PTF Khulna Branch

PTF Khulna Branch Paramedical and Technology Foundation Khulna Branch

24/11/2023
আজকের পরীক্ষা এবং ক্লাশ খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে । আলহামদুলিল্লাহ
10/11/2023

আজকের পরীক্ষা এবং ক্লাশ খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে । আলহামদুলিল্লাহ

10/11/2023

আজকের ক্লাশ

আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নেই
09/11/2023

আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নেই

সেবাই যখন ধর্ম , তখন সেটাই হোক আমার কর্ম
07/11/2023

সেবাই যখন ধর্ম , তখন সেটাই হোক আমার কর্ম

জীবনেটাকে সফল করতে হলে একটি উত্তম পরিকল্পনাই যথেষ্ঠ
06/11/2023

জীবনেটাকে সফল করতে হলে একটি উত্তম পরিকল্পনাই যথেষ্ঠ

স্বাস্থ্য সেবার শিক্ষা নিন,নিজের জীবন গড়ে নিন।
06/11/2023

স্বাস্থ্য সেবার শিক্ষা নিন,নিজের জীবন গড়ে নিন।

ছাত্র/ ছাত্রীদের মেডিসিন ১ম পত্র পরীক্ষা শেষ হলো
04/11/2023

ছাত্র/ ছাত্রীদের মেডিসিন ১ম পত্র পরীক্ষা শেষ হলো

”৪৫ দিনের প্রশিক্ষন, ইনকাম দিবে সারাজীবন”📣📣📣কেয়ারগিভিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!!⭐⭐⭐প্রশিক্...
31/10/2023

”৪৫ দিনের প্রশিক্ষন, ইনকাম দিবে সারাজীবন”📣📣📣
কেয়ারগিভিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!!
⭐⭐⭐প্রশিক্ষণ শেষে চাকরির ব্যবস্থা প্রতিষ্ঠান থেকেই করা হবে।⭐⭐⭐

⭐⭐গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত গভঃ রেজিঃ নং KHS-443 প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) খুলনা শাখায় কেয়ারগিভিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে⭐⭐

💥ভর্তির যোগ্যতাঃ নূন্যতম এস এস সি পাশ।
💥যে কোনো বয়সের যে কেউ আবেদন করতে পারবে, তবে ইংরেজি পড়তে জানতে হবে।

আমাদের বৈশিষ্ট্যঃ
✅ 100% জবের নিশ্চয়তা।
✅ MBBS ডাক্তার দ্বারা প্রশিক্ষণ প্রদান।
✅ শতভাগ প্রাক্টক্যিাল ক্লাস।
✅ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (২৫০ বেডে) ইন্টারনি করার সুযোগ।
✅ প্রশিক্ষণ শেষে স্ব স্ব রেজি-নং উল্লেখ পূর্বক সরকার অনুমোদিত সার্টিফিকেট প্রদান।
✅ আজীবন ইন্টারনেটে রেজাল্ট দেখার সু-ব্যবস্থা রয়েছে।
✅ প্রশিক্ষণ শেষে চাকরির ব্যবস্থা প্রতিষ্ঠান থেকেই করা হবে।

ভর্তি হতে এবং বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ-
পিটিএফ - খুলনা শাখা।
💥আপনার বেকারত্ব দূর করনে আমরা অঙ্গিকার বদ্ধ💥
১৭নং রোড, ২৭৪নং বাড়ি,(তাবলীগ মসজিদের সামনে) নিরালা আবাসিক এলাকা, খুলনা।
✆+880 1904 120830v

18/10/2023

সুস্বাস্থ্যের জন্য সেরা ১২টি হেলথ টিপস
১. সকালের নাস্তা ছাড়বেন না:
আপনি যদি ওজন কমাতে চান, তাহলে যে কাজগুলো করতে পারেন সেগুলোর মধ্যে একটি হলো সময়মতো সকালের নাস্তা করা। নাস্তা না করলে উল্টো ওজন বেড়ে যেতে পারে। একটা স্বাস্থ্যকর নাস্তার উদাহরণ হতে পারে: ফল, কর্ণ ফ্লেক্স, টোস্ট, ডিম এবং দুধ।

২. ঠিকভাবে দাঁত ব্রাশ করুন:
অনেকেই জানেন না কীভাবে ঠিকমতো ব্রাশ করতে হয়। এতে দাঁতের এবং মাড়ির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। পেন্সিল ধরার মতো করে টুথব্রাশ ধরুন এবং অন্তত ২ মিনিটের জন্য ব্রাশ করুন। দাঁত, মাড়ি, জিহ্বা সবকিছু ব্রাশ করতে হবে। নিয়মিত ডেন্টিস্ট এর কাছে যান।

৩. বিড়ালকে অনুকরণ করুন:
সকালে ঘুম থেকে উঠার পর কিছুক্ষণ স্ট্রেচিং করুন। এতে ব্লাড সার্কুলেশন তাড়াতাড়ি হবে, পরিপাকতন্ত্র কাজ করা শুরু করবে এবং ব্যাক পেইন কমে যাবে।

৪. নিজ ধর্মে মনোযোগ দিন:
হার্ভার্ড ইউনিভার্সিটির একটি গবেষণা অনুযায়ী ধর্মীয় বিশ্বাস এবং কাজ মানুষের মনকে প্রফুল্ল রাখে।

৫. পেঁয়াজ, রসুন গ্রহণ করুন:
পেঁয়াজ, রসুনে আছে সেই সকল উপাদান যেগুলো শরীরের জন্য অনেক উপকারী। এরা ব্লাড প্রেসার ও কোলেস্টরল কমায় এবং অনেক রোগের সম্ভাবনাও দূর করে। কেপ টাউনের চাইল্ড হেলথ্ ইন্সটিটিউট এর রিসার্চ অনুযায়ী কাঁচা রসুন চাইল্ডহুড ইনফেকশন রোধে ভূমিকা রাখে। তাপে আবার এদের গুনাবলি নষ্ট হয়ে যায়। তাই কাঁচা খাওয়াই ভালো।

৬. হাঁড়ের যত্ন প্রতিদিন:
দুধ বা দই থেকে আপনার প্রতিদিনকার প্রয়োজনীয় ক্যালসিয়াম গ্রহণ করতে পারেন। এতে আপনার অস্থি শক্তিশালী হবে। ৩০ বছর বয়সের পরে আপনার অস্থির ঘনত্ব কমতে থাকে। একদম কম করে হলেও প্রতিদিন অন্তত ২০০ মি.গ্রা. ক্যালসিয়াম দরকার।

৭. পরিমিত মসলাযুক্ত খাবার গ্রহণ:
ঝাল, মসলাদার খাবার গ্রহণে এনডোরফিন হরমোন নিঃসৃত হয়। এই হরমোন ব্যাথা দূর করে এবং ব্যায়ামের পর ভালো অনুভূতি দান করে। তবে, অতিরিক্ত মসলাযুক্ত খাবারের গ্রহণ পরিমিত সীমার মধ্যে রাখা উচিত।

৮. ক্যান্সার প্রতিরোধে টমেটো:
টমেটোতে আছে লাইসোপিন, যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এছাড়াও, এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। আর শুধু কাঁচা টমেটোই না, রান্না করা টমেটোও অনেক পুষ্টিকর।

৯. পর্যাপ্ত ভিটামিন সি গ্রহণ:
প্রতিদিন আমাদের অন্তত ৯০ মি.গ্রা. ভিটামিন সি দরকার। ফ্রেশ ফলমূল আর শাকসবজি গ্রহণ করলেই এই চাহিদা পূরণ হয়ে যায়। কমলা আর পেয়ারা ভিটামিন সি এর ভালো উৎস হতে পারে।

১০. ফলিক এসিড গ্রহণে অবহেলা নয়:
যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের এবং গর্ভবতী মহিলাদের নিয়মিত ফলিক এসিড গ্রহণ করা উচিৎ। ফলিক এসিড গর্ভজাত বাচ্চাদের স্পাইনা বিফিডা হওয়ার থেকে বাঁচায়। ক্যান্সার প্রতিরোধেও এর ভূমিকা আছে। ফলিক এসিড পাওয়া যায় সবুজ শাকসবজি, ফল এবং কলিজায়।

১১. ভিটামিন এ কে ভুলে যাওয়া যাবে না:
ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন মানব শরীরের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে। ভিটামিন এ এর উল্লেখযোগ্য উৎসগুলো হল: কলিজা, দুগ্ধজাত পণ্য, সবুজ এবং হলুদ শাকসবজি, আম ইত্যাদি।

১২. পর্যাপ্ত পানি গ্রহণ:
ব্যায়ামের সময় কোনোভাবেই সফট্ ড্রিংকস্ বা এনার্জি ড্রিংকস্ খাওয়া উচিৎ নয়। বরং, শরীর হাইড্রেটেড রাখার জন্য পর্যাপ্ত পানি পান করতে হবে। জিমের ছোটো ছোটো এক্সারসাইজ সেশনে এনার্জি ড্রিংকস্ পান করলে শরীর ড্রিংকস্ থেকে পাওয়া গ্লুকোজ আগে বার্ন করবে। অর্থাৎ কষ্টের ব্যায়াম করার পরও আশানুরূপ ফল পাওয়া যাবে না

16/10/2023

মহান গ্রিক চিকিৎসক
হিপোক্রেটিস কে চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয়ে থাকে।
প্রাচীন গ্রেকো-লাতিন সংস্কৃতিরর আরেকজন বিখ্যাত চিকিৎসক হলেন গ্যালেন।

25/09/2023

100% জবের নিশ্চয়তা নিয়ে প্যারামেডিকেল ও নার্সিং কোর্স করুন।📣📣📣
⭐⭐গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত গভঃ রেজিঃ নং KHS-443 প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) খুলনা শাখায় বিভিন্ন মেয়াদে প্যারামেডিকেল ও নার্সিং কোর্সে ভর্তি চলছে।⭐⭐

আমাদের বৈশিষ্ট্যঃ
✅ 100% জবের নিশ্চয়তা।
✅ MBBS ডাক্তার দ্বারা প্রশিক্ষণ প্রদান।
✅ শতভাগ প্রাক্টক্যিাল ক্লাস।
✅ যে কোনো বয়সের যে কোন বিভাগ থেকে পাশ করে প্রশিক্ষণ নিতে পারবে।
✅ কর্মজীবিদের জন্য শুক্রবার ক্লাস।
✅ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (২৫০ বেডে) ইন্টারনি করার সুযোগ।
✅প্রশিক্ষণ শেষে স্ব স্ব রেজি-নং উল্লেখ পূর্বক সরকার অনুমোদিত সার্টিফিকেট প্রদান।
✅ আজীবন ইন্টারনেটে রেজাল্ট দেখার সু-ব্যবস্থা রয়েছে।

⭐ভর্তির যোগ্যতাঃ নূন্যতম অষ্টম থেকে এস এস সি পাশ ( যে কোনো বয়সের যে কোনো ব্যক্তি আবেদন করতে পারবে)

💥ভর্তি চলবে অক্টোবর মাসের ৩০ তারিখ পর্যন্ত💥
💥চাকরিজীবীদের জন্য বিশেষ সুবিধা রয়েছে।💥
💥ভর্তি চলবে এই মাসের ৩০ তারিখ পর্যন্ত💥
💥আপনার বেকারত্ব দূর করনে আমরা অঙ্গিকার বদ্ধ💥

যোগাযোগঃ-
পিটিএফ - খুলনা শাখা।
১৭নং রোড, ২৭৪নং বাড়ি,(তাবলীগ মসজিদের সামনে) নিরালা আবাসিক এলাকা, খুলনা।
✆+880 1904 120830

#ডিপ্লোমা #প্যারামেডিকেল #নার্স #ফ্যাকাল্টি

Paramedical and Technology Foundation Khulna Branch

Address

17 No Road, #274 House, Nirala Abasik Alaka
Khulna
9201

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Telephone

+8801904120830

Website

Alerts

Be the first to know and let us send you an email when PTF Khulna Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to PTF Khulna Branch:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram