Sheba Medical holl

Sheba Medical holl Our Mission Statement is to work hard to care for our patients. Sheba medical hall ,it will always be our pleasure to serve you.

27/12/2023
02/04/2023

ভিটামিন ডি এর অভাবে দুর্বলতা, ক্লান্তি বা বিষণ্ণতা বোধ করা; পেশী, হাড় বা জয়েন্টে ব্যথা ও আরও অন্যান্য রোগ হতে পারে। কীভাবে ভিটামিন ডি এর অভাব পূরণ করা যায় সেটা নিয়ে কথা বলেছেন ডা. অপূর্ব কুমার পন্ডিত।

ভিটামিন ডি-এর অভাব পূরণে ৳৩,৯৫০ এর 'ভিটামিন ডি প্যাকেজ' সীমিত সময়ের জন্য মাত্র ৳২,২০০ এ বুক করুন এখনই।

22/02/2023

💁‍♂️ হৃৎপিন্ডের পীড়ায় লক্ষনভিত্তিক কয়েকটি হোমিওপ্যাথিক ঔষধ।

রোগ বিবরন : নানা কারনে এই পীড়া হইয়া থাকে। অতিরিক্ত চা, কফি, মদ, ধূমপান অত্যন্ত মানসিক উত্তেজনা, ক্রুদ্ধ, ভয়, শোক, অতিরিক্ত পরিশ্রম,অজীর্ণ, রক্ত শূন্যতা প্রভূতি কারনে এই পীড়া হইতে পারে।

🏝️চিকিৎসা
★ (Arjun) : ইহা আমাদের বাংলাদেশীয় ঔষধ। নানা প্রকার হৃদরোগে ইহা ব্যবহার হইতেছে। হৃদস্পন্দন, হৃৎপিন্ডের বেদনা, বুক ধড়ফড় করা, দুর্বলতায় ইহা একটি উৎকৃষ্ট ঔষধ।

★ফ্যাসিওলাস (Phaseolus) : অত্যন্ত বুক ধড়ফড়, নাড়িরগতি দ্রুত, হৃৎপিন্ডের চারিধারে বেদনা। দীর্ঘ নিঃশ্বাস ফেলে। হৃৎপিন্ডের রোগে ইহা উপকারী।

★কনভ্যালেরিয়া (Convallaria) : হৃৎপিন্ডের নানা পীড়া, সামান্য পরিশ্রমে বুক ধঢ়ফড়ানি। ব্যায়াম কালীন অত্যন্ত বুক ধড়ফড় করে, ধুমপান জনিত কারনে বুক ধড়ফড়ানিতে এই ঔষধ উপকারী।

★ক্র্যাটিগাস (Crataegus Ox) : হৃৎপিন্ডের পীড়ায় বহু প্রচলিত একটি শেষ্ঠ ঔষধ। নানা প্রকার হৃৎপিন্ডের পীড়া বুক ধড় ফড়ানিতে ইহার সমতুল্য ঔষধ খুব কমই আছে।

★ডিজিটেলিস (Digitalis) : হৃৎপিন্ডের দুর্বলতা, সামান্য নড়াচড়া করিলেই হৃৎপিন্ডের ক্রিয়া বন্ধ হইয়া যাইতে চায়। নাড়ি সবিয়াম। তৃতীয়, পঞ্চম বা সপ্তম নাড়ির স্পন্দন বিলুপ্ত। বুকে সুঁচ ফোটানো ব্যথা। বাম পার্শ্বে শুইতে অক্ষমতা। বুক ধড়ফড়ানি, শ্বাস কষ্ট।

★স্পাইজেলিয়া (Spegelia) : নতুন বা পুরাতন উভয় প্রকার হৃৎপিন্ডের পীড়ায় এই ঔষধ উপকারী। অত্যন্ত জোরে জোরে বুক ধড়ফড় করে। হৃৎপিন্ডের পীড়ায় এই দিকে চাপিয়া শুইলে বুক ধড়ফড়ানি বাড়ে।

★ক্যালেডিয়ম (Caladium) : ধুমপান জনিত কারনে বুক ধড়ফড়ানিতে ইহা অতি উৎকৃষ্ট ঔষধ। শুনিয়াছি এই ঔষধ কিছু অধিক দিন সেবন করিলে ধুমপানের আকাংখা দূর হয়।

বাইওকেমিক চিকিৎসা-
ক্যালকেরিয়া ফস (Calcerea Phos) : রক্ত শূন্য দুর্বল রোগীদের হৃৎপিন্ডের নানা প্রকার পীড়া। বুক ধড়ফড়ানি, হৃৎপিন্ডের বেদনা, শ্বাস কষ্ট ইত্যাদিতে ইহা উপযোগী।

