Dr.Jannatul Ferdous Sima

Dr.Jannatul Ferdous Sima মানবতার সেবায় এগিয়ে যাওয়ায় লক্ষ্য

চুল নাড়া করে এসেই আগে তার সানগ্লাস খুচ্ছে।আমার পাকনা বাবা আল্লাহুমা বারিক লাহু
21/06/2025

চুল নাড়া করে এসেই আগে তার সানগ্লাস খুচ্ছে।
আমার পাকনা বাবা
আল্লাহুমা বারিক লাহু

সকাল সকাল ফুপি হয়ে গেলাম। আমার সকল রোগী আমার ভীষণ প্রিয় এরমধ্যে এই রোগী   আরো বেশি প্রিয়। উনি আমার প্রতিটি পরামর্শ খু...
20/06/2025

সকাল সকাল ফুপি হয়ে গেলাম। আমার সকল রোগী আমার ভীষণ প্রিয় এরমধ্যে এই রোগী আরো বেশি প্রিয়। উনি আমার প্রতিটি পরামর্শ খুব সুন্দর ভাবে ফলো করতো। উনার এন্টিমেটাল চেকআপে যেদিনে আসতে বলতাম সেদিনেই আসতেন।
আলহামদুলিল্লাহ আল্লাহ তার সহায় হয়েছেন।

যখন রাত ৪ টার সময় ঘুমিয়ে আবার সকাল সাড়ে ৭টার সময় ঘুম থেকে উঠে তার নরমাল ডেলিভারি করে দিয়ে আসি।
আলহামদুলিল্লাহ

দর্শনার বিশিষ্ট ব্যবসায়ী #বিলাসী_কসমেটিকসের মাসুম ভাই ও ভাবীকে অভিনন্দন।😍😍

My mood stabilizer
14/06/2025

My mood stabilizer

09/06/2025

Be faith yourself,
May Allah bless You

সবাইকে ঈদ -উল- আযহার শুভেচ্ছাআল্লাহ সকলের  ত্যাগের মহিমায় কুরবানি কবুল করুন আমিন
07/06/2025

সবাইকে ঈদ -উল- আযহার শুভেচ্ছা
আল্লাহ সকলের ত্যাগের মহিমায় কুরবানি কবুল করুন
আমিন

রোগীর ট্রিটমেন্ট দেওয়া শেষ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা বারিক লাহু
05/06/2025

রোগীর ট্রিটমেন্ট দেওয়া শেষ
আলহামদুলিল্লাহ
আল্লাহুম্মা বারিক লাহু

 #ফ্রি_মেডিকেল_ক্যাম্প ডাক্তার হওয়ার সুবাদে প্রায় প্রতিদিনই  চেম্বারে কোন না কোন অসহায় মানুষের কথা মনোযোগ দিয়ে শুনতে...
31/05/2025

#ফ্রি_মেডিকেল_ক্যাম্প

ডাক্তার হওয়ার সুবাদে প্রায় প্রতিদিনই চেম্বারে কোন না কোন অসহায় মানুষের কথা মনোযোগ দিয়ে শুনতে। উনাদের জীবনের নানান গল্প কারো একটা দিক থাকলেও হাজারটা দিক থাকেনা।ডাক্তার দেখাতে পারলেও ওষুধ খেতে পারে না। কারো ছেলে থাকলেও দেখেনা, আবার কারো স্বামী থাকলেও দেখেনা। এই ঘটনাগুলোই ফ্রি মেডিকেল ক্যাম্পে আরো ভালোভাবে বোঝা যায়। আসলে আমাদের দেশের কত মানুষ অসহায়। কত মানুষ বিনা চিকিৎসায় মারা যায়। ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনে অন্তত তাদেরকে পরামর্শ কতটুকু তো দেওয়া যায়। সাথে আছে এই বোনস কচিকাঁচাগুলো। এরা আসলেই যেন এক অন্যরকম ভালো লাগার অনুভুতি তৈরি হয়। দুঃখ সুখের গল্প মিলিয়ে আমার বরাবরই ফ্রি মেডিকেল ক্যাম্প করতে অনেক ভালো লাগে।

*إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا* *উচ্চারণ:* *"ইন্না মা'আল উসরি ইউসরা"* *📝অর্থ:* নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। (সূর...
27/05/2025

*إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا* *উচ্চারণ:* *"ইন্না মা'আল উসরি ইউসরা"* *📝অর্থ:* নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। (সূরা আল-ইনশিরাহ, আয়াত ৬)
জীবনের প্রতিটি মুহূর্তেই আল্লাহ আমাদের জন্য শিক্ষা রেখে দেন।

গর্ভফুল নিচে থাকলে (প্লাসেন্টা প্রিভিয়া ) কি সমস্যা?? গর্ভফুল দিয়ে জরার মুখ ঢাকা ঢাকাকে প্লাসেন্টা প্রিভিয়া বলে। প্লা...
26/05/2025

গর্ভফুল নিচে থাকলে (প্লাসেন্টা প্রিভিয়া ) কি সমস্যা??

