03/08/2025
নবীন ডাক্তারদের জন্য
টিউমারের কয়েকটি প্রধান হোমিও ঔষধ হলোঃ-
Thoja, Conium, Baryta Carb, Baryta Iod, Baryta Mur, Calcarea Carb, Calcarea Phos, Calcarea Floor, Calcarea Iod, Ruta, Phytolacca, Silicea.
শরীরের বিভিন্ন স্হানের টিউমারের নির্ঘন্ট চিকিৎসাঃ
চোখের পাতায় টিউমারঃ Calcarea Floor, Thoja. Staphysagria.
নাকে টিউমারঃ Thoja,
স্বরযন্ত্রের টিউমারঃ Thoja.
কানে টিউমারঃ Calcarea Carb, Thoja.
মাথায় টিউমারঃ Calcarea Carb, Calcarea Floor, Thoja, Baryta Carb.
গলায় টিউমারঃ Baryta Carb, Thoja.
পেটে টিউমারঃ Calcarea Iod, Thoja.
কাঁধে বা পিঠে টিউমারঃ Conium, Baryta Carb.
কপালে টিউমারঃ Conium, Calcarea Floor.
আঘাতের কারনে টিউমারঃ Conium, Ruta.
দাতের মাড়িতে টিউমারঃ Hecla Lava.
হাতের কব্জির টিউমারঃ Ruta, Calcarea Phos.
হাটুতে টিউমারঃ Calcarea Floor, Calcarea Phos.
আঙ্গুলে টিউমারঃ Calcarea Floor, Thoja.
মুখের উপর টিউমারঃ Calcarea Floor, Thoja.
মুখের ভিতর টিউমারঃ Arum Mur, Baryta Carb, Thoja.
অস্হির/হাড়ের টিউমারঃ Calcarea Phos, Calcarea Floor, Silicea.
ব্রেন টিউমারঃ Sulpher, Acid Hydro, Tuber Bovi, Natrum Mur.
জিহ্বার টিউমারঃ Thoja, Arum Mur, Baryta Carb.
স্তনে টিউমারঃ Phytolacca, Conium, Carbo Ani, Calcarea Floor.
ডিম্বকোষে/ওভারিতে টিউমারঃ Thoja, Calcarea Floor.
জরায়ুর টিউমারঃ Arum Mur Nat., Calcarea Iod, Conium, Thoja.
গর্ভভ্রমে টিউমারঃ Natrum Carb, Thoja
নবজাত শিশুর মাথায় টিউমারঃ Baryta Carb.
মুত্র পথে টিউমারঃ Thoja, Eucaliptus.
বুকে টিউমারঃ Thyroidinum.
উরুর মধ্যে বেদনাযুক্ত টিউমারঃ Conium.
রক্তময় টিউমারঃ Calcarea Floor.
বগলের টিউমারঃ Carbo Ani, Thoja
ফুসফুসে টিউমারঃ Thoja, Phosphorus.
ঠোটের টিউমারঃ Thoja, Silicea, Calcarea Phos.
রক্তবহা নাড়ির টিউমারঃ Calcarea Floor.
Thoja Q and Phytolacca Q বাহ্য প্রয়োগ করা যায়।
শক্ত টিউমারে Conium, Ruta, Calcarea Floor, Calcarea Phos. Carbo Ani. ভাল।
নরম টিউমারে Calcarea Carb, Thoja, Baryta Carb ভাল।
রোগীর লক্ষণ অনুযায়ী উল্লেখিত ঔষধ ব্যবহারে ভাল ফল পাওয়া যাবে।
বেস্ট কেয়ার হোমিও চেম্বার
* টিউমার*
হাত ও পায়ের টিউমারের ৩১ টি হোমিওপ্যাথি লক্ষণ, ছবি, ঔষধ
ও রেপার্টরি। চিকিৎসা:
হোমিওপ্যাথি পদ্ধতিতে এ রোগের সফল ও কার্যকরী
চিকিৎসা রয়েছে। কোন প্রকার অপারেশন ছাড়াই অধিকাংশ
রোগী মূল থেকে পুর্নাঙ্গ ভাবে আরোগ্য হয়।
লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিকঃ
হোমিওপ্যাথিতে হাত ও পায়ের টিউমারের চিকিৎসার জন্য
নিচে দেয়া ৩১ টি লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিক অত্যন্ত
গুরুত্বপূর্ণ বিষয়। যারা চিকিৎসা নিতে চান তারা এ লক্ষণ সমূহের
সাথে কোনটা আপনার রোগের সাথে মিলে তা
ডাক্তারকে স্পষ্ট করে জানালে চিকিৎসা পেতে সহজ
হবে। (লক্ষণ সমূহের গাইডলাইন-নির্দেশনা পোস্টের
নিচে দেয়া আছে)
হাতে টিউমার – Hands Tumors
1. টিউমার, মেটাকারপাল অস্থির মধ্যখানে – TUMORS, hands,
metacarpal bones, between (2)
2. টিউমার, আঙ্গুলের মেটাকারপাল অস্থির মধ্যখানে
অস্থিমজ্জার টিউমার – TUMORS, hands, metacarpal bones,
between enchondroma, fingers (1)
3. অস্থিবৃদ্ধি, হাতের আঙ্গুলের – EXOSTOSES, fingers (2)
4. হাতে অস্থি বৃদ্ধি টিউমার – EXOSTOSES, forearms (1)
5. থেতলানোবৎ বেদনা, তার সহিত সংযোগ মধ্যখানে,
যেন অস্থিবৃদ্ধি হয়েছে এমন অনুভূতি – BRUISED pain,
beaten, as if exostoses, on skull, with (1)
6. কব্জিতে উদ্ভেদ, পুজবটি টিউমার – Wrists ERUPTIONS
pustules pustular tumors (1)
7. কব্জির অস্থিবৃদ্ধি – Wrists EXOSTOSES (3)
8. কব্জিতে টিউমার,গ্যাংগলিয়ন প্রকৃতির – TUMORS, general,
ganglion (19)
9. টিউমার,কনুইএরবিন্দুতে, স্টেটোমা প্রকৃতির – TUMORS,
point of, steatoma (1)
10. টিউমার,কনুইএরবিন্দুতে, বেদনা যুক্ত স্টেটোমা
প্রকৃতির – TUMORS, point of, steatoma painful (1)
11. স্কন্ধে টিউমার, মেদবহুল – TUMORS, fatty (1)
12. বগলেটিউমার, মেদবহুল – TUMORS, fatty tumors,
axilla (6)
13. বগলে টিউমার, মেদবহুল, এনসিস্টেড – TUMORS, fatty
tumors, axilla encysted (1)
14. বগলেটিউমার, মেদবহুল, শক্ত নীলাভআব – TUMORS,
fatty tumors, axilla hard bluish lump (1)
15. বগলের গ্লান্ডেটিউমার, মেদবহুল – TUMORS, fatty
tumors, axillary glands (11)1 aster, 2 carb-an, 3 CON, 2
cund, 1 kali-i, 2 lach, 2 phos, 2 phyt, 1 sang, 1 sec, 2 sil
পায়ের টিউমার – Legs Tumors
1. আঙ্গুলে, টিউমার এন্ডোকনড্রোমা প্রকৃতির –
TUMORS, toes, endochondroma (1)
2. গোড়ালির টিউমার – Ankles TUMORS (1)
3. গোড়ালিতে উদ্ভেদ, পুজবটি টিউমার – ERUPTIONS
pustular tumors (2)
4. টিউমার, পায়ের পিছনের পেশিতে – TUMORS, calves
(2)
5.টিউমার, পায়ের পিছনের পেশিতে, নিচের দিকে –
TUMORS, calves tumors, lower (1)
6. টিউমার, পায়ের উরুতে – TUMORS, calves tumors, thighs
(2)
7. টিউমার, পায়ের উরু এবং স্ত্রী জননাঙ্গের মধ্যবর্তী
স্থানে – TUMORS, calves tumors, thighs between thigh
and v***a (1)
8. টিউমার, পায়ের টিবিয়া স্থানে,অস্টিওসারকোমা প্রকৃতির –
TUMORS, calves tumors, tibia, osteosarcoma (1)
9. অস্থিবৃদ্ধি, টিবিয়া আস্থির – EXOSTOSES, tibia (16) 2 ang, 2
aur, 2 aur-m, 1 bad, 1 calc-f, 2 calc-f, 2 calc-p, 2 cinnb, 2
dulc, 2 hecla, 1 merc, 3 NIT-AC, 1 phos, 2 phyt, 1 rhus-t, 1
sars
10. টিউমার, পায়ের টিবিয়া স্থানে,অস্টিওসারকোমা প্রকৃতির ও
শিরাস্ফীতি – TUMORS, calves tumors, tibia, osteosarcoma
varicose (1)
11. হাঁটুতে টিউমার – Knees TUMORS (5)
12. টিউমার, হাটুর পেছনের গর্তাকার অংশে – TUMORS
tumors, hollow of (3)
13. অস্থিবৃদ্ধি, পেটেলার – EXOSTOSES, patella (1)
14. অঙ্গপ্রত্যঙ্গেরঅস্থিবৃদ্ধি –
Limbs EXOSTOSES (10) 1 aur, 1 aur-m, 3 CALC-F, 1 dulc,
3 HECLA, 1 mez, 1 ph-ac, 1 rhus-t, 3 SIL, 1 sulph
15. অস্থিবৃদ্ধি, সেকরাম অস্থির – EXOSTOSES, sacrum (3)
16. টিউমার, ডান ইলিক ফসাতে, যেন একটি নারিকেল, যার
ফলে, তাতে কেটেফেলার মত, ছুড়িকাঘাত করার মত,
বেদনা – TUMOR, in right iliac fossa, as large as a
cocoanut, at times cutting pain, like a stab, causing her
(1)
লক্ষণ সমূহের তথ্য সূত্রঃ মার্ফি রেপার্টরি।
পাঠকদের জন্য নির্দেশনা
১. বেরিকেট ( ) দেয়া স্থানের সংখ্যা, ঔষধ সংখ্যা হিসাবে
বিবেচ্য।
২. ঔষধের অপপ্রয়োগ হতে পারে, এ কারনে অনেক
স্থানে ঔষধের নাম দেয়া হয়নি।
৩. ডাক্তারগণ প্রদেয় ইংরেজি রুব্রিক দিয়ে রেপার্টরি
থেকে ঔষধের নাম সমূহ খুঁজে পাবেন।
🌍টিউমার চিকিৎসায় হোমিওপ্যাথি।
অত্যান্ত গুরুত্বপূর্ন হোমিওপ্যাথিক ঔষধের তালিকা যেগুলো সফলতার সহিত টিউমার চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে।
🌍টিউমার: টিউমারের চিকিৎসা পদ্ধতি জানার আগে আসুন জেনে নেওয়া যাক টিউমার কী?টিউমার হলো একটি কোষের অস্বাভাবিক বৃদ্ধি। প্রাণীর শরীর অসংখ্য ছোট ছোট কোষের মাধ্যমে তৈরী। এ কোষ গুলো একটি নির্দিষ্ট সময় পর পর মারা যায়। পুরোনো কোষ গুলোর জায়গায় নতুন কোষ জন্ম নেয়। এই কোষগুলো কোনো কারণে অনিয়ন্ত্রিত ভাবে বাড়তে থাকে তখনি ত্বকের নিচে মাংসের দোলা অথবা চাকা দেখা যায়। একেই টিউমার বলে।
🌿টিউমার বিভিন্ন রকম হয়ে থাকে।সাধারনত যে টিউমারগুলো সচরাচর দেখা যায় সেগুলো হচ্ছে-
👉👉ব্রেস্ট টিউমার
👉👉অস্থি বা হাড়ের টিউমার
👉👉হাত ও পায়ের টিউমার
👉👉 অভ্যন্তরীন অঙ্গের টিউমার
👉👉পুরুষ ও স্ত্রী জননাঙ্গের টিউমার
👉👉 রক্তনালীর ব্লক বা এনরিসম টিউমার
👉👉ব্রেন, মাথা,নাক, কান, গলা, মুখে টিউমার ইত্যাদি।
শতকরা ৮০% টিউমার হোমিওপ্যাথিতে ভাল হয়। তবে টিউমারের আকার ও অবস্থানের জন্য তা যদি ক্ষুব বেশী ক্ষতি ও অস্বস্তির কারন হয় তবে অপারেশনের সাহায্য নেওয়ার প্রয়োজন হতে পারে। এছাড়া মেলিগ্নেন্ট টিউমারের ক্ষেত্রে রোগের প্রাথমিক অবস্থায় মেটাসটেসিস হবার পূর্বে অপারেশন করে ফেলা উচিত।
🌿টিউমারের চিকিৎসায় যে সব হোমিওপ্যাথিক ঔষধ ব্যবহার হয় তার মধ্যে উল্লেখযোগ্য হল :-
১. ব্যারাইটা কার্ব (Baryta Carbonica),
২. ক্যালকেরিয়া কার্ব (Calceria Carb),
৩. ক্যালকেরিয়া ফ্লোর (calcarea fluor),
৪. সিস্টাস ক্যান (Sistas can),
৫. কোনিয়াম (conium),
৬. গ্রাফাইটিস (graphites),
৭. হেক্লালাভা (Hecla lava),
৮. লাইকো (lycopodium),
৯. থুজা (Thuja),
১০. আর্সেনিক এল্ব (Arsenicum Album),
১১. কার্ব এনিমেলিস (Carbo Animalis),
১২. হাইড্রাসটিস (Hydrastis),
১৩. আয়োডিয়াম (Iodium),
১৪. অরাম মিউর ন্যাট (Aurum Muriaticum Natronatum),
১৫. অর্নিথোগেলাম (Ornithogalum),
১৬. ফাইটোলাক্কা (Phytolacca),
১৭. সাইলিসিয়া (Silicea),
১৮. সিম্ফাইটাম (Symphytum),
১৯। ইথুজা (Ethuja),
২০. ফসফোরাস (Phosphorus),
২১. বেলিস পার (Bellis Perennis),
২২. রুটা (Ruta Graveolens),
২৩. ক্যাল ফস (Calcarea Phos), ইত্যাদি।
🌹সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে হলে জানতে হবে তবে চিকিৎসকের পরামর্শ/নির্দেশনা ছাড়া কোনো ওষুধ সেবন করা উচিত নয়।
টিউমারের হোমিও চিকিৎসা
টিউমার তো বিভিন্ন রকমের হয়।
টিউমারে আমি যে ২টি ওষুধ বেশি ব্যবহার করেছি এবং ফল পেয়েছি;
তা হলো ১। থুজা ও ২। ক্যালকেরিয়া ফ্লুরিকা।
টিউমারের উপরের দিকটা একটু খসখসে, ফাটা ফাটা দাগ। এমতাবস্থায় থুজা।
আর শক্ত টিউমার, বিশেষতঃ চামড়ার নিচে ক্যালকেরিয়া ফ্লুরিকা।
অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা ঠিক হবে না।
যেহেতু লক্ষণ, শক্তি, মাত্রার বিষয় রয়েছে।
সাথে বিশেষ করে নতুন ডাক্তার ভাই-বোনদের প্রতি অনুরোধ, অবশ্যই রোগলিপি অনুযায়ী মেটারিয়া মেডিকা দেখে কনফার্ম হয়ে তবেই প্রয়োগ করবেন।
তাই, জানার স্বার্থে নিম্নে নেট থেকে সংগ্রহকৃত কিছু তথ্য দিলাম।
কারো বাড়তি কিছু জানাবার ইচ্ছা থাকলে কমেন্টে লিখার অনুরোধ করছি।
টিউমারের কয়েকটি প্রধান ঔষধ হলোঃ
Thoja, Conium, Baryta Carb, Baryta Iod, Baryta Mur, Calcarea Carb, Calcarea Phos, Calcarea Floor, Calcarea Iod, Ruta, Phytolacca, Silicea.
শরীরের বিভিন্ন স্হানের টিউমারের নির্ঘন্ট চিকিৎসাঃ
চোখের পাতায় টিউমারঃ Calcarea Floor, Thoja. Staphysagria.
নাকে টিউমারঃ Thoja, স্বরযন্ত্রের টিউমারঃ Thoja.
কানে টিউমারঃ Calcarea Carb, Thoja.
মাথায় টিউমারঃ Calcarea Carb, Calcarea Floor, Thoja, Baryta Carb.
গলায় টিউমারঃ Baryta Carb, Thoja.ও
পেটে টিউমারঃ Calcarea Iod, Thoja.
কাঁধে বা পিঠে টিউমারঃ Conium, Baryta Carb.
কপালে টিউমারঃ Conium, Calcarea Floor.
আঘাতের কারনে টিউমারঃ Conium, Ruta.
দাঁতের মাড়িতে টিউমারঃ Hecla Lava.
হাতের কব্জির টিউমারঃ Ruta, Calcarea Phos.
হাটুতে টিউমারঃ Calcarea Floor, Calcarea Phos.
আঙ্গুলে টিউমারঃ Calcarea Floor, Thoja.
মুখের উপর টিউমারঃ Calcarea Floor, Thoja.
মুখের ভিতর টিউমারঃ Arum Mur, Baryta Carb, Thoja.
অস্হির/হাড়ের টিউমারঃ Calcarea Phos, Calcarea Floor, Silicea.
ব্রেন টিউমারঃ Sulpher, Acid Hydro, Tuber Bovi, Natrum Mur.
জিহ্বার টিউমারঃ Thoja, Arum Mur, Baryta Carb.
স্তনে টিউমারঃ Phytolacca, Conium, Carbo Ani, Calcarea Floor.
ডিম্বকোষে/ওভারিতে টিউমারঃ Thoja, Calcarea Floor.
জরায়ুর টিউমারঃ Arum Mur Nat., Calcarea Iod, Conium, Thoja.
গর্ভভ্রমে টিউমারঃ Natrum Carb, Thoja
নবজাত শিশুর মাথায় টিউমারঃ Baryta Carb.
মুত্র পথে টিউমারঃ Thoja, Eucaliptus.
বুকে টিউমারঃ Thyroidinum.
উরুর মধ্যে বেদনাযুক্ত টিউমারঃ Conium.
রক্তময় টিউমারঃ Calcarea Floor. বগলের টিউমারঃ Carbo Ani, Thoja
ফুসফুসে টিউমারঃ Thoja, Phosphorus.
ঠোটের টিউমারঃ Thoja, Silicea, Calcarea Phos.
রক্তবহা নাড়ির টিউমারঃ Calcarea Floor.
Thoja Q and Phytolacca Q বাহ্য প্রয়োগ করা যায়।
শক্ত টিউমারে Conium, Ruta, Calcarea Floor, Calcarea Phos. Carbo Ani. ভাল।
নরম টিউমারে Calc carb.
বিশেষ দ্রষ্টব্যঃ ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ সেবনকরা নিষেধ।