Dr.Jannatul Ferdous Sima

Dr.Jannatul Ferdous Sima মানবতার সেবায় এগিয়ে যাওয়ায় লক্ষ্য

আপনার নরমাল ডেলিভারি করানোর ইচ্ছাকে আমরা সাধুবাদ জানাই কিন্তু আপনার ইচ্ছা যেন আপনার ও আপনার বাচ্চার জন্য হুমকি স্বরূপ না...
30/08/2025

আপনার নরমাল ডেলিভারি করানোর ইচ্ছাকে আমরা সাধুবাদ জানাই কিন্তু আপনার ইচ্ছা যেন আপনার ও আপনার বাচ্চার জন্য হুমকি স্বরূপ না হয়।

নরমাল ডেলিভারি হওয়ার জন্য কতগুলো নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে।আপনার ক্ষেত্রে যদি সেগুলো ফুলফিল হয় তাহলে নরমাল ডেলিভারির জন্য আপনার ট্রায়াল দেওয়া উচিত। নতুবা আপনার ইচ্ছার জন্য আপনার সন্তানের জীবন ঝুকির সম্ভাবনা থাকে।

আজ সকালে ঠিক এমন একটি সিজার করেছি।সারারাত নরমাল ডেলিভারির ট্রায়াল দিয়ে বাচ্চা এবং মায়ের অবস্থা খারাপ করে সিজার করার জন্য এসেছে। মায়ের পেটে একফোঁটাও পানি নাই যা আছে তা সবই বাচ্চার পায়খানা। বাচ্চাটির অবস্থা ছিল ঠিক নিচের ছবিটির বাচ্চার মত। 🥲🥲

১লক্ষ ভিউজ😍😍
30/08/2025

১লক্ষ ভিউজ
😍😍

আজ পরপর  ৩টি সিজারের তিনটিই  দ্বিতীয় সিজার ছিল  এবং তিনজন মায়েরই প্রথম মেয়ের পরে দ্বিতীয় পুত্র সন্তান। আজ রোগীও খুশি ...
29/08/2025

আজ পরপর ৩টি সিজারের তিনটিই দ্বিতীয় সিজার ছিল এবং তিনজন মায়েরই প্রথম মেয়ের পরে দ্বিতীয় পুত্র সন্তান।

আজ রোগীও খুশি তাই দেখে ডাক্তারও খুশি😍😍

“আসসালামু আলাইকুম। আজ আমরা খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো – USG কী এবং কেন করা হয়।”👉 USG-এর পূর্...
27/08/2025

“আসসালামু আলাইকুম। আজ আমরা খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো – USG কী এবং কেন করা হয়।”

👉 USG-এর পূর্ণরূপ হলো Ultrasound Sonography।
এটা একটা imaging test, যেখানে বিশেষ সাউন্ড ওয়েভ ব্যবহার করে শরীরের ভেতরের ছবি দেখা হয়।
এতে কোনো radiation থাকে না, তাই একদম safe।

👉 কেন করা হয়?
• শরীরের ভেতরের অঙ্গ যেমন লিভার, কিডনি, গলব্লাডার, ইউটেরাস বা ওভারি চেক করার জন্য।
• প্রেগন্যান্সিতে বেবির growth, অবস্থান, হার্টবিট ও development দেখার জন্য।
• কোনো টিউমার, সিস্ট বা ইনফেকশন আছে কিনা বুঝতে।

“সুতরাং, যখনই ডাক্তার USG করার পরামর্শ দেন, ভয় পাওয়ার কিছু নেই। এটা painless, safe এবং আমাদের শরীরের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেয়।
Dr.Jannatul Ferdous Sima

