Md Akram Gazi OT

Md Akram Gazi OT Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md Akram Gazi OT, Satkhira, Khulna.

29/09/2024

বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সাঃ) কে কটুক্তি ও বিজেপি নেতা কর্তৃক মুসলমানদের হু*মকির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ( IUBAT) আইইউবিএটি ক্যাম্পাস

01/11/2022
কলিজার ভাই❣️
01/11/2022

কলিজার ভাই❣️

31/08/2022

■ কিছু কথা
সোনায় সোহাগা আমাদের এই বাংলাদেশ। এদেশের আনাচে কানাচে, ঝোপ জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে আছে মুক্তো মানিক। কিন্তু অতিব দুঃখের বিষয় এই যে আমারা আজও সেই মুক্তো মানিক চিনতেই পারিনি। আমরা এগুলোকে পা দিয়ে মাড়িয়ে চলে যাই,তারপরও ভেবে দেখিনি, জেনেও দেখিনি কোন উপকারে আসবে কিনা। রাস্তার ধারে, পুকুরের পাড়ে,বনে বাগানে হাজারো উপকারী গাছপালা, লতাপাতা আছে যা আমাদের প্রাকৃতিক সুরক্ষার দেয় , পাশাপাশি অনেক সুবিধাও দিয়ে থাকে। আজ আপনাদের জানাবো এমনই এক উপকারী গাছের কথা।
■ রিফুজি লতা'র পরিচয়
বাংলা নাম রিফুজি লতা বা আসামি লতা। বৈজ্ঞানিক নাম Mikania micantha । আসামলতা, কইয়া লতা, বুচিলতা, তরুলতা, রিফুজি লতা, শঙ্খুনি লতা, ইত্যাদি নামে এটাকে ডাকা হয়। এই লতা অতি বৃদ্ধিপ্রবল, একবার বেড়ে উঠবার সুযোগ পেলে বিপুলভাবে ছড়িয়ে পড়ে, জড়িয়ে ধরে অন্য গাছের শাখা-প্রশাখা।
রিফুজি লতা বনে-জঙ্গলে, পতিত জমিতে বা পথের পাশে যেখানে ফোটে সে স্বমহিমায় উদ্ভাসিত হতেই থাকে। রিফুজি লতার কোন ধরনের যত্ন না নিলেও চলে,এটি একবার বেয়ে গেলে আর সহজে মরে না।
■ রিফুজি লতা'র ঔষধী গুনাগুন
* প্রসাবে জ্বলাপোড়ায় নিয়মিত পাতার রস খেলে সমস্যা কেটে যাবে।
* লিভারের যে কোন সমস্যায় এই পাতার রস অনেক উপকার করে।
* চোখ লাল হয়ে গেলে এই পাতার রস খেলে সমস্যা কেটে যাবে।
* পাকস্থলীর প্রদাহ হলে আদার সাথে তিনটি পাতা চিবিয়ে খেয়ে নিন।
* এই পাতার রস নিয়মিত খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।
* শরীরের কাটা ছেঁড়ায় এ লতার পাতা পিষে ক্ষতস্থানে লাগিয়ে তিন থেকে চার ঘন্টা বেধে রাখুন, জোড়া লেগে যাবে।
* বসন্ত বা হাম হয়েছে যাদের, তারা রিফুজি পাতা পিষে রস পানির সাথে মিশিয়ে পু্রো শরীর ধুয়ে ফেলুন।
* রক্ত দূষিত হলে ৭দিন প্রতি সকালে খালি পেটে আধা-কাপ পাতার রস এক চা চামচ মধুর সাথে মিশিয়ে খাবেন।
* পেটে গ্যাস, এসিডিটি হলেই আধা-কাপ রিফুজি পাতার রস খেয়ে নিন, সেরে যাবে।
* বিষাক্ত পোকা-মাকড় কাঁমড় দিলেই রিফুজি পাতার রস দিয়ে ধুয়ে ফেলুন, সেই সাথে পাতা পিষে লাগিয়ে রাখুন।
* চুলকানী, একজিমা, দাদ হলে এই পাতার রস দিয়ে ধুয়ে রস লাগাতে থাকেন দেখবেন সেরে যাবে।
* এই পাতার রস কাচা হলুদের সাথে মিশিয়ে শরীরে লাগালে শরীর ঠান্ডা থাকে এবং শরীরে দাগ দুর হয়।
* মূখে মেসতা হলে হলুদের সাথে লেবুর রস ও এই পাতার রস মিশিয়ে লাগান সেরে যাবে।

27/07/2022

ঢাকায় ব্যক্তিগত গাড়ি চলে ১৫লাখ। এই গাড়িগুলো বন্ধ করে গণপরিবহন বাধ্যতামূলক করলে; দৈনিক জ্বালানী সাশ্রয় হবে কমপক্ষে ৩০লাখ লিটার। সরকারি অফিসার, ব্যবসায়ীরা গণপরিবহন ব্যবহার করলে; নিজেদের প্রয়োজনে গণপরিবহনকে ঠিকই উন্নত করে নিবে তারা। ব্যক্তিগত গাড়ি চলাচল বন্ধ হলে; ঢাকার যানজট থাকবে না। ঢাকায় বছরে ৩৫হাজার কোটি টাকার জ্বালানী নষ্ট হয় যানজটের কারণে। সেটা আর হবে না।
সেটা না করে; গরিবদের সাশ্রয়ী ব্যাটারিচালিত রিকশার পিছে লাগছে মিডিয়া। রিকশায় বিদ্যুৎ লাগলেও, সেটা এখন আর অবৈধ সংযোগ নাই। বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর কঠোর পদক্ষেপের কারণে- ব্যাটারিচালিত রিকশা এখন বৈধ সংযোগ নিয়ে রিকশায় চার্জ দেয়। রাজস্বখাতে আয় বেড়েছে, তাদের কল্যানে। গরিবের রিকশার যত দোষ। ধনীর প্রাইভেট কার কি পানি দিয়ে চলে...?
ধনীরা ভিআইপি। তাই তাদের এলাকায় ইলেক্ট্রিসিটি অফ করাই যায় না। যত লোডশেডিং গরিবদের এলাকায় দিতে হয়। অথচ ধনীদের আইপিএস কেনার টাকা আছে। সোলার বসানোর সুযোগ আছে। তাদের একজনের বাসায় এসি অফ রাখলে; ১০০-২০০জন গরিবের ঘরে ফ্যান চলার সুযোগ পাবে। কিন্তু তারা সেটা করবে না। অপ্রয়োজনে লাইট, ফ্যান, এসি চালাবে তারা। গরিবরা তো বিদ্যুৎ বিলের ভয়েই লাইট-ফ্যান চালাতে ভয় পায়। প্রয়োজন শেষে লাইট-ফ্যান অফ করে রাখে
ধনীরা প্রাইভেট কারে চড়বে, বাসায় অপ্রয়োজনীয় এসি-লাইট লাগাবে, আইপিএস কিনে বিদ্যুৎ সঞ্চয় করবে। আর খেসারত দিবে গরিবরা।

10/05/2022
আজকে কি শুনানি
11/04/2022

আজকে কি শুনানি

Address

Satkhira
Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Md Akram Gazi OT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram