06/06/2025
📰 ঈদের শুভেচ্ছা বার্তা –
বেজেরডাঙ্গা ব্লাড ব্যাংকের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হচ্ছে।
এই পবিত্র উৎসব উপলক্ষে আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি সেই সব রক্তদাতা ভাই-বোনদের, যারা মানবতার টানে নিজ রক্ত দান করে জীবন রক্ষা করেছেন অসংখ্য মানুষের। আপনারা হচ্ছেন এই সমাজের নীরব নায়ক। আপনাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
বিশেষ কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই আমাদের প্রবাসী ভাই-বোনদের, যারা দূরে থেকেও আপনজনদের জন্য সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং দেশের প্রতি ভালোবাসা অটুট রাখেন। আপনাদের অর্থনৈতিক সহায়তা, সামাজিক দায়িত্ববোধ ও ভালোবাসা আমাদের গর্বিত করে।
এই পবিত্র দিনে আমরা শ্রদ্ধা জানাই সমাজের প্রতিটি স্তরের মানুষকে:
শ্রমজীবী মানুষদের, যাঁরা কঠোর পরিশ্রম করে পরিবার ও সমাজ গড়ে তোলেন
কৃষক ও মেহনতি জনগণকে, যাঁদের হাত ধরে আমাদের খাবার আসে
শিক্ষক ও ছাত্রছাত্রীদের, যারা জ্ঞান ও শিক্ষা ছড়িয়ে দিচ্ছেন
চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের, যাঁরা নিরলসভাবে মানুষের সেবা করে যাচ্ছেন
পুলিশ, প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের, যাঁরা আমাদের নিরাপত্তা নিশ্চিত করছেন
মা-বাবা ও পরিবারের অভিভাবকদের, যাঁরা প্রতিনিয়ত সন্তানদের জন্য ত্যাগ স্বীকার করছেন
এবং প্রতিটি দাতা, শুভানুধ্যায়ী ও স্বেচ্ছাসেবী ভাই-বোনদের, যাঁরা আমাদের পাশে আছেন—তাঁদের প্রতি রইল অকুণ্ঠ ভালোবাসা।
ঈদ মানেই ভালোবাসা, ত্যাগ ও সম্প্রীতির বার্তা। আসুন, এই ঈদে আমরা রক্তদানের মতো মহৎ কাজের জন্য নিজে এগিয়ে আসি এবং অন্যকেও উৎসাহিত করি।
📢 বেজেরডাঙ্গা ব্লাড ব্যাংক একটাই বার্তা দেয়:
“জীবনের জন্য রক্ত, ভালোবাসার জন্য একতা।”
🤝 সবাইকে ঈদের শুভেচ্ছা!
ঈদ মোবারক!
— বেজেরডাঙ্গা ব্লাড ব্যাংক