24/06/2025
Humyra Hia
আমার মা।২০২৪ সাল থেকে মায়ের শরীর খুব খারাপ থাকতো।গ্যাস্ট্রিক ,থাইরয়েড,ভীষণ দুর্বলতা,কর্মস্পৃহা কমে যাওয়া ,বুকে পিঠে অসহ্য ব্যাথা ইত্যাদি অনেকে অনেক সমস্যায় আমি দিশেহারা হয়ে যাচ্ছিলাম কিভাবে মাকে সুস্থ রাখবো একটু।২৪ সালের দিন রাত গুলো আমার কেটেছে আতঙ্কে।কখন মা যেন অসুস্থ হয়ে পড়ে।এমনকি জুলাই আন্দোলনের সময় কারফিউর মধ্যেও মাকে রাত ৪ টায় হাসপাতালে নিতে হয়েছে।তারপর আমি অনেক অনেক খোঁজ খবর নেওয়া শুরু করলাম কিভাবে এই সকল সমস্যার থেকে পরিত্রাণ পেতে পারি।ডাক্তারের শরণাপন্ন তো হলামই,সাথে সাথে ঘাটাঘাটি করে দেখলাম নিয়মিত ব্যায়াম,ইয়োগা এই সকল সমস্যার কার্যকরী সমাধান।আর দেরি না করে Laboni Ahmed লাবনী আন্টির সাথে যোগাযোগ করলাম।মা প্রথমে যেতেই চাচ্ছিলো না ইয়োগা সেন্টারে।আমি অনেক বুঝিয়ে বললাম " মাত্র একমাস করো,অনেক তো ডাক্তার দেখাচ্ছি তেমন কাজ তো হচ্ছে না।এটা মাত্র একমাস ট্রাই করে দেখো।" আমার নিজেরও আসলে তেমন ভরসা হয় নি প্রথমে,নিজেও কিছুটা দ্বিধার মধ্যে ছিলাম,আদৌ মা সুস্থ হবে তো? কিন্তু অবাক করার বিষয় হলো আল্লাহর রহমতে আমার মা এখন সব কাজ নিজেই করতে পারে।সে শরীরে কোনো দুর্বলতা অনুভব করে না।বরং মনে হয় আমার থেকেও বেশি উৎসাহ উদ্দীপনা তার।বুকে পিঠে ও ব্যথা নেই একদমই।এবং মা মাত্র ১ মাস যেখানে করতে চাচ্ছিলো না ইয়োগা ,আজ ৬ মাস সে নিজে থেকেই নিজ ইচ্ছায় সেন্টারে যায়।অনেক অনেক ধন্যবাদ GIRLS POWER কে। আল্লাহর অশেষ রহমতে এবং লাবনী আন্টির চেষ্টায় আজ আমার মা সুস্থ। আশা করি আগামীতে মাকে আমি আরো সুস্থ সবল ভাবে দেখতে পাবো।ভালো থাকুক পৃথিবীর সকল মা।❤️❤️
সুস্থ থাকুন, ইয়োগার সাথেই থাকুন।