#দর্শনায়_আমার_একমাত্র_চেম্বার

#মা_মেডিসিন_হাউজ
#প্রতিদিন_বিকাল_৪টা_থেকে_রাত_৯টা
#যোগাযোগে :01910464288

26/08/2025

I got over 1,000 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

বাচ্চা গর্ভে থাকা অবস্থায় আপনাকে কমপক্ষে ৫ টি গর্ভকালীন চেকআপে থাকা উচিত। এতে আপনার অনাগত  সন্তানের সঠিক বেড়ে উঠা নিশ্চ...
23/08/2025

বাচ্চা গর্ভে থাকা অবস্থায় আপনাকে কমপক্ষে ৫ টি গর্ভকালীন চেকআপে থাকা উচিত। এতে আপনার অনাগত সন্তানের সঠিক বেড়ে উঠা নিশ্চত করতে পারবেন।

Dr.Jannatul Ferdous Sima
MBBS
MCGP (Obs &Gynae)
CMU (ultrasonography)

#দর্শনায়_আমার_একমাত্র_চেম্বার
#মা_মেডিসিন_হাউজ
#পুরাতন_বাজার_রেলগেট
#যোগাযোগে:০১৯১০-৪৬৪২৮৮

মাতৃ স্বাস্থ্যের যত্ন নিনরোগের সঠিক চিকিৎসা করুন
21/08/2025

মাতৃ স্বাস্থ্যের যত্ন নিন
রোগের সঠিক চিকিৎসা করুন

Dr.Jannatul Ferdous Sima MBBS(Rajshahi)MCGP (Obs &Gynae)ACMU (Ultrasonography)PGT (Obs& Gynae)গাইনি ও মেডিসিন রোগে অভিজ্...
19/08/2025

Dr.Jannatul Ferdous Sima
MBBS(Rajshahi)
MCGP (Obs &Gynae)
ACMU (Ultrasonography)
PGT (Obs& Gynae)
গাইনি ও মেডিসিন রোগে অভিজ্ঞ

মা মেডিসিন হাউস
রেলগেট, পুরাতন বাজার
দর্শনা
যোগাযোগে: ০১৯১০৪৬৪২৮৮

🗣️🗣️আসুন জেনে নেওয়া যাকব্লাইটেড ওভাম (Blighted O**m) বা অ্যানেমব্রায়োনিক প্রেগন্যান্সি (Anembryonic Pregnancy) এর প্রধান...
19/08/2025

🗣️🗣️আসুন জেনে নেওয়া যাক

ব্লাইটেড ওভাম (Blighted O**m) বা অ্যানেমব্রায়োনিক প্রেগন্যান্সি (Anembryonic Pregnancy) এর প্রধান কারণ হল নিষিক্ত ডিম্বাণু (fertilized egg) সঠিকভাবে বিকশিত না হওয়া। এর ফলে গর্ভধারণের থলি তৈরি হলেও, তাতে ভ্রূণ গঠিত হয় না। এই অবস্থার জন্য বেশ কিছু কারণ দায়ী হতে পারে, যার মধ্যে প্রধান কারণগুলো হল:

🗣️🗣️জেনেটিক ত্রুটি:
ভ্রূণের প্রাথমিক পর্যায়ে যদি কোনো জেনেটিক ত্রুটি থাকে, তাহলে ব্লাইটেড ওভাম হওয়ার সম্ভাবনা থাকে।

🗣️🗣️ডিমের গুণমান:
ডিম্বাণু বা শুক্রাণুর গুণমান যদি ভালো না থাকে, তাহলেও এই সমস্যা হতে পারে।

🗣️🗣️হরমোনের সমস্যা:
শরীরে হরমোনের ভারসাম্যহীনতা, বিশেষ করে গর্ভাবস্থায় HCG হরমোনের অভাব, ব্লাইটেড ওভামের কারণ হতে পারে।

🗣️🗣️ইমিউন সিস্টেম:
মায়ের ইমিউন সিস্টেম যদি নিষিক্ত ডিম্বাণুকে শত্রু হিসেবে চিহ্নিত করে, তাহলে এটি প্রত্যাখ্যান করতে পারে, যার ফলে ব্লাইটেড ওভাম হতে পারে।