★ক্যালি ফস (Kali Phos) : স্নায়ুবিক দুর্বল রোগীদের হৃৎস্পন্দন থামিয়া থামিয় হয়। অল্পতেই উত্তেজিত। সিঁড়ি বাহিয়া উপরে উঠিতে বুক ধড়ফড় করে, শ্বাস কষ্ট বৃদ্ধি পায়।

🏝️পথ্য ও আনুষাঙ্গিক ব্যবস্থা
প্রত্যহ শীতল জলে স্নান, অল্প ব্যায়াম খোলমেলা স্থানে বেড়ান হিতকর, কোন প্রকার উত্তেজক দ্রব্যাদি আহার চা, কফি, তামাক, মদ, ঘৃত, ধুমপান, অধিখ মসলাযুক্ত খাদ্য নিষেধ। পুষ্টিকর খাদ্য সামগ্রি আহার করিবে। কোন প্রকার উত্তেজনায় কিংবা গোলমালে যাওয়া উচিৎ নয়। ক্রোদ্ধ হওয়া নিষিদ্ধ।

শ্রদ্ধা তাদের প্রতিযারা কেবল আনুষ্ঠানিকতা নয়বরং এই আন্তরিকতা নিয়ে সারাবছরআমাদের প্রিয় বাংলা ভাষাকেলালন করছেন জীবনে ও যাপ...
21/02/2023

শ্রদ্ধা তাদের প্রতি
যারা কেবল আনুষ্ঠানিকতা নয়
বরং এই আন্তরিকতা নিয়ে সারাবছর
আমাদের প্রিয় বাংলা ভাষাকে
লালন করছেন জীবনে ও যাপনে

May the joys of new year last forever in your life. May you find the light that guide you towards your desired destinati...
30/12/2020

May the joys of new year last forever in your life. May you find the light that guide you towards your desired destination. Happy new yea

আমরা আধুনিক মানের সেবা নিয়া আসছি সাথে থাকুন ............।।
09/12/2020

আমরা আধুনিক মানের সেবা নিয়া আসছি সাথে থাকুন ............।।

ঘাড়ে ব্যথার কারণ ও প্রতিকারঃআমাদের বেশির ভাগ মানুষই জীবনের কোনো এক সময় ঘাড়ের ব্যাথায় ভোগেন। মেরুদণ্ডের ঘাড়ের অংশকে মেডিক...
17/11/2020

