দেয়ানা ব্লাড ডোনেট গ্রুপ

দেয়ানা ব্লাড ডোনেট গ্রুপ "একের রক্ত অন্যের জীবন,
রক্তই হোক মানব?

22/08/2024

পাইকগাছা কয়রা বাসিকে রক্ষা করো মাবুদ

💥আসছে নওতাপ ২০২৪🔥☀️🔥NASA রা জানিয়েছেন যে আগামী ২৫ মে থেকে শুরু হবে নওতাপ। এই সময় সূর্য যেন আগুন ছড়াতে শুরু করবে পৃথিবীর...
27/04/2024

💥আসছে নওতাপ ২০২৪🔥☀️🔥

NASA রা জানিয়েছেন যে আগামী ২৫ মে থেকে শুরু হবে নওতাপ। এই সময় সূর্য যেন আগুন ছড়াতে শুরু করবে পৃথিবীর বুকে। সূর্য প্রতি বছর যে সময় রোহিণী নক্ষত্রে অবস্থান করে, সেই সময়টায় সবেচেয়ে বেশি গরম পড়ে। আগামী ২৫ মে সকাল ৩টে ১৬ মিনিটে সূর্য রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। ১৫ দিন রোহিণী নক্ষত্রে অবস্থান করে মৃগশিরা নক্ষত্রে গোচর করবে সূর্য। রোহিণী নক্ষত্রে সূর্যের অবস্থানের এই ১৫ দিন সারা বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ হয়। *সূর্য রোহিণী নক্ষত্রে ১৫ দিন থাকলেও তার মধ্যে প্রথম ৯ দিন গরম সবচেয়ে মারাত্মক আকার ধারণ করে। এই ৯ দিনকে নওতাপ বলা হয়। এই বছর নওতাপ চলবে আগামী ২৫ মে থেকে ২ জুন পর্যন্ত।*

🌡️🌞 সাবধানে থাকবেন সবাই

জনসচেতনতামূলক পোস্ট।শোক সংবাদ-(ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)রক্তদানে আরো সতর্ক হোন।প্রিয় রক্ত স্বেচ্ছাসেবী ভাইবোন ...
07/09/2022

জনসচেতনতামূলক পোস্ট।
শোক সংবাদ-
(ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)
রক্তদানে আরো সতর্ক হোন।
প্রিয় রক্ত স্বেচ্ছাসেবী ভাইবোন সকলের দৃষ্টি ও মনোযোগ আকর্ষণ করছি প্লিজ।
অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক ঘটনা।
একমাসের দুইবার রক্তদান করে,কুমিল্লা জেলার ব্রাক্ষনপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের,কালেমকান্দী গ্রামের রক্তযোদ্ধা “শুভ”নিজেই চলে গেলেন দুনিয়া ছেড়ে।
যদিও মৃত্যু ও বেঁচা থাকা উপরওয়ালার হাতে।
সে দীর্ঘদিন হাসপাতালে থেকে গতকাল সকালে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলেগেছেন না ফেরার দেশে😢।
এমন ভুল যেনো আমরা আর কেউ না করি। অপরকে বাঁচাতে গিয়ে যেনো আমরা নিজেই অত বড় ক্ষতির সম্মুখীন না হই।
সবাই সচেতন হয়ে রক্তদান করার চেষ্টা করবো।
আমাদের রক্ত 🩸🩸 স্বেচ্ছাসেবী ভাইবোনদের মাঝে লক্ষ্য করলে দেখা যায়, ডোনেট এর হিসাব বাড়াতে গিয়ে তিন মাসের আগেই রক্তদান করতে আগ্রহ প্রকাশ করে থাকেন।
এমনটা মোটেও ঠিক না। রক্তদানের পর কমপক্ষে তিন মাস পর আপনি রক্তদানের জন্য তৈরি হবেন। সেক্ষেত্রে চার মাস পর রক্ত দেওয়া উত্তম।
শারীরিক, মানসিক ও রক্তের হিমোগ্লোবিন সকল কিছু বিবেচনা করে রক্তদানের জন্য প্রস্তুতি নিবেন প্লিজ।
নিজের এত বড় ক্ষতি করে অন্যের উপকার করা মোটেও উচিত নয় প্রিয়❤️❤️।
একজন প্রবীণ রক্তযোদ্ধা ছিলো শুভ, এক মাসে দুইবার রক্তদানের পর শরীর আর সুস্থ হয়ে উঠেনি তার।
তুমি ছিলে মানবতার ফেরিওয়ালার এক যোদ্ধা। তোমার রক্তের বিনিময়ে হাসি ফোঁটে ছিলো কত পরিবারে।
তোমার এই দানের ভালোবাসা ভোলার মতো না, কিন্তু আজ তুমি আমাদের থেকে চলে গেছো এক ফিরে না আসার জগতে।
তোমার জন্য দোয়া রইলো প্রিয় ❤️❤️ভাই আমার মহান রবের নিকট হাজারো প্রার্থনা করি মহান রবে যেনো তোমাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
আমিন
আমরা গভীর ভাবে শোকাহত 😭😭

08/07/2022
আলহামদুলিল্লাহ ❤️🩸❤️২ জন্য রক্ত দানকারী গর্ভবতী মায়ের পাশে দাঁড়াতে পেরেছেন।     #দেয়ানা_ব্লাড_ডোনেট_গ্রুপ
06/07/2022

আলহামদুলিল্লাহ ❤️🩸❤️
২ জন্য রক্ত দানকারী গর্ভবতী মায়ের পাশে দাঁড়াতে পেরেছেন।




#দেয়ানা_ব্লাড_ডোনেট_গ্রুপ

04/07/2022

যারা আমাদের সাথে যুক্ত হতে চান, তারা তাদের রক্তের গ্রুপ 🩸ও নাম্বার দিয়ে sms দিন।
ধন্যবাদ ❤️




#দেয়ানা_ব্লাড_ডোনেট_গ্রুপ

মানুষের উপকারে জন্য আমরা আছি, এটা কোনো রাজনৈতিক সংগঠন না, এটা মানুষ পাশে দাঁড়ানোর জন্য এলাকার একটি স্বেচ্ছাসেবী সংগঠন, আ...
03/07/2022

মানুষের উপকারে জন্য আমরা আছি, এটা কোনো রাজনৈতিক সংগঠন না, এটা মানুষ পাশে দাঁড়ানোর জন্য এলাকার একটি স্বেচ্ছাসেবী সংগঠন, আমাদের দেয়ানায় কোনো Blood ব্যাংক নেই। এই জন্য এই মহৎ উদ্দোগ সকলে পাশে থাকবেন ইনশাআল্লাহ 🥰




#দেয়ানা_ব্লাড_ডোনেট_গ্রুপ

আলহামদুলিল্লাহ ❤️প্রথম দিন,  পেজের বয়স, আমরা এক রোগী সোয়ামিলে কাজ করতো রক্ত শূন্যতা ভুগতেছিলো, আমাদের সাথে যোগাযোগ করার ...
02/07/2022

আলহামদুলিল্লাহ ❤️
প্রথম দিন,
পেজের বয়স,
আমরা এক রোগী সোয়ামিলে কাজ করতো রক্ত শূন্যতা ভুগতেছিলো, আমাদের সাথে যোগাযোগ করার সাথে সাথে এক ব্যাক্তিকে ৩ ব্যাগ রক্ত মেনেজ করে দিলাম বিনা সার্থে ❤️
ভালো কাছে এগিয়ে আসুন। আপনার কাছে আমরা টাকা চাইনা শুধু চাই এক বিন্দু রক্ত 🩸, আমাদের জন্য দোয়া করবেন🤲, যাতে আমরা মানুষকে বিপদে পরলে সাহায্য করতে পারি 🙂
ইনশাআল্লাহ 💗

আর একটি অনুরোধ এই পেজটি সকলের কাছে ছড়িয়ে দিন আমরা সবার পাশে দাড়াতে চাই

💗❤️💗




#দেয়ানা_ব্লাড_ডোনেট_গ্রুপ

01/07/2022

জীবনের অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, ফালতু কাজে জীবনকে আমরা নষ্ট করতেছি, জীবনটা অনেক সুন্দর, কিন্তু এই সুন্দর জীবনের মুখ দেখতে পারে না অনেক মানুষ আছে, তারা শুধু মাত্র রক্তের অভাবে মারা যায়। আসুন আমরা এগিয়ে আসি রক্ত দানে, এই গ্রুপ এর সাথে যুক্ত থাকি, শুধু দেয়ানা বাসি না খুলনার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যখন রক্তের প্রয়োজন হবে যোগাযোগ করবেন যতো রাত হোক।

লিপু মোড়লঃ +880 1407-212214
মোঃ ইমরান বন্দঃ +880 1711-382762
রিয়াদ হাওলাদারঃ +880 1948-847718




#দেয়ানা_ব্লাড_ডোনেট_গ্রুপ

Address

Deana Dokkhin Para, Daulatpur/
Khulna
9202

Telephone

+8801948847718

Website

Alerts

Be the first to know and let us send you an email when দেয়ানা ব্লাড ডোনেট গ্রুপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category