🗣️🗣️অন্যান্য কারণ:
কিছু ক্ষেত্রে, জরায়ুর গঠনগত সমস্যা বা অন্যান্য স্বাস্থ্য সমস্যাও ব্লাইটেড ওভামের জন্য দায়ী হতে পারে।

#চেম্বার
#মা_মেডিসিন_হাউজ
#পুরাতন_বাজার_রেলগেট
#দর্শনা
#যোগাযোগে:01910464288
#প্রতিদিন_বিকাল_৪টা_থেকে_রাত_৯টা

ভালোবাসার হরমোন:-প্রসবের সময় মায়ের শরীরে অক্সিটোসিন হরমোন নিঃসরণ হয়। এটি শুধু প্রসব বেদনা বাড়ায় না, বরং মা ও শিশুর ...
16/08/2025

ভালোবাসার হরমোন:-
প্রসবের সময় মায়ের শরীরে অক্সিটোসিন হরমোন নিঃসরণ হয়। এটি শুধু প্রসব বেদনা বাড়ায় না, বরং মা ও শিশুর মধ্যে এক গভীর ভালোবাসার বন্ধন তৈরি করে।

🩸 স্বাভাবিক রক্তক্ষরণ:-
স্বাভাবিক প্রসবে মায়ের শরীর থেকে প্রায় ৫০০ মিলি (দুই কাপের মতো) রক্ত বের হতে পারে। এটি স্বাভাবিক এবং শরীরের জন্য ক্ষতিকর নয়।

⏳ প্রথম প্রসবের সময়কাল:-
প্রথমবার মা হলে প্রসব কিছুটা দীর্ঘ হতে পারে, সাধারণত ১২ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয়। তবে, প্রত্যেকের ক্ষেত্রে সময় আলাদা হতে পারে।

👩‍👧 শিশুর প্রথম পরিচয়:-
জন্মের পরপরই শিশু তার মায়ের কণ্ঠস্বর ও শরীরের গন্ধ চিনতে পারে। এটি তাদের মধ্যে বিশেষ সংযোগ তৈরি করে।

😢 প্রথম কান্না:-
শিশুর প্রথম কান্না তার ফুসফুস সচল করে তোলে। এই কান্না তার জীবনের প্রথম শ্বাস নেওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ।

🍼 বুকের দুধের জাদু:-
শিশু জন্মের পর যত দ্রুত বুকের দুধ পান করে, মায়ের জরায়ু তত দ্রুত সংকুচিত হয়। এতে প্রসব পরবর্তী রক্তক্ষরণ কমে যায়।

🛌 প্রসব পরবর্তী সুস্থতা:-
এই যাত্রার পর মায়ের জন্য পর্যাপ্ত বিশ্রাম, পুষ্টিকর খাবার এবং পরিবারের সহায়তা খুবই জরুরি। এটি তাকে দ্রুত সুস্থ হতে সাহায্য করে।

💖 মনে রাখবেন, প্রতিটি প্রসবই আলাদা। ভয় না পেয়ে আত্মবিশ্বাসের সাথে এই মহান মুহূর্তকে বরণ করুন।



২০২১ সালের আগস্ট মাসে মানুষকে বিশ্বাস করে  যে ভুল করেছিলাম ২০২৫ সালের আগস্ট মাসে সেই ভুল শোধরানোর চেষ্টা করছি #নতুন_চেম্...
14/08/2025

২০২১ সালের আগস্ট মাসে মানুষকে বিশ্বাস করে যে ভুল করেছিলাম
২০২৫ সালের আগস্ট মাসে সেই ভুল শোধরানোর চেষ্টা করছি
#নতুন_চেম্বার
#মা_মেডিসিন_হাউস
#রেলগেট_পুরাতন_বাজার_দর্শনা

Address

Darshana, Chuadanga
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Jannatul Ferdous Sima posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Jannatul Ferdous Sima:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram