
02/02/2025
💝💝শুভ জন্মদিন💝💝
🌿🌿🌿পরিচ্ছন্ন দিঘলিয়া 🌿🌿🌿
🇧🇩একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠন 🇧🇩
৭ম বছর পেরিয়ে ৮ম বছরে.....
পরিচ্ছন্ন দিঘলিয়া (Clean Digholia) সেচ্ছাসেবী সংগঠনের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা বার্ষিকীতে সকলের প্রতি রইলো 💝আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা💝
"" #নামে_মানুষ_কে_বড়_করে_না
_ ে_তার_কর্মে ""
সেই প্রতিপাদ্যকে অন্তরে ধারণ করে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক দৃষ্টি কোণ থেকেই
২০১৫-১৬ সাল থেকে স্বল্প পরিসরে নিয়মিত #রক্তদান, রাস্তাঘাট সংস্করণ, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ থেকে হাঁটি হাঁটি করে......
২০১৭ সালের উত্তরাঞ্চল #দিনাজপুরের
ভয়াবহ #বন্যায় সরাসরি গিয়ে ত্রান বিতরণ,
২০১৮ তে বাংলাদেশের #টেকনাফ জেলায় মায়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে আসা #রোহিঙ্গা মুসলিমদের জন্য ঔষধ, পোশাক ও নগদ অর্থ বিতরণ,
#মশক নিধন অভিজান,এবং চলমান ধারাবাহিক কার্যক্রম আরও গতিশীল করতে আনুষ্ঠানিকতার সহিত নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি পরিচ্ছন্ন দিঘলিয়া গড়ি এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে সাংগঠনিকভাবে নাম দেওয়া হয়..
🪴 #পরিচ্ছন্ন_দিঘলিয়া 🪴
একটা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ।।
মডেল হিসাবে পথের বাজারে সফলতার সহিত কাজ চলছিল।
কিছু দিন পরই শুরু হয় সেই ভয়াবহ করোনা😥।
তার থেকে দিনরাত এক করে এটা নিয়ে কাজ শুরু।
#কোভিড -১৯ এর শুরু থেকেই
#মাননীয়_প্রধানমন্ত্রী গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের #করোনাকালীন জরুরি সেবা ৩৩৩ ত্রাণ বিতরন, শিশুদের উপহার,
🌿সরকার প্রধানের পক্ষে মাননীয় ডিসি মহোদয়ের ""Door to door essential food and medicine supply ""
🌿দিঘলিয়া উপজেলা প্রশাসন ও বিভিন্ন এনজিওর সহায়তায় ত্রাণ বিতরণ, খান মোজাফ্ফর হোসেন ফাউন্ডেশনের ত্রাণ এবং
🌿 বিএ হামিদ ট্রাস্ট ও ব্যক্তিগত ও সাংগঠনিক বিভিন্ন মাধ্যম হতে প্রাপ্ত জরুরি খাদ্য সামগ্রী বিতরণ,
🌿সংগঠনের এর পক্ষ থেকে #কোভিড-১৯ পজেটিভ ও খাদ্য সংকটে থাকা ব্যক্তিদের বাড়িতে বাড়িতে নিয়মিত খাবার সামগ্রী বিতরণ ,
🌿 #পরিচ্ছন্ন_দিঘলিয়া টিমের ব্যক্তিগত উদ্যোগে খাবার ও ঔষধ বিতরণ, করোনা মহামারি সময়ে #গর্ভবতী মায়ের জন্য বিশেষ পুষ্টিকর খাদ্য সামগ্রী উপহার,
🌿করোনা মহামারিতে খাবার হোটেল গুলি বন্ধ থাকায় নিয়মিত #রাতের আঁধারে হাট-বাজার গুলোতে অবস্থানকৃত কুকুর দের রান্না করা খাবার বিতরণ,
🌿দিঘলিয়ার বিভিন্ন হাট-বাজার সহ প্রায়শই জনবহুল স্থানে #জীবাণু নাশক স্প্রে ছিটানো, #লিফলেট বিতরণ,
🌿মসজিদ-হাঁট-বাজার-ভ্যান স্টান্ড-নদীরঘাটে নিয়মিত জীবাণু মুক্ত থাকতে #সাবান-পানি রাখা, গ্রামের বিভিন্ন মসজিদে জীবাণু নাশক দিয়ে পরিস্কার করা, মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে গরীব কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়া,
🌿 শীতে #কম্বল বিতরণ, #প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ,
🌿অসহায় অসুস্থ, প্রতিবন্ধী রোগীদের চিকিৎসা ও ঔষধ এর ব্যবস্থাকরণ।
🌿বৃক্ষ রোপণ , সেলাই মেশিন বিতরণ।
🌿জন সচেতনতামূলক র্যালি,
🌿এছাড়া গরীব ছাত্র-ছাত্রীদের স্কুল-কলেজে ভর্তি, বই-খাতা উপহার, পরীক্ষার ফি ফরমফিলাপ এর ব্যবস্থা করণ ইত্যাদি।
🌿মহিলা মাদ্রাসায় পিছিয়ে পড়া মেয়েদের স্বাস্থ্য সুরক্ষায় মেডিকেল টিম ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ।
🌿এর মধ্যে পিতা-মাতা হারা মেয়েদের #বিবাহের ব্যবস্থা করণ ও ছিল উল্লেখযোগ্য।
এছাড়াও উপজেলা প্রশাসনের সহযোগীতায় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সুযোগে সুবিধা / উপহার প্রকৃত অসহায় ও সুবিধা ভোগী জনগণের হাতে #নিঃস্বার্থভাবে_সকল_প্রকার_বাধাহীন ভাবে পৌঁছে দিতে দিন-রাত এক করে নিরলসভাবে সকল সেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে🇧🇩🇧🇩🇧🇩
প্রতিষ্ঠা বার্ষিকীতে সংগঠনের সকল সেচ্ছাসেবকদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা❤️
আমরা কতটুকু করতে পেরেছি জানিনা
কতটুকুই বা করতে পারবো তাও জানিনা 🇧🇩
🇧🇩তুমি ভালো থাকলে ভালো থাকবো আমরা 🇧🇩
🇧🇩🇧🇩 #ভালো_থাকো_বাংলাদেশ 🇧🇩🇧🇩