ঘাড়ে ব্যথার কারণ ও প্রতিকারঃ
আমাদের বেশির ভাগ মানুষই জীবনের কোনো এক সময় ঘাড়ের ব্যাথায় ভোগেন। মেরুদণ্ডের ঘাড়ের অংশকে মেডিক্যাল ভাষায় সারভাইক্যাল স্পাইন বলে। মেরুদণ্ডের ওপরের সাতটি কশেরুকা ও দুই কশেরুকার মাঝখানের ডিস্ক, পেশি ও লিগামেন্ট নিয়ে সারভাইক্যাল স্পাইন বা ঘাড় গঠিত। মাথার হাড় (স্কাল) থেকে মেরুদণ্ডের সপ্তম কশেরুকা পর্যন্ত ঘাড় বিস্তৃত। আট জোড়া সারভাইক্যাল স্পাইন নার্ভ (স্নায়ু) ঘাড়, কাঁধ, বাহু, নিচু বাহু এবং হাত ও আঙুলের চামড়ার অনুভূতি ও পেশির মুভমেন্ট প্রদান করে। এ জন্য ঘাড়ের সমস্যায় রোগী ঘাড়, কাঁধ, বাহু ও হাত বা শুধু হাতের বিভিন্ন উপসর্গ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন। ঘাড়ের সমস্যা পুরুষের তুলনায় নারীদের বেশি হয়।
# ঘাড়ে দুই ধরনের ব্যথা হয়ঃ
১. লোকাল বা স্থানীয় ব্যথা
২. রেফার্ড পেইন বা দূরে ছড়িয়ে যাওয়া ব্যাথা।
# ঘাড়ব্যথার কারণঃ
অনেকগুলো কারণে ঘাড়ে ব্যথা হতে পারে, তার মধ্যে উল্লেখযোগ্যঃ
১. সারভাইক্যাল স্পনডাইলোসিস
২. সারভাইক্যাল রিবস
৩. সারভাইক্যাল ক্যানেল স্টেনোসিস বা স্পাইনাল ক্যানাল সরু হওয়া
৪. সারভাইক্যাল ডিক্স প্রলেপস বা হারনিয়েশন, যেখানে হারনিয়াটেড ডিস্ক নার্ভের ওপর চাপ প্রয়োগ করে
৫. মাংসপেশী, হাড়, জোড়া, লিগামেন্ট, ডিস্ক (দুই কশেরুকার মাঝখানে থাকে) ও স্নায়ুর রোগ বা ইনজুরি
৬. অস্বাভাবিক পজিশনে নিদ্রা বা অনিদ্রা
৭. হাড় ও তরুণাস্থির প্রদাহ ও ক্ষয়
৮. অস্টিওপরোসিস বা হাড়ের ক্ষয় ও ভঙ্গুরতা রোগ
৯. রিউমাটয়েড-আর্থ্রাইটিস ও সেরো নেগেটিভ আর্থ্রাইটিস
১০. সারভাইক্যাল অস্টিও-আর্থ্রাইটিস
১১. ফাইব্রোমায়ালজিয়া
# উপসর্গঃ
১. ঘাড়ব্যথা এবং এই ব্যথা কাঁধ, বাহু, হাত ও আঙুল পর্যন্ত বিস্তৃত হতে পারে
২. কাঁধ, বাহু, হাত ও আঙুলে অস্বাভাবিক অনুভূতি বা অবশ ভাব
৩. বাহু, হাত ও আঙুল দুর্বল হতে পারে
৪. সব সময় ঘাড় ধরে বা জমে (স্টিফনেস) আছে এবং আস্তে আস্তে বাড়তে থাকে
৫. ঘাড়ের মুভমেন্ট ও দাঁড়ানো অবস্থায় কাজ করলে ব্যথা বেড়ে যায়
# চিকিৎসাঃ
ঘাড়ব্যথার চিকিৎসা এর কারণগুলোর ওপর নির্ভর করে। চিকিৎসার মূল লক্ষ হল,
১. ব্যথা ও অন্যান্য উপসর্গ নিরাময় করা
২. ঘাড়ের মুভমেন্ট স্বাভাবিক করা।
# ওষুধঃ
অ্যান্টিইনফ্যামেটরি ওষুধ সেবন
(ক) ফিজিওথেরাপি চিকিৎসাঃ
ফিজিওথেরাপি চিকিৎসা এটিই পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন আধুনিক চিকিৎসা পদ্ধতি।
এখানে বিভিন্ন ম্যানুয়াল বা ম্যানুপুলেশন থেরাপি, থেরাপিউটিক এক্সারসাইজ এবং বিভিন্ন ধরনের ইলেকট্রোমেডিক্যাল ইকুইপমেন্ট; যেমন-
ইন্টারফ্যারেনশিয়াল থেরাপি, অতি লোহিত রশ্মি, মাইক্রো-ওয়েভ ডায়াথারমি,আল্ট্রাসাউন্ড থেরাপি, শর্টওয়েভ ডায়াথার্মি ও ইন্টারমিটেন্ট ট্র্যাকশন, ট্রান্সকিউটেনিয়াস ইলেক্ট্রিক্যাল স্টিমুলেশন ইত্যাদি। এবং কিছু কিছু ক্ষেত্রে দুই-তিন সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থেকে চিকিৎসা নিতে হয়।
(খ) সার্জিক্যাল চিকিৎসাঃ
কনজারভেটিভ বা মেডিক্যাল চিকিৎসায় ভালো না হলে, ব্যথা ক্রমান্বয়ে বাড়তে থাকলে, স্নায়ু সমস্যা দেখা দিলে, বাহু, হাত ও আঙুলে দুর্বলতা এবং অবশ ভাব দেখা দিলে দ্রুত সার্জিক্যাল চিকিৎসা গ্রহণ করতে হবে।
# করণীয়ঃ
১. সামনের দিকে ঝুঁকে দীর্ঘক্ষণ কাজ করবেন না।
২. মাথার ওপর কোনো ওজন নেবেন না।
৩. প্রয়োজনীয় বিশ্রাম নিতে হবে।
৪. শক্ত বিছানায় ঘুমাবেন।
৫. শোবার সময় একটা মধ্যম সাইজের বালিশ ব্যবহার করবেন, যার অর্ধেকটুকু মাথা ও অর্ধেকটুকু ঘাড়ের নিচে দেবেন।
৬. তীব্র ব্যথা কমে গেলেও ঘাড় নিচু বা উঁচু করা, মোচড়ানো (টুইসটিং) পজিশন বন্ধ করা।
৭. অতিরিক্ত শারীরিক পরিশ্রম কমাতে হবে।
৮. সেলুনে কখনোই ঘাড় মটকাবেন না।
৯. কাত হয়ে শুয়ে দীর্ঘক্ষণ পড়বেন না বা টেলিভিশন দেখবেন না।
১০. কম্পিউটারে কাজ করার সময় মনিটর চোখের লেভেলে রাখবেন।
১১. দীর্ঘ সময় মোবাইল ব্যবহার না করা।

Address

Arpara Bazar, Shalikha,Magura
Khulna Division
7620

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sheba Medical holl posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sheba Medical holl:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram