24/03/2025
বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম।
আই মিত্র প্রকল্প 'শরিয়তপুর সেন্টার এর ১ম ব্যাচের আই মিত্র অপটিশিয়ান প্রশিক্ষণের শুভ উদ্বোধন।
বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠান হাইলাইট ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত Essilor luxottica Foundation এবং ২.৫ এনভিজি এর আর্থিক সহযোগিতায় আই মিত্র প্রকল্প ২০১৮ সাল হতে উত্তর বঙ্গে সফল ভাবে বাস্তবায়িত হচ্ছে।
অদ্য "২২ মার্চ"২০২৫ রোজ শনিবার আই মিত্র প্রকল্প শরিয়তপুর সেন্টারে ১ম ব্যাচের আই মিত্র অপটিশয়ান প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথিঃ জনাব, রুপন কান্তি দত্ত, হেড অব ট্রেইনিং, পার্টনারশিপ এন্ড প্রজেক্ট ২.৫ এনভিজি,এসিলর বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। বিশেষ অতিথিঃ জনাব মোঃ আজিজুল হক,ডেপুটি ম্যানেজার, চ্যানেল ম্যানেজমেন্ট, ২.৫ এনভিজি সভাপতিঃ জনাব সহিদুল ইসলাম চেয়ারম্যান, হাইলাইট ফাউন্ডেশন, ভাঙ্গা, ফরিদপুর । আরও উপস্থিত ছিলেন , দাতা সংস্থার পতিনিধি এসেসোর মোঃ ফরহাদ সিকদার, কে এম তালহা জুবায়ের, সেন্টার হেড, আই মিত্র প্রকল্প, শরিয়তপুর সেন্টার, মোঃ জাকারিয়া, হাইলাইট ফাউন্ডেশন, ট্রেইনার - মোছাঃ নাজমীন নাহার মোঃ আল মামুন, মোবিলাইজার -মোঃ তোহিদুল ইসলাম, মোঃ