
30/08/2025
আপনার নরমাল ডেলিভারি করানোর ইচ্ছাকে আমরা সাধুবাদ জানাই কিন্তু আপনার ইচ্ছা যেন আপনার ও আপনার বাচ্চার জন্য হুমকি স্বরূপ না হয়।
নরমাল ডেলিভারি হওয়ার জন্য কতগুলো নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে।আপনার ক্ষেত্রে যদি সেগুলো ফুলফিল হয় তাহলে নরমাল ডেলিভারির জন্য আপনার ট্রায়াল দেওয়া উচিত। নতুবা আপনার ইচ্ছার জন্য আপনার সন্তানের জীবন ঝুকির সম্ভাবনা থাকে।
আজ সকালে ঠিক এমন একটি সিজার করেছি।সারারাত নরমাল ডেলিভারির ট্রায়াল দিয়ে বাচ্চা এবং মায়ের অবস্থা খারাপ করে সিজার করার জন্য এসেছে। মায়ের পেটে একফোঁটাও পানি নাই যা আছে তা সবই বাচ্চার পায়খানা। বাচ্চাটির অবস্থা ছিল ঠিক নিচের ছবিটির বাচ্চার মত। 🥲🥲