গর্ভফুল দিয়ে জরার মুখ ঢাকা ঢাকাকে প্লাসেন্টা প্রিভিয়া বলে। প্লাসেন্টা পিভিয়া থাকলে সাধারণত মিট ট্রাইমিস্টার মানে প্রেগনেন্সির মধ্য সময়ে অনেক সময় ব্লিডিং এর কমপ্লেন নিয়ে রোগী আসেন। এছাড়াও প্রেগনেন্সিতে আরো নানাবিদ জটিলতা দেখা যায়।

১. রক্তপাত :প্লাসেন্টা প্রিভিয়া থাকলে প্রেগনেন্সির দ্বিতীয় বা ছয় মাসিক (second or third trimester)রোগী দিয়ে রক্তক্ষরণের হিস্ট্রি নিয়ে আসেন। অনেক সময় এই রক্তপাত হালকা থেকে গুরুতরো হয়।

২.অকাল প্রসব :প্লাসেন্টা পিভিয়া থাকলে অকাল প্রসবের ঝুঁকি থাকে। আচ্ছা সম্পূর্ণ ম্যাচুরিটি হওয়ার আগেই ডেলিভারি হয়ে যায়।

৩.শিশু বৃদ্ধি সংক্রান্ত জটিলতা : প্লাসেন্টা প্রিভিয়া থাকলে তা সঠিকভাবে পুষ্টি ও অক্সিজেন পায় না। ফলে বাচ্চার বৃদ্ধি স্বাভাবিক হয় না।

৪.সিজারিয়ান ডেলিভারির প্রয়োজন :প্লাসেন্টা প্রিভিয়ার ক্ষেত্রে স্বাভাবিক প্রসব প্রায়ই অসম্ভব ম্যাক্সিমাম ক্ষেত্রেই সিজারিয়ান ডেলিভারি প্রয়োজন হয়।

৫.মায়ের মৃত্যু ঝুঁকি :যদি রক্তক্ষরণ গুরুতর হয় অনেক ক্ষেত্রেই মা ও শিশুর জন্য এটি জীবনঘাতি হতে পারে।

প্লাসেন্টা প্রিভিয়ায় করণীয় কি কি!!

১.সম্পূর্ণ বেড রেস্টে থাকা

২.নিয়মিত ডাক্তারের চেকআপে থাকা

৩.প্লাসেন্টা প্রিভিয়ার গ্রেড বা ধরন অনুযায়ী বাচ্চা ডেলিভারির পদ্ধতি নির্বাচন করা।

গর্ভবতী মায়েদের সচেতনতা বৃদ্ধির জন্য এটি সহায়ক হতে পারে।

সিএসএস( ক্রিস্তিয়ান সার্ভিস সোসাইটি) এর পক্ষ থেকে পরপর দুই দিন দর্শনা ও জীবননগরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্ষ...
21/05/2025

সিএসএস( ক্রিস্তিয়ান সার্ভিস সোসাইটি) এর পক্ষ থেকে পরপর দুই দিন দর্শনা ও জীবননগরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্ষুদ্রঋণের আওতায় উনাদের সকল গরিব ও অসহায় রোগীদের জন্য একটি বিশাল আয়োজন। আমি এর অংশ হতে পেরে এবং রোগীদের এত ভালো ভালো কমপ্লিমেন্ট পেয়ে সত্যিই আনন্দিত।
আলহামদুলিল্লাহ

লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়তাই আপনার সাথে মধুর সম্পর্কটা শুধু শুধু তিতা বানিয়েন না🤩🤩
19/05/2025

লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়
তাই আপনার সাথে মধুর সম্পর্কটা শুধু শুধু তিতা বানিয়েন না
🤩🤩

এই রোগীটির প্রসাবের থলিতে প্রাথমিকভাবে ক্যান্সার জাতীয় টিউমারের লক্ষণ পাওয়া গিয়েছে এছাড়াও পিত্তথলির নালি বড় হয়ে গেছ...
17/05/2025

এই রোগীটির প্রসাবের থলিতে প্রাথমিকভাবে ক্যান্সার জাতীয় টিউমারের লক্ষণ পাওয়া গিয়েছে এছাড়াও পিত্তথলির নালি বড় হয়ে গেছে এটিও একটি খারাপ লক্ষণ।
রোগীটি একাই এসেছিলেন ডাক্তার দেখাতে।
এমন আল্ট্রাসনো করলে নিজের মনটাই খারাপ হয়ে যায়।

Address

Darshana, Chuadanga
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Jannatul Ferdous Sima posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Jannatul Ferdous Sima:

Share