কুরআন-হাদীস অনুযায়ী মানব প্রজন্ম রক্ষার সাথে সাথে চরিত্র রক্ষা ও মনের প্রশান্তিলাভও বিবাহের অন্যতম প্রধান উদ্দেশ্য। বিয়ে করলেই দ্বীনের অর্ধেক পূর্ণ। জান্নাতে যাওয়ার বাকি অর্ধেক পথটা হেঁটে যেতে এমন একজন সঙ্গী চাই যার সান্নিধ্যে আমাদের দুনিয়ার আঁকাবাঁকা ফিতনার পথ সীরাত-আল-মুস্তাকীম হয়ে যাবে। কিন্তু যে কোনো পক্ষে দ্বীনদারীর অভাব থাকলে এসব উদ্দেশ্যের সবটাই ঝুঁকিতে পড়ে যায়। এজন্য এমন একজন সঙ্গী চাই যে কিনা ঈমান, ভালো কাজ, পরস্পরকে সত্য এবং সবরের তাগিদ দিবে সর্বক্ষণ। সলাত, সিয়াম, পর্দা, সদকা, নেককার, পরহেজগারী – এসব কিছুতেই উৎসাহ যোগাবে প্রতিটা দিন। নিজের ভুল গুলো শুধরে, পাপগুলো থেকে তওবা করে মহান আল্লাহর কাছাকাছি পৌঁছে দিবে এমন একজন সঙ্গী তো সবার প্রত্যাশা।
বাস্তবতায় আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যে, বর্তমান সমাজে অনৈতিক সম্পর্ক, ব্যাভিচার, পরকীয়া ইত্যাদি সহজলভ্য ও মহামারীর ন্যায় ছড়িয়ে গিয়েছে কিন্তু পরিবার গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম বিবাহ করা অত্যন্ত কঠিন হয়ে দাড়িয়েছে। ফলশ্রুতিতে সামাজিক অবক্ষয়ে সমাজ ভারাক্রান্ত।
যেসব ভাই-বোন পরিবারে দ্বীনি পরিবেশ না থাকা সত্ত্বেও কষ্ট করে দ্বীনের উপর অবিচল থাকার চেষ্টা করেন, তারা বিবাহের সময় বেশ প্রতিকূল পরিস্থিতিতে পড়েন। দেখা যায় যে, পরিবার পাত্র-পাত্রী নির্বাচনে দ্বীন ব্যতিত সব বিষয়কেই যথাযথ গুরুত্ব প্রদান করে, যেখানে শরিয়তে দ্বীন ব্যতিত সবই গৌণ। এভাবে দ্বীনদার পাত্র-পাত্রীর সাথে বিবাহ না হলে, পরবর্তীতে বিবাহ পরবর্তী নতুন জীবনে নানাবিধ প্রতিকূলতার সম্মুখীন হওয়ার ঝুঁকিতে পড়েন। এতে দুনিয়ার শান্তি কিংবা দ্বীনের উপর অবিচলতা দুটোই হুমকির মুখে পড়ে যায়।
এমতাবস্থায় আমরা কয়েকজন মুসলিম ভাই-বোনদের বিবাহের বিধান পালনে সহায়তা করতে উদ্যোগ নিয়েছি, যার মাধ্যমে দ্বীনের ব্যাপারে উদাসীন পরিবারের ভাই-বোনেরা এই প্লাটফর্মের মাধ্যমে দ্বীনদার পাত্র-পাত্রী সন্ধানের ক্ষেত্রে সর্বোচ্চ সহায়তা পাবেন ইন শা আল্লাহ।
আমরা আপনাকে সাহায্য করবো শারি’য়াহ অনুমোদিত পন্থায় দ্বীনি ভাই বোনদের জন্য পাত্র-পাত্রী খুঁজে দিতে। আমাদের লক্ষ্য হচ্ছে, এ ওয়েবসাইটের মাধ্যমে বিয়ের জন্য শরিয়ত সম্মত এক সার্বিক প্লাটফর্ম গড়ে তোলা যার মাধ্যমে বিবাহের পথ কিছুটা হলেও সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।
আমরা মূলত বাংলাদেশি মুসলিমদের জন্য কাজ করবো। এটি কোন নির্দিষ্ট মানহাজ, মাযহাব, দল, মত বা গোষ্ঠী (যেমন হানাফি/ আহলে হাদীস/ সালাফী/ তাবলীগ/ জামাত/পীরের মুরিদ ইত্যাদি) ভিত্তিক প্রতিষ্ঠান নয়। বা নিদিষ্ট মতের জন্য কাজ করে বিষয়টা এমন নয়। তবে প্রাতিষ্ঠানিকভাবে কাজের ক্ষেত্রে কিছু শর্ত মেনে কাজ করে থাকি।