেখা দিলে প্রাথমিক অবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়াই উচিত। কারণ হার্নিয়া সংক্রান্ত জটিলতায় মারাত্মক পেটে ব্যথা, ক্ষুদ্রান্ত্রে পচন ধরা, সেপটিসেমিয়ার মতো মৃত্যুঝুঁকি তৈরি হয়। তাছাড়া এই সমস্যা নিজের থেকে বা মেডিসিনের মাধ্যমে কিংবা কোনো প্রকার কবিরাজি, ঝাড়ফুঁক দ্বারা দূর হবে না। একমাত্র অপারেশনের মাধমেই হার্নিয়া সমস্যার সমাধান করা সম্ভব।
বর্তমানে ল্যাপারোস্কপিক পদ্ধতিতে আন্তর্জাতিক মান অনুযায়ী বাংলাদেশেই সব ধরনের হার্নিয়া সার্জারি হচ্ছে। আধুনিক ল্যাপারোস্কপিক সার্জারির সুফল পেতে বিশেষজ্ঞ ল্যাপারোস্কপিক সার্জনের পরামর্শ গ্রহণ করুন, সেবা নিন, সুস্থ থাকুন।
ল্যাপারোস্কপিক এন্ড মিনিমাল ইনভেসিভ গ্যাস্ট্রো-ইনটেস্টাইনাল সার্জন
ডাঃ অরিন্দম দাশ
এমবিবিএস, এফসিপিএস (সার্জারি), বিসিএস (স্বাস্থ্য)
পাকস্থলি, কোলন, লিভার, পিত্তথলি, পিত্তনালি, প্যানক্রিয়াস, পাইলস, ফিস্টুলা, ফিশার ও ল্যাপারোস্কপিক হার্নিয়া সার্জারিতে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত

কনসালট্যান্ট সার্জিক্যাল গ্যাস্ট্রোএনটেরোলজিস্ট
শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা।

চীফ কনসালট্যান্ট (সার্জারি বিভাগ) ও
পরিচালক (হার্নিয়া ক্লিনিক)
পরিচালক (ওন্ড এন্ড ডায়বেটিক ফুট কেয়ার সেন্টার)
খিলগাঁও জেনারেল হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক লিঃ
১/১ অতিশ দিপঙ্কর রোড, খিলগাঁও রেলগেইট, ঢাকা।

কনসালট্যান্ট
প্যান প্যাসিফিক হাসপাতাল, ট্রেনিং এন্ড রিসার্চ ইনস্টিটিউট
২৪, আউটার সার্কুলার রোড, শাহজাহানপুর, ঢাকা।

যেকোন সার্জিক্যাল প্যাথলজি/অপারেশন সংক্রান্ত বিশেষজ্ঞের পরামর্শ ও চিকিৎসা পেতে যোগাযোগ করুন ০১৬৭২৪৪৭৬৯০।
বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন ০১৬৭২৪৪৭৬৯০।
স্বাস্থ্য বিষয়ক নিত্য নতুন তথ্য ও পরামর্শ পেতে
যুক্ত থাকুন: https://www.facebook.com/arindas2010
সাবস্ক্রাইব করুন: https://www.youtube.com/.arindamdas

surgeon gastroliver institute & hospital surgeon #পিত্তথলির_পাথর #পিত্তনালীর_পাথর #পিত্তথলির_ক্যন্সার #পিত্তনালীর_ক্যান্সার #পাকস্থলীর_ক্যান্সার #প্যানক্রিয়াসের_পাথর #লিভারের_পাথর #লিভার_ক্যান্সার #লিভারের_ফোঁড়া #প্যানক্রিয়াসের_টিউমার #প্যানক্রিয়াসের_ক্যান্সার

অধিকাংশ ক্ষেত্রে পিত্তথলির পাথর কোনো ধরনের লক্ষ্মণ প্রকাশ না করলেও দীর্ঘদিন পিত্তথলির ভিতর পাথর থাকলে সেটা সাইজে বড় হতে ...
22/06/2025

অধিকাংশ ক্ষেত্রে পিত্তথলির পাথর কোনো ধরনের লক্ষ্মণ প্রকাশ না করলেও দীর্ঘদিন পিত্তথলির ভিতর পাথর থাকলে সেটা সাইজে বড় হতে থাকে এবং একটা সময় পিত্তথলির প্রদাহ সৃষ্টি করে। রোগী পেটের উপরিভাগে বিশেষ করে ডানপাশে তীব্র ব্যথা হয় যা অনেকেই গ্যাস্ট্রিকের সমস্যা ভেবে ভুল করেন। সাইজে বড় পাথর (১ সেমি এর উপর) পিত্তথলির মুখে আটকে যেতে পারে যার ফলে Mucocele কিংবা Empyema এর মতো মারাত্মক জটিলতার সৃষ্টি করে। এছাড়াও বড় পাথর পিত্তনালীর উপর চাপ প্রয়োগ করে পিত্তরসের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করে যার ফলে সার্জিক্যাল জন্ডিস এর সৃষ্টি হয়। এজন্য পেটের উপরিভাগের যেকোনো ব্যথা গ্যাস্ট্রিকের ব্যথা ভেবে ভুল চিকিৎসা না করে বিশেষজ্ঞ চিকিৎসকের শরনাপন্ন হোন, সেবা নিন, সুস্থ থাকুন।

https://youtube.com/shorts/5WiVTbfWkxM?si=AZYdGjU1ZrmXiV5I

Address

Atish Dipankar Road, Basabo Buddha Mandir
Khilgaon
1214

Telephone

+8801672447690

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Arindam Das posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Arindam Das:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category