Safer Food Better Health

Safer Food Better Health Department Of Food Safety
Institute Of Public Health

17/11/2024
15/07/2024

রাজাকার শব্দটির উর্দু সঠিক উচ্চারণ রিযাকার। রিযা শব্দের অর্থ সন্তুষ্ট হওয়া রাজি হওয়া। আর রিযাকার অর্থ হচ্ছে স্বেচ্ছায় যখন কেউ কোন জনকল্যাণমূলক কাজ করে তখন তাকে রিযাকার বলা হয়। এক কথায় বাংলায় যাকে আমরা স্বেচ্ছাসেবক বলি উর্দুতে সেটিই রাজাকার। তথা আভিধানিক অর্থের দিক থেকে স্বেচ্ছাসেবক দল মানে রাজাকার দল বা স্বেচ্ছাসেবক লীগ মানে রাজাকার লীগ। প্রায়োগিক অর্থে স্বাধীনতার যুদ্ধের সময় যারা স্বেচ্ছায় তৎকালীন রাষ্ট্র পাকিস্তানের পক্ষ হয়ে কাজ করেছে তাদেরকেই রেযাকার বা রাজাকার বলা হত। এখনো অদ্যবদধি পৃথিবীর যেকোন প্রান্তে উর্দু ভাষাভাষি যেকোন অনুষ্ঠানে রেযাকার থাকে তথা স্বেচ্ছাসেবক থাকে। ঠিক যেভাবে আমাদের সম্মেলনগুলোতে স্বেচ্ছাসেবক থাকে। সারর্মম হচ্ছে ভাষাগত দিক থেকে এই শব্দটি উক্ত ভাষার ব্যবহারকারীদের নিকটে একটি ভালোগুণ সম্মত শব্দ। কোন খারাপ শব্দ নয়। কেউ যদি বাংলাদেশের পক্ষে স্বেচ্ছায় কাজ করে তাহলে সে বাংলাদেশের রাজাকার।
Shaikh Abdullah bin Abdur Razzak (হাফিজাহুল্লাহ)

আয় আরশের মালিক আপনি মজলুম আলেম দেলোয়ার হোসেন সাঈদীকে জান্নাতে উঁচু আসন দান করুন! যারা তার উপর জুলুম ও অত্যচার করেছে তাদে...
14/08/2023

আয় আরশের মালিক আপনি মজলুম আলেম দেলোয়ার হোসেন সাঈদীকে জান্নাতে উঁচু আসন দান করুন! যারা তার উপর জুলুম ও অত্যচার করেছে তাদেরকে দুনিয়াতেই শাস্তি দান করুন! আমীন!

নির্ভেজাল ও খাঁটি পণ্যের এক বিশাল সমাহার নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝেআমাদের কাছে যা যা পাচ্ছেন..😋🐝 এলাকার প্রাকৃতিক চাক...
08/08/2023

নির্ভেজাল ও খাঁটি পণ্যের এক বিশাল সমাহার নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে
আমাদের কাছে যা যা পাচ্ছেন..

😋
🐝 এলাকার প্রাকৃতিক চাকের মধু
🐝 এলাকার মিশ্র ফুলের মধু
🐝 সুন্দরবনের খলিশা ফুলের মধু
🐝 সুন্দরবনের বাইন ফুলের মধু
🐝 সুন্দরবনের গড়ান ফুলের মধু
🐝 সুন্দরবনের কেওড়া ফুলের মধু
🐝 সুন্দরবনের কাকড়া ফুলের মধু
🐝 সুন্দরবনের মিশ্র ফুলের মধু
🐝 কালোজিরা ফুলের মধু
🐝 ধনিয়া ফুলের মধু
🐝 লিচু ফুলের মধু
🐝 সরিষা ফুলের মধু
🐝 পাহাড়ি মধু
👉 কাঠের ঘানিতে ভাংগা প্রথম চাপের খাঁটি সরিষার তৈল
🐂 গরুর ঘানিতে ভাংগা খাঁটি সরিষার তৈল
🥥 এক্সট্রা ভার্জিন নারিকেল তৈল
👉 কালোজিরা তৈল
🍯 হানি মিক্সড নাট বা মধুময় বাদাম
🐄 ক্রিমের তৈরী খাঁটি গাওয়া ঘি
🐄 সরের তৈরী খাঁটি গাওয়া ঘি
👉 চিনি মুক্ত আখের গুড়
👉 চিনি মুক্ত আখের পাটালী
👉 চিনি মুক্ত তালের গুড়
👉 চিনি মুক্ত তালের পাটালী
🌴 চিনি মুক্ত খেজুরের গুড়
🌴 চিনি মুক্ত খেজুরের পাটালী
👉 সাতক্ষীরার বিখ্যাত চুইঝাল
👉 আয়ুর্বেদিক ওষধি তালমিছরি

🛍️ অর্ডার করতে
🎁 পণ্যের নাম,
🛒 পরিমাণ,
☎️ মোবাইল নাম্বার
🏘️ ঠিকানা
👝 ইনবক্স করুন

🚚 ডেলিভারি চার্জ প্রযোজ্য
🌍 সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়।
🏠হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে

👉 পাইকারী ও খুচরা পণ্যের জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
ফোন:
📞01313505453(Whatsapp)

আপনার বিশ্বস্ততায় আমাদের অঙ্গীকার

16/03/2023

মাছ ও মাংস ক্রয়কালে করণীয় ও বর্জনীয়:

করণীয়:
১. উজ্জ্বল ও গোলাপী রঙ্গের ফুলকাযুক্ত অক্ষত মাছ ক্রয় করা।

২. পরিষ্কার চোখযুক্ত মাছ।

৩. এমন মাছ যা আঙ্গুলের চাপে ডেবে যায় নান।

৪. গোলাপী রং, কম হাড়সমৃদ্ধ ও চর্বিহীন মাংস কিনতে হবে।

৫. প্যাকেটজাত মাংস ক্রয়কালে ফ্রিজের তাপমাত্রা ও মেয়াদের তারিখ যাচাই করা।

বর্জনীয়:
১. নিস্তেজ, ডেবে যাওয়া চোখওয়ালা মাছ ক্রয় করা।

২. দুর্গন্ধযুক্ত মাছ যার ফুলকা ধূসর বা সবুজ।

৩. থলথলে নরম মাছ যা হাড়/কাঁটা থেকে আলাদা।

৪. এমন মাছ যা আঙ্গুলের চাপে ডেবে যায়।

৫. মেয়াদোত্তীর্ণ প্যাকেটজাত মাছ ও মাংস।

৬. পঁচা, দুর্গন্ধযুক্ত, পিচ্ছিল, বিবর্ণ, ফ্যাকাসে মাংস ক্রয় করা।

৭. অধিক হাড় ও চর্বিযুক্ত মাংস।

সতর্কতা:
মাছ, মাংস ও ডিম আলাদা ব্যাগে রাখতে হবে।

উৎস:
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত
'নিরাপদ খাদ্য বিষয়ক পারিবারিক নির্দেশিকা'।
পৃষ্ঠা নং: ০৫।

নির্দেশিকাটি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ওয়েবসাইটে পাওয়া যাবে।
ওয়েবসাইটের ঠিকানা: www.bfsa.gov.bd

15/03/2023

ভিডিও এডিট করতে পারি না আর এটাই ক্যামেরার সামনে প্রথম কথা বলা
এলোমেলোভাবে যতটুকু পেরেছি চেষ্টা করেছি ইন শা আল্লাহ আগামীতে ভয়,জড়তা এগুলো কাটানোর চেষ্টা করবো
পরামর্শ এবং সহযোগিতা কামনা আশা করছি
জাযাকাল্লাহ

Address

Satkhira
Khulna

Telephone

+8801313505453

Website

Alerts

Be the first to know and let us send you an email when Safer Food Better Health posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Safer Food Better Health:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram