বেজেরডাঙ্গা ব্লাড ব্যাংক

  • Home
  • বেজেরডাঙ্গা ব্লাড ব্যাংক

বেজেরডাঙ্গা ব্লাড ব্যাংক একটি সামাজিক,অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন

20/07/2025

জরুরী রক্তের প্রয়োজন
🔴 রক্তের গ্রুপ : O+
💉 রক্তের পরিমান : 1 bag
📆 রক্তদানের তারিখ - কালকে সকালে ২১.৭.২৫ তাং
🏥 রক্তদানের স্থান: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ,নতুন হাট
☎ যোগাযোগে : 01973183371

13/07/2025

ইমারজেন্সি এ বি নেগেটিভ ব্লাড দেওয়ার মতো কেউ আছেন
01904058846

💉❤️ মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত ❤️💉আজ বেজেরডাঙ্গা ব্লাড ব্যাংকের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি মেহেদী...
08/07/2025

💉❤️ মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত ❤️💉

আজ বেজেরডাঙ্গা ব্লাড ব্যাংকের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি মেহেদী ভাইকে, যিনি এক গর্ভবতী মায়ের প্রাণ বাঁচাতে রক্তদান করেছেন।
এটি শুধু একটি রক্তদান নয়—এটি একটি নতুন জীবনের আশা, একটি মায়ের নিরাপদ ভবিষ্যৎ।

“রক্ত দিন, জীবন বাঁচান।”
মেহেদীর মতো সাহসী ও মানবিক মানুষদের জন্যই সমাজ আজও আলোকিত ✨

🌿 বেজেরডাঙ্গা ব্লাড ব্যাংক
আপনার পাশে, জীবনের জন্য 🩸

#রক্তদান #মানবতা #বেজেরডাঙ্গা_ব্লাড_ব্যাংক #জীবনবাঁচান #রক্তদানেরঅভিযান

28/06/2025

জরুরি রক্তের প্রয়োজন,,

💁রোগীর সমস্যা:সিজার
🔴রক্তের গ্রুপ:(B+)
💉রক্তের পরিমাণঃ ১ব্যাগ
📆রক্তদানের তারিখ : ১৪/০৭/২৫
⏲️ রক্তদানের সময়: ইমারজেন্সি
🏥রক্তদানের স্থান; খুলনা আদ দ্বীন হাসপাতাল।
☎যোগাযোগ: 01700821190

25/06/2025

#বেজেরডাঙ্গা_ব্লাড_ব্যাংক #রক্তদান_মানবতা #মানবতার_জয় #রক্তদাতা_হিরো

🩸🌟 বেজেরডাঙ্গা ব্লাড ব্যাংক এর পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন 🌟🩸আজ আমাদের শ্রদ্ধেয় রক্তদাতা MD Tanjir Hassan Ro...
24/06/2025

🩸🌟 বেজেরডাঙ্গা ব্লাড ব্যাংক এর পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন 🌟🩸

আজ আমাদের শ্রদ্ধেয় রক্তদাতা MD Tanjir Hassan Romem সফলভাবে সম্পন্ন করেছেন তার দশমতম রক্তদান।
একজন রোগীর জন্য তিনি আজ এক ব্যাগ রক্ত দান করেছেন, যা নিঃসন্দেহে এক অনন্য মানবিক উদাহরণ।

👏 দশমবারের মতো রক্ত দিয়ে তিনি প্রমাণ করেছেন – নিয়মিত রক্তদান শুধু দায়িত্বই নয়, এক মহান অভ্যাস।
আমরা তার এ অসাধারণ অবদানকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা।

❤️ রক্ত দিন, নিয়মিত দিন – জীবন বাঁচান। ❤️
Romem আপনি আমাদের অনুপ্রেরণা।

#বেজেরডাঙ্গা_ব্লাড_ব্যাংক
্তদান

#রক্তদাতা_হিরো
#মানবতার_জয়

🌍 বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে বেজেরডাঙ্গা ব্লাড ব্যাংকের শ্রদ্ধা ও ভালোবাসাপ্রতি বছর ১৪ জুন বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব র...
14/06/2025

🌍 বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে বেজেরডাঙ্গা ব্লাড ব্যাংকের শ্রদ্ধা ও ভালোবাসা

প্রতি বছর ১৪ জুন বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব রক্তদাতা দিবস (World Blood Donor Day)। এই দিনটি উপলক্ষে বেজেরডাঙ্গা ব্লাড ব্যাংক পক্ষ থেকে আমরা জানাই হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা ও ভালোবাসা, সকল স্বেচ্ছাসেবী রক্তদাতা ভাই ও বোনদের প্রতি, যারা নিঃস্বার্থভাবে মানুষের জীবন রক্ষায় এগিয়ে আসেন।

রক্তদান একটি মহৎ কাজ — এটি শুধু একজন অসুস্থ মানুষকে নতুন জীবন দেয় না, বরং সমাজে মানবিকতার দীপ্ত আলোকবর্তিকা হিসেবে কাজ করে। আমাদের সমাজের এই নীরব বীররা কারও ভাই, কারও বন্ধু, আবার কারও সন্তান হয়ে নিঃশব্দে ছড়িয়ে দেন বাঁচার আশা।

বেজেরডাঙ্গা ব্লাড ব্যাংক প্রতিষ্ঠার শুরু থেকেই মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। প্রতিটি জরুরি মুহূর্তে আমরা পাশে পেয়েছি আমাদের নিবেদিতপ্রাণ রক্তদাতাদের। তাঁদের এ ত্যাগ ও অবদান সত্যিই অনন্য।

> “বিশ্বের সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে স্বেচ্ছায় রক্তদান।”

আজকের এই দিনে আমরা আহ্বান জানাই নতুন প্রজন্মের প্রতি—
রক্ত দিন, জীবন বাঁচান। মানুষের জন্য ভাবুন, মানবতার জন্য এগিয়ে আসুন।

সবশেষে আবারও জানাই— 🙏 সব রক্তদাতা ভাই ও বোনদের প্রতি অসীম শ্রদ্ধা, দোয়া ও ভালোবাসা।
আপনারা আছেন বলেই এই সমাজে এখনো আশার আলো জ্বলে।

- বেজেরডাঙ্গা ব্লাড ব্যাংক পরিবার
📅 ১৪ জুন, বিশ্ব রক্তদাতা দিবস
📍 বেজেরডাঙ্গা, খুলনা।

🩸 মানবতার জন্য এক হৃদয় ছুঁয়ে যাওয়া দান 🩸আলহামদুলিল্লাহ!MD Mukhtar Gazi পঞ্চম বারের মতো AB+ (এবি পজিটিভ) রক্তদানের মাধ্যম...
13/06/2025

🩸 মানবতার জন্য এক হৃদয় ছুঁয়ে যাওয়া দান 🩸

আলহামদুলিল্লাহ!

MD Mukhtar Gazi পঞ্চম বারের মতো AB+ (এবি পজিটিভ) রক্তদানের মাধ্যমে প্রমাণ করেছেন—মানুষ মানুষের জন্য।
রক্তদানের এই মহৎ উদ্যোগে তিনি শুধু একজন রক্তদাতা নন, বরং একজন মহৎ ব্যক্তি।

🤲 আমরা বেজেরডাঙ্গা ব্লাড ব্যাংক-এর পক্ষ থেকে তাঁকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
সেই সাথে সবার প্রতি অনুরোধ—তার জন্য দোয়া করবেন, যেন তিনি সুস্থ থেকে ভবিষ্যতেও মানুষের পাশে থাকতে পারেন।

📢 আসুন, আমরা সবাই মিলে রক্তদানে উৎসাহিত হই—
এক ফোঁটা রক্ত, একটি জীবন!

#রক্তদান_মানবতা #বেজেরডাঙ্গা_ব্লাড_ব্যাংক

বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহৎ কাজ হচ্ছে মানবসেবা এবং শ্রেষ্ঠ দান হচ্ছে স্বেচ্ছায় রক্তদান করা!🩸আলহামদুলিল্লাহ 🥀🌸জরুরি মূহুর্তে ...
10/06/2025

বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহৎ কাজ হচ্ছে মানবসেবা
এবং শ্রেষ্ঠ দান হচ্ছে স্বেচ্ছায় রক্তদান করা!🩸

আলহামদুলিল্লাহ 🥀🌸
জরুরি মূহুর্তে লাল ভালোবাসা উপহার ♥
-প্রিয় ভাই M M Jihadul Islam
দু'য়া ও ভালোবাসা রইলো

📰 ঈদের শুভেচ্ছা বার্তা –বেজেরডাঙ্গা ব্লাড ব্যাংকের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হচ্ছে...
06/06/2025

📰 ঈদের শুভেচ্ছা বার্তা –
বেজেরডাঙ্গা ব্লাড ব্যাংকের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হচ্ছে।

এই পবিত্র উৎসব উপলক্ষে আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি সেই সব রক্তদাতা ভাই-বোনদের, যারা মানবতার টানে নিজ রক্ত দান করে জীবন রক্ষা করেছেন অসংখ্য মানুষের। আপনারা হচ্ছেন এই সমাজের নীরব নায়ক। আপনাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

বিশেষ কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই আমাদের প্রবাসী ভাই-বোনদের, যারা দূরে থেকেও আপনজনদের জন্য সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং দেশের প্রতি ভালোবাসা অটুট রাখেন। আপনাদের অর্থনৈতিক সহায়তা, সামাজিক দায়িত্ববোধ ও ভালোবাসা আমাদের গর্বিত করে।

এই পবিত্র দিনে আমরা শ্রদ্ধা জানাই সমাজের প্রতিটি স্তরের মানুষকে:

শ্রমজীবী মানুষদের, যাঁরা কঠোর পরিশ্রম করে পরিবার ও সমাজ গড়ে তোলেন

কৃষক ও মেহনতি জনগণকে, যাঁদের হাত ধরে আমাদের খাবার আসে

শিক্ষক ও ছাত্রছাত্রীদের, যারা জ্ঞান ও শিক্ষা ছড়িয়ে দিচ্ছেন

চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের, যাঁরা নিরলসভাবে মানুষের সেবা করে যাচ্ছেন

পুলিশ, প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের, যাঁরা আমাদের নিরাপত্তা নিশ্চিত করছেন

মা-বাবা ও পরিবারের অভিভাবকদের, যাঁরা প্রতিনিয়ত সন্তানদের জন্য ত্যাগ স্বীকার করছেন

এবং প্রতিটি দাতা, শুভানুধ্যায়ী ও স্বেচ্ছাসেবী ভাই-বোনদের, যাঁরা আমাদের পাশে আছেন—তাঁদের প্রতি রইল অকুণ্ঠ ভালোবাসা।

ঈদ মানেই ভালোবাসা, ত্যাগ ও সম্প্রীতির বার্তা। আসুন, এই ঈদে আমরা রক্তদানের মতো মহৎ কাজের জন্য নিজে এগিয়ে আসি এবং অন্যকেও উৎসাহিত করি।

📢 বেজেরডাঙ্গা ব্লাড ব্যাংক একটাই বার্তা দেয়:
“জীবনের জন্য রক্ত, ভালোবাসার জন্য একতা।”

🤝 সবাইকে ঈদের শুভেচ্ছা!
ঈদ মোবারক!

— বেজেরডাঙ্গা ব্লাড ব্যাংক

Address


Telephone

+8801838994390

Website

Alerts

Be the first to know and let us send you an email when বেজেরডাঙ্গা ব্লাড ব্যাংক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram