07/09/2022
জনসচেতনতামূলক পোস্ট।
শোক সংবাদ-
(ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)
রক্তদানে আরো সতর্ক হোন।
প্রিয় রক্ত স্বেচ্ছাসেবী ভাইবোন সকলের দৃষ্টি ও মনোযোগ আকর্ষণ করছি প্লিজ।
অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক ঘটনা।
একমাসের দুইবার রক্তদান করে,কুমিল্লা জেলার ব্রাক্ষনপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের,কালেমকান্দী গ্রামের রক্তযোদ্ধা “শুভ”নিজেই চলে গেলেন দুনিয়া ছেড়ে।
যদিও মৃত্যু ও বেঁচা থাকা উপরওয়ালার হাতে।
সে দীর্ঘদিন হাসপাতালে থেকে গতকাল সকালে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলেগেছেন না ফেরার দেশে😢।
এমন ভুল যেনো আমরা আর কেউ না করি। অপরকে বাঁচাতে গিয়ে যেনো আমরা নিজেই অত বড় ক্ষতির সম্মুখীন না হই।
সবাই সচেতন হয়ে রক্তদান করার চেষ্টা করবো।
আমাদের রক্ত 🩸🩸 স্বেচ্ছাসেবী ভাইবোনদের মাঝে লক্ষ্য করলে দেখা যায়, ডোনেট এর হিসাব বাড়াতে গিয়ে তিন মাসের আগেই রক্তদান করতে আগ্রহ প্রকাশ করে থাকেন।
এমনটা মোটেও ঠিক না। রক্তদানের পর কমপক্ষে তিন মাস পর আপনি রক্তদানের জন্য তৈরি হবেন। সেক্ষেত্রে চার মাস পর রক্ত দেওয়া উত্তম।
শারীরিক, মানসিক ও রক্তের হিমোগ্লোবিন সকল কিছু বিবেচনা করে রক্তদানের জন্য প্রস্তুতি নিবেন প্লিজ।
নিজের এত বড় ক্ষতি করে অন্যের উপকার করা মোটেও উচিত নয় প্রিয়❤️❤️।
একজন প্রবীণ রক্তযোদ্ধা ছিলো শুভ, এক মাসে দুইবার রক্তদানের পর শরীর আর সুস্থ হয়ে উঠেনি তার।
তুমি ছিলে মানবতার ফেরিওয়ালার এক যোদ্ধা। তোমার রক্তের বিনিময়ে হাসি ফোঁটে ছিলো কত পরিবারে।
তোমার এই দানের ভালোবাসা ভোলার মতো না, কিন্তু আজ তুমি আমাদের থেকে চলে গেছো এক ফিরে না আসার জগতে।
তোমার জন্য দোয়া রইলো প্রিয় ❤️❤️ভাই আমার মহান রবের নিকট হাজারো প্রার্থনা করি মহান রবে যেনো তোমাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
আমিন
আমরা গভীর ভাবে শোকাহত 😭😭